‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরো একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মতিঝিল থানায় মো. আদনান শান্তু নামের এক ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে মামলাটি দায়ের করেন।
বাংলাভিশন ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম।
তিনি বলে, আদনান শান্তু নামে এক ব্যক্তি ডিজিটাল আইনে রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৭/২৮/২৯/৩১/৩৫ ধারায় এই মামলা দায়ের করেছেন। মামলা নং ৯।
মামলার অভিযোগে ওই ব্যক্তি উল্লেখ করেছেন, রফিকুল ইসলাম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে কটূক্তিমূলক ও রাষ্ট্রদোহী বক্তব্য দিয়েছেন।
মামলাটির তদন্ত চলছে বলেও জানান ডিসি সৈয়দ নুরুল ইসলাম।
গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে নেত্রকোনার পূর্বধলার লেডির কান্দার নিজ বাড়ি থেকে ২৬ বছর বয়সী মাওলানা রফিকুল ইসলামকে আটক করে র্যাব-১৪-এর একটি অভিযানিক দল। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়েছে।
বৃহষ্পতিবার সকালে রফিকুল ইসলামকে গাজীপুর আদালতে তোলা হয়। আদাতল তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গাজীপুর মহানগর পুলিশের সহকারী উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জানান, গেলো বুধবার রাত আড়াইটার দিকে রফিকুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় হস্তান্তর করে র্যাব। এই সময় র্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে।
-ঢাকা অফিস