ফকিরহাটে এবার ধানের সাথে এ কেমন শত্রুতা

26
Spread the love

বাগেরহাটের ফকিরহাটে একজন আদর্শ কৃষকের রোপনকৃত ফলন্ত ধানের জমিতে বিষাক্ত কেমিক্যাল প্রয়োগ করে ফসলের ব্যপক ক্ষতি সাধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লখপুর ইউনিয়নের-০৯নং ওর্য়াডের ভবনা গ্রামে বুধবার গভীর রাতে। অসহায় কৃষকের রোপকৃত জমির ধান পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। জানা গেছে, উক্ত গ্রামের মরহুম রমজান আলী শেখ এর পুত্র ও বেতাগা ইউনিয়নের চাকুলী দারুল উলুম মাদ্রসা ও এতিম খানার সহকারী শিক্ষক মাওলানা আবু হানিফ করোনা কালিন দুর্যোগের কারণে মাদ্রসা বন্ধ থাকায় তিনি তাঁর নিজেস্ব জমিতে বোরো ধানের আবাদ শুরু করেন। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলানোর কারনে এবার ধানও ভাল হয়েছে। কিšুÍ একটি কুচক্রি মহল তার সেই জমিতে রাতে আধারে বিষাক্ত রাসায়নিক (সিরিয়াস) নামক এক ধরনের বিষাক্ত বিষ প্রয়োগ করে। যে বিষ ধানের ব্যপক ক্ষতি করে, যা দেখলে মনে হবে কেউ রোপনকৃত ধান পুড়িয়ে দিয়েছে। পাশর্^বর্তী বাড়ির মরহুম গোলাম শেখ এর পুত্র বাবুল শেখ বলেন, শত্রুতা বসত একটি চক্র মাওলানা সাহেবের নিজ জমিতে রোপনকৃত ধানে সবুজপাতা মারা বিষ প্রয়োগ করে ফলন্ত ধানের ব্যপক ক্ষতি করেছে। ধানের সাথে এ কোন শক্রতা। আব্দুল মাজিদ ও আবু জাফর ফারাজি নামের বয়স্ক দুই ব্যাক্তির সাথে আলাপ করা হলে তাঁরা বলেন, মানুষে মানুষে জমাজমি বা অন্যান্য বিষয় নিয়ে বিরোধ থাকতে পারে,কিন্তু ধানের সাথে শত্রুতা থাকতে পারে এটি তাঁরা কোন দিন শোনেন নী। এর আগেও মাওলানা আবু হানিফ এর মৎস্য ঘেরের পাড়ে রোপনকৃত অর্ধশতাধিক পেঁপে ও কলাগাছ কেটে দিয়ে ব্যপক্ষ ক্ষতি সাধন করেছিল। শুধু তাই নয়,তাঁর মৎস্য ঘেরের বিভিন্ন প্রজাতির মাছ চুরি ও লুট করে নিয়ে যায়। তাঁকে বসত ভিটা বাড়ি হতে উচ্ছেদের জন্য এধনের একাধিক অত্যাচার করা হচ্ছে বলেও তাদের অভিযোগ। এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য তিনি উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

-ফকিরহাট প্রতিনিধি