খুলনা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত নেতৃবৃন্দ রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সহ-সভাপতি কাজী শামীম আহসান, ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোয়াজ্জেম রশিদী দোজা। মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি। এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খুলনা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত যুগ্ম-সম্পাদক মমতাজ আহম্মেদ, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, সদস্য মোল্লা খায়রুল ইসলাম, এস এম খালেদীন রশিদী সুকর্ন, বেলাল হোসেন, মোঃ তরিকুল ইসলাম, মোঃ ইনামুল কবীর মনু, মনোয়ার আলী মনু, ফরহাদ নেওয়াজ সিমু, নাজমুল ইসলাম ও ফয়সাল আহমেদ পপা, খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, নির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, ওয়াহেদ-উজ-জামান বুলু, মোঃ জাহিদুল ইসলাম, শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, আনোয়ারুল ইসলাম কাজল, আসাদুজ্জামান খান রিয়াজ, দীলিপ কুমার বর্মন, শেখ মো: সেলিম, ইউজার সদস্য রীতা রানী দাস, মোঃ রবিউল গাজী (উজ্জ্বল), আব্দুল¬াহ আল মামুন রুবেল, এস এম বাহাউদ্দিন, মোঃ হেলাল মোল্লা, মোঃ সোহেল রানা, মোঃ রফিক আলী, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে খুলনা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাব চত্বরে অবিস্থত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া মতিবিনিময় সভার শুরুতে খুলনা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে খুলনা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত নেতৃবৃন্দদের অভিনন্দন জানানো হয়।
-খবর বিজ্ঞপ্তি