সারা খুলনা অঞ্চলের খবরা খবর

32
Spread the love

আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনের ইন্তেকাল নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …….. রাজেউন)তিনি দীর্ঘদিন স্ট্রোকে আক্রান্ত হয়ে পশ্চিম বানিয়া খামারস্থ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে তিন মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে বিহারী কলোনী মোড়ে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডেপুটি কমা-ার মুন্সি আইয়ুব আলী, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল আজিজ, ডা. নাসির উদ্দিন, গোলাম নবী মাসুম, এজাজ আহমেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা মরহুমের বিদেহী আত্মার মগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ হায়দার আলী, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিন।

ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন স্থানে সাবেক ছাত্রনেতার মাস্ক বিতরন

খবর বিজ্ঞপ্তি

করোনা ভাইরাস মোকাবেলায় সাধারন মানুষের মধ্যে গন সচেতনতা বৃদ্ধি লক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সকাল ১১টা থেকে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার, খর্নিয়া বাজার, গুটুদিয়া সহ বিভিন্ন স্থানে সর্বসাধারণের মধ্যে মাস্ক প্রদান সচেতনতা মুলক ক্যাম্পেনিং করেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবনেতা শেখ মোঃ আবু হানিফ। সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জিএম ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা সরদার অহিদুল ইসলাম, সরদার শরিফুল ইসলাম, শেখ হায়দার আলী, বিশ্বনাথ দে, খান আল আমিন, সাবেক ছাত্রনেতা প্রভাষক এম এম ইমরান হোসেন, কাজী মেহেদি হাসান রাজা, সরদার কবিরুল ইসলাম, সুমন সরদার, আসাদুজ্জামান মিন্টু, জেলা ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম, কে এম মফিজুর রহমান, মোঃ আব্দুল মান্নান, শেখ মোঃ রাসেল, হেলাল বাবু, মিথুন মন্ডল, সাইফুল ইসলাম, মফিজুল ইসলাম সানা, গাজী আব্দুল হামিদ, জাকির হোসেন মিল্টন, বিশ্বজিৎ মন্ডল, কাজী গোলাম হোসেন, নুরুল ইসলাম হালদার, কামরুল ইসলাম, ইব্রাহিম হোসেন, সোহাগ হোসেন, রতন কুমার ঘোষ, তরিকুল ইসলাম বাবু, হাওলাদার, মাসুদ গাউস, লাবু, সবুজ, রিপন দাশ, মেহেদী হাসান মাসুম, সাকিব শাহরিয়ার, নাজমুল ইসলাম বাবু, রিপন, ইয়াছিন, আল আমিন প্রমুখ।

সাতক্ষীরায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি সম্পত্তি রক্ষার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন

খান নাজমুল হুসাইন , সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল করতে না পেরে ষড়যন্ত্র মূলকভাবে এক ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি তার বিরুদ্ধে মিথ্যেচারের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন

শ্যামনগর আবাদচন্ডিপুর গ্রামের মৃতআছের উদ্দীন গাইনের ছেলে অমেদ আলী গাইন। লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্যামনগরের আবাদচন্ডীপুর মৌজায় এস ৪৯৭, ডি.পি ২১৬ নং খতিয়ানে এস ২৩৪ হাল ৭৭৯ দাগে .৩৩ একর জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। গত ২০১৮ সালে একই এলাকার মৃত

আলিমউদ্দীন মল্লিকের ছেলে চিহ্নিত হরিণ শিকারি মামলাবাজ আনসার মল্লিক ভিন্নদাগে আমার সম্পত্তির পাশে ২২ শতক সম্পত্তি ক্রয় করে অবৈধভাবে আমাদের সম্পত্তিও দখলের চক্রান্ত শুরু করে। একই সাথে ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় আমাকে হয়রানির ষড়যন্ত্র করতে থাকে। এঘটনায় আমি অতিরিক্ত জেলা

ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা করলে আদালতে উক্ত সম্পত্তিতে ১৪৫ ধারা জারি করেন। কিন্তু পরসম্পদ লোভী আনসার মল্লিক আদালতের নির্দেশ অমান্য করে উক্ত সম্পত্তি দখল করতে না পেরে গত ৩১ জানুয়ারি আদালতে একটি মিথ্যে ঘর জ¦ালানোর মামলা দায়ের করে। তদন্তে ওই ঘটনা মিথ্যে প্রমানিত হয়।

অমেদ আলী গাইন আরো বলেন, গত এপ্রিল গভীর রাথে বনবিভাগের লোকজন আনছার মল্লিকের বাড়ির মধ্যে থেকে হরিণের চামড়া উদ্ধার করেন। কিন্তু এঘটনায় সে আমাদেরকে ফাঁসানোর ষড়যন্ত্র শুরু করে। এর জেরে গত এপ্রিল সাতক্ষীরা

প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই চোরা শিকারী মামলাবাজ আনছার মল্লিক দাবি করেন, তার বাড়িতে নাকি আমরা হরিনের চামড়া দিয়ে তাকে হয়রানির চেষ্টা করছি। যা সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন। আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী অসহায় নিরিহ প্রকৃতির মানুষ। শুধুমাত্র জমি দখলের উদ্দেশ্যে সে আমাদেও বিরুদ্ধে

একের পর এক এধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, আনছার তার ভাই মুনসুর মল্লিক, শামসুর মল্লিক দীর্ঘদিন ধরে হরিনের মাংস ক্রয় বিক্রির সাথে জড়িত। যা এলাকাবাসী সকলেই অবগত আছেন। আমরা এলাকার নিরিহ

শান্তি প্রিয় মানুষ। আমাদের পক্ষে চাঁদা দাবি করা বা অন্যের বাড়িতে হরিনের চামড়া রেখে ধরিয়ে দেওয়ার অভিযোগ কাল্পনিক। উল্টো আনছার মল্লিক তার তিন ভাই এবং সহযোগি শফিকুল মল্লিক, আজিবর মল্লিক, সাইদুল মল্লিক আব্দুর রশিদ আমাদের বাড়িতে হরিণ বা বাঘের চামড়া রেখে ধরিয়ে দিয়ে হয়রানি

করবে, বাড়ির স্ত্রী-মেয়োদের দিয়ে মিথ্যে ধর্ষন মামলা করে হয়রানির হুমকি ধামকি দিচ্ছে। তিনি চোরা শিকারী আনসার মল্লিকের ষড়যন্ত্রের হাত থেকে নিষ্কৃতি পেতে নিজের সম্পত্তি রক্ষা এবং মিথ্যে মামলায় দায় হতে অব্যাহতির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

দৈনিক খুলনাঞ্চল-সংবাদ প্রকাশ: আব্দুর রহিমের স্বপ্ন পূরণে নাজমা খানম

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

হতদরিদ্র রিকসা চালকের ছেলে আব্দুর রহিমের মেডিকেলে ভর্তি নিয়ে উদ্বিগ্নতা দূর হলো। রোববার (১১ এপ্রিল) বিকেলে সরেজমিন উপজেলার গৌরিপুর গ্রামে রিকসা চালক আব্দুল হালিম গাজীর বাড়িতে মিষ্টি নিয়ে হাজির হন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। এরপর তিনি আব্দুর রহিমের বাবা-মা’হাতে ভর্তি খরচ ১৫ হাজার টাকা তুলে দেন। এসময় চেয়ারম্যান পুত্র আসিফ খান অভি, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসহাক আলীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এরআগে রোববার (১১ এপ্রিল) ‘স্বপ্ন কী পূরণ হবে রিকসা চালক হালিমের’ শিরোনামে নিউজ প্রকাশিত হয় দৈনিক খুলনাঞ্চলে। নিউজটি নজরে আসলে নাজমা খানম আব্দুর রহিমের খবর নেন। এরপর তিনি তাকে ভর্তি খরচ দেওয়ার সিদ্ধান্ত নেন।

আব্দুর রহিমের পিতা আব্দুল হালিম বিশ্বাস বলেন, মনে বড় ইচ্ছা ছিল ছেলেরে ডাক্তারি পড়াব। আল্লাহর ইচ্ছায় ছেলে ডাক্তারি পড়ার চান্স চাইছে। ওর ভর্তি খরচ, বই কেনা নিয়ে খুব চিন্তায় ছিলাম। রিকসা চালায়ে কোন রকম পেট চলে। এত টাকা পাব কনে। নাজমা আপা আমার বাড়ি আইছে। ছেলের ভর্তির জন্য ১৫ হাজার টাকা দেছেন। আমার চিন্তা দূর হইছে। আমি খুব খুশি।

মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে আব্দুর রহিমের খোঁজ নিয়েছি। জানতে পারলাম ওই ছেলেটার পিতা রিকসা চালান। গরিব মানুষ। ছেলের মেডিকেলে ভর্তির খরচ নিয়ে চিন্তায় আছেন। আমি আব্দুর রহিমের ভর্তির জন্য ১৫ হাজার টাকা দিয়েছি। লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত যে কোন প্রয়োজনে আব্দুর রহিমের পাশে দাঁড়াবো।

অধম্য মেধাবী আব্দুর রহিম এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। তিনি ২০১৮ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ-পেয়ে মণিরামপুরের নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং ২০২০ সালে ঢাকার পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ কলেজ থেকে গোল্ডেন জিপিএ-পেয়ে এইচএসসি পাশ করেন। তিনি উপজেলার গৌরিপুর গ্রামের আব্দুল হালিম বিশ্বাস জেসমিন বেগমের বড় ছেলে।

কয়রায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি আক্তারুজ্জামান বাবু

খবর বিজ্ঞপ্তি

কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের হুদুবুনিয়া চান্নিরচক সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। গত বুধবার তিনি সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, আমাদী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র মন্ডল, আ’লীগ নেতা আঃ রশিদ সরদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, আমাদী ইউপির নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জুয়েল, জেলা শ্রমিক লীগ নেতা কামরুল গাজী, অধ্যক্ষ চয়ন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।

বিএনপি জামায়াত হেফাজতকে সামনে রেখে সারাদেশে তান্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে: জেলা যুবলীগ সভাপতি

ফুলতলা প্রতিনিধি

জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল বলেছেন, বিএনপি জামায়াত হেফাজতকে সামনে রেখে সারাদেশে তান্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টায় লিপ্ত। জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে এটা কখনও হতে দেবে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ হেফাজত ইসলামের তান্ডবলীলা প্রতিহত করা হবে। যেখানে সারা বিশ্ব করোনা মোকাবেলায় হীমহিম খাচ্ছে, সেখানে দেশরতœ শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশে প্রথম ধাক্কা সফলভাবে মোকাবেলা করেছেন। দ্বিতীয় দফায়ও দেশে সকলের সহযোগিতা নিয়ে একইভাবে মোকাবেলা করা হবে। সময় তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

রোববার বেলা ১২টায় খুলনার ফুলতলা উপজেলা যুবলীগ আয়োজিত করোনা প্রতিরোধে সচেতনমুলক প্রচারণা মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। উপজেলা যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ আসলাম খান, মৃনাল হাজরা, জেলা যুবলীগ নেতা জামিল খান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন মাহফুজুর রহমান সোহাগ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিধান চন্দ্র রায়, বিবেক দীপ পান্ডে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, চীশতী নাজমুল বাশার, কামরুজ্জামান নান্নু, ইসমাইল হোসেন বাবলু, রবীন বসু, ইকতিয়ার উদ্দিন সুমন, আনছার আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম হোসেন, সাদমান খান সুপ্ত, মিরাজুল ইসলাম বাঁধন, রাকিবুল ইসলাম লিপু, ফয়সাল সরদার, তাসিম আহমেদ, ফাইম আহমেদ প্রমুখ। পরে প্রধান অতিথি সকলকে সাথে নিয়ে ফুলতলা বাজারের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন।    

দেবহাটায় সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভূক্ত জন আসামী গ্রেফতার

কে এম রেজাউল করিম  দেবহাটা

দেবহাটা থানায় সিআর সাজাপ্রাপ্ত আসামী (মাসের সাজাপ্রাপ্ত) সহ জিআর ওয়ারেন্টভূক্ত জন আসামী মোট জন আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এর দিক নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১১/০৪/২০২১ তারিখ এসআই (নিঃ)/ আবু হানিফ, এসআই (নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) হাফিজুর রহমান, এসআই (নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা, এএসআই (নিঃ) রশিদুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সোহেল উদ্দীন, এএসআই (নিঃ) এসএম মোজাম্মেল দেবহাটা থানার বিভিন্ন এলাকা হইতে সিআর সাজাপ্রাপ্ত আসামী ০১/২১ (কালিগঞ্জ), পি-২৯৪/২১ (মাসের সাজাপ্রাপ্ত) এর আসামী বেল্লাল হোসেন, পিতা- মৃত হায়দার গাজী, সাং+পোঃ+ থানা-দেবহাটা, জিআর-১৯৮/১৪ (সাতঃ) এর আসামী কওছার মোড়ল, পিতা-ইব্রাহিম মোড়ল, সাং- পারুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, জিআর-১৬১/১৮ এর আসামী রবিউল ইসলাম (৩০), পিতা- মৃত ছবির হোসেন, সাং- নিশ্চিন্তপুর, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা, জিআর-১৬১/১৮ এর আসামী আমিনুর রহমান (৩০), পিতা- আলহাজ্ব আবুল কাশেম গাজী, সাং- চালতেতলা, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা, জিআর-১৬১/১৮ এর আসামী মজিদা খাতুন (৩৫), স্বামী- আমিনুর রহমান গাজী, সাং- চালতেতলা, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, জিআর-১০৯/২০ এর আসামী মোমেনা খাতুন, স্বামী-মৃত নজরুল ইসলাম, সাং- উত্তর কুলিয়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা, এসটিসি ২৪১/১৫, জিআর ১৯৮/১৪ (সাতঃ) এর আসামী ইব্রাহিম মোড়ল, পিতা- মৃত পাগল মোড়ল, সাং- পারুলিয়া (মাঝপাড়া) থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। রবিবার (১১ এপ্রিল,২১) সকালে গ্রেফতারকৃত সকল আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

কপিলমুনিতে সড়ক দূর্ঘটনা

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

কপিলমুনিতে বাস দূর্ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে টার দিকে খুলনা হতে পাইকগাছাগামী ঢাকা মেট্রো-জ-১১-২১৪৭ নং বাসটি কপিলমুনির পার্শ্ববর্তী মুচির পুকুর  নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরের পড়ে। এসময় স্থানীয়দের সহযোগীতায় যাত্রীরা উদ্ধার করা হয়। প্রায় ৫০ জন যাত্রী নিয়ে দূর্ঘটনায় কবলিত বাসটিতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দুই পা ভেঙ্গে দিলেন সাবেক ইউপি সদস্য

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের দুই পা ভেঙ্গে দিয়েছেন সাবেক ইউপি সদস্য ফজলুল হক টুকু। শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে শরণখোলা উপজেলার তাফালবাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে উত্তর তাফালবাড়ি গ্রামের নুরুল হকের বাড়ির সামনে পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা ফজলুল হক টুকুসহ কয়েক জন নাজমুল ইসলাম সাগরের উপর হামলা করে। এসময় তারা হাতুরি দিয়ে পিটিয়ে নাজমুল ইসলাম সাগরের দুই হাটুর হাড় গুড়ো করে দেয়। আকুতি মিনতি করেও রক্ষা পাননি সাগর। এসময় ঠেকাতে গেলে জাহান নামের একজনকে পিটিয়ে আহত করে হামলাকারীরা।  পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

আহত নাজমুল ইসলাম সাগর শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে। হামলাকারী ফজলুল হক টুকু সাউথখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং নাজমুলের চাচাতো ভাই।

আহত নাজমুল ইসলাম সাগরের স্ত্রী রুমা বেগম বলেন, আমার স্বামী নাজমুল ইসলাম সাগর সাবেক ইউপি সদস্য ফজলুল হক টুকু আপন চাচাতো ভাই। আমরা একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করি। জমি সংক্রান্ত বিরোধের জেরে এর আগেও চারবার আমার স্বামীকে মারধর করেছেন ফজলুল হক টুকু।কিছুদিন আগে হাত-পা গুড়ো করে দেওয়ার হুমকীও দিয়েছিল। ফজলুল হক টুকুর বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক অপরাধে মামলা রয়েছে।

কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, আমার স্বামীর দুই পা হাতুরি দিয়ে পিটিয়ে যেভাবে ভেঙ্গে দিয়েছে তা বর্ননাতীত। এই হামলা যেকোন নৃশংসতাকে হার মানায়। বর্তমানে আমার স্বামী খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বটিয়াঘাটায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের তৃতীয় দিন

বটিয়াঘাটা প্রতিনিধি

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের তৃতীয় দিনে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গতকাল রবিবার টিকা নিয়েছেন  জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, জাতীয় পাট্রির প্রেসিডিয়াম সদস্য কলামিষ্ট শুনীল শুভ রায়, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, সহ প্রায় শতাধিক মানুষ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমানের চেম্বারে জাতীয় সংসদের হুইপ টিকা গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন টিএইচএ ডাঃ মিজানুর রহমান, আরএমও সুকান্ত বিশ্বাস সহ অন্যান্য মেডিক্যাল অফিসার  সিনিয়র ষ্টাফ নার্স। গত দিনে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে শত ৩৮ জন করোনা টিকা গ্রহণ করে বলে জানা গেছে।

মোড়েলগঞ্জের জিউধরা ইউনিয়নে চাল বিতরণে হামলায় চেয়ারম্যান বাদশা সহ আহত ২০

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে বিদ্রোহী প্রার্থী তার সমর্থকদের হামলায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশা সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা বাজারে হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, ১০ টাকা কেজি দরের চাল বিতরণের সময় বর্তমান চেয়ারম্যান স্থগিত থাকা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশা ঘটনাস্থলে গেলে দলটির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান হাওলাদার তার সমর্থকেরা হামলা করে। এতে চাল সুবিধাভোগীরাও আহত হন। আহতদের মধ্যে মিঠু রানী(৩৬), লিপি আক্তার(৩০), নাদিরা বেগম(৪০), ঊষা রানী বিশ্বাস(৬৫), ইলিয়াস হাওলাদার, ইসাহাক হাওলাদার, কৃষ্ণ মাষ্টার(৬৪) এনায়েত হাওলাদার(৫০) ইলিয়াস শিকদার(৪২)সহ রক্তাক্ত জখমীদেরকে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিউধরা ফাঁড়ির পুলিশ ঘটনার সময় উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যার্থ হয়। পরে মোড়েলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম পুলিশের একটি বড় বহর নিয়ে বেলা ১টার দিকে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, চাল বিতণের সময় বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান হাওলাদারের অনুসারীরা অতর্কিতে হামলা করে। এতে  নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বিষয়ে ফেয়ার প্রাইজ চালের ডিলার রেহেনা বেগম বলেন, হামলাকারিরা প্রায় ৬০ হাজার টাকা কয়েক বস্তা চাল ছিনিয়ে নিয়ে গেছে। সম্পর্কে ঘটনাস্থল থেকে থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। বিষয়ে বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান হাওলাদারের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত-১ : আহত-

ফকিরহাট প্রতিনিধি

খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের লখপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রলি চালক বেলাল মোল্লা (১৯) নিহত হয়েছেন। এসময় ট্রলিতে থাকা ৩জন শ্রমিক গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি রবিবার সকাল ৯টায় লখপুর ভূষন ডিজিটাল স্কেলের সামনে। পুলিশ প্রত্যাক্ষদর্শীরা জানান,কাটাখালী হতে ভাংগাড়ী ভর্তি একটি ট্রাক (যশোর-ড-১১-০৫৮৯) লখপুর ভূষন ডিজিটাল স্কেলের মাপ দেওয়ার জন্য প্রবেশ করছিল। এসময় রুপসা হতে ইট ভাংগার কাজে নিয়োজিত ট্রলি দ্রুত গতিতে এসে ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনা স্থলেই বেলাল মোল্লা (১৯) নিহত হয়। এসময় রূপসার বাগমারা গ্রামের মানিক মোল্লা (৩০), আবু বক্কার মোল্লা (২০) জীবন মোল্লা (২৫) নামের তিন শ্রমিক আহত হয়ে তিলক কুদিরবটতলা সিএসএস হাসাপাতালে ভর্তি হয়েছে। পুলিশ ট্রাকের চালক মোড়লগঞ্জের শেখপাড়া গ্রামের ইউসুব আলী খানের ছেলে রুবেল খান (২৬) কে আটক ঘাতক  ট্রাকটি জব্দ করেছে। নিহত বেলাল মোল্লার বাড়ী মোড়লগঞ্জ উপজেলার বোরগুনা গ্রামের কালাম মোল্লার পুত্র।

ফকিরহাটে ভ্রাম্যমান দুধ, ডিম মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি

দেশব্যাপী করোনার পরিস্থিতিতে জনসাধারনের প্রাণীজ পুষ্টি নিশ্চিত করণে ভ্রাম্যমান দুধ, ডিম মাংস বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে রবিবার সকাল ১০টায় ভ্রাম্যমান দুধ, ডিম মাংস বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুস্পেন কুমার শিকদার, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা মো: আমজাদ হোসেন সরদার, প্রকল্পের কর্মকর্তা মৌসুমী আক্তার প্রমূখ।

খুলনায় করোনার ভ্যাকসিনের নিয়েছেন তিন হাজার নয়শত ৭০ জন

তথ্য বিবরণী

খুলনায় রবিবার মোট তিন হাজার নয়শত ৭০ জন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার নয়শত ১৮ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার ৫২ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ একশত ৮১ জন, বটিয়াঘাটায় চারশত ২০জন, দিঘলিয়া একশত ৬৩ জন, ডুমুরিয়া তিনশত ৪৪ জন, ফুলতলা একশত ৪৪ জন, কয়রা দুইশত ৭০ জন, পাইকগাছা তিনশত ২৯ জন, রূপসা একশত ২১ জন এবং তেরখাদায় ৮০ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার সাতশত ৭৭ এবং মহিলা এক হাজার একশত ৯৩ জন। পর্যন্ত খুলনা জেলায় মোট নয় হাজার চারশত ৮৬ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ছয় হাজার আটশত ৮৭ এবং মহিলা দুই হাজার পাঁচশত ৯৯ জন। এছাড়া প্রথম ডোজের কার্যক্রম চলমান রয়েছে। আজ প্রথম ডোজে মোট সাতশত সাত জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় তিনশত ৬১ জন এবং আটটি উপজেলায় মোট তিনশত ৪৬ জন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ চারশত ২৮ এবং মহিলা দুইশত ৭৯ জন। এপর্যন্ত মোট এক লাখ ৬৯ হাজার দুইশত ৫৭ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ তিনশত ৪৫ এবং মহিলা ৬৮ হাজার নয়শত ১২ জন।

পাইকগাছায় অনিয়মের অভিযোগ তোলায় সাবেক সভাপতি কর্তৃক মারপিটে আহত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ক্যাথলিক মিশনের মাঠ ভরাট গ্রোট নির্মাণে অনিয়মের অভিযোগ তোলায় সাবেক সভাপতি কর্তৃক মারপিটে একজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতকে উদ্ধার করে থানায় পরে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

জানা গেছে, পৌর সদরের ৭নং ওয়ার্ডে খিস্টান ধর্মাবলম্বীদের একটি ক্যাথলিক মিশন রয়েছে। সেখানে উন্নয়নের জন্য সরকারি অনুদান হিসেবে ৯টন চাল নগদ লাখ টাকা প্রদান করা হয়। কাজের দায়িত্বে থাকেন মিশনের সাবেক সভাপতি আগস্টিন সরকার। মিশনের অধিবাসী মৃত লুকাস গাইনের ছেলে পৌল গাইন প্রকাশ্য সভায় কাজে অনিয়মের অভিযোগ তোলে। কিন্তু সাবেক সভাপতি আগস্টিন গাইন, রানা সরকার, নান্টু সরকার, স¤্রাট সরকার, রিংকু বৈরাগী ক্ষিপ্ত হয়ে শনিবার রাত ১১টায় মিটিং থেকে ফেরার সময় পৌল গাইনকে পিটিয়ে আহত করে। আহতকে প্রথমে পাইকগাছা থানায় পরে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাবেক সভাপতি আগস্টিন সরকার জানান, নির্বাচনে পরাজিত হয়ে আমাকে গত বছর প্রত্যেকটি কাজে হয়রানী করে আসছে। মারামারীর সময় তারা আমার বড় ভাইকে মেরে আহত করে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

পাইকগাছায় আপত্তিকর অবস্থায় গৃহবধু সহ যুবক আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় আপত্তিকর অবস্থায় গৃহবধু সহ যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার গজালিয়া গ্রামে।

জানা যায়, উপজেলার গজালিয়া গ্রামে আল-আমিন বিশ্বাস বাড়ীতে না থাকার সুযোগে মাসুম গাজী (২৯) তার বাড়ীতে আসে। ঘরের আলো বন্ধ করে দরজা দিয়ে আল-আমিনের স্ত্রী মাসুম আপত্তিরকর অবস্থায় অবস্থান করছিল। এর মধ্যে স্বামী আল-আমিন বাড়ীতে আসে। লাইট ঘরের দরজা বন্ধ দেখে সে বাইরের আলো জ্বালিয়ে ঘরে ঢোকার চেষ্টা করে। সময় স্ত্রী তাকে ঘরে যেতে বাঁধা সৃষ্টি করে। তার সন্দেহ হলে ভিতরে ঢুকে মাসুমকে দেখতে পায়। সময় তাকে ধরে রাখার চেষ্টা করলে মাসুম দৌড়ে পালানোর চেষ্টা করে। আল-আমিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে স্থানীয় উদয়ন সংঘে তাকে আটকে রাখে। রাত আনুঃ ১২টায় স্থানীয় জনতা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেন আল-আমিন বিশ্বাস নিজেই। ব্যাপারে ওসি এজাজ শফী জানান, ঘটনায় থানায় মামলা হয়েছে। ফৌজদারী ৫৭ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পাইকগাছায় জুয়েলার্সে চুরির ঘটনায় আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় জুয়েলার্সে চুরির ঘটনায় ৩জনকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার গদাইপুর গ্রামের কাবুল গাজীর ছেলে আলমগীর গাজী (৩০), আমীর আলী গাজীর ছেলে খায়রুল গাজী (২৫) শহিদুল গাজীর ছেলে রুবেল গাজী (২২)শনিবার রাতে তাদের নিজ নিজ বাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করে। মামলার বিবরণে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টা হতে শনিবার সকাল সাড়ে ৬টার মধ্যে যেকোন সময় চুরি সংগঠিত হয় বলে পুলিশ রিপোর্টে দেখা যায়।  গদাইপুরের লিনা জুয়েলার্সের তালা ভেঙ্গে নগদ ১৬ হাজার ৭শ টাকা, আনা ওজনের একটি সোনার চেন, আনা ওজনের কানের দুল এবং আনা ওজনের সোনা ৮৫ ভরি রূপা চুরি করে বলে মামলা উল্লেখ করা হয়েছে। ওসি এজাজ শফী জানান, জুয়েলার্সে জুয়েলার্সে চুরির ঘটনায় ৩জনকে জিজ্ঞাসাবাদ করে আইনী প্রক্রিয়ায় তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উফশী আউশ বীজ রাসায়নিক সার বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় খরিপ-উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬শ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উফশী আউশ বীজ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষি সাম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ প্রত্যেক কৃষক কে কেজি আউশ ধান, ২০কেজি ডিএপি ১০কেজি পটাশ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ পোদ্দার এর সঞ্চালনায় এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রুবজ্যোতি সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়,  মোঃ মিজানুর রহমান, ডল্টন রায়, মোঃ বিল্লাল হোসেন, ইয়াসিন আলী, দেবদাস রায় সহ ক্ষুদ্র প্রান্তিক কৃষক-কৃষাণীগণ।

খুবির মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আলী আকবরের মায়ের মৃত্যুতে উপ-উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ^বিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আলী আকবরের মাতা সাহেরা বানু রবিবার ভোর ৫.১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০০ বছর। তিনি ছেলে মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। জোহরবাদ নামাজে জানাজা শেষে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর মহল্লার কবরস্থানে তাকে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আলী আকবরের মাতার মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজাহানসহ সেন্টারের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী শোক প্রকাশ করেন।

এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান ইসলাম লিপন অনুরূপ শোক প্রকাশ করেছেন।

কুষ্টিয়ায় সীমান্তে সৎ ভাইকে গলা কেটে হত্যা

মোঃ রেজাউর রহমান তনু

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে ফামিদ (৪০) নামে এক মাদক বিক্রেতাকে গলা কেটে হত্যা করেছেন তার সৎ ভাই মিলন। রবিবার (১১ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে হত্যাকা- ঘটে। নিহত ফামিদ জামালপুর গ্রামের আব্দুস ছাত্তার ওরফে নান্দু ডাকাতের ছেলে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সীমান্তের শীর্ষ মাদক চোরাকারবারী সন্ত্রাসী ফামিদ সকালে নিজ বাড়ির পাশে এনামুলের দোকানে বসে চান পান করছিলেন।

এসময় পেছন থেকে সৎ ভাই মিলন ধারাল হাঁসুয়া দিয়ে ফামিদের গলায় কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার মৃত্যু নিশ্চিত করে মিলন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহাদত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করেছেন সৎ ভাই মিলন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফামিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মিলনকে গ্রেফতারের চেষ্টা চলছে।  ফামিদ হত্যা মামলায় ভারতে ১৪ বছর কারাভোগের পর ২০১৯ সালে দেশে ফিরে আবার মাদক ব্যবসা সন্ত্রাসী কর্মকা-জড়িয়ে পড়েন ফামিদ। এছাড়া তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে। নিয়ে পরিবারের লোকজন স্থানীয় অতিষ্ঠ ছিলেন।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তথ্য বিবরণী

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষ থেকে অনলাইনে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় সিটি মেয়র বলেন, খুলনার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নেই। লকডাউনে খুলনার বাইরে থেকে আসা কাঁচামালের মোকামগুলো খোলা রাখার ব্যবস্থা করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া যাবে না। লকডাউনের সময় সাধারণ মানুষের অকারণ ঘোরাঘুরি বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। খুলনা নগরীর বাইরে হতে জরুরি সেবা রোগী বহনকারী যানবাহন ছাড়া অন্য কোন যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। সন্ধ্যার পর দোকানপাট যেন খোলা না থাকে সে জন্য প্রশাসন জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখা দরকার।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান যে কোন মূল্যে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি খুলনায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সব ধরণের জনসমাবেশ পরিহারের আহবান জানান সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বলেন, খুলনায় করোনাভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ রয়েছে। টিকাদান কেন্দ্রে ভিড় এড়াতে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক টিকা গ্রহীতাকে টিকা নেওয়ার জন্য ফোনে মেসেজ পাঠানো হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আসন্ন রমজানে তারাবি নামাজের সময় মসজিদে মাস্ক ব্যবহার স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অবহিতকরণ কার্যক্রম চলমান রয়েছে। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষাপ্রতিষ্ঠান কোচিং সেন্টার বন্ধ থাকবে। করোনাকালীন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ব্যস্ততার  সুযোগে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদেরকে সজাগ থাকতে হবে। এসময় আতঙ্কিত হয়ে বাজার থেকে অতিরিক্ত নিত্যপণ্য না কেনার জন্য সবার প্রতি আহবান জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ ইউসুপ আলী সভার শুরুতে বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে  তুলে ধরেন। সভায় জানানো হয় খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত মার্চ মাসে ১৬৩ টি মামলা দায়ের করা হয়েছে যার সংখ্যা বিগত ফেব্রুয়ারি মাসে দায়ের হওয়া মামলা থেকে ২১ টি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে মার্চ মাসে ১৭৭ টি মামলা হয়েছে যা বিগত ফেব্রুয়ারি হতে ২৩ টি বেশি। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত হন।

দেবহাটায় ধান কাটা শুরুতেই নারী শ্রমিকরা মুজুরি বৈষম্যের শিকার

কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা)

দেবহাটায় ইরি-বোরো ধান কাটা শুরুতেই নারী শ্রমিকরা মুজুরি বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কৃষকের ক্ষেতের পাকা ধান কাটতে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরাও কাজ করছেন। ইতিমধ্যেই উপজেলার দেবহাটা,  সখিপুর, কুলিয়া,  ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কৃষকের ক্ষেতের পাকা ধান কাটা শুরু হয়েছে।

সরেজমিনে  দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের পাতনার বিলে গিয়ে দেখা যায়, নারী শ্রমিকরা কৃষকের ক্ষেতের ধান কেটে বিচালীর আটি বাধছেন। বিচালীর আটি করার সময় নারী শ্রমিক মরিয়ম বিবি, আমেনা খাতুন, জোসনা বেগম, সখিনা খাতুন, বলেন, ধান কাটা শুরুতেই তারা মুজুরির বৈষম্যের শিকার হচ্ছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত একজন পুরুষ শ্রমিক কাজ করে মুজুরি পাচ্ছেন ৩০০ টাকা। একই পরিমাণ কাজ করে তারা পাচ্ছেন মাত্র ১৫০ টাকা। নারী শ্রমিক আমেনা খাতুন বলেন, তারা (নারী শ্রমিক) নিখুঁতভাবে ধান কাটা,

বিচালী বাধাসহ ঝাড়াইয়ের কাজ করলেও তাদের মুজুরি বৃদ্ধি হচ্ছে না। দীর্ঘদিন ধরে দাবি করে আসলেও ক্ষেত মালিকরা (কৃষক) তাদের ন্যায্য মুজুরি বৃদ্ধি করছেন না। দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিন নম্বর সখিপুর ইউনিয়ন এর সুযোগ্য চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। সাংবাদিক কে এম রেজাউল করিম এর কাছে একান্ত সাক্ষাৎকারে বলেন। পুরুষ শ্রমিকের সঙ্গে নারী শ্রমিকরা সমানতালে কাজ করে গেলেও তারা (নারী শ্রমিক) মুজুরি বৈষম্যের শিকার হচ্ছেন। অথচ নারী শ্রমিকরা পরিচ্ছন্নভাবে কাজ করে থাকেন। কারণে তাদের মুজুরি বৃদ্ধি করা উচিত।  উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ  তিতুমীর, বলেন হাইব্রিগেড ২৮০০ হেক্টর উফশী ৩২০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদ হয়েছে। ইতিমধ্যেই কৃষকের ক্ষেতের ভাগ ধান পেকে গেছে। কিছু এলাকায় কৃষকরা পাকা ধান কাটা শুরু করেছেন। সহকারি কৃষি অফিসার ইব্রাহিম খলিল সবসময়  কৃষকের সঙ্গে যোগাযোগ রাখছেন।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া আজ

খবর বিজ্ঞপ্তি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন খুলনা বিএনপি। খবর বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, শনিবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করোনাভাইরাস টেস্টের জন্য যে নমুনা সংগ্রহ করা হয়েছিল। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর আইসিডিআরের রিপোর্টে তাঁর করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। তবে বিএনপি চেয়ারপার্সনের শরীরে তাপমাত্রা স্বাভাবিক আছে এবং অন্য কোনো উপসর্গ নেই। এদিকে আজ (১২ এপ্রিল) সোমবার বাদ জোহর খুলনা মহানগর জেলা বিএনপি উদ্যোগে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হেরাজ মার্কেট জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত দোয়া অনুষ্ঠানে সকল থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।

ঝিনাইদহে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ২০২০-২০২১ এর আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ করে বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে বেঞ্চ বিতরণ করা হয়। উপজেলার ৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট বেঞ্চ বিতরন উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ আব্দুর রশীদ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুধাংশ শেখর বিশ্বাস, ইউ শাজাহান রহমানসহ অন্যান্যরা

বিয়ের রাতেই আম গাছ থেকে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি

বিয়ের রাতেই আম পাছ থেকে নববধূ মেঘলা খাতুনের (১৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের দাইরপোল গ্রামে। এটিকে পরিকল্পিতভাবে হত্যা বলে দাবি করছে মেয়েটির পরিবার। নিহত মেঘলা খাতুন শ্রীপুর উপজেলার দাইরপোল গ্রামের ফজলু শেখের মেয়ে।

মেঘলার বাবা ফজলু শেখ বলেন, ‘আমার মেয়ে মেঘলার সঙ্গে একই গ্রামের চঞ্চল শিকদারের ছেলে সাব্বির শিকদারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার রাত ১০টার পরে আমার মেয়েকে বাড়িতে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। ওই রাতে ভোর ৪টার দিকে সাব্বির আমার মেয়েকে বাড়িতে রেখে  পালিয়ে যায়। বিষয়টি নিয়ে ছেলেপক্ষ আমরা শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবউল্লাহ হোসেন কুটির পরামর্শে সালিশে বসি। কিন্তু ছেলে পক্ষ সালিশ অমান্য করে চলে যায়। পরে ছেলেপক্ষ সবকিছু মেনে শনিবার রাতে বিয়ের আয়োজন করে। ওই রাতেই সাব্বিরের বাড়িতে যাওয়ার পরপরই শুরু হয় আমার মেয়ের উপর নির্যাতন। এর কিছুক্ষণ পরেই ছেলে পক্ষ আমার মেয়ে মেঘলাকে নির্যাতন করে হত্যা করে এবং গাছে ঝুলিয়ে রাখে। রাতেই ঘটনাটি শোনার পর আমরা সেখানে ছুটে যাই এবং পুলিশে খবর দিই। এটা পরিকল্পিত হত্যা।’

শ্রীপুর থানার ওসি সুকদেব রায় জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। শনিবার রাতেই প্রাথমিক জিঞ্জাসাবাদের জন্য সাব্বির, তার বাবা ফজলু শেখ মা সাজিনা খাতুনকে আটক করে পুলিশ। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক আল মেহেদী জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে। ঘটনায় তিন জন আটক হয়েছে। লাশ ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

দিনে-দুপুরে এজেন্ট ব্যাংকিংয়ে দুঃসাহসিক চুরি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় দিনে দুপুরে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে গ্রোপগ্রাম বাজারের ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের রুমের টিন কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল। সময় লাখ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় তারা। ডাচ্-বাংলার এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট আব্দুল হালিম মৃধা জানান, প্রতিদিনের মতো তিনি শনিবার দুপুর দেড়টার দিকে বাড়িতে খাবার খেতে যান। বাড়িতে থাকাকালীন ব্যাংকের সিসি ক্যামেরা বন্ধ দেখে ভাবেন হয়ত ইন্টারনেট লাইনে সমস্যা হয়েছে। যথারীতি বিকেল সাড়ে তিনটার দিকে এসে রুম খুলে দেখেন সবকিছু যত্রতত্র অবস্থায় পড়ে আছে। সময় স্টিলের ড্রয়ারে রাখা লাখ ৭০ হাজার টাকা উধাও পান তিনি। বিষয়ে খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। আশা করা যায় খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

ইবিতে বৃদ্ধের ভ্যান ছিনতাই, দিনেও শনাক্ত হয়নি অপরাধী

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বৃদ্ধের ভ্যান ছিনতাইয়ের ঘটনার চারদিনেও অপরাধীকে শনাক্ত করতে পারেনি বিশ্ববিদ্যালয় পুলিশ প্রশাসন। নিয়ে শিক্ষক-কর্মচারী শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (এপ্রিল) দুপুরে শীতলীডাঙ্গা গ্রামের ভ্যানচালক কালু ম-ল (৭০) এক ব্যক্তিকে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন। ওই ব্যক্তিকে নিয়ে বৃদ্ধ বেশ কয়েকবার ক্যাম্পাসে চক্কর দেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মেহগনি বাগানের সামনে ভ্যানে থাকা ওই ব্যক্তি কালু ম-লকে ১০০ টাকার একটি নোট দিয়ে সিগারেট আনতে পাঠান। টাকা নিয়ে বৃদ্ধ কালু ম-রওনা দিলে পেছন থেকে ওই ব্যক্তি তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে বৃদ্ধ অজ্ঞান হয়ে পড়লে ওই ভ্যানটি নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি। ভুক্তভোগী বৃদ্ধের ছেলে অপু বলেন, আমার বাবা ওই ব্যক্তিকে নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরলেও এখনও পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজে তা শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি যে লোকটিকে নিয়ে ঘুরছেন এটা আনসার সদস্যরাও দেখেছেন।

ঘটনাস্থলের পাশে দায়িত্বে থাকা আনসার সদস্য সিকান্দার আলী বলেন, ঘটনার দিন সকাল সাড়ে দশটার দিকে একজন যাত্রীসহ বৃদ্ধকে আবাসিক এলাকায় দেখেছিলাম। সরিয়ে যেতে বলায় তারা সামনের দিকে চলে যায়। দুপুরে বৃদ্ধ এসে জানায় তার ভ্যানটি ছিনতাই হয়েছে। ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উপ পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন বলেন, বৃদ্ধ থানা গেট দিয়ে ভিতরে প্রবেশের কথা বললেও ওখানকার সিসিটিভি ফুটেজে তাকে পাওয়া যায় নি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বৃদ্ধকে সঙ্গে নিয়ে আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। কিন্তু আমরা তার এবং ছিনতাইকারীর কোনো ফুটেজ পাইনি।

আশাশুনিতে দু’টি রাস্তার কাজ পরিদর্শনে ইউপি চেয়ারম্যান

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে দু’টি রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। প্রতাপনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নাকনা শেখ বাড়ি রাস্তার কাজ চলছে। রবিবার (১১ এপ্রিল) কাজ পরিদর্শন করেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। অপরদিকে ৭নং ওয়ার্ড কল্যানপুর গ্রামে ইউনিয়ন পরিষদের নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ চলছে। শনিবার কাজ পরিদর্শন করেন চেয়ারম্যান শেখ জাকির হোসেন। এসময় তিনি কাজের সার্বিক অবস্থা সম্পর্কে খোজ খবর নেন এবং এলাকার সমস্যাবলী নিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন।

আশাশুনির ৪টি রাস্তার উন্নয়ন কাজ শুরু হবে শীঘ্রই

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার ৪টি সড়কের উন্নয়ন কাজ খুব শীঘ্রই শুরু হবে। ২০২০-২১ অর্থ বছরে কাজগুলো গৃহীত হয়েছে। “খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরে আশাশুনি উপজেলার ৪টি রাস্তা দেবহাটা উপজেলার ২টি রাস্তা উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়েছে। আশাশুনি উপজেলার নাকতাড়া টু বালিয়াখালী ওয়াপদা ভায়া রাধারআটি সড়ক, পাইথালী বাজার টু শোভনালী ইউপি অফিস ভায়াা কামালকাটি খেয়াঘাট সড়ক, কাদাকাটি ইউপি অফিস টু কাদাকাটি ভায়া গাবতলা বাজার রোড বদরতলা হাজী জালাল উদ্দীন কলেজ টু মজগুরখালী প্রাইমারি স্কুল রোড প্রকল্পের আওতায় উন্নয়নের জন্য গৃহীত হয়েছে। অপরদিকে দেবহাটা উপজেলার শশাভাঙ্গা বাজার টু দারারখাল ভায়া গোবরাখালী সাইক্লোন শেল্টার সেকেনদারা (ঘারিয়াডাঙ্গা) রোড এইকই প্রকল্পের আওতায় সংস্কার করা হবে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাক শম্ভুজিৎ মন্ডল জানান, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় কাজগুলো প্রকল্পের আওতায় আনা হয়েছে।

আশাশুনিতে ভর্তূকি মূল্যে কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে সরকারি ভর্তূকির আওতায় কম্বাইন্ড হারভেষ্টার যন্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১১ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে যন্ত্র বিতরণ করা হয়।

সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির বাস্তবায়নে এলাকার কৃষক, কৃষি কাজের উন্নয়নে ভর্তূকি মূল্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম হাতে নেন। এরই আওতায় সরকারি অভাবনীয় ভর্তূকিতে কম্বাইন্ড হারভেস্টার, রিপার রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। রবিবার ৭০% ভর্তূর্কি মূল্যে কমন্বাইন্ড হারভেষ্টার বিতরণ করা হয় কৃষক নওয়াপাড়া গ্রামের মোশাররফ হোসেনকে। ১২ লক্ষ টাকা মূল্যমানের হারভেষ্টার ৭০% অর্থাৎ লক্ষ ৪০ হাজার টাকা সরকার পরিশোধ করেছেন। বাকী ৩০% বাবদ লক্ষ ৬০ হাজার টাকা ক্রেতা বহন করেন। এপ্রিল কাদাকাটি গ্রামের মৃত চারুপদ সরকারের পুত্র মহাদেব সরকার লক্ষ ৯১ হাজার টাকা মূল্যের রিপার (১২০ মডেল, ধান কাট মেশিন) মাত্র ৬৫ হাজার টাকার বিনিময়ে ক্রয় করেছেন।

রাজাপুর শীতলাবাড়ি মন্দির কমিটির সভাপতির সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি

রূপসার রাজাপুর শীতলাবাড়ি মন্দির কমিটির সভাপতি স্বপন সাহার সুস্থতা কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য বিধি মেনে এর আয়োজন করা হয়। তিনি হৃদরোগ জনিত কারণে অসুস্থ হয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসময় ডা. নিমাই পাল, হরিপদ রায়, বিমল দাস, লিটন বিশ^াস খোকন, প্রদীপ ব্রহ্ম, কালাচান সাহা, শংকর ঘোষ, ডা.স্বপন রায়, সুভাষ হালদার, উৎপল দাস, বিকাশ ঠাকুর, নির্মল দাস, রূপ বিশ^াস, জন বিশ^াস, পরিমল উত্তমসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। ভক্তবৃন্দ স্বপন সাহার আশু সুস্থতা রোগ মুক্তি কামনা এবং করোনা সংক্রমন থেকে মুক্তি লাভের জন্য প্রার্থনা করা হয়।

তেরখাদায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

তেরখাদা প্রতিনিধি

গতকাল সকাল ১১টায় তেরখাদা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২১ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে ক্ষুদ্র প্রানিন্তক কষকদের মাঝে বিনামূল্যে উফশী আউস  ধানের বীজ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালী সংযুক্ত ছিলেন খুলনা আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, বারাসাত ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স, কৃষকলীগ সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ। উপজেলার তালিকাভুক্ত ৬০০ জন কৃষকের মঝে কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার,  ২০ কেজি ড্যাপ স্যার  বিতরণ করা হয়।

করোনা সংক্রমণ রোধে চেয়ারম্যান শাহ্ ফরিদের মাস্ক বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর মাস্ক বিতরণ করেছেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে রবিবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নওয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ স্থানে পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক এস জেড মাসুদ তাজ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত, ছাত্রলীগ নেতা রাজ, প্রেসক্লাবের সদস্য রুবেল হোসেন, রিপানুল ইসলাম, রবিউল ইসলাম বিশ্বাস, শফিকুল ইসলাম পিকুলসহ উপজেলা পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অভয়নগরবাসীর মধ্যে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। করোনা সংক্রমণ রোধে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

মোড়েলগঞ্জে বহরবুনিয়া চেয়ারম্যান রিপন তালুকদারের মাস্ক বিতরণ

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধ জনসাধারণকে সচেতন করতে জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করেন আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান তালুকদার রিপন হোসেন।

রোববার সকালে বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজারে সব মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোশারেফ হোসেন হালাদার, সহ-সভাপতি আঃ লতিফ হাওলার, কৃষক লীগের সভাপতি ইছাহাক হাওলাদার, ইউপি সদস্য ফরিদ ফরির, জাহিদুল ইসলাম কচি, ইউপি সদস্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ মাসুদ, ফোরকান হোসেন প্রিন্সসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

মাস্ক বিতরণকালে ইউপি চেয়ারম্যান তালুকদার রিপন হোসেন বলেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন মহোদয়ের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে এখন পর্যন্ত এক হাজার মাস্ক বিতরণ হয়েছে। ইউনিয়নে মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে। পর্যাক্রমে গোটা ইউনিয়নে ৪/হাজার মাস্ক বিতরণ করা হবে।