চিকিৎসকের ওপর হামলা : সাবেক চেয়ারম্যানপুত্রসহ গ্রেফতার ৩

3
Spread the love

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যানপুত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (এপ্রিল) ভোর ৬টায় মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, মোরেলগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম রাকিব (৩১), ইন্দুরকানি উপজেলার পত্তাশির মৃত হাজি জহির খানের ছেলে বশির খান মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের মনসুর আলীর ছেলে বদিউজ্জামান খান।

গত শনিবার (এপ্রিল) বাগেরহাটের মোরেলগঞ্জের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যান। তার মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসক সুমিত পালের ওপর হামলা চালান। সময় ডা. সুমিত পালকে তার সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধারে করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরদিন এপ্রিল সোনাডাঙ্গা মডেল থানায় মামলা হয়।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এপ্রিল সন্ধ্যা ছয়টার মধ্যে আসামিরা গ্রেফতার না হলে জেলার সব চিকিৎসাসেবা (ইনডোর, আউটডোর প্রয়োজন বোধে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা) বন্ধের হুঁশিয়ারি দেন খুলনা জেলা বিএমএ’নেতৃবৃন্দ।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম বলেন, ‘আমাদের পুলিশ নির্ধারিত আল্টিমেটামের আগেই তিনজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। যাদেরকে দুপুরেই আদালতে পাঠানো হয়েছে।’

স্টাফ রিপোর্টার