বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর পরিচালনা পর্ষদের নির্বাচনে “সম্মিলিত পরিষদ” প্যানেল থেকে পরিচালক পদে বিজয়ী হন, সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়ক, খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী ও বিশিষ্ট সামজসেবী এনভয় গ্রুপের পরিচালক মিসেস সারমিন সালামের একমাত্র কন্যা দেশের দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তা এনভয় গ্রুপের পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী।

বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) নির্বাচনের ভোটগ্রহণ গত রোববার (৪ এপ্রিল ২০২১) রাজধানীর হোটেল রেডিসন ও বিজিএমইএ’র চট্টগ্রাম অফিসে বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টায় পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ফারুক হাসানের নেতৃত্বাধীন ‘সম্মিলিত পরিষদের’ ২৪ জন বিজিএমইএ এর পরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন। রবিবার মোট ১ হাজার ৯৯৬টি ভোটের মধ্যে ১ হাজার ২২ ভোট পেয়ে শেহরিন সালাম ঐশী প্রথমবারের মতো বিজিএমইএ’র পরিচালক নির্বাচিত হন। বিজিএমইএ’র ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ নির্বাচিত পরিচালক।
-খুলনাঞ্চল রিপোর্ট