খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তিনটি পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাতে কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ৩১ মার্চ এবং ৪ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘ল্যাব অ্যাটেনডেন্ট’ পদের লিখিত ও মৌখিক পরীক্ষা, ১ এপ্রিল ও ৫ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘অফিস অ্যাসিস্টেন্ট কাম ডাটা প্রসেসর’ পদের লিখিত ও মৌখিক পরীক্ষা এবং ৫ এপ্রিল ও ৬ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘অফিস সহায়ক’ পদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
এসব পদে নিয়োগ পরীক্ষার পরবর্তী তারিখ যথা সময়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মনোজ কুমার মজুমদার।
-স্টাফ রিপোর্টার