ভৈরব সেতুর ছাড়পত্র জটিলতার অবসান: প্রতিমন্ত্রী ও মেয়রের ভৈরব সেতু এলাকা পরিদর্শন

81
Spread the love

দিঘলিয়া বাসীর বহু আকাঙ্খিত ভৈরব সেতুর কাজ অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ২০২০ সালের ১২ নভেম্বর ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি ওয়াহিদ কন্সট্রাকশন লিঃ কে ভৈরব সেতুর ঠিকাদার হিসাবে অনুমোদন দেয় এবং ২৬ নভেম্বর উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কে সরকার আনুষ্ঠানিক কার্যাদেশ প্রদান করে। ঠিকাদার প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ার সাথে সাথে সেতুর কাজ শুরু করার ব্যাপক প্রস্তুতি নেয়, কিন্তু খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ছাড়পত্র না পাওয়ায়, সেতু বাস্তবায়নকারী সংস্থা খুলনা সড়ক জনপথ বিভাগ (সওজ) জেলা প্রশাসকের কাছে জমি অধিগ্রহণের প্রস্তাবনা পাঠাতে বাধার সম্মুখীন হয়। জমি অধিগ্রহণ না হওয়ায় সেতু বাস্তবায়নের কাজ এতদিন বন্ধ ছিল।

Post

অবশেষে গত এপ্রিল (সোমবার) খুলনা সার্কিট হাউজে ভৈরব সেতু বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ছাড়পত্র দিতে সম্মতি প্রদান করেছে। যার ফলে বহু প্রতিক্ষিত ভৈরব সেতুর নির্মাণ কাজ শুরু হতে শেষ প্রতিবন্ধকতাটি দূরীভূত হয়। উল্লেখ্য ভৈরব সেতুর নির্মান এলাকা কেডিএ’র ‘ডিটেল এ্যাকশন প্লানের’ আওতাভুক্ত হওয়ায় প্রথমে কেডিএ ছাড়পত্র দিতে অসম্মতি প্রদান করে।

০৫ এপ্রিল সভার সিদ্ধান্ত মোতাবেক (০৬ এপ্রিল, মঙ্গলবার) সকাল ১০ টায় শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ সেতুর সাথে সংশ্লিষ্ট প্রতিনিধি দল সেতু এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। সময় তারা দৌলতপুর রেলষ্টেশন থেকে ভৈরব নদীর পাড় পর্যন্ত পায়ে হেটে সেতু বাস্তবায়ন এরিয়া পরিদর্শন করেন এবং সেতু বাস্তবায়নকারী সংস্থা ঠিকাদার প্রতিষ্ঠান কে ভৈরব সেতুর কাজ দ্রুত বাস্তবায়নের তাগিদ প্রদান করেন।

এসময় বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের মধ্য উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম, খুলনা সড়ক জনপদ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, সার্ভেয়ার মোঃ নাইমুর ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর প্রধান প্রকৌশলী কাজী মোঃ সবিরুল আলম, প্লানিং অফিসার তানভীর আহন্মেদ, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী এজাজ মোর্শেদ চৌধূরী, নির্বাহী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী খান, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন বাওয়ালী, অর্থ উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ভৈরব সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাকশন লিঃ এর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী অসীত কুমার অধিকারী সহ প্রমুখ।

– আসাদ, দিঘলিয়া