শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে করা মানহানি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নড়াইল আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়েছেন।
নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় প্রদান করেন। এর আগে ১৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন অন্য একটি আদালত।
নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আশিক বিল্লাহ ২০১৫ সালের ডিসেম্বর মাসে এই মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গত ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় তার দলের এক আলোচনাসভায় বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে বলেন, ‘তারা নির্বোধের মতো মারা গেলো, আমাদের মতো নির্বোধেরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসাবে ফুল দেয়। না গেলে আবার পাপ হয়। উনারা যদি এতো বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত ঘরে থাকে কি করে।’
এ ঘটনা বিভিন্ন পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হয়। মামলার বাদী ২৯ ডিসেম্বর ২০১৫ সালে নড়াইল আমলি আদালতে মানহানি মামলা দায়ের করেন।
– নড়াইল প্রতিনিধি/খুলনাঞ্চল