দাম্পত্য কলহের কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী চৈত্র কতুর। ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বিগ বসের সাবেক এ প্রতিযোগী। মাত্র কয়েক দিন আগেই দাম্পত্য জীবন শুরু করেছিলেন এ অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে পুলিশ।
স্বামীর সঙ্গে কর্ণাটকের কোলারে থাকেন চৈত্র। বৃহস্পতিবার (৮ এপ্রিল) আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
জানা গেছে, গণপতি মন্দিরে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়েছিল অভিনেত্রী চৈত্রর। কয়েক বছর প্রেম করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কিন্তু বিয়ের পরই বেঁকে বসেন নাগার্জুনার। জানান, চাপে পড়ে চৈত্রকে বিয়ে করেছেন তিনি। নাগার্জুনা পেশায় একজন ব্যবসায়ী।
-বিনোদন ডেস্ক