এমপিকে নিয়ে ফেসবুকে পোস্ট, কারাগারে স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা

4
Spread the love

চুয়াডাঙ্গায় এমপির বক্তব্যের ভিডিও বিকৃত করে ফেসবুকে পোস্ট দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে কারাগারে পাঠানো হযেছে।

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার রাত ২টার দিকে শহরের শহিদ হাসান চত্বর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ওই তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত তিনজন হলেন- চুয়াডাঙ্গার শহরতলি দৌলতদিয়ার ফায়ার সার্ভিসপাড়ার ইখতিয়ার উদ্দিনের ছেলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ, চুয়াডাঙ্গা বাগানপাড়ার আবু বক্করের ছেলে ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাওরাত পোস্ট অফিসপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দিশান।

সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, চুয়াডাঙ্গা-আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দেয়া বক্তব্যের ভিডিও বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় গত ২০২০ সালের ১৯ আগস্ট ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল হোসেন। মামলায় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি