বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা : মহানগর বিএনপির উদ্বেগ ও নিন্দা

3
Spread the love

খুলনা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্তজাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে খুলনা সদর থানা পুলিশের মামলা দায়ের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বুধবার (৩১ মার্চ) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সভা সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর সাংবিধানিক অধিকার। কিন্তু হঠাৎ করে খুলনার পুলিশ প্রশাসন বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সকল কর্মসুচিতে বাধা সৃষ্টি করছেন যা মোটেই কাম্য নয়। বিএনপির শান্তিপূর্ণ কর্মসুচিতে বাধা না দিয়ে সহযোগিতা করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

একই সাথে মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। 

বর্ষীয়ান রাজনীতিক মুফতি মোহম্মদ ওয়াক্কাস মৃত্যুতে খুলনা বিএনপির শোক

উপমহাদেশের প্রখ্যাত কওমি আলেম বর্ষীয়ান রাজনীতিক মুফতি মোহম্মদ ওয়াক্কাস আর নেই। বুধবার (৩১ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর মহাখালী শেখ রাসেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মরহুম মুফতি মোহম্মদ ওয়াক্কাস ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদরাসা, রামপুরা, ঢাকার প্রধান মুফতি ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০১ সালে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে মণিরামপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বুধবার (৩১মার্চ) বাদ মাগরিব জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজায় খুলনা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু অংশগ্রহন করেন। এদিকে বর্ষীয়ান রাজনীতিক মুফতি মোহম্মদ ওয়াক্কাস’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। 

খুলনা বিএনপির প্রস্তুতি সভা বৃহস্পতিবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রিয় অনশন কর্মসূচি সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা পৌনে ১২টায় দলীয় কার্যালয়ের খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় মহানগর ও জেলা বিএনপি, থানা, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান।

খবর বিজ্ঞপ্তি