শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে টিম লিডারের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন পরে জাতীয় দলের সংগে যুক্ত হওয়া সুজন মুখিয়ে আছেন রাসেল ডমিঙ্গোর সংগে কাজ করতে।
তবে নিউজিল্যান্ডে ওয়ানডে-টি-২০ সিরিজে হেরে ফেরা বাংলাদেশের জন্য সহজ হবে না সিরিজটি। ভালো ফর্মে আছেন দিমুথ করুনারত্নের দল। ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে টেস্ট সিরিজে সমতা করে ফিরেছেন তারা। বাংলাদেশ আবার খেলবে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া।
এ নিয়ে সুজন মঙ্গলবার (৬ এপ্রিল) সংবাদ মাধ্যমকে বলেন, ‘সাকিব নেই এটা আমাদের জন্য বড় ধাক্কা। সে দলে ভারসাম্য এনে দেয়। ও থাকা মানে দলে একজন বাড়তি ব্যাটসম্যান ও বোলার পাওয়া। কিন্তু সারাজীবন তো সাকিব, মাশরাফি, মুশফিক, তামিম খেলবে না।’
তার মতে, যেকোন ধরনের খেলাই এমন। সিনিয়ররা চলে যান। নতুন প্রজন্ম এসে জায়গা দখল করেন। বাংলাদেশ দলেও অতীতে সেটা হয়েছে। সাকিব-তামিমের বিকল্পও তৈরি হয়ে যাবে।
সুজন বলেন, ‘একটা সময় রফিক, হাবিবুল বাশার, নাইমুর রহমানরা খেলেছেন। এরপর তামিমরা খেলছে। এক সময় সাকিব-তামিমরা খেলবে না। তাতে বাংলাদেশের ক্রিকেট আটকে থাকবে না, চলতে তো হবে। সাকিব দলে থাকা আমাদের জন্য বড় পাওনা। ও যেহেতু খেলছে না। ওর বিকল্প নিয়ে তাই ফাইট করতে হবে।’
সুজন মনে করেন, দলে যারাই আছে, তাদের যোগ্যতা আছে। তরুণরাও দলকে ম্যাচ জিতিয়েছে। ভালো খেলেছে। সামনেও সিনিয়র-জুনিয়র সবার দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, ‘এটা কোন সিনিয়র-জুনিয়র খেলা না। জাতীয় দলে সিনিয়র-জুনিয়র সবারই সমান দায়িত্ব থাকে। তামিমের দায়িত্ব একশ’ আর লিটনের দশ এমন নয়। আমি মনে করি সবার দায়িত্বই একশ’। লিটনরা পাঁচ-ছয় বছর ধরে খেলছে। কেন শুধু সিনিয়ররা দায়িত্ব নেবে? একলা কেউ ম্যাচ জেতাবে এমন চিন্তা করা যাবে না। এগারোজনকেই কাঁধে মিলিয়ে লড়তে হবে।’
-স্পোর্টস ডেস্ক