নারীসহ অবরুদ্ধ হওয়ার পর হোটেল থেকে মাওলানা মামুনুল হককে বের করে নিয়ে গেছেন হেফাজতে ইসলামের কর্মীরা।
শনিবার (৩ এপ্রিল) বিকেলে হোটেলে মামুনুল হক অবরুদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যায় সেখানে হামলা চালান হেফাজতকর্মীরা। এসময় হোটেলে ভাংচুরও চালান তাঁরা। একপর্যায়ে সন্ধ্যা সাতটার পর মামুনুল হককে হোটেল থেকে বের করে নিয়ে যান।
হোটেল থেকে উদ্ধার করে কর্মীরা হেফাজত নেতা মামুনুলকে মুগরাপাড়া চৌরাস্তায় নিয়ে গেছেন। তবে এসময় ওই নারীকে তাঁদের সংগে দেখা যায়নি। তিনি এখন কোথায় আছে সেটাও পরিস্কার নয়। ধারণা করা হচ্ছে, তিনি হোটেলের ভেতরেই আছেন।