খুলনায় পুলিশের কাজে বাধাদান, হামলার অভিযোগে বিএনপির ২০জনের উল্লেখসহ অজ্ঞাত দেড়শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে খুলনা থানার এসআই বিএম মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন।
থানা সুত্রে জানাগেছে, মঙ্গলবার বিকেলে বিএনপির একটি গ্রুপ অনুমোতি ছাড়াই নগরীতে মিছিল বের করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা সংগঠিত হয়ে পুলিশের দায়িত্বে বাধা দেয় ও হামলা চালায়। এ সময় রুবেল, আমিরুল, কবিরকে পুলিশ আটক করে। রাতে (১) রুবেল, (২) আমিরুল, (৩) কবির, (৪)সাহারুজ্জামান মোর্ত্তজা, (৫) মনিরুল হাসান বাপ্পি, (৬) শফিকুল আলম তুহিন,
(৭) এবাদুল হক রুবায়েত, (৮), মান্নান মিন্ত্রি, (৯) মাহবুব হাসান পিয়ারু, (১০) ইশতিয়াক হোসেন ইস্তি, (১১) মোস্তফা তুহিন, (১২) আজিজুল হাসান দুলু, (১৩) শামীম কবীর, (১৪) মাসুদ সিদ্দিক, (১৫) কামরান হাসান (১৬) রবি (১৭) হেলাল আহমেদ সুমন, (১৮) মিজু, (১৯) একরামুল হক হেলাল (২০) চৌধুরী হাসানুর রশীদ মিরাজ সহ অজ্ঞাত আরো ১০০/১৫০ জনকে আসামী করে ১৪৩, ১৪৭, ১৪৯, ১৫২, ১৫৩, ১৮৬, ১৩২, ১৩৩, ৩৫৩ ও ১০৯ ধারায় মামলা দায়ের করেন।
মামলা নম্বর ৪৯/২১।
-স্টাফ রিপোর্টার