করোনা থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার চারটি পৌরসভায় ভোগ গ্রহণ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর বাকি পৌরসভা আগামী ১১ এপ্রিল হওয়ার কথা রয়েছে।
যশোর সদর, মাদারীপুরের কালকিনি পৌরসভা সব পদে, ঠাকুরগাঁও সদর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় একটি করে সাধারণ ওয়ার্ডে ভোট গ্রহণ শুরু হবে বলে মঙ্গলবার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ইসির অতিরিক্ত সচিব বলেন, আগামী বুধবার যেসব পৌরসভায় নির্বাচন হওয়ার কথা রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে।
-ঢাকা অফিস