করোনার ২য় ঢেউ মোকাবিলায় ৫৭২ কোটি টাকা বরাদ্দ

4
Spread the love

কোভিড-১৯ এর ২য় ঢেউয়ের কারণে চলাচল সীমিতকরণের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কর্মহীন মানুষকে মানবিক সহায়তা দিতে সরকার ৫৭২ কোটি লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় বরাদ্দ দেয়। প্রায় কোটি ২৪ লাখ ৪১ হাজার ৯০০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার (এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে তথ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের ৬৪ টি জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩ টি কার্ড এবং ৩২৮টি পৌরসভার জন্য ১২ লাখ ৩০ হাজার ৭৪৬ টি কার্ডসহ মোট  কোটি  হাজার ৯৪৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৪৫০ কোটি ৪৪লাখ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ প্রদান করা হয়। পরিবার প্রতি ১০ কেজি চালের সমমূল্য অর্থাৎ কার্ড প্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলাসমূহের জন্য ৩৯৫ কোটি লাখ ৪১ হাজার ৩৫০ টাকা এবং পৌরসভাসমূহের জন্য ৫৫ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা বরাদ্দ দেয়া হয়।

কোভিড পরিস্থিতিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তার জন্য ১২১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। দেশের ৬৪টি জেলার হাজার ৫৬৮ টি ইউনিয়নের প্রতিটিতে লাখ ৫০ হাজার টাকা হারে মোট ১১৪ কোটি ২০ লাখ টাকা মানবিক সহায়তা হিসেবে প্রদানের জন্য অর্থ ছাড় করা হয়। সারাদেশের ৩২৮ টি পৌরসভার অনুকূলে মোট কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য লাখ টাকা, বি ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য লাখ ৫০ হাজার টাকা এবং সি ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য লাখ টাকা হারে বরাদ্দ দেয়া হয়

এছাড়া ঢাকা দক্ষিণ উত্তর, গাজীপুর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য লাখ টাকা হারে বরাদ্দ দেয়া হয়। ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট সিটি কর্পোরেশনের জন্য লাখ টাকা হারে বরাদ্দ দেয়া হয়।

তাছাড়া দেশের ৬৪ টি জেলার জেলা প্রশাসনের অনুকূলে ক্যাটাগরির জন্য লাখ টাকা, বি ক্যাটাগরির জন্য লাখ ৫০ হাজার টাকা এবং সি ক্যাটাগরির জন্য লাখ টাকা হারে মোট কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

-ঢাকা অফিস