সারা খুলনা অঞ্চলের খবরা খবর

13
Spread the love

বাগেরহাটে করোনার টিকা নিয়ে গুরুতর অসুস্থ শিক্ষকের

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাট শহরের জাহানাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক মোজাহিদুল ইসলাম (৩০) করোনার টিকা নিয়ে গুরুতর অসুস্থ্য হয়ে মঙ্গলবার (এপ্রিল) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা গেছেন। শিক্ষক মোজাহিদুল ইসলাম গত ২২ মার্চ বাগেরহাট সদর হাসপাতাল থেকে করোনার টিকা নেন।

টিকা নেবার পর তার শরীরে তীব্র জ্বর শ্বাষকষ্ট দেখা দিলে দুদিন পর তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাগেরহাট সদর হাসপাতালে তার শারীরিক অবস্থা আরো খারাপ হলে তাকে ৩০ মার্চ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। করোনাকালে স্কুল বন্ধ থাকায় শিক্ষক মোজাহিদুল ইসলাম দৈনিক আমাদের বাংলা নামে একটি পত্রিকায় বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, বাবা-মা, এক বোন এক ভাই রেখে গেছেন। বাগেরহাট সদরের ডেমা কারামতিয়া ফাজিল মাদ্রাসা মাঠে বাদ আছর নামাজে জানাজা শেষে মোজাহিদুল ইসলামকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন করিব জানান, বাগেরহাট শহরের জাহানাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোজাহিদুল ইসলাম করোনার টিকা নিয়ে গুরুতর অসুস্থ্য হয়ে মৃত্যুর বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগ খতিয়ে দেখছে।

বাগেরহাটে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা কৃষক

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধান পাকার আগ মুহূর্তে ক্ষেতে কারেন্ট পোকার (মৌয়া) আক্রমণ দেখা দিয়েছে। পোকায় আক্রান্ত জমিতে ছাঁই, বালু বিভিন্ন কীটনাশক ছিটিয়েও প্রতিকার না পেয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় কৃষি বিভাগ কারেন্ট পোকার আক্রমণে ধান চাষিদের আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়েছেন। সেই সাথে তারা দল বেধে বিভিন্ন ব্লকে গিয়ে পোকার হাত থেকে ধান ক্ষেত রক্ষার জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

চিতলমারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়নে মোট ২১টি ব্লকে রয়েছে। একুশটি ব¬কে এবছর বেরো মৌসুমে ২৮ হাজার ৫২৮ একর জমিতে হাইব্রিড ৩৮৩ একর জমিতে উফশী জাতের ধান চাষ হয়েছে। এখানের প্রায় ৩০ হাজার পরিবার এই ধান চাষের সাথে জড়িত। এই ধানের উপর তাদের অর্থনৈতিক মেরুদন্ড অনেকটা নির্ভর করে। প্রথমদিকে আবহাওয়া অনুকুলে থাকায় বছরও ধানের বাম্পার ফলন আশা করা হয়েছিল।

উপজেলার দড়িউমাজুড়ি গ্রামের দিপক বিশ্বাস, সুনিল হীরা, অনিল হীরা, সুমন বৈরাগী, প্রদীপ বৈরাগী, মুকন্দ রায়, দুলাল রায়, হিরণ বাড়ৈ, সঞ্জয় শিকদার, পীযূষ বিশ্বাস, বলাই হীরা, গোবিন্দ মৃধা, অসীম বৈরাগী, রতন ব্যাপারী, চরবানিয়ারী গ্রামের বিপদ ভঞ্জন, পাটরপাড়ার এখলাছ মোল্লা কুড়ালতলার আলমীর হোসেনসহ অনেক ধানচাষি প্রায় অভিন্নসুরে বলেন, আমাদের বেশীর ভাগ কৃষকেরই জমি নগদ জমায় নেয়া। এই ধান বিক্রি করে মোটা অংকের টাকা জমির মালিককে দিতে হয়। বছর ধানবীজ, সার, কীটনাশক কামলার মজুরী দিয়ে অনেক টাকা দেনা হয়েছি। প্রথমদিকে ধান ক্ষেতের অবস্থা দেখে আশায় বুক বেধে ছিলাম। এবার ধানের উৎপাদনে ধারদেনা ঘুচবে। কিন্তু ধান পাকার আগ হঠাৎ মুহূর্তে ক্ষেতে কারেন্ট পোকার (মৌয়া) আক্রমণ দেখা দিয়েছে। গাছ পুড়ে যাওয়ার রং ধারণ করে মরে যাচ্ছে। অনেক ধানের শীষ ঢলে পড়ছে। পোকায় আক্রান্ত জমিতে ছাঁই, বালু বিভিন্ন কীটনাশক ছিটিয়েও প্রতিকার না পেয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি।

উপজেলার দড়িউমাজুড়ি নীল বিশ্বাসের ঘের এলাকা ঘুরে জানা যায়, মাঠে মাঠে মৃদু হাওয়ায় দোল খাচ্ছে ভরা ধানক্ষেত। শিষের ভারে নত ধানগাছ। এসব খেতের কিছু কিছু অংশের ধানগাছ মরে গেছে। অনেক ক্ষেতের উপর দিয়ে পাখি উড়ছে। অনেকে কারেন্ট পোকায় আক্রান্ত জমিতে ছাঁই কীটনাশক ছিটাচ্ছে।

ব্যাপারে নাম না প্রকাশ করার শর্তে এক কীটনাশক বিক্রতা বলেন, হঠাৎ কারেন্ট পোকার আক্রমনে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। আমি দুইদিনে উপজেলার ডাকাতিয়া, কুড়ালতলা, পাড়রপাড়া, কালিগঞ্জ, দড়িউমাজুড়ি, শ্যামপাড়া, পাঁচপাড়া, খাসেরহাট, গরীবপুর টেকেরবাজারসহ বিভিন্ন এলাকার কীটনাশকের দোকানে কারেন্ট পোকার ওষুধ পৌঁছে দিয়েছি।

তবে চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, বর্তমান আবহাওয়া কারেন্ট পোকাদের অনুকুলে। তাই উপজেলার কিছু ধানক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে। কৃষি অফিসের লোকজন দলবেধে বিভিন্ন এলাকায় কাজ করছে। কারেন্ট পোকার আক্রমণে ধান চাষিদের আতঙ্কিত বা ভয় পাওয়ার তেমন কিছু নেই। কারণ বাজারে বিভিন্ন কোম্পানীর কারেন্ট পোকার পর্যাপ্ত কীটনাশক মজুদ আছে।

বাগেরহাটে ২‘শত ৫০ পিস ইয়াবাসহ বাস চালক আটক

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে ২‘শ৫০ পিস ইয়াবাসহ মোঃ রিপন ফকির (৩৩) নামের এক বাস চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (০৭ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়রা এলাকায় অভিযান চালিয়ে রিপনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার দেহ তল্যাসী করে ৫০ পিস এবং বসত ঘরের ফ্রিজের নিচ থেকে ২‘পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বাগেরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে আটক মোঃ রিপন ফকির বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়রা গ্রামের আবুল বাশারের ছেলে।

বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক বুলু শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২‘শ৫০ পিস ইয়াবাসহ মোঃ রিপন ফকির (৩৩) নামের এক বাস চালককে আটক করা হয়েছে। পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আটক রিপনকে বাগেরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার নং বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বিরুদ্ধে বারাকপুর বাজারের বিভিন্ন দোকানপাট ভাংচুর, লুটপাটসহ নিরীহ গ্রামবাসীর উপর নির্যাতনের অভিযোগ এনে বুধবার বেলা টায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন বারাকপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ২নং বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আনছার শেখ। লিখিত বক্তব্যে তিনিি বলেন, গত ২৯ মার্চ সোমবার পবিত্র শবেবরাতের দিন আমাকে হয়রানিমুলক মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় এর আগে গত ২৬ শে মার্চ বিকাল টায় নির্বাচনি গণসংযোগ চলাকালে ইউনিয়নের নন্দনপ্রতাপ এলাকায় গাজী জাকির হোসেন তার বাহিনী আমার সমার্থকদের উপর হামলা করে ।  দিনই সন্ধায় বরাকপুর বাজারে টি দোকান ভাংচুর লুটপাট করে গাজী জাকির তার সন্ত্রাসী বাহিনী। লাখোহাটি গ্রামের অধিকাংশ বাড়ীতে গভীর রাতে নারকীয় তান্ডব চালানো হয় এবং তার সন্ত্রাসীবাহিনীর আতংকে এলাকায় এখনোও পুরুষ শুন্য রয়েছে। আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য গাজী জাকির হোসেন বিভিন্নভাবে হুমকী ধামকী প্রদর্শন করছে। এলাকাবাসী গাজী জাকির হোসেন এর বিভিন্ন অনিয়ম, অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে ইতিপূর্বে এলাকায় ঝাড়– মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এলাকায় তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সাধারণ নিরীহ মানুষের পাশে থাকার কারণে   আমার উপর হামলা ষড়যন্ত্রমুলক মামলা হামলা চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, গাজী জাকির হোসেন এর আগে গত বছরের ১২ ডিসেম্বর রাত টায় আমার বাড়িতে হামলা করে সে ঘটনায়ও মামলা হয় , মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে এছাড়া গাজী জাকির হোসেনের বিরুদ্ধে ভিজিডি কার্ড, ৪০ দিনের কর্মসুচি , আরএমপির কর্মসুচি , এলএসপির কর্মসুচি , স্বল্পমুল্যের খাদ্য কর্মসুচি , বেলা শেষে বৃদ্ধাশ্রম , সংখ্যালঘু নির্যাতন , নন্দনপ্রতাপ খাল খনন, সরকারী টিউবওয়েল , কামারগাতী সরকারী জায়গা দখলসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উৎকোচ গ্রহনের একাধিক অভিযোগ মামলা রয়েছে ইতিপুর্বে গত বছরের মে খুলনা জেলা প্রশাসক , ১০ মে খুলনা জেলা পুলিশ সুপার , ১৯ মে বিভাগীয় কমিশনার ২৮ ডিসেম্বর স্থানিয় সরকার মন্ত্রনালয় সহ বিভিন্ন দপ্তরে ইউনিয়ন বাসির গণসাক্ষরিত গাজী জাকির হোসেনের বিভিন্ন অনিয়ম দুর্নিতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয় এছাড়া চলতি মাসের ১৬ মার্চ খুলনা জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি , ১৮ মার্চ দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকতার নিকট অভিযোগ , ২১, ২৩ ২৮ মার্চ জেলা প্রশাসক সহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয় তিনি লিখিত বক্তব্যে বলেন, গাজী জাকিরের বিরুদ্ধে ইউনিয়ন বাসী পাহাড় সমান অপরাধের বিষয়ে একাধিক লিখিত অভিযোগ করার পরও একটি অভিযোগের তদন্ত হয়নি তিনি অতি দ্রুত সকল অভিযোগের তদন্ত বাজারের ব্যবসায়ীরা নির্বীগ্নে দোকানপাট খোলা রেখে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারে সে ব্যাপারে প্রশাসনের ঊর্দ্ধোতন কর্তৃপক্ষের নিকট জোরদাবী জানান সংবাদ সম্মেলনে বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান সিটি মেয়রের

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আসন্ন মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বলেন, অন্যান্য দেশে ধর্মীয় উৎসব প্রাক্কালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস করা হয়। অথচ দু:খের সাথে বলতে হচ্ছে আমাদের দেশের কিছু ব্যবসায়ী অতি মুনাফার লোভে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় যা কোনভাবেই কাম্য নয়। পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কেসিসি’পক্ষ থেকে বাজার মনিটরিং করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র বুধবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বাজার সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় কথা বলেন। মাহে রমজানকে সামনে রেখে খুলনা সিটি কর্পোরেশন সভার আয়োজন করে।

সভায় জনসাধারণের সুবিধার্থে পাইকারি খুচরা বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ফরমালিন/কার্বাইড মুক্ত খাদ্যদ্রব্য বিক্রয় নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নগরীতে ফরমালিন/কার্বাইড যুক্ত ফল, মাছ, মাংস ইত্যাদি বিক্রয় রোধকল্পে বাজারসমূহে সার্বক্ষনিক মনিটরিং, কেসিসি’আওতাধীন বাজারসমূহে বিভিন্ন সরকারি সংস্থা কর্তৃক তদারকি কার্যক্রম জোরদারকরণ এবং খুচরা বিক্রেতাগণকে দোকানে পাকা রশিদ সংরক্ষণের আহবান জানানো হয়। এছাড়া কেসিসি পরিচালিত বাজারসমূহকে ক্রেতাদের নিকট নিরাপদ নির্ভরযোগ্য বাজারে পরিণত করার উপর সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় সিটি মেয়র সকলকে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে বলেন, মাসে প্রত্যেক ব্যবসায়ীর সেবার মানসিকতা নিয়ে এবং বিবেক দ্বারা পরিচালিত হয়ে ব্যবসা পরিচালনা করা উচিত। ইচ্ছাকৃত মূল্যবৃদ্ধির কারণে রোজাদাররা যেন কোনরূপ চাপে বা উদ্বিগ্ন না থাকেন সেজন্য ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার।

কেসিসি’মেয়র প্যানেলের সদস্য আলী আকবর টিপু, বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা, কেএমপি’অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, কেসিসি’প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম, বাজার সুপার মোঃ সেলিমুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইব্রাহিম হোসেন, জেলা বাজার কর্মকর্তা (কৃষি বিপণন অধিদপ্তর) আব্দুস সালাম তরফদার, টিসিবি’উপ উর্ধ্বতন কার্যনির্বাহী মোঃ আনিছুর রহমান, সহকারী খাদ্য নিয়ন্ত্রক প্রিয় কমল চাকমা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোস্তফা জেসান ভুট্টো, পরিচালক এম মতিন পান্না, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব এম কাফী, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, কেসিসি পাইকারি কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এএনএম মঈনুল ইসলাম নাসিরসহ নগরীর বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

খুলনা সিটি কর্পোরেশনের ৭ম বিশেষ সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের ৭ম বিশেষ সভা বুধবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন কেসিসি’প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা।

সভায় কোভিড-১৯ মোকাবেলার লক্ষ্যে সরকারি সকল নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি নগরীতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, যৌথ গবেষণার সম্ভাব্যতা যাচাই, প্রশিক্ষণ, তথ্য-উপাত্ত সংগ্রহে সহযোগিতা প্রদানের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় কেসিসি’মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নগরীতে ২টি সোলার প্রকল্প বাস্তবায়নের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, করোনা ভাইরাস বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সংকট মোকাবেলা করতে হবে। স্থানীয় পর্যায়ে সকলের মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা বাড়ির আঙিনা পরিস্কার রাখার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তিনি জনপ্রতিনিধিদের কাজ করার আহবান জানান। এছাড়া আসন্ন মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি কেসিসি’নির্বাহী ম্যাজিস্ট্রেট-কে নির্দেশ দেন।

কেসিসি’মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু মেমরী সুফিয়া রাহমান শুনুসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় সিটি মেয়র সংরক্ষিত আসন নং-১০ এর নবনির্বাচিত কাউন্সিলর রেকসনা কালাম লিলি সদ্য যোগদানকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম-কে পরিচয় করিয়ে দেন।

সরকারি হাসপাতালের ৭০ লাখ টাকা আত্মসাত!

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর হাসপাতালের হিসাবরক্ষক এক সময়ের বিএনপির প্রভাবশালী নারী নেত্রী জাহানারা খানম লাকির বিরুদ্ধে ২১ মাসের ইউজার ফি’র (হাসপাতালের বিভিন্ন খাত থেকে আয়ের টাকা) ৭০ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। হাসপাতালের হিসাবরক্ষকের অর্থ জমা দেয়ার কথা। হিসাবরক্ষক ব্যাংকে অর্থ জমা দেয়ার কিছু চালান দেখাচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ বলছে এসব চালান জাল।

জাহানারা খানম লাকি শহরের আলাদাতপুর এলাকার জেলা বিএনপির বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডলের স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহান আরা খানম লাকি ২০১৯ সালের ১৮ জুলাই নড়াইল সদর হাসপাতালে হিসাবরক্ষক হিসেবে যোগদান করেন। হাসপাতালের রোগি ভর্তি ফি, অপারেশান থিয়েটার, বহিঃ জরুরি বিভাগে চিকিৎসা ফি, এক্সরে, প্যাথলজি, আলট্রাসনো ব্লাড ব্যাংক, কোভিড-১৯ নমুনা সংগ্রহ ফি, অ্যাম্বুলেন্স, ইসিজি, কেবিন পেইন বেড ফিসহ বিভিন্ন খাত থেকে যে আয় হয় তা প্রতি মাসে একবার করে সোনালী ব্যাংক প্রধান শাখায় জমা দিতে হয়। সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। কিন্তু বর্তমান হিসাবরক্ষক হাসপাতালে যোগদানের পর কোনো অর্থ জমা দেননি বলে অভিযোগ।

অভিযোগ উঠেছে, হিসাবরক্ষক জাহানারা খানম লাকি সদর হাসপাতালে যোগদানের পর ২০১৯-২০২০ অর্থ বছরের ৪৫ লাখ টাকা এবং ২০২০-২০২১ অর্থ বছরের মাসের ২৫ লাখ টাকা ব্যংকে জমা দেননি। তিনি সোনালী ব্যাংকে এসব অর্থ জমা দেয়ার চালান দেখাচ্ছেন, যা ভুল বলে জানা গেছে।

অভিযুক্ত হিসাবরক্ষক জাহানারা খানম লাকি বলেন, কিছু টাকা জমা দিতে বাকি আছে, তা এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। তবে কত টাকা বাকি রয়েছে তা বলতে লাকি। এছাড়া বিষয়ে এর বেশি কিছু বলতে চাননি তিনি।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর শুকুর বলেন, ইউজার ফি সঠিকভাবে ব্যাংকে জমা পড়ছে কিনা তা যাচাই করার জন্য হিসাবরক্ষকের কাছ থেকে ব্যাংকের সই সিল সম্বলিত চালান নিয়ে মঙ্গলবার সোনালী ব্যাংকে গিয়ে দেখি গত ২১ মাসে ৭০ লাখ টাকার এক টাকাও জমা পড়েনি। সোনালী ব্যাংক ম্যানেজার জানিয়েছেন চালানগুলোর সই সিল তাদের না।

ডা. আব্দুর শুকুর আরও বলেন, ঘটনার পর হিসাবরক্ষককে বিষয়টি জানিয়েছি এবং দিনের মধ্যে সব অর্থ ব্যাংকে জমা দেয়ার জন্য বলেছি। তার বিরুদ্ধে কেনো আইনগত ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চিঠি দেয়া হবে। ইতিমধ্যে অভিযুক্ত হিসাবরক্ষককে পরবর্তীতে ইউজার ফি জমা দেয়ার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

নড়াইল সোনালী ব্যাংক প্রধান শাখার ম্যানেজার মো. আবু সেলিম বলেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয় যেসব চালান নিয়ে ব্যাংকে এসেছিলেন তার কোনোটিই ব্যাংকে জমা পড়েনি।

উল্লেখ্য, নড়াইল সদর হাসপাতালের সাবেক হিসাবরক্ষক মাহফুজুর রহমানের বিরুদ্ধে ২০০৮ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত একইভাবে হাসপাতালের ইউজার ফি ব্যাংকে জমা না দিয়ে কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। ঘটনায় মামলা হয়। মামলা নং-৪/২০২০, যা এখন বিচারাধীন বলে জানা গেছে।

মণিরামপুরে ভাটার ট্রাকে বেহাল সড়ক

আনোয়ার হোসেন, মণিরামপুর :

যশোরের মণিরামপুরে পিচ ওঠে যাওয়া একটি সড়ক ধুলোয় ডুবে আছে। ইটভাটার বেপরোয়া মাটির ট্রাক চলাচল করায় রাস্তার এমন বেহাল দশা বলে অভিযোগ স্থানীয়দের। ভাটার ট্রাকে রাস্তার ধুলো উড়ে নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ। বেকায়দায় পড়তে হচ্ছে পথচারীদের।

উপজেলার বালিয়াডাঙা খানপুর কলেজ মোড় হতে চিনাটোলাগামী সড়কটির কয়েক কিলোমিটার পিচ উঠেছে বহু আগে। খোয়া বেরিয়ে পড়ায় রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। পথচারীদের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে সড়কটির পাশে অবস্থিত দিপ্র ব্রিকস-ভাটার মাটি টানা ট্রাক। রাতদিন ভাটার ট্রাক চলাচল করায় বালিয়াডাঙা খানপুর মোড় হতে মুন্সিখানপুর বটতলা মোট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় ধুলোর পুরো স্তর জমেছে। ফলে সড়কটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় আসাদ গাজী নামে এক ভ্যান চালক বলেন, না পারতি এই রাস্তায় চলি। ভাটার ট্রাক চলতি চলতি রাস্তায় ধুলোর মোটাস্তর পড়িছে। রাস্তায় হাঁইটে যাওয়ার পরিবেশও নেই। ধুলো উড়ে পরিবেশ নষ্ট হচ্ছে।

মাবিয়া রহমান নামে এক ব্যবসায়ী বলেন, আজ বুধবার (এপ্রিল) সকালে ওই রাস্তায় গিয়েছিলাম। উড়ে আসা ধুলোতে জামাকাপড়সহ শরীর ভরে গেছে।

সড়কের পাশে অবস্থিত বালিয়াডাঙা খানপুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদরাসার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম বলেন, ট্রাকের শব্দে আর ধুলোয় কোমলমতি ছাত্ররা অতিষ্ঠ হয়ে উঠেছে। ধুলো উড়ে মাদরাসার পরিবেশ নষ্ট হচ্ছে।

দুর্ভোগ লাগবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের।

জানতে চাইলে দিপ্র ভাটার মালিক আক্তারুল ইসলাম বলেন, ধুলোয় একটু সমস্যা হচ্ছে। রাস্তায় শুধু ভাটার ট্রাক না কাঠবোঝাই ট্রাকও চলে। রাস্তার পিচ উঠে যাওয়াতে সমস্যা বেশি হচ্ছে। রাস্তা সংস্কার হলে ধুলোর সমস্যা থাকবে না।

জানতে চাইলে মণিরামপুর ইঞ্জিনিয়ার অফিসের উপ-সহকারী প্রকৌশলী গাউসুল আজম বলেন, বালিয়াডাঙা খানপুর কলেজের সামনের রাস্তাটি সংস্কারের জন্য কাগজপত্র ঢাকায় পাঠিয়েছি। অল্পদিনের মধ্যে টেন্ডার হবে।

যুবলীগ নেতা শওকত হোসেনের সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর যুবলীগের সদস্য ২৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক শওকত হোসেন তার সহধর্মিনী অসুস্থ্য। তাদের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তাদের সুস্থতা দীর্ঘায়ু কামনা করেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ।

ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেলের রোগমুক্তি সুস্থতা কামনায় দোয়া

খবর বিজ্ঞপ্তি

ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেলের রোগমুক্তি সুস্থতা কামনা করে নগর ছাত্রলীগের দোয়া মিলাদ মাহফিল খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল এর রোগমুক্তি সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। বুধবার বাদ আসর শঙ্কমার্কেট সংলগ্ন আজমিরী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। ছাত্রনেতা রাসেল এর রোগমুক্তি সুস্থতা কামনা করে দোয়া মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মাহামুদুল হাসান শাওন, জহির আব্বাস, মেহেদী হাসান মান্না, বোরহান উদ্দীন সজিব, দিদারুল আলম, মেহেদী হাসান সুজন, মাহামুদুল হাসান সুজন, খান মোসাদ্দেক হোসেন ইমন, শিকদার রাসেল, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, মাহামুদুর রহমান রাজেস, হিরণ হাওলাদার, তরিকুল ইসলাম তুফান, মেহেদেী হাসান স্বপন, আহনাফ অর্পন, জোয়েব সিদ্দিকী, মশিউর রহমান বাদশা, জুয়েল শেখ, শাহ আরাফাত রাহীব, মেহেদী হাসান সজিব, রবিউল ইসলাম প্রিন্স, মোঃ গালিব হোসেন, রায়হান শেখ মুন্না, হামিম ইসলাম আবির, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, রুমান আহমেদ, আলী হোসেন, পিয়াল হাসান, রিয়াদ খান, সাইফুল ইসলাম মিরাজ, ফাহিম ফয়সাল ওপল, তামিম হোসেন, রাজিউন ইসলাম রাজু, আবিদ আল হাসান, সাজ্জাদ সাজু, রাব্বি আহমেদ রানা, হাসান শেখ, রায়হান শিকদার, ইমতিয়াজ মুন্না, তানভীর ইসলাম সাব্বির, হাসানুল সাকি, আসিফ তালুকদার প্রমুখ। দোয়া মিলাদ মাহফিলে আসাদুজ্জামান রাসেল এর আশু রোগমুক্তি, সুস্থতা দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত মুুসুল্লিদের মাঝে তবারব বিতরণ করা হয়। উল্লেখ্য যে খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল গত ৩১ মার্চ দিবাগত রাত থেকে অসুস্থতা অনুভব করায় গত ১লা এপ্রিল সকালে নগরীর একটি বেসরকারী হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি হয়। সেখানে দুইদিন চিকিৎকাধীন থেকে শারীরিক অবস্থার একটু উন্নতি হলে ডাক্তারের পরামর্শে তিনি বাসায় ফেরেন। ইতোমধ্যে তিনি করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন এবং তার ফলাফল পজেটিভ আসে। বর্তমানে তিনি বাসায় হোম-কোয়ারেন্টাইনে আছেন।

সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন কে দখিনা’পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে জন প্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব হওয়ায় শেখ ইউসুফ হারুন মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ঐতিহ্যবাহী খুলনা, সাতক্ষীরা বাগেরহাট জেলার সমন্বয়ে গঠিত অরাজনৈতিক জন সমাজ কল্যাণমূলক সংগঠন দখিনা’নের্তৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন প্রাক্তন সংসদ সদস্য বার বার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান, দখিনা’প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা স. ম. বাবর আলী এ্যাডভোকেট, দখিনা’কার্য-নির্বাহী কমিটির সভাপতি আলহাজ¦ ওহিদুজ্জামান খান পল্টু, সহসভাপতি যথাক্রমে ড. মোঃ হারুনর রশিদ, ড. মোঃ মোকাররম হোসেন, মুর্শিদা আক্তার রনি, খুরশিদ আলম কাগজি, এস এম আকবর হোসেন, আলহাজ¦ গাজী অহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় জি, এম, ইউনুস আলী, প্রকৌশলী বেনজির আহমেদ জুয়েল, কোষাধ্যক্ষ মোঃ ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জাহিদ হাবিব, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ রানা, প্রচার প্রকাশনা সম্পাদক নাজমুল হক খোকন, সমাজকল্যাণ সম্পাদক এমডি আশরাফ হোসেন, ক্রীড়া সম্পাদক নূরুল ইসলাম খান কালু, নির্বাহী সদস্য যথাক্রমে রোটাঃ এ্যাড. হেমন্ত সরকার, মোঃ কামাল হোসেন, মোঃ শাহাদাৎ

পাইকগাছায় জায়গা জমির বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে একজন গুরুতর জখম : আহত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় জায়গা জমির বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপ লাঠির আঘাতে একজন গুরুতর জখম সহ ৫জন আহত হয়েছে। বুধবার সকালে চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুৃর গ্রামে ঘটনাটি ঘটেছে। জখম শফিকুল ইসলাম সরদার (৪২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, উপজেলার বিষ্ণুপুর গ্রামে রঞ্জু সরদারদের সাথে একই এলাকার পল্টু সরদারদের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে পল্টু সরদাররা দলবল নিয়ে রঞ্জু সরদারদের বসত ভিটা সংলগ্ন জমি দখল করতে যায়। নিয়ে উভয়পক্ষ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আনোয়ার  সরদারের ছেলে পল্টু সরদারের (৪৩) হাতে থাকা দা দিয়ে প্রতিপক্ষ কাজেম সরদারের ছেলে শফিকুল সরদারের মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে। সময় প্রতিপক্ষের হামলায় রুহুল আমিন সরদার, আরাফাত হোসেন স¤্রাট, সারাফাত হোসেন মধু, শাহীন গাজী আহত হয়। আহত শফিকুলের অবস্থা গুরুতর। অন্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনায় রঞ্জু বাদী হয়ে পল্টু সরদারকে ১নং আসামী করে ১২জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দাখিল করেছে। ব্যাপারে পল্টু জানায়, জায়গায় জমি নিয়ে রঞ্জুদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। অনাকাঙ্খিতভাবে ঘটনা ঘটেছে। ওসি এজাজ শফী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা সংক্রমণ রোধে লকডাউন ঘোষণায় স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য

বেনাপোল প্রতিনিধি

সরকারের করোনা সংক্রমণ রোধে লকডাউন ঘোষণায় দেশে গণপরিবহন, শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠান আগামী দিন বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য। দুই দেশের মধ্যে শর্তসাপেক্ষে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। তবে বেনাপোল থেকে দুর পাল্লার যাত্রীবাহি বাস চলাচল বন্ধ থাকায় শতশত পাসপোর্ট যাত্রী আটকা পড়েছে বিভিন্ন পরিবহন অফিসে। অনেকে আবার রাতে ভ্যান রিকশা যোগে  বিভিন্ন আত্মীয় সজনদের বাড়িতে আশ্রয়ের জন্য চলে গেছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল বলেন, লকডাউনের মধ্যে স্বাভাবিক নিয়মে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম চলেছে। এছাড়া ট্রাকচালকরা আমদানি পণ্য নিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে গেছেন। পাসপোর্টযাত্রী যাতায়াতও স্বাভাবিক ছিল বলে জানান তিনি।

হঠাৎ করে দেশে করোনা সংক্রমণ মৃত্যুহার বেড়ে যাওয়ায় প্রতিরোধে সরকার ১৮টি প্র¯তাবনা জারি করে। কিন্তু জনসাধারণের সচেতনতার অভাবে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে করোনায় আক্রান্ত মৃত্যুহার। অবশেষে বাধ্য হয়ে সরকার দিনের লকডাউন ঘোষণা করে। এতে গণপরিবহন, শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের মধ্যে পড়ে। তবে দেশের শিল্প কলকারখানায় উৎপাদন সরবরাহ সচল রাখতে আমদানি-রপ্তানি বাণিজ্য, পণ্য পরিবহন লকডাউনের আওতামুক্ত রাখা হয়।

এদিকে বন্দরের কার্যক্রমের পাশাপাশি বেনাপোল কাস্টমসের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মুস্তাফিজুর রহমান।

বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি জানান, লকডাউনের মধ্যে বন্দর থেকে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে অনান্য সময়ের মতো চালকরা মালামাল বহন করেছেন। বন্দরে চলাফেরার সময় চালকদের বিশেষ করে মাস্ক ডিপো ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি কলিমউদ্দীন বলেন, সব সংকট মুহূর্তে বন্দর সচল রাখতে শ্রমিকরা ঝুঁকি নিয়ে পণ্য খালাসের কাজ করে আসছেন। লকডাউনের মধ্যেও শ্রমিকরা সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে পণ্য খালাসের কাজ করছেন।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির সাধারন সম্পাদক আলী হোসেন জানান, গত বছরে করোনার সময় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় ব্যবসায়ীরা বড় ধরনের লোকশানের মুখে পড়েছিলেন। প্রয়োজনীয় কাঁচামালের অভাবে শিল্পকলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তবে এবার লকডাউনের মধ্যে বন্দর কাস্টমসের কার্যক্রম সচল রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, লকডাউনের মধ্যে এপথে শর্তসাপেক্ষে দুই দেশের মধ্যে পাসপোর্টধারীযাত্রী যাতায়াত স্বাভাবিক আছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম। বর্তমানে মেডিকেল, বিজনেস কূটনৈতিক ভিসায় যাতায়াত করছেন যাত্রীরা। ট্যুরিস্ট ভিসা এখন পর্যšবন্ধ। বর্তমান করোনা পরিস্থিতির মধ্য দিয়ে ভারত ভ্রমণে প্রয়োজন হচ্ছে ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট।

করোনা সংক্রমণরোধে খুলনায় মোবাইল কোর্টের ৩৯টি মামলায় ৩০ হাজার সাতশত টাকা জরিমানা

তথ্য বিবরণী

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রতিপালন মাস্ক পরিধান নিশ্চিতে খুলনা জেলার সকল উপজেলা খুলনা মহানগরে বুধবার মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। জেলাব্যাপী অভিযানে ৩৯টি মামলায় ৩০ হাজার সাতশত টাকা জরিমানা করা হয়। এসময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রচারণা চালানো হয়।

খুলনা জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট  উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)গণ মোবাইল কোর্ট পরিচালনা করেন। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জেলা প্রশাসনের অনুরূপ অভিযান অব্যাহত থাকবে। খুলনা জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

আসন্ন রমজানে কর্মহীন, দুস্থ অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার প্রদান

তথ্য বিবরণী

বুধবার খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে করোনাকালীন লকডাউনে আসন্ন রমজান মাসে দুইশত ৫০ কর্মহীন, দুস্থ, অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারকে মুবিজবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার তুলে দেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশসাক (সার্বিক) মোঃ ইউসুপ আলী এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। খুলনা জেলার ৬৮টি ইউনিয়নের প্রায় দুইশত ৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় আজ বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে উপহার বিতরণ করা হয়। খুলনা জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

ডুমুরিয়ায় সরকারি সম্পত্তি বেদখল নির্মাণ হচ্ছে বহুতল ভবন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া বাজারে ভদ্রা সড়কে সরকারি জায়গায় পাল্লা দিয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। বিভিন্ন ভূয়া কাগজ তৈরি করে কতিপয় ব্যক্তি অসাধু ভূমি কর্মকর্তাদের যোগসাজসে নির্মান কাজ অব্যাহত রেখেছে।

জানা গেছে, ডুমুরিয়া বাজারের ভদ্রা সড়ক কাঠগোলা এলাকায় চর ভরাটি অনেক খাস জমি রয়েছে। ওই জমি স্থানীয় প্রভাবশালীরা অবৈধ্য ভাবে দখল করে আসছে। ভূয়া কাগজ তৈরি করে অনেকের কাছেও বিক্রির কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে। সম্প্রতি নম্বর খাস খতিয়ানে ৬৫৬ দাগের জমিতে ইবাদ খান এবং শহিদুল ইসলাম মনু পাকা ঘর নির্মানের কাজ শুরু করেছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সার্ভেয়ার  আব্দুর রশীদ সকল প্রকার স্থাপনা নির্মান কাজ বন্ধ করে দেয়। সপ্তাহ না যেতেই পূনরায় সেই নির্মান কাজ করা হচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রায় ৬৫ ফুট লম্বার টি ঘর নির্মান কাজ তড়িত গতিতে করা হচ্ছে। কাজের মিস্ত্রিরা জানান, মালিক ইবাদ খান শহিদুল ইসলাম মনু তাদের পূনরায় কাজ করাচ্ছে। তবে ওখানে মালিকদের কাউকে পাওয়া যায়নি।

এব্যাপারে সার্ভেয়ার আব্দুর রশীদ বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নির্মান কাজ বন্ধ করা হয়েছিল। পূনরায় কাজ শুরু করলে স্যারের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, কাজ বন্ধ করা হয়েছিল। ফের কাজ করার বিষয় প্রমান হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে খুবির অফিস খোলা রাখার সিদ্ধান্ত

খবর বিজ্ঞপ্তি

দেশব্যাপী করোনা পরিস্থিতির অবনতির কারণে গত ০১ এপ্রিল জারিকৃত বিজ্ঞপ্তির বিশদ ব্যাখ্যা এবং সরকারি প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পত্রের পরিপ্রেক্ষিতে বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সকল ডিন ছাত্র বিষয়ক পরিচালকের উপস্থিতিতে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান করোনা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের অফিস স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তের মধ্যে রয়েছে : (১) আগামী ২২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাকার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। তবে গবেষণারত শিক্ষার্থীদের চলমান গবেষণা কার্যক্রম তাদের স্ব স্ব সুপারভাইজারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং শিক্ষার্থীদের তালিকা ছাত্র বিষয়ক পরিচালক বরাবর প্রেরণ করতে হবে। (২) একাডেমিক প্রধানগণ (ডিন, ডিসিপ্লিন প্রধান/পরিচালক, ইনস্টিটিউট) তাঁদের অফিসিয়াল কার্যক্রম অনলাইনে পরিচালনা করতে পারবেন। তবে প্রয়োজনানুযায়ী তাঁরা স্বশরীরেও অফিস করতে পারবেন এবং প্রয়োজনবোধে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীগণকে অফিসে উপস্থিত হওয়ার জন্য বলতে পারবেন। (৩) সীমিত আকারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসসমূহ (রেজিস্ট্রার কার্যালয়ের সকল বিভাগ/শাখা) সপ্তাহে দুই দিন (রবিবার বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। এছাড়া জরুরি প্রয়োজনে স্ব স্ব বিভাগ/শাখা প্রধানগণ তাদের অফিস খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে পারবেন। (৪) বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (পানি, বিদ্যুৎ, মেডিকেল সেন্টার, এস্টেট নিরাপত্তা শাখা) যথারীতি তাদের কার্যক্রম চালু রাখবে। (৫) বর্ণিত সময়সূচি অনুযায়ী পরিবহনের ব্যবস্থা চালু থাকবে। (৬) বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলকে কর্মস্থলে (স্টেশনে) অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। (৭) পবিত্র রমজান মাসেও উল্লিখিত অফিস সময়সূচি বহাল থাকবে।

আজ ০৭ এপ্রিল ২০২১ খ্রি. বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্যাদি জানানো হয়।

আড়াইকোটি টাকার রাস্তায় বালির পরিবর্তে মাটি !

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মনিরামপুরে দুই কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে সদ্য শুরু হওয়া একটি পাকা সড়কের কাজে বালির পরিবর্তে মাটি ফেলার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধ রাখতে ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী প্রকৌশলী সানাউল হক। মাটি না সরিয়ে কাজ শুরু করতে নিষেধ করা হয়েছে ঠিকাদার শাহিনুর রহমান শাহিনকে।

দুই কোটি ৪৩ লাখ টাকায় উপজেলার চালুহাটি ইউনিয়নের শয়লা বাজার মোড় হতে হরিশপুর বাজারের সংযোগ সড়ক হয়ে রসুলপুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার পাকাকরণের কাজ শুরু হয় গত সপ্তাহে। রাস্তা খোঁড়ার পর শুরু হয় বালি ফেলার কাজ।

অভিযোগ করা হচ্ছে ঠিকাদার শাহিনুর রহমান শাহিন বালি ফেলার শুরুতেই ৪০০-৫০০ মিটার রাস্তায় বালির পরিবর্তে ট্রলি ভরে মাটি ফেলেছেন। এতে ক্ষুব্ধ হয়ে সেই মাটির ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেন স্থানীয়রা। পরে বিষয়টি নজরে আসে উপজেলা ইঞ্জিনিয়ারের। মঙ্গলবার (এপ্রিল) তিনি সরেজমিন রাস্তা দেখতে গিয়ে ঘটনার সত্যতা পান। সেখানে দাঁড়িয়ে তিনি ঠিকাদারকে মোবাইল ফোনে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেন।

রাস্তাটি দেখভালের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী গাউসুল আজম বলেন, দশ দিন আগে কাজ শুরু হয়েছে। বালির পরিবর্তে মাটি ফেলানোয় ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে চিঠি করা হয়েছে।

ঠিকাদার শাহিনুর রহমান শাহিন বলেন, “৩০০-৩৫০ মিটার রাস্তায় বালি ফেলা হয়েছে। বালির সাথে দুই একটি মাটির চাক পড়েছে। বালির পরিবর্তে মাটি ফেলেছি কথাটা ঠিক না। ইঞ্জিনিয়ার অফিস থেকে কোন চিঠি পাইনি। মৌখিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশনা পাইছি। মাটির চাকগুলো সরিয়ে ফেলা হচ্ছে।”

মণিরামপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সানাউল হক বলেন, “অভিযোগ পেয়ে আমি সরেজমিন গিয়েছি। খোঁড়া রাস্তার ৪০০-৫০০ মিটার দূরত্বে মাটি মিশ্রিত বালি ফেলা হয়েছে। সেগুলো না সরানো পর্যন্ত কাজ বন্ধ রাখতে ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিকাদার এখনো অপসারণ কাজ শুরু করেননি।”

ভৈরব নদী থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

আসাদ, দিঘলিয়া

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি পুলিশ ফাঁড়ি সংলগ্ন ভৈরব নদ থেকে উদ্ধারকৃত অজ্ঞাত যুবতীর (২৫) মৃতদেহ উদ্ধার। গতকাল বুধবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি পুলিশ ক্যাম্পের দক্ষিণ পাশের শাবুতলা ঘাট সংলগ্ন ভৈরব নদীতে অজ্ঞাত ওই নারীর মৃতদেহ ভেসে আসে। ভৈরব নদীতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। পরবতীতে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে নদী থেকে লাশটি উদ্ধার করে এবং লাশটির ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ওই মৃত দেহের উচ্চতা অনুমানিক ফুট ইঞ্চির, গায়ের রং-শ্যামলা বর্ণের, শারিরিক গড়ন মধ্যম, পড়নে কালো বোরকা লাল কালো রংয়ের জামা, লাল রংয়ের পাজামা এবং বেগুনী রংয়ের ওড়না ছিল।

সেনহাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নিপুন বোস বলেন, আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভৈরব নদের তীর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছি এবং মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। শরীরের কোথাও আঘাতের চিহৃ আছে কি না, বা কি কারনে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট না পেলে বলা যাচ্ছে না।

ঘটনার সত্যতা স্বীকার করে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ চৌধুরী বলেন, এখনো পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। লাল রঙের সালোয়ার বোরখা পরিহিতা যুবতীর বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে হতে পারে। দেখে সচ্ছল্য পরিবারের সদস্য মনে হচ্ছে। পরিচয় উদঘাটনের জন্যে দেশের সবগুলো থানায় ছবি প্রেরণের প্রস্তুতি চলছে। কেহ অজ্ঞাত মহিলাকে চিনতে পারলে দিঘলিয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে (অফিসার ইনচার্জ ০১৩২০-১৪০২৩৩, ডিউটি অফিসার ০১৩২০-১৪০২৩৮)

প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, ১১ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের পর এক নারী উন্নয়নকর্মীর কাছ থেকে ১১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তার স্বামী বুরহান উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, এপ্রিল ওই নারী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার ভোরে আসামিকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতার বুরহান উদ্দিন উপজেলার কালীচরণপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৭ মার্চ প্রেমের ফাঁদে ফেলে ওই নারীকে বিয়ে করেন বুরহান। বিয়ের পর কিছুদিন তাদের সম্পর্ক ভাল ছিল। শহরের হামদহ ঘোষপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তারা। ব্যবসার নানা অজুহাতে তার কাছে থাকা প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেন বুরহান।

স্ত্রীর টাকা নিয়ে শহরের মুন্সী মার্কেটে এআর বস্ত্র বিতান নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান করেন। টাকা নেয়ার পর আরও টাকা দাবি করেন বুরহান। টাকা দিতে না পারলে স্ত্রীকে নানাভাবে নির্যাতন শুরু করেন। টাকা না দিতে পারায় গত ১৬ মার্চ তাকে বেধড়ক মারধর করেন। ভাড়া বাসায় এনে প্রতিনিয়ত মারধর নির্যাতন করতেন এবং তালাক দেয়ার জন্য চাপ দিতেন। উপায় না পেয়ে ওই নারী বাদী হয়ে বুরহান উদ্দিনসহ তিনজনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ইন্দুরকানীতে মসজিদে আযান দিতে গিয়ে বিদ্যুৎ¯পৃষ্টে  মুয়াজ্জিনের মৃত

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি

ইন্দুরকানীতে মসজিদে আযান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে বুধবার উপজেলা গাবগাছিয়া গ্রামের মৃত কাশেম আলী শিকদারের ছেলে আঃ আজিজ শিকদার (৫৮) নিজ বাড়ী জামে মসজিদে মাগরিবের আযান দিতে গিয়ে মাইকের মাউথ ধরলে মাউথে বিদ্যুৎ থাকায় সে বিদ্যুৎয়াতী হয়ে মসজিদের ফ্লোলরে পড়ে যান। পরে মুসল্লিরা এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন মৃত আঃ আজিজ শিকদার তিন ছেলে স্ত্রী রেখে যান

মৃত আজিজ শিকদারের ভাই আবুল শিকদার বলেন, ভাই আযান দিতে গেলে আযানের শব্দ না পেয়ে মসজিদের ভিতরে গিয়ে মাউথ বুকের উপরে ধরা ফ্লোলরে দেখতে পেয়ে মেইনসুইজ বন্ধ করে তাকে হাসপাতালে নিয়ে যাই ভাই কে বাচাতে পারলাম না

ক্যাম্পাস কয়েক চক্কর ঘুরে বৃদ্ধের ভ্যানটিও ছিনিয়ে নিল ছিনতাইকারী

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বন্ধ ক্যাম্পাসে দিন দিন চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থায় অরক্ষিত ক্যাম্পাসে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়টি। সম্প্রতি কয়েকটি চুরির ঘটনা ঘটে গেলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে দুষ্কৃতকারীরা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও লকডাউনের মধ্যেই অবাধে ঘোরাফেরা করছে বহিরাগত। ফলে ক্যাম্পাসে ছিনতাইয়ের মতোও ঘটনা ঘটছে।

বুধবার (এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ৭০ বছরের এক বৃদ্ধকে মারধর করে তার উপার্জনের একমাত্র বাহন ভ্যান ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পাশের মেহগনি বাগানে ঘটনা ঘটে।

ভুক্তভোগী বৃদ্ধ কালু ম-বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শীতলীডাঙ্গা গ্রামের মৃত আজগর ম-লের ছেলে। ঘটনায় তিনি ইবি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠিয়েছি। আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীকে শনাক্ত করা হবে।’

ভুক্তভোগী ওই বৃদ্ধ বলেন, ‘অজ্ঞাত এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের থানা গেট থেকে যাত্রী বেশে আমার ভ্যানে উঠে ক্যাম্পাসের দিকে যেতে বলেন। তিনি ক্যাম্পাসের কোথায় যাবেন এটা আমাকে নির্দিষ্ট করে বলেননি। আমি সরল মনে তাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি। তিনি আমাকে পুরো বিশ্ববিদ্যালয় ঘুরতে বললে আমি ক্যাম্পাসে কয়েকবার চক্কর দেই। একপর্যায়ে মেডিকেলের সামনে ভ্যান নিয়ে থামি। এসময় তিনি আমাকে স্কুলের দিকে যেতে বললে সেখানে নিয়ে যাই। স্কুলের পাশে ভ্যান থামালে লোকটি মেহগনি বাগানের দিকে যান। এসময় তিনি ১০০ টাকার নোট দিয়ে বলেন, এক প্যাকেট সিগারেট এনে দিয়ে বাকি টাকাটা নিয়ে নিতে। আমি সিগারেট আনার জন্য রওনা দিলে পেছন থেকে এসে আমাকে মারধর শুরু করেন। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই।’

জ্ঞান ফিরলে দেখি ওই লোকটি নেই এবং আমার ভ্যানটিও নেই। ভ্যানই আমার একমাত্র সম্বল ছিল। ভ্যানটি না পেলে আমাকে না খেয়েই দিন কাটাতে হবে।’

ওই বৃদ্ধের প্রতিবেশী ফারুক আহমেদ জাগো নিউজকে বলেন, ‘তিনি খুবই গরিব। ভ্যান চালিয়ে পরিবার চালান। ভ্যানটি হারিয়ে তিনি খুবই ভেঙে পড়েছেন। ভ্যানটি ফিরে পেতে আমরা পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছি। লকডাউনে ভ্যানচালকরা আবাসিক এলাকায় মালামাল নিয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু তিনি কাকে নিয়ে প্রবেশ করেছেন তা বলতে পারছেন না। নিরাপত্তাকর্মীরা না বুঝে তাকে প্রবেশের অনুমতি দিয়েছেন। আগামীকাল সিসিটিভি ফুটেজ চেক করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হবে।’

ক্রেতা সেজে এসে কৃষকলীগ নেতাকে গুলি করে রাইফেল ছিনতাই

 নড়াইল প্রতিনিধি

ক্রেতা সেজে এসে কৃষকলীগ নেতা মো. নজরুল ইসলাম খানকে (৫০) গুলি করে তার এয়ার রাইফেলটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নড়াইলের কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামে ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। নজরুল ইসলাম চন্দ্রপুর গ্রামের মরহুম মনজুর আলী খানের ছেলে। তিনি কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নড়াইল শুটিং ক্লাবের সদস্য।

পুলিশ আহতের পরিবার সূত্র জানায়, নজরুল ইসলাম খান সোমবার সন্ধ্যা সাড়ে টার দিকে তার নিজস্ব এয়ার রাইফেলটি নিয়ে বাড়ির পাশে প্রাকটিস করাকালে অজ্ঞাতনামা জনের একদল দুর্বৃত্ত তাকে ডেকে নিয়ে অতর্কিত হামলা করে। ধস্তাধস্তির এক পর্যায় কৃষকলীগের ওই নেতার বাম চোয়ালে গুলি করে তার শুটিং রাইফেলটি ছিনিয়ে নেয়।

এদিকে গুলির শব্দ শুনে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে নড়াইল সদর হাসপাতাল ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহত নজরুলের ভাতিজা যুবলীগ নেতা খায়রুল বাশার খান যুগান্তরকে জানান,ছোট চাচা (নজরুল ইসলাম) সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজস্ব এয়ার রাইফেলটি নিয়ে বাড়ির পাশে প্রাকটিস করছিলেন। সময় অজ্ঞাতনামা জনের একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা করে। বাম চোয়ালে গুলি করে তার শুটিং রাইফেলটি ছিনিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান,সম্প্রতি চাচার এয়ার রাইফেলটি কেনার জন্য জনৈক নাসিম দেখা করতে এসেছিলেন। তখন কথিত নাসিম তার পরিচয় দেন, তার বাড়ি মাইজপাড়া ইউনিয়নের কালুখালি গ্রামে।

তবে স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ নজরুল ইসলাম তার ব্যক্তিগত শুটিং এয়ার রাইফেলটি বিক্রি করতে চেয়েছিলেন। সেটি কেনার উদ্দেশ্যে ক্রেতা সেজে মোটরসাইকেলযোগে ৪/জনের একদল দুর্বৃত্ত নজরুল ইসলামের বাড়ির সামনে অবস্থান করে তাকে ডেকে আনেন। সময় ক্রেতাদের সঙ্গে দর কষাকষির এক পর্যায় বাকবিত-হলে নজরুলের হাতে থাকা এয়ার রাইফেলটি ছিনিয়ে সেটি দিয়েই নজরুলকে লক্ষ্য করে গুলি করে এয়ার রাইফেলটি নিয়ে পালিয়ে যায়। কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া যুগান্তরকে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

গোপালগঞ্জে কৃষক লীগের সভাপতি জঙ্গিনেতা মুফতি হান্নানের ভাই!

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি জঙ্গিনেতা মুফতি হান্নান মুন্সির খালাতো ভাই মুন্সি মাহফুজ হাসানাত কামরুলকে সভাপতি করে গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে কমিটি বাতিল করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।

বুধবার সকালে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কৃষক লীগের একাংশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক বর্তমান কমিটির সহ-সভাপতি অরুণ মল্লিক।

সংসাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত বছর কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ১টি পৌরসভা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক লীগের সম্মেলন করার লক্ষ্যে একাধিক প্রস্তুতি কমিটি গঠন করা হয়। মুন্সি মাহফুজ হাসানাত কামরুল উপজেলা কৃষক লীগের সাধারণ সদস্য নন।

এমনকি তিনি সম্মেলন প্রস্তুতি কমিটিসহ কোনো কমিটিতেই ছিলেন না। তিনি অরাজনৈতিক ব্যক্তি। কামরুলের আপন খালাতো ভাই জঙ্গিনেতা মুফতি আব্দুল হান্নান। তার আপন বড়ভাই মুন্সি সরাফত হোসেন কোটালীপাড়া উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য। সম্মেলন না করে অর্থের বিনিময়ে রাতের আঁধারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বিতর্কিত কামরুলকে সভাপতি করে গত এপ্রিল কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের পকেট কমিটি গঠন করেছেন। এতে কৃষক লীগ নেতাকর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম হুমায়ূন কবির, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম, ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, আওয়ামী লীগ নেতা সুমন হোসেন বাচ্চু, কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বাবলু হাজরা, যুবলীগ নেতা মাসুদ রানা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদাসহ  আওয়ামী লীগ, কৃষক লীগ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ১১ ইউনিয়ন পৌর কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদক আহবায়ক কমিটির সদস্যরা বর্ধিত সভা করে। পরে তারা উপজেলা কৃষক লীগের নতুন কমিটি গঠনের করে সিদ্ধান্ত জেলা কৃষক লীগকে পাঠায়। জেলা কৃষক লীগ ওই কমিটি অনুমোদন করেছে। এখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের নতুন কমিটি গঠনের কথা স্বীকার করে বলেন, এখানে অর্থ লেনদেনের অভিযোগ সত্য নয়।

উপজেলা কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি মুন্সি মাহফুজ হাসনাত কামরুল বলেন, আমার পিতা মুন্সি আবুল কাসেম আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। আমার ভাই মুন্সি এবাদুল ইসলাম উপজেলা কৃষক লীগের আহবায়ক ছিলেন। আমার বড়ভাই মুন্সি সরাফত হোসেন কোনোদিন বিএনপি করেননি। জঙ্গিনেতা হান্নান মুন্সি আমার খালাতো ভাই হলেও তাদের সঙ্গে আমাদের ৫০ বছর ধরে কোনো সম্পর্ক নেই। আমি ঢাকায় ছাত্রলীগ, যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।

সাতক্ষীরার  অসহায় দিনমুজুর অসিকুর সমাজের দানশীল মানুষের কছে  সাহায্যের হাত বাড়িয়েছে

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা দঃ পাথরঘাটা গ্রামের মোবারক সরদারের পুত্র অসিকুর রহমান, সড়ক দূর্ঘটনায় ডান পা হারিয়ে অসহায় জীবন জাপন করছে। শনিবার( এপ্রিল) দুপুর ১২ টার সময় বাগাচাড়া হইতে ঝাউডাঙ্গা বাড়ি ফেরার পথে কলারোয়া পারহাউজ  নামক স্থানে পিছন থেকে ট্রাকের ধাক্কায় তার শরীরের ডান পা ভেঙ্গে যায়,স্থানীয়রা তাকে উদ্ধার  করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, সাতক্ষীরা মেডিকেল কলেজ  হাসপাতালে  তালায় পুরুষ ওর্য়াডের ৪৩৪ নং বেডে ভর্তি আছেন। ,অসিকুর রহমান তিন ভাই বোনের মধ্যে সবার ছোট।অসিকুরের পিতা মোবারক বলেন আমি অসুস্থ আমার স্ত্রী আয়রন বিবি অন্যর বাড়ীতে কাজ করে,আমাদের সংসার চলে, আল্লাহ ছাড়া আমাদের দেখার কেহ নেয়।এবিষয়ে অসিকুরের কাছে এই প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, আমি এক জন দিনমুজুরের কাজ করে সংসার চালাতাম, সরকারি জায়গায় বসাবস করি, আমার কোন জমি জায়গা নাই,আল্লাহর রহমতে ভালই সংসার চলছিল কিন্তু  ঘাতক ট্রাক আমার জীবন টা নষ্ট করে দিয়েগেল,এখন আমি ব্যাথার যন্ত্রণায় হাসপাতাল ছটফট করছি ওষুধ কেনার মত টাকা নাই,অসিকুর রহমান কান্না জড়িত কণ্ঠে বলেন ডাক্তার সাহেব আমাকে বলেছে, সপ্তাহে পরে আমার পায়ের অস্ত্র পাচার করবে, অনেক টাকার প্রয়োজন,  আমার কোন টাকা নাই এখন আমি কি করবো, তাই আমি সমাজের বিত্তবানদের আমার পায়ের অস্ত্র পাচারের  জন্য সাহায্য আবেদন করছি আমি সুস্থ হয়ে আবার আমার পরিবারের মাঝে ফিরতে পারি।  সাহায্য  পাঠানের বিকাশ নম্বার ০১৯৮৪৭১০০০৩।

মোংলায় নারী জেলের জালে আটকে পড়া অজগরটি সুন্দরবনে অবমুক্ত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় এক নারী জেলের মাছ ধরার জালে আটক হয়েছে সুন্দরবনের একটি অজগর সাপ। সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে মোংলার সুন্দরবনরে পশুর নদীর চিলা এলাকায় রেশমা বেগম নামের এক নারীর জেলের জালে আটকে পড়ে অজগরটি। পরে খবর পেয়ে বনকর্মকর্তারা অজগরটি উদ্ধার করে সুন্দরবনরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেন।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, বুধবার সকালে নদীতে মাছ ধরার সময় হঠাৎ জাল আটকা পড়ে অজগরটি। এরপর জেলে রেশমা বেগম বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়রা সাপ ধরা পড়ার বিষয়টি বনবিভাগকে জানালে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

প্রায় ফুট দৈর্ঘ্যের সাপটি পশুর নদীর স্রোতের টানে সুন্দরবন থেকে লোকালয়ের দিকে ভেসে যাওয়ার সময় জালে আটকা পড়ে।

মহানগর কৃষক লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর কৃষক লীগের অধীন বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার সাথে খুলনা মহানগর কৃষক লীগ নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। খুলনা মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. এবিএম আদেল মুকুলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা হাফেজ মো. শামীম, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমরানুর হক বাবু, মহানগর কৃষক লীগ নেতা মো. আইউব আলী খান, আলমগীর মল্লিক, রাজু আহমেদ, হেলালুর রহমান রিমন, মো. রোকনুজ্জামান রিপন, মো. হাসমত হাওলাদার, মো. বাবুল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খানজাহান আলী থানা গাঙচিল   সাহিত্য পরিষদের  শোক

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

গাঙচিল সাহিত্য ও  সংস্কৃতিক পরিষদের  কেন্দ্রীয় কমিটির সভাপতি  বাংলাদেশ সরকারের যুগ্মসচিব (অবঃ) কবি সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা এস এম রইজ উদ্দিন আহম্মেদ এর মৃত্যুতে গাঙ্গচিল খানজাহান আলী থানা শাখার পক্ষ থেকে গভীর শোক শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, গাঙ্গচিলের  কেন্দ্রীয় কমিটির অর্থ পরিচালক সাবেক ব্যাংকার বিশিষ্ট কবি, সাহিত্যিক গবেষক  সৈয়দ আশরাফ আলী,  খানজাহান আলী থানা গাঙ্গচিলের  সভাপতি এস এম আব্দুর রহমান ,সাধারন সম্পাদক  কবি ডাঃ হাফিজুর রহমান ,  কাবি আনন্দ কুমার স্বর , কবি পিজিএল ইউনুসআলী , কবি হাবিবুর রহমান ,কবি  হাদিউজ্জামান, সিকদার লাভলু,কবি  সৈয়দ মুকিদ হোসেন , কবি সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, কবি প্রদীপ আচার্য্য, রতন  শীল,রিয়াদ, শিফাত প্রমুখ।

উল্লেখ্য,কবি এসএম রইজ উদ্দিন আহমেদ এপ্রিল শুক্রবার রাত টায় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

লখপুরে করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স বিতরন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে দুই শতাধিক জনসাধারনের মাঝে মাক্স বিতরন করা হয়েছে। বুধবার সকালে লখপুর বাজারের বিভিন্ন দোকানদার জনসাধারনের মাঝে এই মাক্স বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব প্রসুন কুমার দাশ, ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির, মোঃ ফিরোজ খান তথ্য কেন্দ্রের উদ্যোগতা মোঃ দেলোয়ার হোসেন।

ফকিরহাটে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কাটাখালী এলাকা থেকে ৮পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদককারবারি নজরুল ইসলাম ফকির (১৮) নামের একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে কাটাখালী বাসস্ট্যান্ড থেকে ইয়াবা সহ তাকে আটক করা হয়েছে। অপরদিকে এদিন দুপুর ১২টায় উপজেলার শ্যামবাগাত এলাকা থেকে ১০১পিচ ইয়াবা ট্যাবলেট সহ মুন্সি সাথাওয়াত হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইন এর খুলনা বিভাগীয় গোয়েন্দা শাখার একটি দল। উভ আটকের ঘটনায় ফকিরহাট মডেল থানায় পৃথক দুইটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ব্যাপারে মডেল থানার অফিসার্স ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম ইয়াবা সহ দুইজন আটকের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ##

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে  ১৫ জনকে জরিমানা

ফকিরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় স্বাস্থ্য বিধি নিশ্চিতের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানায় গত দুইদিনে ১৫ টি মামলায় ১৪ হাজার শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ফকিরহাটে বিভিন্ন স্থানে অভিযানকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: তানভীর রহমান, তাদেরকে এই জরিমানা করেন।

ফুলতলায় আদালতের ওয়ারেন্টে ব্যবসায়ী আটক

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ বুধবার সকালে ফুলতলা বাজারের ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। আটককৃতরা হলো দামোদর গ্রামের মৃতঃ সোরাফ বিশ্বাসের পুত্র ফুলতলা বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আব্দুর রহমান মিলন বিশ্বাস (৫৫) কওছার জমাদ্দারের পুত্র ক্রোকারিজ ফার্নিচার ব্যবসায়ী জিয়া জমাদ্দার (৪০) এবং দক্ষিণডিহি গ্রামের জলিল গাজীর পুত্র হামিদ গাজী (৪৫)পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতের ওয়ারেন্টে তাদেরকে আটক পূর্বক আদালতে সোপর্দ করা হয়।

রূপসায় সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে মাক্স বিতরণ আলোচনা সভা

রুপসা প্রতিনিধি

খুলনা-আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালামের  সহযোগিতায় সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে এপ্রিল দিনব্যাপী মাক্স বিতরণ করেন। রূপসা উপজেলার ব্যস্ততম চলাচলের জায়গায় পথচারীদের মাঝে মাক্স বিতরণ করেন করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার নিমিত্তে অসহায়,দুঃস্থ ও  মাক্স বিহীন পথচারীদের মাঝে মাক্স বিতরন সচেতনতা মূলক আলোচনা করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে মাক্স বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ আ:সালাম। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে উপস্তিত ছিলেন নৈহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, সালাম মূশের্দী সেবা সংঘ আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ালীগের সহ- সভাপতি মোঃ  আরিফুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল জেলা যুবলীগ নেতা মোঃ হারুন মোল্লা, রুপসা উপজেলা যুবলীগ নেতা   নোমান উসমানী রিচি , সালাম মূর্শেদী সেবা সংঘের টীম লিডার সামসুল  আলম বাবু, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ,  বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক লীগের সাঃ সম্পাদক হায়দার আলী খান,কৃষক লীগ নেতা জিয়াউদ্দিন জিয়া, সালাম মূশের্দী সেবা সংঘের সহকারী টীম লিডার মোঃ তরিকুল ইসলাম, মো: মঈনউদ্দিন, ইমরান জাহান আরাফাত, রাসেল,হৃদয়,অহিদুজ্জামান,জাহিদুল,ইমন, রাব্বি, মনা,রবি,নয়ন,নাজমুল, প্রমূখ।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নিন্দা

খবর বিজ্ঞপ্তি

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানের এর উপর মাধবকাটি বাজার সংলগ্ন এলাকায় গত এপ্রিল ২০২১ পরিকল্পিতভাবে হামলা ছুরিকাহত করে মারাত্মকভাবে জখম করায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রদল। সাবেক ছাত্রদল নেতা বর্তমান ছাত্রলীগ নেতা জুয়েলসহ তার গ্রুপের লোকজন পুকুরে বালু উত্তোলন নিয়ে চাঁদা দাবি করলে আবু রায়হান তাতে বাধা দেয়, কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েল তার লোকজন আবু রায়হানকে বেধড়ক মারপিট করে এবং হত্যার উদ্দেশ্যে জুয়েল তাকে (আবু রায়হানকে) ছুরিকাহাত করে। বর্তমানে সে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন আছে। তার শরীরে এক ঘণ্টা অস্ত্রোপচার সহ ১৩টি সেলাই দিতে হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

দেবহাটা উপজেলায় গাছে গাছে উঁকি দিচ্ছে আমারে গুটি

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটা উপজেলায় গাছে গাছে উঁকি দিচ্ছে আমারে গুটি। চলতি অনুকূল আবহাওয়ায় গুটি নষ্ট হবার সম্ভাবনা কম। তাই এবারও আমের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন আম চাষিরা। উপজেলায় বিভিন্ন জাতের আম নিজেদের চাহিদা মিটিয়ে এবার বিদেশে রপ্তানিও করা যাবে বলে তারা মনে করছেন।

সরজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকার আম গাছ গুলোতে ছোট ছোট গুটির ধরন আসতে শুরু করেছে। এখন সময়ের ব্যবধানে ধীরে ধীরে আরো বাড়ছে। বছর গাছে গুটির পরিমাণ বেশি। আমচাষি কৃষি সম্প্রসারণ অধিদফতর কর্মকর্তারা এবারও দেবহাটা উপজেলায় আমের বাম্পার ফলনের আশা করছেন।

তাদের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগ না হলে সময়মতো পরিচর্যা হলে চলতি মৌসুমে আমের ফলন গত সকল মৌসুম থেকে ছাড়িয়ে যাবে ।তাই আশায় বুক বেধে আম চাষিরা আগাম শুরু করেছেন পরিচর্যা। তাদের আশা, চলতি মৌসুমে তারা আম থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবেন। দেবহাটা উপজেলায় বিভিন্ন জাতের আম চাষ হয়ে তাকে তার মধ্যে হিম সাগর,ন্যাংড়া, গেবিন্দভোগ, মল্লিকা, সিদুর রাঙ্গা, ফজলি, কাচা মিঠা, বোম্বায়, লতা আম বেশি চাষ করা হয়। দেবহাটা উপজেলার  আমচাষি  ঝন্টু  দাদা জানান , বছরের আবহাওয়া আমের জন্য কিছুটা অনুকূলে রয়েছে। এরই মধ্যে অনেক গাছে গুটি আসতে শুরু করেছে। তবে প্রকৃতি যদি অনুকুলে থাকে তাহলে আমরা এবারও লক্ষমাত্রা অতিক্রম করবো

দেবহাটা উপজেলার বিভিন্ন আমচাষি  জানান, আমের জন্য এখন আর অফ ইয়ার বা অন ইয়ার নেই। বছর জুড়ে গাছের পরিচর্যা করার কারণে এখন প্রতি বছরই আমের ভালো ফলন পাওয়া যায়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরামর্শে গাছে মুকুল আসার ১৫ থেকে ২০ দিন আগেই তারা পুরো গাছ সাইপারম্যাক্সিন কার্বারিল গ্রুপের কীটনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে গাছ ধুয়ে দিয়েছেন। এতে গাছে বাস করা হপার বা শোষক জাতীয় পোকাসহ অন্যান্য পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। যদি সঠিক সময়ে হপার বা শোষক পোকা দমন করা না যায় তাহলে আমের ফলন কমে যেত বলে জানান এই আমচাষি।

উপজেলার সিনিয়র কৃষি কর্মকর্তা শরিফা মোহাম্মদ  তিতুমীর  জানান, ধান-চাল বা অন্য ফসলের মতো আম উৎপাদনের লক্ষ্যমাত্রাও কৃষি অধিদফতরের কাছে থাকে কারণ দেবহাটা উপজেলার আম দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বাজারেও বেড়েছে চাহিদা।

তিনি বলেন দেবহাটা  উপজেলায় ২০২১ সালে আম চাষ হয়েছে ৩৭০ হেক্টর জমিতে। প্রতি হেক্টর জমিতে ২৯ থেকে ৩০ মণ আমের ফলন ধারণা করা হচ্ছে। এছাড়াও সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল সমস্ত আম চাষীদের সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছেন।

আজ প্রেসক্লাব যশোরের সাধারন সভা

খবর বিজ্ঞপ্তি

আজ মে ২০২১, শনিবার প্রেসক্লাব যশোরের সাধারণ সভা সকাল ১১টায় ক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। বুধবার প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নূর ইসলাম আনোয়ারুল কবীর নান্টু, যুগ্ম সম্পাদক জাহিদুল কবীর মিল্টন সরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাজী আশরাফুল আজাদ, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংস্কৃতিক সমাজসেবা সম্পাদক তহীদ মনি, কার্যনির্বাহী সদস্য আব্দুল ওয়াহাব মুকুল, এম আইউব, আব্দুল কাদের, ফিরোজ গাজী, সফিক সায়ীদ সৈয়দ শাহাবুদ্দিন আলম। সভা সঞ্চালন করেন সম্পাদক আহসান কবীর। সভায় ক্লাব সদস্য এহসান-উদ-দৌলা মিথুনের আশু রোগ মুক্তি কামনা করা হয়।

আজ কল্যাণ সম্পাদক-এর ৭০তম জন্মদিন

যশোর অফিস

আজ এপ্রিল যশোরের প্রথিতযশা সাহসী কলম সৈনিকদের পথিকৃত প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি এবং দৈনিক কল্যাণ সম্পাদক, মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা ৬৯ বছর পূর্ণ করে আজ ৭০ বছরে পা দিলেন।

১৯৫২ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বাদুড়িয়া থানার কলিঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। পিতা মরহুম মোকছেদ আলী, মাতা মরহুমা আয়েশা খাতুন। তার পিতা ছিলেন ভারতের প্রখ্যাত ইংরেজি দৈনিক দ্যা স্টেটমেন্ট পত্রিকার সহকারী সম্পাদক।

ছাত্রাবস্থাতেই তিনি সাংবাদিক পেশার সাথে যুক্ত হন। এদেশের বরেণ্য সাংবাদিক মরহুম কবি নাসির উদ্দিন অন্যান্যদের সহচার্যে এসে সাংবাদিকতা পেশার প্রতি অনুপ্রাণিত হন। লেখাপড়ার পাশাপাশি মাসিক মুকুল, সাপ্তাহিক গণদাবি নতুন দেশ-সাংবাদিকতার হাতে খড়ি। পরবর্তীতে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা। যোগ দেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ-এর জেলা প্রতিনিধি, দৈনিক গণকণ্ঠের মফস্বল সম্পাদক (গণকণ্ঠের প্রকাশনা বন্ধ হলে), সাপ্তাহিক সত্যকথা’ব্যবস্থাপনা সম্পাদক। পরবর্তীতে ফিরে আসেন যশোরে। দায়িত্ব নেন দৈনিক ঠিকানার নির্বাহী সম্পাদকের। দীর্ঘ ১৮ বছর যাবত সাংবাদিকতা পেশার সাথে যুক্ত থেকে অর্জিত অভিজ্ঞতার আলোকে ১৯৮৫ সালের ১৫ ফেব্রুয়ারি দৈনিক কল্যাণের সম্পাদনা প্রকাশনা শুরু করেন। অদ্যাবধি দৈনিক কল্যাণের প্রকাশনা অব্যাহত রয়েছে। দৈনিক কল্যাণ সম্পাদনা প্রকাশনার মতো কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে তাকে অনেক প্রতিকূল অবস্থার সম্মুখিন হতে হয়েছে। তবুও বিচ্যুত হননি তিনি পেশা থেকে।

সাংবাদিকতা পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাথে নিজেকে যুক্ত রেখেছেন। এই পেশার কৃতিত্বের জন্য জাতীয় স্থানীয় পর্যায়ে পেয়েছেন অসংখ্য পুরস্কার। দেশের স্বাধীনতার জন্য তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

পারিবারিক জীবনে একরাম-উদ-দ্দৌলার সহধর্মিনী নিলুফার ইয়াসমিন। একমাত্র পুত্র এহসান-উদ-দৌলা প্রথম আলো’যশোর জেলার স্টাফ ফটো সাংবাদিক, কন্যা রুবাইয়াত সুলতানা সুমাইয়া সুলতানা।

করোনা ভাইরাসের কারণে দেশের বর্তমান পরিস্থিতিতে  তাঁর সুহৃদগণ এবং কল্যাণ পরিবারের পক্ষ থেকে বছর জন্মদিনের কোন অনুষ্ঠানের আয়োজন করা হবে না এমনকি তিনি কোন শুভেচ্ছাও গ্রহণ করবেন না বলে জানিয়েছেন। একই সাথে তিনি তার ৭০তম জন্মদিনে আগামী দিনগুলোতে সুস্থ থেকে তার পেশাগত জীবনে সাফল্যের জন্য সকলের শুভাশিস দোয়া কামনা করেছেন।

নবনির্বাচিত ছাত্রলীগ নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জ্ঞাপন

যশোর অফিস

যশোর জেলা ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ যশোরে বঙ্গবন্ধুর ম্যুরাল শ্রদ্ধা জানান। বুধবার বিকালে যশোর শহরের বকুলতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ম্যুরালে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল শাহীকে সাথে নিয়ে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত তরুন, কায়েস আহমেদ রিমু, আশিকুর রহমান সাগর, রাজু রানা, আব্দুর রউফ পিন্টু, আলী মোর্তজা রিফাত, রুহুল কুদ্দুস রিপন হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, আসাদুজ্জামান আসাদ, আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক সরদার সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন রিয়াদ, তরিকুল ইসলাম, মারুফ হোসেন, রাকিবুল আলম, এসএম তানভীর আহমেদ রিয়েল ফাহমিদ হুদা বিজয়। পরে যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট রওশন আলী যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য আলী রেজা  রাজুর কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।

যশোরে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক

যশোর অফিস

যশোর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ ৯৫পিচ ইয়াবা ট্যাবলেট সহ সাগর হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে সাত টার দিকে, যশোর- খুলনা মহাসড়কের প্রেমবাগ গ্রামের আলাউদ্দিনের রাইসমিলের সামনে থেকে আটক করা হয়। এঘটনায় অভয় নগর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

জেলা ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় মঙ্গলবার রাত সাড়ে সাত টার দিকে, অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ গ্রামের আলাউদ্দিন রাইসমিলের সামনে পাকা রাস্তার উপর থেকে ৯৫পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। এঘটনায় অভয় নগর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

অনলাইনে যশোর বোর্ডে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু

যশোর অফিস

যশোর শিক্ষা বোর্ডে গতকাল বুধবার (এপ্রিল) থেকে শুরু হয়েছে অনলাইনে এসএসসি পরীক্ষার ফরম পুরণ কার্যক্রম। শিক্ষার্থীরা ঘরে বসে ফরম পুরণ করতে পারছে।  থেকে আগামি ১৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষার্থীরা ফরম পুরণ করতে পারবে। এজন্য যশোর শিক্ষা বোর্ড থেকে ফরম পুরণের ফি নির্ধারণ করেছে। বিজ্ঞানে ৪র্থ বিষয় ব্যবহারিক ফিসহ এক হাজার ৯৭০ টাকা, বাণিজ্য মানবিক  ৪র্থ বিষয় ব্যবহারিক ফিসহ এক হাজার ৮৫০ টাকা দিয়ে ফরমপুরণ করতে হবে।  ১৮ থেকে ২২ এপ্রিলের মধ্যে পরীক্ষার্থী প্রতি ১শ টাকা হারে বিলম্ব ফিসহ পরীক্ষার্থী নির্বাচন সোনালী সেবার মাধ্যমে ফিসের অর্থ জমা দিতে পারবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ইন্সটিটিউিট প্যানেলে প্রতিষ্ঠানের  লগইন নম্বর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর মেনুবার থেকে এসএসসি ২০২১ ক্লিক করলে সম্ভাব্য পরীক্ষা তালিকা প্রদর্শিত হবে। সম্ভাব্য তালিকা থেকে প্রত্যেক পরীক্ষার্থীর অভিভাবককে মোবাইল নম্বর  পরীক্ষার্থীর কাছে ফরম পুরণ ফি বাদে শিক্ষা প্রতিষ্ঠানের পাওনাদি সেশন ফি এবং ডিসেম্বর পর্যন্ত বেতন যদি বকেয়া থাকে, এন্ট্রি করে আপডেট বাটুন ক্লিক করতে হবে। ক্লিক করলে এন্ট্রিকৃত মোবাইল নম্বরে পরীক্ষার্থীর ফরম পুরণের লিংক, নিবন্ধন নম্বর পিন সংবলিত একটি এসএমএস চলে যাবে। এসএমএসে পাওয়া লিংক ভিজিট করে অথবা বোর্ডের ওয়েবসাইটে যেয়ে ফরমফিলাপ মেনুতে ক্লিক করে নিবন্ধন নম্বর, এসএমএসে পাওয়া পিন নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর পরীক্ষার্থী পেমেন্ট করুন বাটনে ক্লিক করে সোনালী ব্যাংকের পেমেনট গেটওয়ে বিকাশ, রকেট ইউক্যাশ, ভিসাকার্ড মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, ডিবিবিএল, নেক্সাস কার্ড সোনালী ব্যাংক একাউন্ট ট্রান্সফার সোনালী ব্যাংক একাউন্টে ফরমপুরণের বোর্ড ফি শিক্ষা প্রতিষ্ঠানের পাওনাদি পেমেন্ট করবে। করার পর ফাইনাল সাবমিট বাটুনে ক্লিক করে ফরম পুরণ সম্পন্ন করতে হবে। ফরম পুরণ হয়ে গেলে পরীক্ষার্থীদের ফাইনাল তালিকা প্রিন্ট করে সংরক্ষণে রাখতে হবে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, পূর্ব ঘোষণা অননুযায়ী এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে।

নগরীর অনলাইন পোর্টাল খুলনার কন্ঠ’র কথিত সম্পাদক শেখ রানা আবারও ফেন্সিডিলসহ  গ্রেফতার

স্টাফ রিপোর্টার

নগরীর অনলাইন পোর্টাল খুলনার কন্ঠ’কথিত সম্পাদক শেখ রানা (৩৫)সহ দু’জন আবারও ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে তাদের নগরীর গগণবাবু রোডস্থ সবুরেণনেছা মহিলা ডিগ্রী কলেজের সামনে অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

বুধবার (এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা রানাসহ দু’জনকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। রানা নগরীর দক্ষিন টুটপাড়া সার্কুলার রোড টুটপাড়া পুলিশ ফাঁড়ী এলাকার গাজী এনামুল কবিরের ভাড়াটিয়া মো. ওমর আলীর ছেলে এবং অপর আসামী হলেন শেখপাড়া তেতুলতলা মোড়ের সুলতান কন্ট্রাকটরের ভাড়াটিয়া মো. হারুন অর রশিদের ছেলে সোহাগ হোসেন (২৬)

এর আগে গত বছরের ফেব্রুয়ারি অনলাইন নিউজ পোর্টাল খুলনার কন্ঠের প্রকাশক কথিত নারী সাংবাদিক ইশরাত ইভার স্বামী খুলনার কন্ঠের সম্পাদক শেখ রানা ওরফে ইয়াবা রানাকে ১০০বোতল ফেনসিডিলসহ ফুলতলা থানাধীন যুগ্নিপাশার শেষ সীমানায় চার রাস্তার মোড় থেকে আটক করে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ। একই সাথে মাদক চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১২-৬৯৭৫) জব্দ করে পুলিশ। ওই মামলায় সে জামিনে বেরিয়ে আবারও ফেনসিডিলের ব্যবসা শুরু করে বলে জানায় পুলিশ। এছাড়া গত বছরের জুলাই যশোরের ঝিকরগাছা উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ রানা শেখকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার সাথে থাকা একজন একটি মোটরসাইকেল আটক করা হয়। ঘটনায় ঝিকরগাছা থানায় তাদের বিরুদ্ধে মামলা হয় যার নং-৩। 

মামলার বিবরণে জানা যায়, এপ্রিল রাতে পুলিশ জানতে পারে যে, বেনাপোল থেকে  মোটরসাইকেলযোগে দুই যুবক ফেন্সিডিল বিক্রির উদেশ্যে খুলনায় আসছে। রাত পৌনে ১১ টায় জোড়াগেট এলাকায় চেকপোষ্ট বসিয়ে পুলিশ তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল চালক দ্রুত গতিতে চেকপোষ্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। পুলিশও পিছু নিয়ে গগণ বাবু রোড সবুরণনেছো মহিলা কলেজের সামনে থেকে তাদের আটক করে। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তাদের কাছে ফেন্সিডিল রয়েছে। পুলিশ তাদের স্বীকারোক্তি মোতাবেক মোটরসাইকেলের ছিটের নীচ থেকে ৩৭ বোতল ফেন্সিডিল সোহাগ হোসেন তার কোমর থেকে বোতল ফেন্সিডিল বের করে দেয়। বেনাপোল থেকে বিভিন্ন সময় পাইকারি দরে ফেন্সিডিল ক্রয় করে খুলনায় খুচরা দরে বিক্রি করে বলে তারা জানায়। এঘটনায় খুলনা থানার এসআই বিএম মনিরুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং ১৪।

দাবি আদায় না হলে খুলনায় চিকিৎসা সেবা বন্ধের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার

কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনার নেতারা। একইসঙ্গে দাবি আদায় না হলে খুলনায় সকল চিকিৎসা সেবা বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার (০৭ এপ্রিল) দুপুরে খুলনা বিএমএ ভবনে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ। বিএমএ খুলনার সভাপতি সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে প্রেস ব্রিফিং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ। প্রেস ব্রিফিংয়ে বিএমএ নেতারা বলেন, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডা. সুমিত পালের ওপর হামলা হত্যা প্রচেষ্টাকারী গ্রেফতার না হলে জেলার সকল চিকিৎসা কার্যক্রম (ইনডোর, আউটডোর প্রয়োজনবোধে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা) বন্ধ ঘোষণা করা হবে। এপ্রিল রাতে রোগীর মৃত্যুতে স্বজনরা করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমিত পালকে প্রাণনাশের চেষ্টা করে বলে অভিযোগ করেন চিকিৎসকরা

মঙ্গলবার (০৬ এপ্রিল) দুপুর ২টায় খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে কার্যনির্বাহী সভায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামি গ্রেফতার দ্রুত বিচারের দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে খুলনার সব চিকিৎসা কার্যক্রম (ইনডোর, আউটডোর প্রয়োজন বোধে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা) বন্ধ ঘোষণা করা হবে। পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত সকল চিকিৎসক কালো ব্যাচ ধারণ করা করবে।

কেএমপির অভিযানে গাঁজাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৪৫০ গ্রাম গাঁজা ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর মৌলভীপাড়া বিকে ইষ্ট লেনের  মো. নাজমুল হকের ছেলে রেজানুল হক ওহিদ (২৪), ২৪৯, বড় বয়রা জংশন রোডের শেখ হাফিজুর রহমানের ছেলে মো. শেখ হাসিবুর রহমান লিমন (৩০) বাগমারা আব্দুর রহিম সড়কের শেখ মোহাম্মাদ আলীর ছেলে চঞ্চল শেখ (৪৯)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪৫০ গ্রাম গাঁজা ২০ পিস ইয়াবাসহ ৩  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ৩টি থানায়  মাদক মামলা রুজু করা হয়েছে।

পাইকগাছায় র‌্যাবের অভিযানে রাউন্ড কার্তুজসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার পাইকগাছা থানাধীন ফকিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (এপ্রিল) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। আসামী হলেন খুলনা জেলার পাইকগাছা থানার হোগলারচক গ্রামের আলী আকবর শিকারীর ছেলে মো. হালিম শিকারী (৪৫)

র‌্যাব-জানায়, বুধবার (এপ্রিল) দুপুর দেড়টার দিকে খুলনা জেলার পাইকগাছা থানাধীন ফকিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময়   ফকিরাবাদ গ্রামস্থ শান্তা বাজারের তাজমুল শেখ এর চায়ের দোকানের সামনে উত্তর পাশে ইটের সলিং রাস্তার উপর থেকে রাউন্ড কার্তুজসহ হালিম শিকারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পাইকগাছা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন নস্তি দক্ষিন পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪২  বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এপ্রিল বিকেল ৩টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মকরধ্বজপুর গ্রামের মৃত. আহাদ আলীর ছেলে মো. রমজান আলী (৫০)

র‌্যাব-জানায়, এপ্রিল বিকেল ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন নস্তি দক্ষিন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময়  আলফাজ এর চায়ের দোকানের সামনে থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ রমজান আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

যশোরে র‌্যাবের অভিযানে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

যশোর জেলার শার্শা থানাধীন সেতাই বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল  ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এপ্রিল বিকেল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার শার্শা থানার আমলা গ্রামের আনারুল ইসলামের ছেলে  মো. ইয়াকুব আলী (২৮)

র‌্যাব-জানায়, এপ্রিল বিকেল সোয়া ৫টার দিকে যশোর জেলার শার্শা থানাধীন সেতাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময়   বাজারের হাফিজুর রহমান এর মুদি দোকানের সামনে থেকে ১২০ বোতল  ফেন্সিডিলসহ ইয়াকুব আলীকে গ্রেফতার করা হয়। তার বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।