সারা খুলনা অঞ্চলের খবরা খবর

34
Spread the love

সিজারের ৮ দিনের মাথায় বের করা হলো গজ ব্যান্ডেজ রোগীর পেটে রক্তমাখা কাপড় রেখে সেলাই!

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ

পেটের মধ্যে রক্ত পরিস্কার করা (মফস) কাপড় রেখেই এক সিজারিয়ান রোগীর পেট সেলাই করেছে ডাঃ আনিছুর রহমান নামে এক চিকিৎসক। কোটচাঁদপুর শহরের সিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। সিজারের ৮ দিনের মাথায় ঝিনাইদহ শহরের আল-আমিন ক্লিনিকে আবার দ্বিতীয় দফা অপারেশন করে ওই রোগীর পেটের মধ্যে থাকা রক্তমাখা কাপড় বের করা হয়। এ নিয়ে হৈচৈ পড়ে গেছে। রোগীর স্বজনরা চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী তুলেছেন। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল গ্রামের পিকুলের সন্তানসম্ভবা মেয়ে রুনা খাতুন সিজারের জন্য ভর্তি হয় কোটচাঁদপুর শহরের সিটি ক্লিনিকে। গত ২০ মার্চ সেখানে সিজার করেন জীবননগরের (আদি বাড়ি মাগুরা) চিকিৎসক ডাঃ আনিছুর রহমান। সিজারের সময় রোগীর পেটের মধ্যে মফস রেখে সেলাই করা হয়। রোগীর খালু বাবু মিয় জানান, কিছুদিন পর রোগীর অবস্থা খারাপ হয়ে পড়লে ঝিনাইদহ শহরের সমতা ক্লিনিকে ডাঃ সোহেল আহম্মদের দিয়ে আলট্রাসনো করা হয়। রিপোর্টে পেটের মধ্যে কাপড়ের অস্তিত্ব মেলে। দ্রুত রুনা খাতুনকে শহরের হামদহ এলাকার আল-আমিন ক্লিনিকে ভর্তি করা হয়। গত ২৮ মার্চ রোগীকে দ্বিতীয় দফায় অপারেশন করেন ডাঃ জাহিদ। গৃহবধু রুনা খাতুনের অবস্থা কিছুটা উন্নতির দিকে হলেও মাত্র ৮ দিনের ব্যবধানে দুইবার অপারেশন করায় আর্থিক ও রোগীর শরীরের ক্ষতির বিষয়টি বিবেচ্য হয়ে দাড়িয়েছি। বিষয়টি নিয়ে ডাঃ জাহিদ জানান, রোগীর পেট থেকে রক্ত পুজ ও মফস জাতীয় জিনিস বের করা হয়। তবে রোগী এখন সুস্থ। তিনি বলেন, চিকিৎসকদের আরো সতর্ক ও সচেতন না হলে রোগীর জীবন বিপন্ন হতে পারে। এ ব্যাপারে কোটচাঁদপুর সিটি ক্লিনিকের মালিক জাহাঙ্গীর জানান, ডাক্তাররা তো অপারেশন করেই খালাস। কিন্তু ভুল চিকিৎসার পেক্ষিতে পরবর্তী ঝামেলা তো ক্লিনিক মালিকদেরই পোহাতে হয়। তিনি বলেন ক্লিনিকের পক্ষ থেকে রোগীকে সাপোর্ট দেওয়া হচ্ছে। তবে ভুল চিকিৎসার চিকিৎসক ডাঃ আনিছুর রহমানের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগম জানান, ঘটনাটি আমি শুনেছি। অফিস বন্ধ থাকায় ব্যবস্থা নিতে পারেনি। তিনি বলেন আগে ডাঃ ফাহিম উদ্দীন ও ডাঃ সোহলে রানা নামে দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এরা হাটেবাজারে গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিকে অপারেশন করে রোগীর জীবনকে ঝুকির মধ্যে ফেলে দিচ্ছিল। তারা চলে যাওয়ায় হয়তো ডাঃ আনিছ তাদের স্থান দখল করেছে। সিভিল সার্জন বলেন, দায়ী চিকিৎসক ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, কোটচাঁদপুরের সিটি ক্লিনিক সিভিল সার্জন অফিসের বন্ধ তালিকায় থাকলেও রহস্যজনক কারণে তা আবার চালু করা হয়েছে।

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙ্গনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত : লাখ লাখ টাকার ক্ষতি

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার কাটিপাড়া নামক স্থানে কপোতাক্ষ নদের ভাংগনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে লাখ, লাখ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে। মঙ্গলবার দুপুরে জোয়ারের পানিতে নদের তীরবর্তী এলাকায় মৎস্য, চিংড়ী ঘের, পানের বরজ, ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়ী ঘর ও রাস্তা ঘাট। স্থানীয় চিংড়ী ঘের মালিক রমজান আলী জানান তার ঘের তলিয়ে যেয়ে ৫/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখানে ১২টি চিংড়ী ঘের। যার জমির পরিমান প্রায় ৪ শ বিঘা জমি। চিংড়ী মৌসমীর প্রথম। আগামী অমাবশ্যতে সকলেই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। তার আগেই এ অবস্থার সৃষ্টি। স্থানীয়রা জানান, কপোতাক্ষ নদের উপর ব্রীজ নির্মানের কাজ চলছে। দু/তিন মাস আগে ব্রীজের জন্য বিশাল এলাকা খনন করে রাখেন ঠিকাদার প্রতিষ্ঠান। এক পাশে পুকুর ও অন্য পাশে বালি দিয়ে ব্াঁধ দেয়া হয়। যাকে বলে বালির বাধ। যা জোয়ারের পানির তোড়ে ভাসিয়ে নিয়ে গেছে। ৪ / বিঘা পানের বরজ ক্ষতি হয়েছে। গরমের ধান ক্ষেত নষ্ট।বাড়ীতে জোয়ারের  পানি উঠে প্লাবিত। চেয়ারম্যান আঃ মজিদ গোলদার জানান, ব্রীজের কাজ ধীর গতিতে হওয়ায় ও ঠিকাদারের গাফিলতির কারনে এত ক্ষয় ক্ষতি হলো।

৬১ ভারতীয় জেলে কারাগার থেকে মুক্ত, মোংলা থেকে ফিরছেন নিজ দেশে

মোংলা প্রতিনিধি                                                                                           

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তিন দফায় আটক ৬১ ভারতীয় জেলেকে মঙ্গলবার দুপুরে বাগেরহাট কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। আদালতের নির্দেশে মুক্ত এসব জেলেকে ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের কাছে তুলে দেন বাগেরহাট কারা কর্তৃপক্ষ।

বাগেরহাট কারাগারের জেলার একে এ এম মাসুম জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে প্রথম দফায় গত বছরের ৩ ডিসেম্বর কোষ্টগার্ড সদস্যরা ‘এফ,বি মা শিবানী’ নামের একটি ফিশিং ট্রলারসহ ১৭ ভারতীয় জেলেকে আটক করে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠাবার নির্দেশ দেন। এরপর কোষ্টগার্ড সদস্যরা ওই বছরের ২৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় ‘এফ,বি মঙ্গল চন্ডি – ৭’ নামের একটি ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠাবার নির্দেশ দেন। সর্বশেষ চলতি বছরের ৩১ জানুয়ারী কোষ্টগার্ড সদস্যরা ‘এফ,বি সঙ্খ দ্বীপ’ ও ‘এফ,বি স্বর্ণলতা’ নামের দুটি ফিশিং ট্রলারসহ আরো ২৮জন ভারতীয় জেলেকে আটক করে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠাবার নির্দেশ দেন। তিন দফায় আটক ৬১ ভারতীয় জেলে এতোদিন বাগেরহাট কারাগারে আটক ছিলেন।

মাদক ব্যাবসায়িরা জেল থেকে বেরিয়ে আবার ফিরছে মাদক ব্যাবসায় মাদকে সয়লাব খানজাহান আলী থানা এলাকা

ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি   

নগরীর খানজাহান আলী থানা এলাকার  অলিগলিতে চলছে মাদকের কেনাবেচা। বিভিন্ন স্পটে মাদক কেনাবেচা হলেও পুলিশ প্রশাসন মাঝেমধ্যে সামান্য গাঁজা জব্দ করলেও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে  কিছুই করতে পারছে না। সূত্র জানায়, প্রভাবশালী কজন মাদক সম্রাট পর্দার আড়ালে থেকে মাদক ব্যবসার কার্যক্রম অব্যাহত রেখেছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নিযুক্ত করা বিক্রেতারা প্রতিদিন থানা এলাকার যোগিপোল , জাব্দিপুর রেল লাইন থেকে ফুলবাড়ীগেটস্থ সেনপাড়া রেললাইন, কুয়েট রোড, পুরাতন কুয়েট রোড, শিরোমনি বাইপাস সড়কের চিংড়ি খালি বাজার, শিরোমনি লিন্ডা ক্লিনিক রোডসহ রেললাইন এলাকা, মশিয়ালি মিনা বাজার, আফিলগেট বাইপাস সড়কের খানজাহান আলী ফায়ার সার্ভিস এর আশপাশ এলাকা , ইষ্টার্নগেট গাবতলা, গিলাতলা বিহারী কলোনি, গিলাতলা মক্তবমোড় , পাকারমাথা , পালপাড়া , গিলাতলা দক্ষিনপাড়া,  গাফফারফুড মোড় , গিলাতলা গাজীপাড়া নদীরঘাট ও বাগান, ফুলবাড়ীগেট টিবি হাসপাতাল রোড সহ বিভিন্ন এলাকায় সন্ধার পর মাদক বিক্রির হাট বসে ও সেবন করে।  খানজাহান আলী থানার পথের বাজার ও আফিলগেট চেকপোষ্ট এ অভিযান চালিয়ে মাদক  ব্যবসায়ীদের মাদকের বড় চালানসহ আটক করলেও এর মুল গডফাদাররা অজ্ঞাত কারনে ধরাছোয়ার বাইরে থাকে । থানা পুলিশ অভিযান চালিয়ে মাঝেমধ্যে আটক করলেও  মাদক ব্যবসায়ীরা মাদক মামলায় দূর্বল চার্জসীটের কারণে সহজেই মুক্তি পেয়ে পুনরায় মাদক ব্যবসা জোরেসোরে শুরু করে। এলাকাবাসি জানান তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ি হাদু গাজী এলাকার বাইরে বসে দির্ঘদিন মাদক ব্যাবসা নিয়ন্তন করলেও বর্তমানে এলাকায় এসে তার সহযোগিদের নিয়ে পুনরায় ব্যাবসা শুরু করেছে । খানজাহান আলী  থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস  বলেন,  মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ নয়, মাদক নির্মুলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা পেলে মাদক নিমূল করা সম্ভব।

বাগেরহাটে ব্যাংকের ভিতর থেকে মুক্তিযোদ্ধার টাকা চুরি

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে ব্যাংকের ভিতর থেকে বখতিয়ার উদ্দিন (৬৬) নামের একজন মুক্তিযোদ্ধার এক লক্ষ ১১ হাজার টাকা চুরি হয়েছে। সোমবার (২৯ মার্চ) বেলা ১১টায় বাগেরহাট শহরের রেলরোডস্থ সোনালী ব্যাংক, বাগেরহাট শাখায় এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিন সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিন বলেন, ব্যাংক থেকে টাকা তুলে ব্যাগের মধ্যে রেখে অন্য একটি কাউন্টারের সামনে দাড়িয়ে ভাউচার লিখছিলাম। এসময় আমার পাশে একজন বোরকা পরিহিত নারী দাড়ানো ছিল। কিছুক্ষন পরে দেখি আমার ব্যাগের মধ্যে টাকা নেই।পাশের ওই নারীও নেই।ব্যাগের মধ্যে এক লক্ষ ১১ হাজার টাকা ছিল।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, টাকা চুরির বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোনালী ব্যাংক, বাগেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম বলেন, একজন মুক্তিযোদ্ধা ব্যাংকের একটি কাউন্টার থেকে টাকা উত্তোলন করে সাথে থাকা ব্যাগে রাখেন। পরে অন্য একটি কাউন্টারের সামনে দাড়িয়ে ভাউচার লিখছিলেন ওই মুক্তিযোদ্ধা।পরবর্তীতে আমরা শুনতে পাই তার ব্যাগ থেকে টাকা চুরি হয়ে গেছে।আমরা বিষয়টি জানার পরে সিসি ক্যামেরার ফুটেজ চেক করেছি। ভিডিও ফুটেজে আমরা দেখেছি বোরকা পরিহিত একজন নারী ওই মুক্তিযোদ্ধার পাশে দাড়ানো ছিল।সুযোগ বুঝে ব্যাগ থেকে টাকা নিয়ে চলে গেছেন ওই নারী। আমরা টাকা খোয়া যাওয়া ব্যক্তিকে থানায় অভিযোগ করতে বলেছি। পুলিশ চাইলে আমরা সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে সহযোগিতা করব বলে জানান তিনি।

বাগেরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে স্লুইচ গেটের পানিতে ডুবে তাজ উদ্দীন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলার চরগ্রাম এলাকায় বাড়ির উঠানে খেলার সময় শিশুটি সুইচ গেটের পানির মধ্যে এই ঘটনা ঘটে।এ বিষয়ে বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত তাজ উদ্দীন চরগ্রাম এলাকার নোভেল হাওলাদার (৩০) এর ছেলে।

তাজ উদ্দিনের পিতা নোভেল হাওলাদার বলেন, দুপুরে বাড়ির উঠোনে খেলছিল আমার ছেলে তাজ উদ্দীন। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে তাজকে খুজে পাচ্ছিলাম না। পরে খুজতে খুজতে আমাদের বাড়ির পাশের স্লুইজ গেট সংলগ্ন খাল থেকে তাজকে দেখতে পাই। পরে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাজকে মৃত ঘোষনা করেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দোকানে প্রবেশ করে প্রাণ গেল বিলুপ্ত প্রায় গন্ধগোকুলের

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে দোকানের ক্যাশ বাক্সে প্রবেশ করে বের হওয়ার সময় গলা আটকে বিলুপ্ত প্রায় একটি গন্ধগোকুলের (শাইরাল) মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মার্চ) সকালে বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড়স্থ বেলালের চায়ের দোকানে গন্ধগোকুলটির মৃত্যু হয়।

চায়ের দোকানী বেলাল বলেন, সকালে এসে দোকান খুলে দেখি ভিতরে একটি শাইরাল রয়েছে। আমাকে দেখে ভয়ে ক্যাশ বাক্সের মধ্যে ঢুকে পরে। পরে আমরা ওকে বের করার চেষ্টা করি। কিন্তু ওহ নিজে তক্তার ফাকা দিয়ে মাথা ঢুকিয়ে বের হওয়ার চেষ্টা করে। এসময় মাথা বাইরে আসলে পেট আটকে যায়। এক পর্যায়ে শাইরালটি মারা যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জার মোঃ নুরুজ্জামান বলেন, গন্ধগোকুলটি যদি জীবিত থাকত তাহলে আমরা উদ্ধার করতাম। অসুস্থ্য থাকলেও উদ্ধার করে চিকিৎসা করাতাম। যেহেতু মারা গেছে, স্থানীয়দের সাথে যোগাযোগ করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করার কথা বলেন তিনি।

মৃত গন্ধগোকুলটি দুইফুট লম্বা লেজসহ প্রায় চারফুট লম্বা।এটি গন্ধগোকুলের বাচ্চা বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।এটিকে স্থানীয়ভাবে শাইরাল বলে। এর ইংরেজী নাম- সিভিট। এটি ক্যাটস্ আই প্রজাতির তাই চোখের উপর আলো পড়লে দেখতে পায় না।বর্তমানে এটি তেমন দেখা যায় না। খাটাশও এই প্রজাতির প্রাণি।

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে ভূমি অফিসের কর্মচারী নিহত

সৈয়দ রিপন, অভয়নগর

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী শার্শা ভূমি অফিসের অফিস সহায়ক চঞ্চল হোসেন (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০মার্চ) সকাল সাড়ে নয়টার সময় উপজেলার চেঙ্গুটিয়া এলাকার বালিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে রেললাইন পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশের এসআই তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চঞ্চল হোসেন। তার মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত চঞ্চল হোসেন যশোর সদর উপজেলার হামিদপুর এলাকার বাসিন্দা আতিয়ার মোল্যার ছেলে। তিনি শার্শা উপজেলা ভূমি অফিসে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহসীন রেজা জানান, মোটরসাইকেলযোগে রেলক্রসিং পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। জিআরপি পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপসায় পূর্ব শত্রুতার জেরে দিনমুজুরের বসত ঘর ভাংচুর

রূপসা প্রতিনিধি

রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে দিনমুজুরের বসত ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিনমুজুর পরিবার নিয়ে আতংকের মধ্যে দিন যাপন করছে।

জানাগেছে, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বলটি গ্রামের ললিত বালার ছেলে মিঠু বালা (৫০) এর বসত ঘরের এক অংশ ২৭ মার্চ রাতে কেবা কারা ভাংচুর করে ফেলে রেখে যায়। পরিবারের লোক জন সকালে ঘুম থেকে উঠে তারা এ অবস্থা দেখতে পাই। বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা ও ইউপি সদস্য ঠাকুর মল্লিককে অবহিত করেন তারা।

মিঠুর ভাই নির্মল বালা বলেন, দীর্ঘদিন ধরে পাশ^বর্তী প্রবীর বালার সাথে জমি নিয়ে বিরোধ চল আসছে তাদের। এমনকি আদালতে মামলা চলমানও রয়েছে। প্রবীর বালা লোকজন নিয়ে রাতের কোন এক সময় তাদের ঘর ভাংচুর করছে বলে ধারনা করেন। মিঠু কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছে।

এছাড়া ২০২০ সালে ১৭ ডিসেম্বর জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় প্রবীর বালাসহ কয়েকজনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন নির্মল। আরও জানাগেছে, নির্মল বালার ছেলে শুকান্ত বালা বিজিবিতে চাকুরি করেন। ছুটিতে বাড়ি আসলে প্রতিপক্ষরা তাকে হয়রানী করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে এলাকাবাসি জানায়।

বিদেশ থেকে ফেরত  পাসপোর্ট যাত্রীদের নিজ খরচে ১৪ দিন হোটেলে থাকতে হবে

বেনাপোল প্রতিনিধি

দেশে করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে বেনাপোল চেকপোষ্টে সতর্কতা মুলক প্রজ্ঞাপন জারির চিঠি এসেছে। প্রধান মন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সাথে বিদেশ থেকে  যে সব যাত্রী দেশে ফিরবে সে সব যাত্রী দেশে নিজ খরচে হোটেলে ১৪ দিন থাকতে হবে।

দেশের বৃহত্তম আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল। প্রতিদিন এ পথে ভারত যাওয়া আসা করে দেশী বিদেশী পর্যটক। এছাড়া এদেশের সিংহ ভাগ মানুষ ভারতে চিকিৎসা, আতœীয় স্বজন বাড়ি বেড়ানো, ব্যবসায়ীক কাজ ও ভ্রমনের জন্য ভারত যেয়ে থাকে। ১৪ দিন নিজ খরছে দেশে ফিরে হোটেলে থাকার  কথা শুনে অনেকে হতাশায় ভুগছে। বিশেষ করে ভারতে যাওয়া চিকিৎসার জন্য  যাওয়া রোগীরা পড়েছে বিপাকে।

বেনাপোল চেকপোষ্টে যশোর থেকে ভারত যাওয়ার সময়  ক্যান্সার রোগি মাসুদ চৌধুরী বলেন আমি খুবই অসুস্থ। এমনিতে হুইল চেয়ারে বসে যেতে হচ্ছে। তারপর চিকিৎসা শেষে দেশে ফিরে যদি হোটেলে ১৪ দিন থাকতে হয় তাহলেতো মহাসমস্যায় পড়তে হবে। একদিকে আর্থিক সমস্যা অন্যদিকে  বাড়ির পরিবারের প্রয়োজনীয় সেবা থেকেও বঞ্চিত হতে হবে। করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমনের বিদ্যমান পরিস্থিতিতে সরকার ১৮ টি শর্ত জুড়ে দিয়েছে। মঙ্গলবার  দুপুর ১ টায়  বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন করোনা বৃদ্ধি পাওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়গুলি সকলকে মেনে চলতে হবে। তিনি প্রজ্ঞাপণ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

অনাকাঙ্ক্ষিত মৃত্যু, স্বপ্ন ভেঙেছে একটি পরিবারের

আনোয়ার হোসেন, মণিরামপুর

পৌরসভার অনুমোদন না নিয়ে গোপনে দোতলা বাড়ির গাঁথুনির কাজ করাচ্ছিলেন মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের পিছনের বাসিন্দা আব্দুল হক। মণিরামপুর বাজারের বড় ওষুধের দোকান আসমা ড্রাগ হাউজের মালিক তিনি। একতলা বাড়ির ছাদের উপর দিয়ে ধাবিত হয়েছে পল্লীবিদ্যুতের উচ্চক্ষমতা সম্পন্ন সংযোগের তার। কোন দক্ষ রাজমিস্ত্রি ঝুঁকি নিয়ে সেখানে কাজ করতে চাননি। অবশেষে উপজেলার শেখপাড়া খানপুর এলাকার রাজমিস্ত্রি আল আমিন (২৫), মামুন হোসেন (১৯) এবং অন্য এক শ্রমিক দিয়ে চলছিল আব্দুল হকের বাড়ির কাজ।

৩-৪ দিন কাজ চলার পর বিপত্তি ঘটে গত মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল তিনটার দিকে। দোতলার লিন্টনের কাজের জন্য রড বাঁধাই করে উপরে তুলতে গিয়ে ছাদের উপরদিয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগের শক্তিশালি তারে স্পর্শ করে রড। বিকটশব্দে ধরেওঠা বিদ্যুতের আগুনে দগ্ধ হন মামুন। একইসাথে  আহত হন আল-আমিন। তাদের উদ্ধার করে ফায়ারসার্ভিস কর্মীরা মণিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেন। তখন তাদের যশোর সদর হাসপাতালে রেফার করেন জরুরি বিভাগের চিকিৎসক আলমগীর হোসেন সুমন। দুইদিন পর আল-আমিন বাড়ি ফিরে আসেন। গুরুত্বর অবস্থায় ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয় মামুনকে। সেখানে শনিবার (২৭ মার্চ) রাতে মৃত্যু হয় দগ্ধ মামুনের। এরপর ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়িতে এনে রোববার রাতে দাফন সম্পন্ন হয় তার।

মামুন উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের নাজির আহম্মেদের ছেলে। অসুস্থ পিতা-মাতার দুস্থ পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনি। মামুনের দিনে ৪০০ টাকা আয়ে চলত সংসার। তাকে ঘিরে বেঁচে থাকার স্বপ্ন দেখতো পিতা নাজির আহম্মদ ও মা সুফিয়া খাতুন। একমাত্র ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন তারা। ছেলে হারানোর বেদনায় বারবার মূর্ছা যাচ্ছেন তারা। তবে একমাত্র ছেলেকে হারিয়ে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করছেন না মামুনের পরিবার। ঘটনাটিকে নিজেদের ভাগ্য বলে মেনে নিয়েছেন তার পিতা-মাতা।

মঙ্গলবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় মামুনের বাড়িতে গিয়ে লোকজনের ভিড় চোখে পড়ে। আত্মীয়-স্বজন পাড়াপড়শিরা সন্তানহারা পিতামাতাকে সান্তনা দিতে এসেছেন। সেখানে ছিলেন বাড়ির মালিক আব্দুল হক। কথা বলার ফাঁকে কেঁদে উঠছেন মামুনের মা সুফিয়া খাতুন।

তিনি বলেন, ছেলেরে বিয়ে দিতে চাইছি। তারমধ্যি ও চলে গেল।আমার ছেলের মৃত্যু এভাবে লেখা ছিল। কেউ এরজন্যি দায়ী না।

একই কথা মামুনের পিতা বা চাচাদের। তারা মামুনের পিতা নাজির আহম্মদকে আব্দুল হকের হাতে তুলে দিয়েছেন। মামুনের পিতাও বিনা ক্ষতিপূরণে আব্দুল হকের সাথে সমঝোতা করে নিয়েছেন।

আব্দুল হক বলেন, মামুনের চিকিৎসার সব খরচ আমি দিয়েছি। তার কাপনের কাপড় পর্যন্ত কিনে দিয়েছি। এখন থেকে এই পরিবারটি আমার পরিবারের একটা অংশ। তাদের দায়িত্ব আমার।

স্বজনদের দাবি, শরীরে নানা রোগ বাসা বাধায় কোন কাজ করতে পারেননা নাজির আহম্মদ। মামুন যা আনত তাতে কোন রকম চলে যেত। এখন মাসুন নেই। তাদের ভরসার খুঁটি ভেঙে গেছে। বাড়ির মালিক আব্দুল হক যে দায়িত্ব নিয়েছেন সেটা যেন তিনি ঠিকমত পালন করেন।

স্থানীয় সচেতনরা বলছেন, আর্থিক ক্ষতিপূরণ দিয়ে একটি তাজা প্রাণের মূল্য হয়না। মামুনের পরিবার সেটা বুঝেছেন। তবে বাড়ি নির্মানের ক্ষেত্রে মালিক বা শ্রমিকদের আরো সচেতন হওয়া দরকার। কঠোর হওয়া দরকার পল্লীবিদ্যুৎ বা পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের। কারণ প্রায়ই এমনিভাবে মামুনেরমত অনেক শ্রমিককে বিদ্যুতের আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে যেতে হয়। কাটাতে হয় মানবেতর জীবন। স্বপ্নভাঙে অসহায় অনেক পরিবারের।

দুইপক্ষের মধ্যস্থতাকারী মণিরামপুর পৌরসভার কামালপুর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল আকতার বলেন, আব্দুল হকের বাড়ির একতলা পর্যন্ত অনুমোদন ছিল। দোতলার অনুমোদন নেই। হকের দোতলার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আহত মামুনের চিকিৎসার সব খরচ দিয়েছেন হক। মামুন মারা যাওয়ার পর তার স্বজনরা ময়নাতদন্ত ছাড়া লাশ ফেরত চেয়েছিলেন। সেই অনুযায়ী তার লাশ বাড়িতে এনে দাফন করা হয়েছে। কোন সমস্যায় পড়ে মামুনের পিতা-মাতা আব্দুল হকের কাছে আসলে তাদের সহায়তা দেওয়ার জন্য তাকে বলা হয়েছে।

স্থানীয় খানপুর ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ বলেন, সকালে আব্দুল হক লোকজন নিয়ে আমার কাছে এসেছিলেন। আমি তাকে মামুনের বাড়ি পাঠিয়ে দিয়েছি। দুস্থ হলেও মামুনের পরিবারের মত ভাল পরিবার ওই মহল্লায় নেই। ওরা মামলা করতে চায়নি।

যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ মণিরামপুর সদর দপ্তরের জেনারেল ম্যানেজার অরুন কুন্ডু বলেন, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে ওই বাড়ির ছাদের ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টেজ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সংযোগ অতিক্রম করেছে। নিয়ম অনুযায়ী পল্লীবিদ্যুৎ সংযোগ হতে কমপক্ষে ১০ ফুট দুরত্বে ঘর নির্মাণ করতে হবে। বাড়ির মালিক সেটা অমান্য করে কাজ করাচ্ছিলেন। ঘটনাটি শোনামাত্র আমরা সতর্কতার জন্য মাইকিং করেছি। ওইঘর আর না গাঁথার জন্য বাড়ির মালিককে চিঠি করা হবে।

একই কমান্ডারের পক্ষে-বিপক্ষে মন্তব্য: মোড়েলগঞ্জে ৬১ মুক্তিযোদ্ধার সাংবাদিক সম্মেলন

এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার

বাগেরহাটের মোড়েলগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সর্বশেষ যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ৬১ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানেরা। মঙ্গলবার বেলা ১২টায় মোড়েলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাতাভূক্ত বীর মুক্তিযোদ্ধা মো. মুনিরুজ্জামান হাওলাদার।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১২ ও ১৩ই ফেব্রুয়ারি স্থানীয় ১১১ জন মুক্তিযোদ্ধার স্বাক্ষী ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। ওই যাচাই-বাছাই কমিটিতে এমপি’র মনোনীত সদস্য ছিলেন মো. শাহ আলম হাওলাদার। তিনি ২০০৪ সালের যাচাই-বাছাইয়ে সৈয়দ নূর মোহাম্মদ মুনিরুজ্জামান হাওলাদারসহ অনেককে মুক্তিযোদ্ধা হিসেবে স্বাক্ষ দিয়েলেও সর্বশেষ যাচাই-বাছাইয়ে তাদেরকেই আবার ‘মুক্তিযোদ্ধা নয়’ বলে স্বাক্ষ দিয়েছেন।

এমন দ্বিমুখী সিদ্ধান্তের কারনে সর্বশেষ যাচাই-বাছাই কমিটির মতামত প্রহসনমূলক বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধাদের এই অংশটি। তারা বলেন মুজিব বাহিনীর সনদ, বীর মুক্তিযোদ্ধা মেজর(অব) জিয়া উদ্দিন ও কবির আহমেদ মধূর সহোদর থাকা স্বত্ত্বেও রহস্যজনক কারনে ৬১ জন মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে বিতর্কের সৃষ্টি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে যাচাই-বাছাই কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম হাওলাদার বলেন, সকল যাচাই-বাছাই নীতিমালা অনুযায়ী হয়েছে। অতীতে কোন ভুল হয়ে থাকতে পারে এবার বোর্ড বসিয়ে সে সবের সংশোধন করা হয়েছে।

মোড়েলগঞ্জে নৌকার সমর্থনের ৩ কর্মীকে পিটিয়ে আহত; বাড়িঘর ভাংচুর

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাতে নৌকা প্রতিকের সমর্থনের ৩ কর্মীকে পিটিয়ে আহত ও বাড়িঘর ভাংচুর করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। আহতরা হলেন, শাহ আলী হাওলাদার (৫০), হেমায়েত হাওলাদার(৩৫) ও চানমিয়া জোমাদ্দার (৪৪)। এদের মধ্যে ২ জনকে খুৃলনা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানন্তরিত করা হয়েছে।

অভিযোগে জানাগেছে, ৮টার দিকে বহরবুনিয়া গ্রামের নৌকা প্রতিকের সমর্থনকারী হেমায়েত হাওলাদার নির্বাচনী কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার পথিমধ্যে তালতলা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার জাকির ফরাজীর নেতৃত্বে ১০/১২ জনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থনের একটি সংঘবদ্ধ দল। ইউপি সদস্য হেমায়েত উদ্দিনের ওপর হামলা করে। এ সময় তার ডাকচিৎকারে তার বড় ভাই শাহ আলী স্থানীয়দের নিয়ে উদ্ধার করতে আসলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে গুরুত্বও জখম করে। এ সময় হামলাকারিদের হাতে চানমিয়া জোমাদ্দার(৪৪) আহত হয়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ইউপি সদস্য’র দুই প্রার্থীর সমর্থনের মধ্যে সংর্ঘসের রুপ নেয়। অপর ইউপি সদস্য প্রার্থী মাষ্টার হারুন অর রশীদ হাওলাদারের বাড়িতে ঢুকে ভাংচুর চালায়। থানা পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এ বিষয়ে শাহ আলী হাওলাদারের স্ত্রী মোসাঃ মারুফা বেগম বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান নৌকার মনোনীত প্রাথী রিপন তালুকদার বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার ৩ কর্মীকে পিটিয়ে আহত করেছে। প্রশাসনকে অবহিত করা হয়েছে। তারা এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করছে।

এ ব্যাপারে থান অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনা শুনে ওই রাতেই তাৎক্ষনিকভাবে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মোংলায় আধিপত্য বিস্তার নিয়ে হিজড়াদের মধ্যে সংঘর্ষ, আহত ২

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

আধিপত্য বিস্তার নিয়ে মোংলায় দুই গ্রুপ হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিলা (২২) ও শিখা (৫৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে পৌর শহরের মামার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

আহত হিজড়া শিলা ও শিখা অভিযোগে জানা যায়. মোংলা, রামপাল ও খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায় দুটি গ্রুপে ভাগ হয়ে তারা কালেকশনসহ তাদের সামাজিক কর্মকান্ড করবেন। শিখা ও শিলা এবং প্রেমা ও হাসি হিজড়া নিজেদের মধ্যে তিন’শ টাকার ষ্ট্যাম্পে এলাকা ভিত্তিক সীমানা চুক্তি করেন। কিন্তু কিছুদিন না যেতেই সেই চুক্তি না মেনে প্রেমা হিজড়া শিলা ও শিখার এলাকায় ঢুকে কালেকশন শুরু করলে তারা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে তাদের ওপর হামলা করে প্রেমাসহ তাদের দলের অন্যরা। এতে শিলা ও শিখা মারাতœক আহত হন। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন আহত শিলা ও শিখা। এদিকে প্রেমা হিজড়া দাবী করেন, আমি কেউকে মারিনি, শিখা ও শিলা আমাকে মারধর করেছে। এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, আমি এখনও এ ধরণের কোন অভিযোগ হাতে পাইনি, পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দিঘলিয়ায় আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থী হায়দার আলী মোড়ল কে দল থেকে বহিষ্কার

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার ৩নং দিঘলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহুল-আলোচিত আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থী মোঃ হায়দার আলী মোড়ল কে দিঘলিয়া ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ থেকে বহিষ্কার করেছে এবং অপর বিদ্রহী প্রার্থী যুবলীগের এ বি এম আতিকুল ইসলাম কে যুবলীগ থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়। উল্লেখ্য মোঃ হায়দার আলী মোড়ল গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কৃত হয়। দলের সধারন ক্ষমার আওতায় কিছুদিন আগে দলে ফিরে আবারও দল থেকে বহিষ্কৃত হলেন। এবিষয়ে দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আনসার আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বয়ের নির্দেশক্রমে, গত ২৬ শে জানুয়ারী অনুষ্ঠিত দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থীদের গতকাল (২৯/০৩/২০২১ ইং) আনুষ্ঠানিক ভাবে দল থেকে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে এবং পরবর্তী সাংগঠনিক ব্যাবস্হা গ্রহনের জন্য উর্দ্ধোতন নেতৃবৃন্দের নিকট প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন বিদ্রহী প্রার্থীদের পক্ষে দলীয় ও সহযোগী সংগঠনের কোন নেতা কর্মী অবস্থান নিলে তাদেরও দল থেকে বহিষ্কার করা হবে, এবিষয়ে বেশ কয়েকটি অভিযোগ আমাদের কাছে এসেছে, যাচাই বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে ব্যাবস্হা গ্রহন করা হবে। এবিষয়ে দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনর রশীদ ও সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী গত ২০ শে মার্চ আমাদের চিঠি দিয়ে জানান যে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থীদের বিপক্ষে কেহ অবস্হান গ্রহন করলে বা সংগঠন বিরোধী কোন কার্যক্রমে অংশ নিলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যাবস্হা গ্রহনের জন্য। তারই ধারাবাহিকতায় আজ আমরা দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠি পাই, চিঠিতে মোঃ হায়দার আলী মোড়ল কে বহিষ্কারের ও যুবলীগের এ বি এম আতিকুল ইসলাম কে বহিষ্কারের ব্যাবস্হা নিতে সুপারিশ করেছে। আমরা (উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক) স্বাক্ষর করে বহিষ্কারের পত্র জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বয়ের নিকট প্রেরন করেছি।

প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় বিজয় টিভি’র খুলনা প্রতিনিধি নাঈম গ্রেফতার

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় বিজয় টিভি খুলনা প্রতিনিধি মোঃ নাঈমুর রহমান গ্রেফতার। বিশেষ ক্ষমতা আইনে খানজাহান আলী থানায় মামলা। এজাহার সূত্রে জানা গেছে, ২৯মার্চ  সোমবার বেলা ১২টায় খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট পুরাতন টিটি কলেজ রোডস্থ চেয়ারম্যান প্রার্থী শেখ আনিসুর রহমানের অস্থায়ী কার্যালয়ের সামনে রাস্তার উপর প্রধানমন্ত্রীর ছবি সম্মলিত শেখ আনিসুর রহমানের নৌকা মার্কার পোষ্টার দেখে বিজয় টিভি’র খুলনা প্রতিনিধি মোঃ নাঈমুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস, মোঃ শাহিনসহ অজ্ঞাতনামা ৩/৪ জন প্রধানমন্ত্রীর ছবিকে উদ্দেশ্য  করে কটুক্তি করে ও বাংলাদেশ আওয়ামীলীগ সম্পর্কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ব্যর্থ রাষ্ট্র, সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন ঘটাবে বলে উচ্চস্বরে হুংকার দেয়। এসময় স্থানীয় জনগণ প্রতিবাদ করলে আসামীরা তাদের উপর চড়াও হয়ে আক্রমন করে এবং  ব্যবসায়ী মোঃ কোরবান আলী নিকট থাকা ৬হাজার ৫শত ২০ টাকা ও ১টা হাতঘড়ি ছিনিয়ে নেয়। একপর্যায়ে জনগণ নাঈমুর রহমানকে ধরে ফেলে এবং তার সাথে থাকা বাকিরা পালিয়ে যায়। পরবর্তীতে নাঈমুর রহমানকে পুলিশে খবর দিয়ে তাদের হাতে হস্তান্তর করে । এঘটনায় মোঃ জাহাঙ্গীর কবির খান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে খানজাহান আলী থানায় বিশেষ ক্ষমতাইনে একটি মামলা করে। যার নং- ০৯, তারিখ- ২৯/০৩/২১ । এব্যপারে খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী নাঈমুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং  অন্য আসামীদেরকে আটকের ব্যপারে অভিযান অব্যাহত রয়েছে। আসামীরা হলো আটক মো্যঃ নাঈমুর রহমান , আবু সাইদ হাওলাদার  আব্বাস ও মোঃ শাহিনসহ অজ্ঞাত ৩/৪ জন।

শ্রমিকদল নেতা আইয়ুব আলীর ইন্তেকালে মহানগর বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি

২৯নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আইয়ুব আলী শরীফ (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। মঙ্গলবার (৩০মার্চ) সকাল পৌনে ৮টায় নগরীর ট্যাংক রোডস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। বাদ জোহর ট্যাংক রোড জামে মসজিদে জানাযা শেষে তাকে টুটপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

খুলনা মহানগর বিএনপির উদ্বেগ ও নিন্দা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ এক বিবৃতিতে খুলনা পুলিশের মারমুখি আচারনে গভীর উদ্বেগ ও নিন্দা জ্ঞাপন করেছেন। নেতৃবৃন্দ বলেন কেন্দ্র ঘোষিত কর্মসুচি পালন করার সময় হঠাৎ করে খুলনা থানার ওসির নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের মারপিট, রক্তাক্ত জখম করেছেন। পুলিশের হামলায় ছাত্রদলের নেতা নাইমের ডানহাত ভেংগে গেছে এবং ছাত্রদল নেতা রায়হান মারাত্মক রক্তাক্ত জখম হয়েছেন। এছাড়া অনেকেই আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। গনতান্ত্রিক দেশে সাংবিধানিক অধিকারে পুলিশের বাধা কোনভাবেই কাম্য নয়। বিবৃতিদাতার হলেন, সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, কে এম হুমায়ুন কবির, জামাল হোসেন তালুকদার, এহতেশামুল হক শাওন, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আজিজা খানম এলিজা, আব্দুল আজিজ সুমন, হেলাল আহমেদ সুমন, নেহিবুল হাসান নেহিম, ইশতিয়াক হোসেন ইস্তি, তাজিম বিশ্বাস, শামসুন নাহার লিপি, মেহেদী মাসুদ সেন্টু, জাকির ইকবাল বাপ্পী, আসাদুজ্জামান আসাদ, মনিরুজ্জামান মনি, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, তারিকুল ইসলাম তারেক, সোলায়মান মোল্লা, হারুন অর রশিদ মাসুম, মাহমুদ হাসান বিপ্লব, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, জসীমউদ্দিন ডেভিড, জুবের আলম তুয়াজ, সোহেল রানা, মিজানুর রহমান বাবু, মুজাহিদুল ইসলাম টনি, সিরাজুল ইসলাম সানি, কে এম হেলাল হোসেন প্রমুখ।

আত্মহত্যার আগে ডায়েরিতে যা লিখেছিলেন এসআই হাসান

কেশবপুর (যশোর) প্রতিনিধি

পাবনার আতাইকুলা থানার ছাদ থেকে এসআই হাসান আলীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি হাসান আলী আত্মহত্যা করেছেন। চাকরিতে যোগদানের দেড় মাস পর গত ২১ মার্চ থানা ভবনের ছাদে উঠে নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন হাসান।

মৃত্যুর আগে তিনি ডায়েরিতে তার অব্যক্ত বেদনার অনেক কথা লিখে গেছেন। মৃত্যুর আগে তিনি শেষবার তার ডায়েরিতে লিখেছেন, ‘আমি কখনো ভালো অফিসার হব না। আমি বাঁকা অফিসার। আমি ঘবমধঃরাব, বেয়াদব, মুখে মুখে তর্ক করি। ঝঢ়বপরধষ ঢ়ড়বিৎ নিয়ে ভর্তি হয়েছি। আমি ড়াবৎ ংসধৎঃ’ ওই রাতে প্রয়াত হাসান আলী তার বাবা, মা চাচার সঙ্গে কথা বলেন। তার বোন কেশবপুর কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী মুক্তা জানান, তার ভাই মোটরসাইকেলটি বিক্রি করে তার বাবা চাচাদের দেনা পরিশোধ করতে বলেন। আর ল্যাপটপটি তাকে দিতে বলেন। এই ছিল প্রয়াত হাসান আলীর পরিবারের সঙ্গে শেষ কথা। আর যুগান্তর প্রতিনিধির কাছে রক্ষিত ডায়রির ১০ পাতা হাসান আলীর হাতে লেখা বলে শনাক্ত করেন তার বোন মুক্তা। মুক্তা জানান, ২২ মার্চ যশোর পুলিশ সুপারের কার্যালয়ে তাদের পরিবারকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়াত হাসান আলীর হাতে লেখা ডায়েরির কিছু পাতা দেখানো হয়। হাসান আলীর জীবনের কিছু কিছু খ-িত অংশ লেখা ডায়রির ১০টি পাতায় আরও লেখা আছে, তার পরিবার খুবই অসচ্ছল। বাড়িতে লেখাপড়া করার মতো পরিবেশ কখনই ছিল না।তিনি তার পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয় পড়ুয়া। তিনি তার পরিবারকে আর্থিক সামর্থ্য অনুযায়ী সহায়তা করতেন।

ডায়েরির কয়েকটি স্থানে এসআই হাসান বারবার লিখেছেন, ‘আমি আর পারছি না সহ্য করতে। শুধু মনে হচ্ছে মুক্তি চাই এই পৃথিবী থেকে। তবে এটাই আমার শেষ চাওয়া আমি কারো ভিক্ষা নিয়ে জীবন ধারণ করতে চাই না। পৃথিবী থেকে মুক্তি চাই।’

অভাবের সংসার, লেখাপড়ার পরিবেশ না থাকা, টিউশনি করে জীবিকা নির্বাহ, জামা কাপড়ের অভাব, যোগ্যতা বলে এসআই পদে চাকরি সব মিলিয়ে এক দুর্বিষহ জীবন ছিল হাসান আলীর।

প্রয়াত এসআই হাসান আলীর আত্মহত্যার কারণ তদন্তে পাবনা পুলিশ সুপারের তদন্ত দলের প্রধান মো. মাসুদ আলম বলেন, তদন্তের কাজ চলছে। ইতোমধ্যে প্রয়াত হাসান আলীর পরিবারদের সাক্ষ্য নেওয়া হয়েছে।

কুয়েটের নিয়োগ পরীক্ষা স্থগিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তিনটি পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাতে কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ৩১ মার্চ এবং ৪ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘ল্যাব অ্যাটেনডেন্ট’ পদের লিখিত ও মৌখিক পরীক্ষা, ১ এপ্রিল ও ৫ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘অফিস অ্যাসিস্টেন্ট কাম ডাটা প্রসেসর’ পদের লিখিত ও মৌখিক পরীক্ষা এবং ৫ এপ্রিল ও ৬ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘অফিস সহায়ক’ পদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এসব পদে নিয়োগ পরীক্ষার পরবর্তী তারিখ যথা সময়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মনোজ কুমার মজুমদার।

যশোরে সংবাদকর্মী জিয়াউল হকের বাড়িতে চুরি: আটক ১

যশোর অফিস

ইনডিপেনডেন্ট টেলিভিশনের যশোর প্রতিনিধি এএইচএম জিয়াউল হকের শহরের ঘোপ নওয়াপাড়া রোড ভাড়া বাসার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ ৪৬ হাজার টাকা ৬ভরি ৬ আনা স্বর্ণালংকর প্রায় সাড়ে ৪লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় রোববার ২৮ মার্চ রাতে কোতয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা চোর বা চোরের বিরুদ্ধে মামলা করলেও পুলিশ তিন দিন অতিবাহিত হলেও চুরিকৃত মালামাল  উদ্ধার করতে না পারলেও চুরির সাথে জড়িত থাকার সন্দেহে জুলহাস নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ মৃত কালু মিয়ার ছেলে।

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ বাসা নং সি/২০১, রেজাউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গনীর ছেলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের যশোর প্রতিনিধি এএইচএম জিয়াউল হক বাদি হয়ে কোতয়ালি মডেল থানায়  রোববার ২৮ মার্চ রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি বলেছেন, গত ২৪ মার্চ জিয়াউল হকের স্ত্রী বেড়ানোর উদ্দেশ্যে তার পিত্রালয়ে যায়। পরের দিন ২৫ মার্চ নিয়মমাফিক জিয়াউল হক অফিসে চলে আসে। ২৫ মার্চ  রাত সাড়ে ৮ টায় জিয়া সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত তার নোট প্যাডটি আনতে পুনরায় ভাড়া বাসায় যান। সেখানে ২/৩ মিনি অবস্থান করে পুনরায় বাসা থেকে বের হয়ে অফিসে চলে আসে। কর্মস্থল থেকে কাজ সেরে রাত পৌনে ১২ টায় বাসায় যেয়ে গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকে দেখে রুমের ভিতরে থাকা ওয়াড্রব ও দেয়াল শোকেচের ভিতর থাকা সকাল কাপড় চোপড়সহ অন্যান্য সামগ্রী ঘরের মেঝেতে ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। খোঁজ খরব নিয়ে দেখেন বাসার বারান্দার এক অংশের গ্রিল কেটে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাসার ভিতর প্রবেশ করে নগদ ৪৬ হাজার টাকা ২ভরি ওজনের মায়ের স্মৃতি এক জোড়া সোনার বালা, ১ভরি ওজনের দুই জোড়া কানের দুল,১ভরি ওজনের সোনার চেইন,১ভরি ২ আনা ওজনের এক জোড়া সোনার আংটি ও স্ত্রীর ১ভরি ৪ আনা ওজনের স্বর্ণের চেইনসহ ৬ভরি ৬  আনা ওজনের স্বর্ণালংকর ও নগদ টাকাসহ ৪ লাখ ৩৩ হাজার ৪শ’ ৬ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা করার পর থানার এসআই আবুল হাসান ঘোপ নওয়াপাড়া রোডের ভাসমান বাসিন্দা জুলহাস  নামে এক যুবককে গ্রেফতার করেছে ২৯ মার্চ রাত সোয়া ১ টায় তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানোর কথা জানিয়েছেন তিনি।

যশোরে শিক্ষার্থীকে অস্ত্রের মুখে অপহরণ মোবাইল ও টাকা ছিনতাই: আটক ২

যশোর অফিস

প্রকাশ্যে যশোর শহরের জজকোর্টের সামনে বাদশা ফয়সাল ইসলামী ইন্সটিটিউটশনের দশম শ্রেনীর শিক্ষার্থী মীর মুরসালিন হোসেন নিরব ওরফে বাবুকে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ অস্ত্র ঠেকিয়ে ইজিবাইকে তুলে অপহরণ করে মোবাইল ও  নগদ টাকা ছিনতাই করেছে। পরে একটি ঘরে আটকে রেখে মোবাইল ফোনের মাধ্যমে মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে মারপিটের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত শহরের বেজপাড়া আনছার ক্যাম্পের পিছনে মজিবরের ছেলে মানিক ও একই এলাকার আব্দুল্লাহর ছেলে অভিকে গ্রেফতার করেছে। তাদেরকে আদালতে সোপর্দ করেছে।

যশোর শহরের শংকরপুর বাস টার্মিনালের উত্তর পাশের মীর আকরাম হোসেনের ছেলে মীর মঈন হোসেন মুসা বাদি হয়ে রোববার রাতে কোতয়ালি মডেল থানায় ৩ জনের নামসহ অজ্ঞাতনামা আরো ২জন উল্লেখ করে মামলা করেন। মামলায় আসামীরা হচ্ছে, শহরের বেজপাড়া আনছার ক্যাম্পের পিছনে মজিবরের ছেলে মানিক,রহিমের ছেলে হাসান ও অভিসহ অজ্ঞাতনামা ২জন।

মামলায় মুসা বলেছেন,তার আপন ভাতিজা মীর মুরসালিন হোসেন নিরম ওরফে বাবু যশোর শহরের বাদশা ফয়সাল ইসলামী ইন্সটিটিউটশনের দশম শ্রেনীতে লেখাপড়া করে। গত ২৩ মার্চ সকালে বাবু প্রয়োজনীয় কাজে তার স্কুলে আসে। কাজ শেষে স্কুল হতে বের হয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ওই দিন দুপুর সাড়ে ১২ টায় স্কুলের সামনে পাকা রাস্তার পাশে রিক্সার জন্য অবস্থান করছিল। হঠাৎ উল্লেখিত আসামীসহ তাদের অজ্ঞাতনামা ২জন আসামী ভাতিজার পেটে ধারালো চাকু ঠেকিয়ে বলে চিৎকার দিলে খুন করে ফেলবে বলে জোর পূর্বক একটি ইজিবাইকে তুলে অপহরন করে। পরে ইজিবাইকের মধ্যে চাকু ঠেকিয়ে বাবুর কাছে থাকা ১১ হাজার টাকা মূল্যের স্যামসং মোবাইল ও নগদ ৫শ’ ৪০ টাকা কেড়ে নেয়। ইজিবাইকটি শহরের বেজপাড়া আনছার ক্যাম্পের পিছনে পরিত্যক্ত একটি ঘরে বাবুকে আটক করে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে ভাতিজার ব্যবহৃত মোবাইল  নাম্বার থেকে তার মা শাপলা খাতুনের ব্যবহৃত মোবাইল ফোনে ফোন দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না পেলে বাবুকে খুন করার হুমকী দেয়। বিষয়টি শাপলা  খাতুন মীর মঈন হোসেন মুসাসহ আশপাশের অন্যান্যদের জানালে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিতে শুরু করলে আসামীরা বাবুকে মারপিট করে উক্ত বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বাবু ওই এলাকায় তার বন্ধু রুদ্রর বাড়িতে যেয়ে ঘটনার বিষয় জানালে রুদ্রসহ তার পরিবার আহত অবস্থায় বাবুকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বাবুর মা ও চাচাকে খবর দেয়। পুলিশ ঘটনার সাথে জড়িত মানিক ও অভিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

যশোরে বিদেশী শর্টগানসহ যুবক গ্রেফতার

যশোর অফিস

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল সোমবার ২৯ মার্চ গভীর রাতে যশোরের অভয়নগর উপজেলার বু্ইঁকারা ড্রাইভারপাড়া এলাকার এক বাড়ির গেটের সামনে অভিযান চালিয়ে একটি বিদেশী শর্টগানসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে,ওই গ্রামের মহিদুল ইসলাম তূর্য। সে মৃত নুর ইসলাম খাঁর ছেলে। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের লেঃ এম সরোয়ার হুসাইন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সোমবার ২৯ মার্চ রাত সোয়া ৩ টায় র‌্যাবের চৌকসদল মহিদুল ইসলার বাড়ির গেটের সামনে অবিযান চালিয়ে একটি বিদেশী শর্টগান উদ্ধার করে। পরে তাকে অভয়নগর  থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা করেন। মহিদুল ইসলাম তূর্য্যকে অভয়নগর থানা পুলিশ আদালতে সোপর্দ করেছেন।

ফটোসাংবাদিক মানিকের পিতার মৃত্যুতে শোক

প্রেস বিজ্ঞপ্তি

প্রেসক্লাব যশোরের সদস্য এম এ মানিকের বাবা আমিন উল্লাহ (৮৫) ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহি… রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর।

এছাড়াও মানিকের পিতার মৃত্যুতে শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দৈনিক প্রজন্মের ভাবনার প্রকাশক সম্পাদক মোহিত কুমার নাথ, নির্বাহী সম্পাদক পার্থ প্রতীম দেবনাথ রতি, বার্তা সম্পাদক শিশির সরকার বিপুলস প্রজন্মের ভাবনা পরিবারের সাদস্যরা।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সহসভাপতি, দৈনিক গ্রামের কাগজের ফটো সাংবাদিক এম এ মানিকের পিতা আমিন উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে সংগঠনের সভাপতি এম আইউব, সহসভাপতি কাজী রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক মীর কামরুজ্জামান মনি, কোষাধ্যক্ষ এম এ আর মশিউর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও কার্যনির্বাহী কমিটির সদস্য হানিফ ডাকুয়া মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ফটোসাংবাদিক এম এ মানিকের পিতা আমিন  উল্লাহ’র মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা সভাপতি মনিরুজ্জামান মুনির ও সাধারণ সম্পাদক নুর-ইমাম বাবুল এক বিবৃতিতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

যশোর পৌরসভা  সাধারণ নির্বাচন উপলক্ষে পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

যশোর অফিস

যশোর পৗরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে যশোর পুলিশ লাইন মাঠে পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়। নির্বাচনী ব্রিফিং এ সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ  সালাউদ্দিন শিকদার।

এসময় তিনি পৌরসভা সাধারণ নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ  ভোট গ্রহণ নিশ্চিত করতে জেলা পুলিশ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোট কেন্দ্রে কোন প্রকার ঝামেলা হতে দেওয়া যাবে না। নির্বাচনী দায়িত্ব পালনে কোন গাফিলতি পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দায়িত্ব পালনের সময় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করা হয়।

ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, গোলাম রব্বানী শেখ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পাকিস্তানি মদদপুষ্টদের অর্থায়নে হেফাজতের তান্ডব :  লেখক ভট্টাচার্য্য

যশোর অফিস

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য বলেছেন, বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে হেফাজত তান্ডব চালিয়েছে। পাকিস্তানি মদদপুষ্টদের সরাসরি অর্থায়নে তারা এ কার্যক্রম চালাচ্ছে। সারাদেশে যেখানেই তারা অরাজকতা চালাবে সেখানেই ছাত্রলীগ তাদের প্রতিহত করবে। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ে নির্দেশনা দেয়া আছে বলে উল্লেখ করেন তিনি।

সোমবার (২৯ মার্চ) সকালে নিজ জেলা যশোর সফরকালে তিনি এ কথা বলেন।

সকাল ১১টার দিকে তিনি যশোর এসে পৌছান। এর আগে শত শত ছাত্রলীগ নেতাকর্মী ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানাতে শহরের দড়াটানা বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে অবস্থান নেন। এসময় তারা ছাত্রলীগ সেক্রেটারিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে পৌন ১২টার দিকে তিনি ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর লেখক ভট্টাচার্য্য জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়েও শ্রদ্ধাঞ্জলি জানান।

লেখক ভট্টাচার্য্য আরো বলেন, আমরা ছাত্র ও তরুণ সমাজ আসলেই খুব হতাশ। জাতির পিতার নেতৃত্বে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম; সেই স্বাধীনতার আমরা ৫০ বছর উদযাপন করছি। কিন্তু সেই সময় আমরা দেখতে পাচ্ছি ৭১’র স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশকে খারাপভাবে বর্হিবিশ্বের কাছে উপস্থাপনের চেষ্টা করছে। তারা ৭৫’এ জাতির জনককে হত্যা করে বিশ্বের বুকে আমাদেরকে বিশ্বাসঘাতকের লেবাস লাগিয়ে দিয়েছিলো। ঠিক সেইভাবে আজকে যখন সারা বিশ্ব থেকে সরকার প্রধানরা বাংলাদেশে আসছে, ১০দিন ব্যাপী সুবর্ণজয়ন্তির উৎসবকে ভন্ডুল করতে ও বিশ্বের দরবারে বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করতে হেফাজতিরা উঠেপড়ে লেগেছে।

এসময় তিনি আরো বলেন, একটি অগোছালো অবস্থায় ছাত্রলীগের দায়িত্ব নিয়েছিলাম। এরপর করোনার কারণে সবকিছু থমকে যায়। কিন্তু ছাত্রলীগ বসে থাকেনি, মানবিক ও সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে সাধারণ জনগনকে সেবা দিয়ে যাচ্ছে। যশোরে দুই বছর ধরে কমিটি নেই। তারপরও কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এটা স্পষ্ট ছাত্রলীগ নেতা হওয়ার জন্য নয় সাধারণ মানুষ ও ছাত্রদের সেবার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে লেখক ভট্টাচার্য্য যশোর পৌর নির্বাচনের মেয়র প্রার্থী হায়দার গণি খান পলাশের পক্ষে লিফলেট বিতরণ করেন। এরপর তিনি নিজ গ্রাম মণিরামপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান।

আজ যশোর পৌরসভা নির্বাচন

যশোর অফিস

আজ যশোর পৌরসভার নির্বাচন। প্রথমবারের মতো এ পৌরসভায় ব্যালটের বদলে ভোট হবে ইভিএমে। ভোট কেমন হবে, কে জিতবে তা নিয়ে ভোটারদের মধ্যে চলছে বিস্তর জল্পনা-কল্পনা। সরগরম চায়ের আড্ডা কিংবা রাস্তার মোড়ে মোড়ে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১২ থেকে থেকে ৫৫টি ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটারা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

জানা গেছে, এবার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মারুফুল ইসলাম (যদিও সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন ঘোষণা দিয়েছেন) ও হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলী সরদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত থাকছে। ভোটারদের স্বাস্থ্যসুরক্ষার সব ধরনের ব্যবস্থা রেখে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যশোর পৌর সভায় ১ লক্ষ ৪৬ হাজার ৫শ’ ৯৪ জন ভোটার এই দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ৫৫টি কেন্দ্র ৭৯টি বুথ প্রস্তুত করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ২৩৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন বজায়ের লক্ষে ১২ শ’ মতো আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এছাড়া ২২ জন ম্যাজিস্ট্রেট ও ১ জন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া তিন প্লাটুন বিজিবি এবং র‌্যাবের তিনটি টিম টহলে থাকবে। ৫৫টি কেন্দ্রের মধ্যে ৩৩টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা যদি বিরুপ মনে হয়; তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আরো বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তারা।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবির বলেন, যশোর পৌরসভার নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পৌঁচ্ছে গেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম। যশোর পৌরসভার ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এই লক্ষ্যে ৪৭৯টি ইভিএম-সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া যান্ত্রিক ত্রুটির বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি কেন্দ্রের জন্য অতিরিক্ত আরো ৫০ শতাংশ ইভিএম সরবরাহ করা হয়েছে।

শেখ লুৎফর রহমান একজন দেশপ্রেমিক জনদরদী ত্যাগী আর্দশিক পিতা ছিলেন: আব্দুল খালেক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, শেখ লুৎফর রহমান একজন দেশপ্রেমিক জনদরদী ত্যাগী আর্দশিক পিতা ছিলেন। তাঁর ত্যাগ আর দেশপ্রেমের কারনেই শেখ মুজিব খোকা থেকে জাতির পিতা হয়েছেন। তিনি বঙ্গবন্ধুকে মানুষের জন্য রাজনীতি করতে ছোট বেলা থেকেই উৎসাহ দিতেন। পিতা মাতার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু অসহায় মানুষের জন্য রাজনীতি করতে শুরু করেন। তিনি আরো বলেন, পিতা মাতার অনুপ্রেরণা ও আদর্শই সন্তানকে বিশ্ব বিখ্যাত করতে পারে বঙ্গবন্ধু তার উজ্জল দৃষ্টান্ত। তিনি দলের নেতাকর্মীসহ সকল অভিভাবকের প্রতি আহবান জানিয়ে বলেন, শেখ লুৎফর রহমানের মত আদর্শিক পিতা হয়ে সন্তানদের মানুষ করতে হবে। যারা দেশ ও জাতির জন্য নিজেকে উৎসর্গ করে পিতা মাতার সম্মানকে উজ্জল করবে। আসুন ভবিষ্যৎ প্রজন্ম গড়তে শেখ লুৎফর রহমানের মত গর্বিত পিতা হতে কাজ করি।

গতকাল মঙ্গলবার বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গর্বিত পিতা শেখ লুৎফর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামীম, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, এমরানুল হক বাবু, আযম খান, ওয়াহিদুল ইসলাম পলাশ, শেখ আব্দুল কাদের, এস এম হাফিজুর রহমান, কাজী কামাল হোসেন, আব্দুল কাদের শেখ, আব্দুল মালেক, ইয়াছির আরাফাত, কবীর পাঠান, অভিজিৎ চক্রবর্তী দেবু, তাজুল ইসলাম, মেহেদী হাসান, জহির আব্বাস, জব্বার আলী হীরা, সোহান হোসেন শাওন, ইখতিয়ার উদ্দিন মোল্লা, মাহমুদুর রহমান রাজেস, নিশাদ ফেরদৌস অনি, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।

স্মরণ সভা শেষে শেখ লুৎফর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

লাবু’র বাবার মৃত্যুতে আ’লীগ, মন্ত্রী, মেয়র, এমপি ও বিসিবির শোক

খবর বিজ্ঞপ্তি

২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবুর বাবা মো. শহিদুল্লাহ (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ………… রাজেউন)। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২ মেয়ে নাতিনাতনি রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বাদ আসর মুসলমানপাড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে নিরালা কবরস্থানে দাফন করা হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, এ্যাড. রজব আলী সরদার, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, হাফেজ মো. শামীম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মো. সফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. আযম খান, আলমগীর সরদার, মো. হায়দার আলী, মো. দুলাল হোসেন, মো. ইব্রাহিম, মো. ইমরান হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবুর বাবা মো. শহিদুল্লাহ-এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

॥ শেখ হেলাল উদ্দিন এমপি ॥

২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবুর বাবা মো. শহিদুল্লাহ-এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

॥ সেখ সালাহ্ উদ্দিন জুয়েল এমপি ॥

২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবুর বাবা মো. শহিদুল্লাহ-এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল।

॥ শেখ সোহেল ॥

২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবুর বাবা মো. শহিদুল্লাহ-এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় প্রেসিডিয়াম মেম্বর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল।

বুলু বিশ্বাসের দেহে অস্ত্রপচার শয্যা পাশে বাবুল রানা: নেতৃবৃন্দের সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস অসুস্থ হয়ে গতকাল মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে জরুরী অস্ত্রপচার করান। তিনি দলের নেতাকর্মী সহ সকল শুভানুধ্যায়ীর কাছে দোয়া কামনা করেছেন। এদিকে তার জরুরী অস্ত্রপচারের সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসকে দেখতে তার বাড়িতে যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি তার সুস্থতা কামনা করেন। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।

এদিকে সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

২১নং ওয়ার্ড আ’লীগের দোয়া অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

২১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবুল শেখের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেছে ওয়ার্ড আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, এস এম আকিল উদ্দিন। সভা পরিচালনা করেন, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমরানুল হক বাবু। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. শফিকুর রহমান, সত্যপ্রিয় সোম বলাই, আব্দুর রহমান, জিয়াউর রহমান, শেখ আব্দুল কাদের, আব্দুস সোবহান লস্কর সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফুলতলায় নারকেল গাছের মাথায় উঠে গাছির আকস্মিক মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

নারকেল পাড়তে গিয়ে গাছের মাথায় উঠার পর হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মোঃ মকবুল হোসেন (৬০) নামে এক গাছির আকস্মিক মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে ফুলতলার যুগ্নিপাশা গ্রামে। তিনি ঐ গ্রামের মৃত বারেক মোল্যার পুত্র। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মোঃ মকবুল হোসেন পেশায় একজন গাছি (নারকেল পাড়নি)। অন্যান্য দিনের মতোই জীবিকার সন্ধানে গতকাল সকালে বাড়ি থেকে দা ও দড়ি নিয়ে বের হন। দুপুর আনুমানিক ১২টার দিকে যুগ্নিপাশা গ্রামের সরকারি প্রাইমারী স্কুলের পাশে একটি গাছে নারকেল পাড়তে উঠেন। গাছের মাথায় উঠার পর হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সেখানেই তার মৃত্যু ঘটে। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসি থানা পুলিশকে খবর দেয়। পরে  নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মই দিয়ে লাশ নামিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। পবিত্র শবে বরাতের রাতে ইউনিয়নের অধিকাংশ মসজিদে যেয়ে সকল মুছাল্লীদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। রাত ২ টা পর্যন্ত খলশী, সাজিয়াড়া, আরাজি ডুমুরিয়া, দক্ষিণ ডুমুরিয়া, আরাজি সাজিয়াড়া, গোলনা গ্রামের বেশকিছু মসজিদে যান এবং নফল নামাজ আদায় করেন। গতকাল সকালে চর ডুমুরিয়ার সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। দুপুরে মির্জাপুর গ্রামে বিধান বাছাড়ের বাড়িতে বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে আগতদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। সন্ধ্যায় হাজিডাঙ্গায় মতুয়া মহা সম্মেলনে অংশ নেন এবং আগতদের সাথে কুশল বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন নওশের সরদার, আজমত শেখ, কালাম ঢালী, রিজাউল শেখ,  আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল,ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।

ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয় চত্বরে সকাল থেকে জড়ো হয় দলটির নেতাকর্মীরা। পরে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে না পারলেও সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম মনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান , মুন্সি কামাল আযাদ পান্নু, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলমগীর হোসেন, সদর পৌর সদস্য সচিব মাহবুবুর রহমান শেখর, যুগ্ম-আহবায়ক লাকি আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে সঞ্চলনা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও পৌর বিএনপি’র আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাস।

বক্তারা, স্বাধীনতার সুবর্ন জয়ন্তীর দিনে হেফাজতের কর্মীদের হত্যা করা হয়েছে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে জড়িত দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।

হেফাজতসহ দুর্বৃত্তদের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাসে স্বাধীনতা বিরোধি অপশক্তি, হেফাজতসহ দুর্বৃত্তদের সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে নেতাকর্মীরা হেফাজতের নাশকতামুলক কর্মকান্ড বিরোধী নানা শ্লোগান দিতে থাকে।

যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মিছিলটি বেলেডাংগা বাজার থেকে বের হয়ে বয়েড়াতলা বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা তিতু শিকদার, গিয়াস উদ্দিন, দলিল উদ্দিন, কালীচরণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী আব্দুর সাত্তার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন বিশ্বাস, ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, পিন্টু শিকদার, উজ্জল হোসেন, জাহিদ হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ আহম্মেদ বকুল, রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক সংগ্রাম হোসেন, প্রচার সম্পাদক তাহাজ্জিবুল মনির, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হারুন মিয়াসহ নেতৃবৃন্দ। বক্তারা হেফাজতসহ দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে সকলের প্রতি আহবান জানান।

সাংবাদিক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

ফকিরহাট প্রতিনিধি

বিভিন্ন উপসর্গ নিয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি একাত্তর টিভির বাগেরহাট স্টাফ রির্পোটার বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর চিকিৎসায় নতুন করে বৃহৎ পরিসরে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বি এস এম এম ইউর বিভিন্ন বিভাগের প্রধানরা ওই বোর্ডে উপস্থিত থাকবেন। বিভিন্ন টেস্টের রিপোর্ট বুধবার বোর্ডে উপাস্থাপন করা হবে। বি এস এম এম ইউ এর মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সোহেল মাহমুদ আরাফাত ওই বোর্ডের প্রধান। বি এস এম এম সুত্র এই তথ্য জানিয়েছে। বিষ্ণু প্রসাদের চিকিৎসায় এর আগে ২২ মার্চ বিভিন্ন বিভাগের ৯জন প্রধানকে নিয়ে বি এস এম এম ইউতে মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষা করছেন। তবে চিকিৎসকরা এখনো নিশ্চিত ভাবে বিষ্ণু প্রসাদের রোগ নির্ণয় করতে পারেনি। বিষ্ণু প্রসাদ করোনার টিকা গ্রহণ করার পর থেকে প্রায় দুই মাস ধরে বিভিন্ন উপসর্গের সাথে লড়াই করে বেঁচে আছেন। ৭ ফেব্রুয়ারী বাগেরহাট সদর হাসপাতালে করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার পর থেকে প্রায় দুই মাস ধরে তিনি অসুস্থ রয়েছেন। বাগেরহাট এবং খুলনার চিকিৎসকরা দফায় দয়ায় বিভিন্ন টেস্ট করেও তার রোগ নির্ণয় করতে পারেনি। অবস্থার আরো অবনতি হলে ১৬ মার্চ তাকে বাগেরহাট থেকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় বি সি এম এম ইউতে ভর্তি করা। সেখানে মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সোহেল মাহমুদ আরাফাতের অধিনে এই সাংবাদিকের চিকিৎসা চলছে। তার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে ফকিরহাটের বিভিন্ন সাংবাদিকবৃন্দ বিবৃতি প্রদান করেন।

বটিয়াঘাটায় গুপ্তমারী শ্রী শ্রী গুরুচাঁদ স্মৃতি ট্রাস্টের আয়োজনে ঠাকুরের ১৭৫ তম আবির্ভাব দিবস পালিত

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটার গুপ্তমারী শ্রী শ্রী গুরুচাঁদ স্মৃতি ট্রাস্টের আয়োজনে গুরুচাঁদ ঠাকুরের ১৭৫ তম আবির্ভাব দিবস গত রবিবার নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, ধর্মীয়ং শোভাযাত্রা, আলোচনা সভা, নাম সংকীর্ত্তন ও নর নারায়ন সেবা। বেলা ১১ টায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন সাবেক সচিব ও শ্রী শ্রী গুরুচাঁদ ট্রাস্টের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ড. প্রশান্ত কুমার রায়। বেলা ২ টায় প্রায় সহ¯্রাধিক মতুয়াভক্ত অংশগ্রহণে এক ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা গুপ্তমারী শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির থেকে শুরু হয়ে বটিয়াঘাটা ব্রিজ পার হয়ে নাহাড়িতলা নতুন বাস স্ট্যান্ড ও বাজার প্রদক্ষীণ করে মন্দিরে শোভাযাত্রা শেষ হয়। বেলা ৫ টায় এক ধর্মীয় আলোচনা সভা উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রান কৃষ্ণ বৈরাগীর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, খুলনা বিভাগীয় মৎস্য কর্মকর্তা ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব সরোজ কুমার মিস্ত্রী, রূপালী ব্যাংক বটিয়াঘাটা শাখার ম্যানেজার পরেশ কুমার, ট্রাস্টের অন্যতম উপদেষ্টা শ্রীমত অনিল কুমার টিকাদার, উপদেষ্টা রতন মিত্র, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, রাজ কুমার রায়, গোবিন্দ মল্লিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক ইমরান হোসেন, আ’লীগ নেতা নারায়ন চন্দ্র রায়, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ বিকর্ণ গাইন, ট্রাস্টি নেতা অনুপম টিকাদার, বিউটি পাল, শিক্ষক সৌমিত্র রায়, গৌতম রায়, আশিষ রায়, পরিতোষ রায়, পরাগ রায়, রতিন রায় প্রমুখ।

কয়রায় করোনা প্রতিরোধে খুলনা জেলা পুলিশ সুপারের সচেতনতামুলক র‌্যালী

কয়রা প্রতিনিধি

খুলনা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক কার্যক্রমের অংশ হিসাবে কয়রা সদরে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩০ মার্চ)সকাল ১১ টায় র‌্যালী শেষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হয়। পরে তিন রাস্তার মোড়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য খুলনার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, সম্প্রতি আবারও করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধি পেয়েছে। এ থেকে পরিত্রান পেতে সকলকে সচেতন থাকতে হবে। কোন মানুষ মাস্ক ছাড়া ঘরের বাইরে প্রবেশ করতে পারবে না। তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহন করেছে। সকলকে সেই নিয়ম মেনে চলতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, কয়রা থানার অফিসার ইনচাার্জ মোঃ রবিউল হোসেন, খুলনা জেলা ডিবির পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র রায়, কয়রা থানার ওসি (তদন্ত) এস এম শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম প্রমুখ। এর আগে খুলনা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান কয়রা থানায় পৌছালে অফিসার ইনচার্জের নেতৃত্বে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  এ সময়  জেলা পুলিশ সুপার পুলিশ সদস্যদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন।

মহেশপুরে লক্ষ্যমাত্রা  ছাড়িয়েছে বোর আবাদ

শামীম খান জনী মহেশপুর

যেদিকে দু-চোখ যায় শুধু সবুজের সমারাহ,হালকা বাতাসেই দুলছে ধানের সবুজ পাতাগুলি। কিছু জমিতে ধানের শীষ বেড় হতে শুরু করেছে। কয়েক  সপ্তাহের মধ্যে তা পুষ্ট হয়ে সোনালী রং ধারণ করবে। ফুটবে কৃষকের মুখে হাসি।

মহেশপুর উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়,মাঠের পর মাঠ জুড়ে সবুজ ধানের ক্ষেত। সবুজ ধানে স্বপ্ন বুনতে শুরু করেছে চাষিরা। গত বছরের তুলনায় এ বছর বোর ধানের আবাদ বেশি হয়েছে বলে জানিয়েছে কৃষকেরা । ধানের দাম বেশি ও গো খাদ্য (বিচালির) দাম বেশি হওয়াতে ধান চাষ করেছে অনেকে বলেও জানান তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী, এ বছর বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা  নির্ধারণ করা হয়েছিল ১৬ হাজার ১১৩ হেক্টর, আবাদ হয়েছে  ১৮ হাজার ৫৭০ হেক্টর জমিতে। এর ফলে, গত বছরের তুলনায় এ বছর লক্ষ্যমাত্রার ছাড়িয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ  হয়েছে । আবহাওয়া অনুকুলে থাকলে ও বড় ধরণের কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে ধানের উৎপাদনও অনেক ভাল হবে।

পৌর এলাকার পাতিবিলা গ্রামের কৃষক হজো মোল্লা জানান,প্রতি বছর ৭থেকে ৮ বিঘা জমিতে ধানের আবাদ করে। কিন্তু ধানের দাম ভালো না  পাওয়ায় আমন চাষে ৪ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। আমন চাষে ধানের ও গো খাদ্য(বিচালির)দাম বেশি হওয়ায় এ বছর ৭ বিঘা জমিতে বোর চাষ করেছে। আরেক কৃষক নাসির উদ্দিন জানান, আমন ধানের বিচালির যে দাম দিয়ে কিনতে হয়েছে। তাতে করে গরু পালনে হিমসিম খেতে হয়েছে। সে কারনে তিনি এবার ২ বিঘা জমিতে বোর আবাদ করেছে। মহেশপুর উপজেলা কৃর্ষি কর্মকর্তা হাসান আলী জানান, এ বছর বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে। আমন ধানের বাজার মূেল্য বেশি ও গো খাদ্য(বিচালির) দাম বেশি হওয়ায় কৃষকরা বোর চাষে বেশি ঝুকেছে বলে জানান ।  তিনি আরও বলেন আশা করা যায় বড় ধরণের কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে ধানের উৎপাদনও অনেক ভাল হবে।

আশাশুনিতে গ্রাম আদালত অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে গ্রাম আদালত অগ্রগতি বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নামজুল হুসেইন খাঁন। ইউএনডিপির ডিএফ এস এম রাজু জবেদের সঞ্চালনায় সভায় উপজেলার সকল ইউপি সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দ অংশ নেন। সভায় গ্রাম আদালতের মাসিক রিপোর্ট প্রস্তুত, গ্রাম আদালত পরিচালনার জন্য আদালত সহকারীর বিকল্প সিদ্ধান্ত, প্রত্যেক মাসে মামলা গ্রহন, নিস্পত্তি ও রেজিষ্টার সঠিক ভাবে প্রস্তুত করা নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ভিজিডি কর্মীদের পরিবর্তে আদালত সহকারীদের তদস্থলে নিয়োগ দিয়ে ভিজিডি সহকারী ও আদালত সহকারীর দায়িত্ব একই সাথে পালনের ব্যবস্থা করার ব্যাপারে সহমত পোষণ করেন। বিষয়টি যথাযথভাবে আলোচনা করে পদক্ষেপ গ্রহনের ব্যাপারে তিনি আশ্বস্থ করেন।

আশাশুনিতে উৎপাদক সমিতি ও প্রন্তিক দলের কর্মশালা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে স্থানীয় কর্তৃপক্ষ উৎপাদক সমিতি ও প্রান্তিক দলের প্রতিনিধিদের সাথে সংযোগ তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

সুশীলনের কো-ইমপ্লিমেন্ট ও ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার রাজিবুল হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ আলোচনা রাখেন। প্রকল্পের বিভিন্ন দিক এবং উৎপাদক সমিতি, প্রান্তিক দলের প্রতিনিধিদের সাথে স্থানীয় কর্তৃপক্ষের সংযোগ সৃষ্টির জন্য পটভূমিসহ বিভিন্ন দিক তুলে ধরে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আলোচনা উপস্থাপন করেন, সুশীলনের জেলা সমন্বয়কারী টিপু সুলতান ও সলিডারিটিস ইন্টাঃ প্রজেক্ট সুপার ভাইজার মিজানুর রহমান, সহকারী জেলা সমন্বয়কারী দেবরঞ্জন বিশ্বাস দেবু। কর্মশালায় ৩ ইউনিয়নের ৪২টি কৃষি উন্নয়ন দলের প্রতিনিধি, উপজেলা ও জেলা এসোসিয়েশানের নেতৃবৃন্দ অংশ নেন।

আশাশুনিতে যাত্রা ফেডারেশনের কমিটি গঠন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে বাংলাদেশ যাত্রা ফেডারেশনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে আশাশুনি বাজারস্থ শ্রমিকলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

উপজেলা আ’লীগ সিনিঃ নেতা ও বিশিষ্ট অভিনতা রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। কাশিনাথ মন্ডলের সঞ্চালনায় সভায় যাত্রা ফেডারেশন জেলা কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, জেলা সেক্রেটারী দুলাল দেবনাথ, পরিতোষ মন্ডল, ইউপি সদস্য সন্তোষ কুমার প্রমুখ আলোচনা রাখেন। সভায় সর্বসম্মত ভাবে রফিকুল ইসলাম মোল্যাকে সভাপতি, গৌরপদ সরকার, রুহুল আমিন ও সুকান্তি রায়কে সহ-সভাপতি, কাশীনাথ মন্ডলকে সাধারণ সম্পাদক, ভবতোষ সানাকে যুগ্ম সম্পাদক, শিবপদমিস্ত্রিকে সহ-সম্পাদক, গোপাল সরকারকে সাংগঠনিক সম্পাদক, শংকর প্রসাদ বিশ্বাসকে দপ্তর সম্পাদক, বিশ্বনাথ মন্ডলকে সমাজ কল্যাণ সম্পাদক ও শাকবী সানাকে মহিলা বিষয়ক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

প্রান্তিক ছিন্নমূল মানুষের মাঝে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদ

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান স্বাধীনতা রজতজয়ন্তী, জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে পবিত্র শবেবরাত উপলক্ষে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের নেতা আলহাজ্ব মোঃ শাহাদাৎ  হোসেন মল্লিকের পক্ষে প্রান্তিক ছিন্নমূল মানুষের মাঝে নগরীর রেলওয়ে ষ্টেশন, বাসটার্মিনাল, শিববাড়ী মোড়সহ বিভিন্ন এলাকায় সেমাই সুজি, চিনি, মাস্ক, সাবান বিতরন করা হয়। এছাড়া শিববাড়ী মোড় পাবলিক হল চত্বরে অটো চালাক, চিক্সা চালকসহ পথচারীদের মাঝে মাক্স বিতরন করা হয়। বিতরন কালে উপস্থিত ছিলেন পরিষদের মহানগর সাধারন সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, সাবেক ছাত্রনেতা নুর হোসেন, রোটাঃ ইঞ্জি. মিজানুর রহমান, ডা. হাফিজুর রহমান সোহেল, আলিনুর মাতুব্বর, মোঃ ইউনুস মোল্লা, মোঃ রেজাউল করিম, মোঃ মশিউর রহমান মিলন, শেখ জাহাঙ্গীর হোসেন, ইঞ্জি. তানভীর আহম্মেদ নয়ন, শারাফাৎ উল্লাহ স্বপন, মহিদুল ইসলাম নান্নু, এইচ, এম আরিফ, মোঃ লুৎফর রহমান, শেখ তৌহিদুর রহমান, আওলাদুল আমিন, মোঃ জাহিদ, লাবলী আহমেদ, মোঃ ইসমাইল হোসেন, আব্দুর রশিদ গাজী, অধ্যাপক এমদাদুল হক, সামসুর রহমান, বিপ্লব দে, পল্লবী বিশ্বাস, ইঞ্জি. শান্তুনু বৈরাগী, বিশ্বজিত মন্ডল, আঃ জব্বার কমান্ডার, সাবিনা ইয়াসমিন, শাহানা পারভীন, মোঃ আইয়ুব, মোঃ রাজু, আব্দুস সামাদ, কনিকা সাহা, আব্দুস সালাম, মিসেস রানী, মোঃ জুয়েল, মোঃ আহাদ, আব্দুর রহমান, আবু জাফর, সাইফুল ইসলাম, মশিউর রহমান, মোঃ কামরুল, আয়নাল হোসেন, মুরাদ হোসেন, মোঃ খোকন হাওলাদার, মোঃ আকাশ, মোঃ রায়হান কবির, মোঃ জুলফিকার আলী, দিনেশ মিত্র, মোঃ সোহেলসহ পরিষদের মহানগর, থানা, ওয়ার্ড ও আঞ্চলিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বারাকপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার ষড়যন্ত্রমুলক  গ্রেফতারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন

ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার ২ নং বারাকপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার শেখকে মিথ্যা হয়রানি মামলায় গ্রেফতার করার প্রতিবাদে মঙ্গলবার বারাকপুরস্থ নিজ বাড়িতে তার পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেন আনছার শেখের পুত্র তানভির শেখ । লিখিত বক্তব্যে তানভির বলেন গত ২৯ মার্চ সোমবার পবিত্র শবেবরাতের দিন আমার পিতাকে হয়রানিমুলক মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় । এর আগে গত ২৬ শে মার্চ বিকাল ৫ টায় নির্বাচনি গনসংযোগ চলাকালে ইউনিয়নের নন্দনপ্রতাপ এলাকায় গনসংযোগ চলাকালে গাজী জাকির হোসেন ও তার বাহিনী আমার পিতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার শেখ এর সমার্থকদের উপর হামলা করে । লিখিত বক্তব্যে তিনি বলেন গাজী জাকির হোসেন এর আগে গত বছরের ১২ ডিসেম্বর রাত ৮ টায় আমাদের বাড়িতে হামলা করে । সে ঘটনায় মামলা হয় , মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে । এছাড়া গাজী জাকির হোসেনের বিরুদ্ধে ভিজিডি কার্ড, ৪০ দিনের কর্মসুচি , আরএমপির কর্মসুচি , এলএসপির কর্মসুচি , কমমুল্যে খাদ্য কর্মসুচি , বেলা শেষে বৃদ্ধাশ্রম , সংখ্যালঘু নির্যাতন , নন্দনপ্রতাপ খাল খনন, সরকারী টিউবয়েল , কমারগাতী সরকারী জায়গা দখল, সহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উৎকোচ গ্রহনের একাধিক অভিযোগ ও মামলা রয়েছে । ইতিপুর্বে গত বছরের ৭ মে খুলনা জেলা প্রশাসক , ১০ মে খুলনা জেলা পুলিশ সুপার , ১৯ মে বিভাগীয় কমিশনার ও ২৮ ডিসেম্বর স্থানিয় সরকার মন্ত্রনালয় সহ বিভিন্ন দপ্তরে ইউনিয়ন বাসির সাক্ষরিত গাজী জাকির হোসেনের বিভিন্ন অনিয়ম ও দুর্নিতির বিরুদ্ধে লিখিত  অভিযোগ দেওয়া হয় । এছাড়া চলতি মাসের ১৬ মার্চ খুলনা জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি , ১৮ মার্চ দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকতার নিকট অভিযোগ , ২১, ২৩ ও ২৮ মার্চ জেলা প্রশাসক সহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয় । শেখ তানভির লিখিত বক্তব্যে বলেন গাজী জাকিরের বিরুদ্ধে ইউনিয়ন বাসি পাহাড় সমান অপরাধের বিষয়ে একাধিক লিখিত অভিযোগ করার পরও একটি অভিযোগের ও তদন্ত হয়নি , তিনি অতি দ্রত সকল অভিযোগের তদন্ত করার জন্য প্রশাসন এর নিকট জোর দাবি জানান ।

খুলনা আওয়ামী মেডিকেল টেকনোলজিষ্ট স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসুচি পালন 

  ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি     

 মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে খুলনা আওয়ামী মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ এর উদ্যোগে ২৫ শে মার্চ  কালো রাতে শহীদ হাদিস পার্কে  সকল শহীদদের প্রতি শশ্রদ্ধা জানিয়ে পুষ্পঅর্পণ করেন , ২৬ মার্চ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । খুলনা আওয়ামী মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ এর সভাপতি শিশির বর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুরন্জিত মন্ডলের পরিচালনায় বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি কুমারেশ মন্ডল , আঃ রব শিমুল , মোঃ জাহিদুর রহমান, সোহাগ স্বপন দাশ, ইব্রাহিম হোসেন, মোঃ বাদশা , সুমন, পঙ্কজ মন্ডল সুরত মেহেদি , আঃ রাজ্জাক , মানব হালদার, আবদুল্লাহ , রানা, অভিজিৎ বাহাদুর , সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম, খাদিজা , মুন্নি আকতার , বাহারুল আলম, ডাঃ সুমন রায় সহ সকল নেতৃবৃন্দ