দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৯২ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। জয় তুলে নিয়েছে ২২ ওভারে মাত্র ৬ উইকেট হারিয়ে। টানা তিন জয়ে নিশ্চিত করেছে সিরিজ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিলেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া ইমার্জিং নারীরা। শুরুর ২৫ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর ধস নামে সফরকারীদের ইনিংসে। স্কোরবোর্ডে দুই রান যোগ করতেই আরও দুই উইকেট হারায় তারা।
আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আন্নিকা বোসচে। জবাব দিতে নামা বাংলাদেশ সহজেই পৌঁছে যায় জয়ের বন্দরে। বাংলাদেশ ইমার্জিং মেয়েদের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন মুর্শিদা খাতুন।
দলের হয়ে ঋতু মণি ৭.৩ ওভারে ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। রাবেয়া খাতুন ৪ ওভারে ১৫ রানে পান ৩ উইকেট। এছাড়া নাহিদা আক্তার ১০ ওভারে ২৫ রান খরচ করে ৩ উইকেট দখল করেন। দারুণ এই জয়ে পাঁচ ম্যাচের দুটি হাতে থাকতেই সিরিজ ঘরে তুলল বাংলাদেশ নারী ইমার্জিং দল।
– স্পোর্টস ডেস্ক