মামুনুলকে অবরুদ্ধ করা হোটেলে হেফাজতকর্মীদের হামলা

6
Spread the love

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক অবরুদ্ধ হওয়া হোটেলে হামলা চালিয়েছেন সংগঠনের কর্মীরা। শনিবার (৩ এপ্রিল) বিকেলে তাঁকে নারীসহ অবরুদ্ধ করার খবর প্রকাশ হওয়ার পর সন্ধ্যার দিকে হোটেলটিতে হামলা চালায় হেফাজতকর্মীরা।

ঘটনাস্থল থেকে বাংলাভিশনের সোনারগাঁও প্রতিনিধি জানিয়েছেন, হোটেলের ভেতরে মামুনুল হক এবং পুলিশ সদস্যা অবস্থান করছেন। বেশ কিছু সংখ্যক হেফাজত কর্মী ঢুকে পড়ে ভাঙচুর চালাচ্ছেন। হেফাজতকর্মীদের একটি অংশ হোটেলের বাইরে থেকেও হামলা চালাচ্ছেন।

এর আগে স্থানীয় সূত্রে জানা যায়, রয়েল হোটেল নামে একটি হোটেলের ৫০১ নম্বর কক্ষে ওই নারীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় প্রশাসন। এসময় নারীর পরিচয় জানতে চান তাঁরা। মুমুনুল হক তাঁদের জানান, তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী। এসময় প্রশাসনের পক্ষ থেকে তাদের বিয়ের প্রমাণ চাওয়া হয়। তাৎক্ষনিকভাবে প্রমাণ দেখাতে পারেননি মামুনুল হক।

এদিকে মামুনুল হককে স্থানীয়রা আটক করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক মামুনুল হককে জেরা করছেন। তাঁরা ওই নারীর পরিচয় জানতে চাইলে মামুনুল হকের দাবি করেন, সঙ্গে থাকা নারী নাম আমিনা তৈয়বা। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী। আমিনাকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম গণমাধ্যমকে জানান, মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন রয়েল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ অবস্থান করছেন- এমন খবরে স্থানীয় লোকজন রিসোর্ট ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মামুনুল হক পুলিশকে জানিয়েছেন সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করেছে।

আপাতত তাঁরা পুলিশের হেফাজতে আছেন এবং বিয়ের প্রমাণপত্রের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।