নড়াইলে ব্যবসায়ীকে গুলি : অস্ত্রসহ যুবক গ্রেফতার

3
Spread the love

নড়াইলে এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি কুপিয়ে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় করা মামলার অন্যতম আসামি ছাব্বির সরদারকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। সময় তার কাছ থেকে ব্যবসায়ীকে গুলি করায় ব্যবহৃত একটি পিস্তল, এক রাউন্ড গুলি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

তিনি জানান, গ্রেফতারকৃত ছাব্বির সরদার যশোরের কোতয়ালি থানার রঘুরামপুর এলাকার নওয়াব আলীর ছেলে। মঙ্গলবার রাতে তাকে দক্ষিণ নড়াইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে আরকটি মামলা করা হয়েছে।

এপ্রিল বিকেলে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় দুটি মোটরসাইকেলে ছয় অস্ত্রধারী যুবক মুজিবরের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার কাছে লাখ টাকা চাঁদা দাবি করেন। মুজিবর তাদের চাঁদা দিতে না চাইলে অস্ত্রধারীরা তাকে গুলি করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশবাক্সে থাকা টাকা নিয়ে পালিয়ে যান তারা।

ঘটনায় আহত মুজিবুর রহমান বাদী হয়ে ছয়জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। নিয়ে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগে নাইমুল ইসলাম ওরফে দুর্জয় ওরফে ডিজে নাইম, তরিকুল কাজেম ওরফে কাদের মোল্যা নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

– জেলা প্রতিনিধি  নড়াইল