দেবহাটায় থানা পুলিশে লকডাউনের ১ম দিনে কঠোর অবস্থানে

1
Spread the love

বিশ্বব্যাপী করোনা মহামারী অধিক হারে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকারের বিধি নিষেধ ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল ৭দিনের লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে দেবহাটা থানা পুলিশ সদস্যরা। বাংলাদেশ সরকারের ঘোষনা অনুযায়ী লকডাউন বাস্তবায়নে বুধবার সকাল থেকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ ও সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর নের্তৃত্বে থানা পুলিশের সদস্যরা প্রধান প্রধান সড়ক সহ উপজেলার বিভিন্ন প্রান্তে চেক পোস্ট বসান। এসময় সাধারণ মানুষকে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন ও সরকারের নির্দেশনা মানাতে মাইকিং ও পথচারীদের মাস্ক পরার অনুরোধ জানান তারা।

এবিষয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, সম্মূখ সারির যোদ্ধা হিসাবে পুলিশ করোনা প্রতিরোধে কাজ করছে। করোনা মহামারি থেকে দেশবাসীকে নিরাপদ রাখতে জীবনের মায়াত্যাগ করে কাজ করছে পুলিশ। মানুষকে বাড়িতে নিরাপদ অবস্থানে রাখার জন্য আমরা রাস্তায় নেমেছি। এছাড়া বিভিন্ন পয়েন্টে টহল বসিয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধের ব্যবস্থা করছি। আপনারা যে যেখানে আছেন সেখানে নিরাপদে অবস্থান করুন। অযাথা এক এলাকা থেকে অন্য এলাকায় এসে নিজেকে এবং অন্যকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরবেন। বাইরে থেকে বাসায় ফিরে কমপক্ষে ২০ সেকেন্ড ভালো ভাবে হাত ধুয়ে নিন। সর্বদা সাবান পান বা হ্যান্ড স্যানিটাইজ দিয়ে হাত ধুয়ে ফেলুন। মনে রাখবেন আপনি নিরাপদ থাকলে আপনার পরিবার নিরাপদ থাকবে। তাই নিজের নিরাপত্তার কথা ভেবে বাসায় থাকুন সরকারের নিয়মনীতি মেনে চলুন। আপনার যে কোন প্রয়োজনে সেবা দিতে পুলিশ আপনার পাশে নিয়েজিত রয়েছে।

কে এম রেজাউল করিম, দেবহাটা