চরমোনাই পীরের উদ্বেগ

1
Spread the love

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সোমবার (এপ্রিল) এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, একদিকে ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি, অপরদিকে টিসিবি’পণ্যের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন চরম দুর্বিষহ করে তুলেছে।

মুহাম্মাদ রেজাউল করীম বলেন, লকডাউন দিয়ে সাধারণ মানুষকে কর্মহীন করে বিপর্যস্ত করে দিয়েছে। এতে সাধারণ মানুষের চরম ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে। গত এক বছরে করোনার ফলে দেশের সাধারণ মানুষ বিপর্যস্ত। এর মধ্যে পুনরায় দেশে লকডাউন মানুষকে চরম বিপর্যস্ত করে দিয়েছে। এমতাবস্থায় সাধারণ মানুষের জন্য কিছু করা সরকারের অন্যতম দায়িত্ব।

চরমোনাই পীর আরও বলেন, টিসিবি কর্তৃক নতুন করে চাল, ডাল, তেল চিনির দাম বৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগ সৃষ্টি করবে। মুসলিম প্রধান দেশে কিছুতেই সিদ্ধান্ত মেনে নেওয়ার মত নয়। এমনিতেই জনগণ করোনা মহামারির কারণে বিপর্যস্ত। তার ওপর ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ‘মরার ওপর খাড়ার ঘা’রমজানকে সামনে রেখে আগের চেয়ে কম মূল্যে ভোগ্যপণ্য সরবরাহের ঘোষণা দিতে হবে।

– ঢাকা অফিস