কয়রায় পারিবারিক শ্মশান ঘাটের সাইনবোর্ড ভেঙ্গে ফেলার অভিযোগ

61
Spread the love

কয়রায় পারিবারিক শ্মশান ঘাটের সাইনবোর্ড ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। ৬নং কয়রার সঞ্জয় কুমার মন্ডল এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করেছেন।

ডায়েরী সুত্রে জানা যায়, ২০১৭ সালে তার পারিবারিক বাস্তভিটায় শ্মশানঘাট নির্মাণ করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন এবং সেই থেকে পারিবারিক মৃতু ব্যক্তিদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন এখানে। গেল ২৬ মার্চ রাতে কে বা কাহারা ওই শ্মশানঘাটে টানানো সাইনবোর্ডটি ভেঙ্গে ফেলেন।  এ ব্যাপারে তিনি কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং ১১০৯ তারিখ- ২৮.৩.২০২১।

এদিকে সঞ্জয় কুমার মন্ডল খুলনাঞ্চলকে বলেন, শ্মশানঘাট উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন একটি মহল ষড়যন্ত্র করে আসছে। প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেন না। তিনি বলেন পুলিশ প্রশাসন তদন্ত করলে আসল রহস্য উদঘাটন হবে।

-স্টাফ রিপোর্টার