খুমেকের ল্যাবে সর্বোচ্চ করোনা শনাক্ত

4
Spread the love

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় একদিনে চলতি বছরের সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে বুধবার (১৪ এপ্রিল) রাতে ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। 

এদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় যশোরের এক রোগীর মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের ল্যাব সূত্রে জানা যায়, বুধবার আরটি পিসিআর মেশিনে ৫৬৩ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪০ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী জেলার ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও বাগেরহাটের ৫১ জন, যশোরের তিনজন, সাতক্ষীরার দুইজন, নড়াইলের একজন ঢাকা জেলার একজন রয়েছেন।

অপরদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গোলাম সরোয়ার মোল্লা (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি যশোর সদরের ঘোপ রহিমপুর এলাকার মো. আজগর আলী মোল্লার ছেলে। তিনি  এপ্রিল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অববস্থায় আজ তার মৃত্যু হয়।

খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে খুলনা জেলা মহানগরীতে করোনা শনাক্ত হয় ১৮২ জনের, ফেব্রুয়ারি মাসে ৯৭ জনের, মার্চ মাসে ২৮০ জনের করোনা শনাক্ত হয়। চলতি মাসের মাত্র ১৪ দিনে খুলনায় ৫৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা মেডিকেল কলেজের ল্যাবে চলতি বছরের সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে আজ।

-স্টাফ রিপোর্টার