বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আব্দুর রাজ্জাক শেখ-এর দুই কর্মীকে আহত করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। রবিবার বিকেলে ইউনিয়নের ভাটখালী গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। এ সহিংসতায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আব্দুর রাজ্জাক শেখের কর্মী ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নাসির শেখ (৪২) ও শ্রমীক লীগ নেতা এরশাদুল হাওলাদার (২৫) গুরুত্বর আহত হয়েছে। আহতরা মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ব্যাপারে আব্দুর রাজ্জাক শেখ বলেন, পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে নৌকা লিফলেট বিতরণ করছিলো স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমার দুই কর্মীর ওপর চড়াও হয় এতে দুই কর্মী আহত হয়। এ ঘটনায় সোমবার মোড়েলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
-মোড়েলগঞ্জ প্রতিনিধি