দেবহাটায় তৃতীয় শ্রেনীতে পড়ুয়া শিশুকে (৮) ধর্ষনের ঘটনায় অভিযুক্ত সিরাজুল ইসলাম (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম উপজেলার খেজুরবাড়িয়া সংলগ্ন দক্ষিন পারুলিয়া গ্রামের মৃত আহম্মদ মোল্যার ছেলে ও পেশায় কাঠের ফার্নিচার মিস্ত্রি। বৃহষ্পতিবার দুপুরে অভিযুক্ত সিরাজুলকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরআগে বেলা ১২টার দিকে ওই শিশুর বাবা ও মা থানায় উপস্থিত হয়ে তাদের শিশু সন্তানকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-০৮।
তৃতীয় শ্রেনীতে পড়ুয়া ওই ভিকটিম শিশুর বাবা-মা জানান, তাদের মেয়ে প্রতিদিন সহপাঠীদের নিয়ে পাশ্ববর্তী তার ফুফুর বাড়ীতে খেলতে যেতো। খেলার সময় মেয়েটিকে তার ফুফুর প্রতিবেশী কাঠমিস্ত্রি সিরাজুল ইসলাম গোপনে ডেকে ফার্নিচার তৈরীর ঘরে নিয়ে একাধিকবার যৌন নীপীড়ন ও ধর্ষন করে। প্রতিবারই অপকর্ম শেষে শিশুটিকে হত্যার ভয় দেখাতো সিরাজুল। সর্বশেষ সোমবার কাঠমিস্ত্রি সিরাজুল পুনরায় তার ওপর যৌন নীপীড়ন ও ধর্ষন করলে শিশুটি বাসায় ফিরে তারা বাবা-মাকে বিষয়টি জানালে তারা থানায় মামলা দায়ের করেন।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, শিশুটিকে যৌন নীপীড়ন ও ধর্ষনের ঘটনায় তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এঘটনায় তাৎক্ষনিকভাবে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।
– কে এম রেজাউল করিম দেবহাটা