বিশ্বব্যাপী মহামারি করোনার ভাইরাসের কারনে এবারও হচ্ছে না মহেশপুর উপজেলার ফতেপুর বকুলতলা বাজারে ঐতিহ্যবাহী চড়কপূজার মেলা ।
মেলার সভাপতি শ্রী সাধন কুমার ঘোষ জানান, করোনার কারনে এবারও চড়কপূজার মেলা করা সম্ভব হচ্ছে না।
এ নিয়ে দু’বার মেলা করা সম্ভব হলো না। গত ২০২০ সালের মার্চ মাসে করোনার কারনে বাংলাদেশে লকডাউন শুরু হলে মেলা করা হয়নি। এবারও একই কারনে সম্ভব হলো না। আমাদের পূর্ব পুরুষেরা এই উৎসব দীর্ঘদিন ধরে পালন করে আসছে তাই তাদের দেখাদেখি আমরাও এই উৎসবটি আনান্দের সাথে পালন করে থাকি।
১লা বৈশাখ থেকে মেলা শুরু হয়ে চলে তিনদিন ধরে। মেলার প্রধান আর্কষন শেষ দিন ৩রা বৈশাখ চড়কপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কিছু লোক সন্যাসী সেজে পিঠে লোহার বরসি ফুঁটিয়ে চড়ক গাছে তুলে রসির সাথে বেঁধে ঘুরানো হয়। এবারও ৬/৭ জন সন্যাসী ছিল যাদেরকে পিঠে বড়সি ফুঁটিয়ে চড়ক গাছে তুলে ঘুরানো হতো।
কিন্তু মেলা না হওয়ার কারণে তা আর হলো না,তবে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। মেলার সভাপতি আরো জানান, তারা এই চড়ক পূজায় সন্্যাসীদের পিঠে বরসি ফুঁটিয়ে চড়ক গাছে তুলে ঘুরানোকে চড়কপূজা হিসেবে আখ্যায়িত করে থাকে।
প্রবীন হিন্দুরা মনে করেন, ৪/৫শ বছর পূর্ব থেকে এই পূজা চলে আসছে বলে তারা মনে করেন। মেলা না হওয়ায় ইতিহাসের ছন্দপতন ঘটলো।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সরকার ঘোষিত লকডাউন এবং নিষেধাজ্ঞা থাকার কারনে চড়ক পূজার মেলা হচ্ছে না তবে হিন্দু সম্প্রদায়ের এ ব্যাপারে প্রস্তুতি ছিল।
– শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি