গাইবান্ধায় ঘূর্ণিঝড়ে ৯ জনের মৃত্যু

2
Spread the love

ঘুর্ণিঝড়ে গাইবান্ধায় গাছ চাপা পড়ে দুই নারীসহ অন্তত জনের মৃত্যু হয়েছে। রোববার (০৪ এপ্রিল) দুপুরে টানা এক ঘণ্টা ধরে চলা ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তাদের মৃত্যু হয়।

এছাড়াও বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। রাস্তায় ভেঙে পড়েছে গাছপালা। বৈদ্যুতিক তারের খুঁটি ভেঙে যাওয়ায় দুপুর থেকে পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলে ঝড়ের তাণ্ডব। প্রাথমিকভাবে জেলা সদরের বাদিয়াখালিতে জোসনা নামে এক নারী, পলাশবাড়ী বেতকাপা ইউনিয়নে দুইজন, ফুলছড়িতে একজন, সুন্দরগঞ্জে একজন গাছ চাপা পড়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

ঝড়ে পলাশবাড়ী থেকে গাইবান্ধার ৩৩ কেভি বিদ্যুৎ লাইন বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। এতে পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, ক্ষয়ক্ষতি জানতে মাঠে কাজ চলছে। একই সঙ্গে ঝড়ে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

-খুলনাঞ্চল রিপোর্ট