দক্ষিণ আফ্রিকার নারীদের রিপোর্ট ভুল, ফিরেগেছেন দেশে

3
Spread the love

ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসছিল দক্ষিণ আফ্রিকা নারী ইমাজিং দল। সিলেট আন্তর্জতিক ক্রিকেট স্টেডিয়ামে টানা চার ম্যাচ হেরেছে বাংলাদেশ ইমাজিং দলের কাছে। তবে এরই মধ্যে দেশের করোনা ভাইরাসের মহামারি ভয়াবহ রূপ নিয়েছে আবরো। আজ দেশে সারা দেশে সরকার ঘোষণা করেছে কঠোর লকডাউন। তাই সিরিজের ৫ম ম্যাচ না খেলেই মঙ্গলবার দেশে ফিরে গেছে প্রোটিয়া নারী দল। তবে সবাই যেতে পারেনি। যাওয়ার আগে নিয়ম অনুসারে করোনা পরীক্ষায় দিয়েছিল তারা। কিন্তু দলের চার নারী ক্রিকেটার ম্যানেজারের রিপোর্ট পজেটিভ আসে।

যে কারণে তাদের ছাড়াও দলের বাকি সদস্যরা বাংলাদেশ ছাড়েন। তবে গতকাল পুন পরীক্ষায় সেই পাঁচজনের কোভিড-১৯ এর ফলাফল নেগেটিভ এসেছে। সেই সঙ্গে গতকাল সন্ধ্যাতেই তারা দেশের উদ্দেশ্যে বিমানে চড়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার চার নারী ক্রিকেটার ম্যানেজারের প্রথম রিপোর্টটা ভুল এসেছিল। এটি হতে পারে, কখনো কখনো ফলস পজেটিভ আসে। আবার ফলস নেগেটিভও আসে। তারা দ্বিতীয়বার যে কোভিড-১৯ এর দিয়েছে সেটা নেগেটিভ হয়েছে। যে কারণে তারা আজই (গতকাল) সন্ধ্যায় দেশে ফিরে গেছে।’

অন্যদিকে বাংলাদেশ দলের সদস্যারাও গতকাল সিলেট থেকে ঢাকায় ফিরেছে যেহেতু আজ থেকে লকডাউন এরই মধ্যে বেশির সদস্য নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরেছে গতকালই।

স্পোর্টস রিপোর্টার