খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আসন্ন মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বলেন, অন্যান্য দেশে ধর্মীয় উৎসব প্রাক্কালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস করা হয়। অথচ দু:খের সাথে বলতে হচ্ছে আমাদের দেশের কিছু ব্যবসায়ী অতি মুনাফার লোভে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় যা কোনভাবেই কাম্য নয়। পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কেসিসি’র পক্ষ থেকে বাজার মনিটরিং করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র আজ বুধবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বাজার সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। মাহে রমজানকে সামনে রেখে খুলনা সিটি কর্পোরেশন এ সভার আয়োজন করে।
সভায় জনসাধারণের সুবিধার্থে পাইকারি ও খুচরা বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ফরমালিন/কার্বাইড মুক্ত খাদ্যদ্রব্য বিক্রয় নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ, নগরীতে ফরমালিন/কার্বাইড যুক্ত ফল, মাছ, মাংস ইত্যাদি বিক্রয় রোধকল্পে বাজারসমূহে সার্বক্ষনিক মনিটরিং, কেসিসি’র আওতাধীন বাজারসমূহে বিভিন্ন সরকারি সংস্থা কর্তৃক তদারকি কার্যক্রম জোরদারকরণ এবং খুচরা বিক্রেতাগণকে দোকানে পাকা রশিদ সংরক্ষণের আহবান জানানো হয়। এছাড়া কেসিসি পরিচালিত বাজারসমূহকে ক্রেতাদের নিকট নিরাপদ ও নির্ভরযোগ্য বাজারে পরিণত করার উপর সভায় গুরুত্বারোপ করা হয়।
সভায় সিটি মেয়র সকলকে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে বলেন, এ মাসে প্রত্যেক ব্যবসায়ীর সেবার মানসিকতা নিয়ে এবং বিবেক দ্বারা পরিচালিত হয়ে ব্যবসা পরিচালনা করা উচিত। ইচ্ছাকৃত মূল্যবৃদ্ধির কারণে রোজাদাররা যেন কোনরূপ চাপে বা উদ্বিগ্ন না থাকেন সেজন্য ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য আলী আকবর টিপু, বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম, বাজার সুপার মোঃ সেলিমুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইব্রাহিম হোসেন, জেলা বাজার কর্মকর্তা (কৃষি বিপণন অধিদপ্তর) আব্দুস সালাম তরফদার, টিসিবি’র উপ উর্ধ্বতন কার্যনির্বাহী মোঃ আনিছুর রহমান, সহকারী খাদ্য নিয়ন্ত্রক প্রিয় কমল চাকমা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোস্তফা জেসান ভুট্টো, পরিচালক এম এ মতিন পান্না, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব এম এ কাফী, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, কেসিসি পাইকারি কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এএনএম মঈনুল ইসলাম নাসিরসহ নগরীর বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
খুলনা সিটি কর্পোরেশনের ৭ম বিশেষ সভা
খুলনা সিটি কর্পোরেশনের ৭ম বিশেষ সভা আজ বুধবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা।
সভায় কোভিড-১৯ মোকাবেলার লক্ষ্যে সরকারি সকল নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি নগরীতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, যৌথ গবেষণার সম্ভাব্যতা যাচাই, প্রশিক্ষণ, তথ্য-উপাত্ত সংগ্রহে সহযোগিতা প্রদানের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ও কেসিসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নগরীতে ২টি সোলার প্রকল্প বাস্তবায়নের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, করোনা ভাইরাস বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দেশিত কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সংকট মোকাবেলা করতে হবে। স্থানীয় পর্যায়ে সকলের মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ও বাড়ির আঙিনা পরিস্কার রাখার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তিনি জনপ্রতিনিধিদের কাজ করার আহবান জানান। এছাড়া আসন্ন মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি কেসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট-কে নির্দেশ দেন।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রাহমান শুনুসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় সিটি মেয়র সংরক্ষিত আসন নং-১০ এর নবনির্বাচিত কাউন্সিলর রেকসনা কালাম লিলি ও সদ্য যোগদানকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম-কে পরিচয় করিয়ে দেন।
-খবর বিজ্ঞপ্তি