বিজিএমইএ’র ইতিহাসে সর্বকনিষ্ঠ পরিচালক নির্বাচিত হলেন ‘ঐশী’

120
Spread the love

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর পরিচালনা পর্ষদের নির্বাচনে “সম্মিলিত পরিষদ” প্যানেল থেকে পরিচালক পদে বিজয়ী হন, সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়ক, খুলনা-আসনের মাননীয় সংসদ সদস্য বিজিএমইএ’সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বিশিষ্ট সামজসেবী এনভয় গ্রুপের পরিচালক মিসেস সারমিন সালামের একমাত্র কন্যা দেশের দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তা এনভয় গ্রুপের পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী।

বিজিএমইএ এর পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক (২০২১-২০২৩) নির্বাচনের ভোটগ্রহণ গত রোববার (এপ্রিল ২০২১) রাজধানীর হোটেল রেডিসন বিজিএমইএ’চট্টগ্রাম অফিসে বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টায় পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফারুক হাসানের নেতৃত্বাধীন ‘সম্মিলিত পরিষদের’ ২৪ জন বিজিএমইএ এর পরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন। রবিবার মোট হাজার ৯৯৬টি ভোটের মধ্যে হাজার ২২ ভোট পেয়ে শেহরিন সালাম ঐশী প্রথমবারের মতো বিজিএমইএ’পরিচালক নির্বাচিত হন। বিজিএমইএ’ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ নির্বাচিত পরিচালক।

-খুলনাঞ্চল রিপোর্ট