খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের ৯ টি ইউনিট কমিটি অনুমোদন

52
Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা জেলার ৯ টি ইউনিট কমিটি অনুমোদন করা হয়েছে।

দাকোপ :  আহবায়ক-এস এম শাশীম, যুগ্ন আহবায়ক-তরিকুল ইসলাম নান্নু, জাবেদ শেখ, জুবায়দুর রহমান বুলবুল, কামরুল হাওলাদার, শাহরিয়ার শিকদার, মিজান শেখ, সাইফুল শেখ। সদস্য সচিব-শাহাবুদ্দিন গাজী।

বটিয়াঘাটা উপজেলা : আহবায়ক-বাবু ব্রজেন ঢালী, যুগ্ন আহবায়ক-মেহেদী আল আজাদ, আব্দুল গফফার, রবিউল ইসলাম, শেখ মো: আলম, মো: এনামুল শেখ, মো: সোহেল শেখ, মো: মোস্তাকিম বিল্লাহ। সদস্য সচিব-মো: হারুন সরদার।

দিঘলিয়া উপজেলা : আহবায়ক-আব্দুল কাদের জনি, যুগ্ন আহবায়ক-মো: সিদ্দিকুর রহমান, মো: আনোয়ার হোসেন, মো: আনোয়ার হোসেন-২, এস এম শামীম হাসান, আব্দুল করিম সরদার, মো: মফিক আহমেদ, মো: বুলবুল শিকদার। সদস্য সচিব-মোহাম্মদ আলী টুটুল।

পাইকগাছা উপজেলা : কাজী সাজ্জাদ আহমেদ মানিক, যুগ্ন আহবায়ক-মো: ইউনুছ মোল্লা, শামীম জোদ্দার, রাজীব নেওয়াজ, শেখ সুমন আহমেদ, মো: সাদ্দাম হোসেন, রাবীদ মাহমুদ চঞ্চল, মাজহারুল ইসলাম ডাবলু। সদস্য সচিব- যগেশ্বর সানা(কার্তিক)।

রুপসা উপজেলা : আহবায়ক-মোশাররফ শিকদার, যুগ্ন আহবায়ক-মো: নিয়াম মল্লিক, মো: সিহাবুল ইসলাম শিহাব, মো: ফেরদৌস শেখ, মো: ফারুক মোল্লা, মো : সাবের মোল্লা, মো: জাবেদ শেখ, মো: মিলন মোল্লা। সদস্য সচিব-মো: আসাদুল ইসলাম বিপ্লব।

কয়রা উপজেলা : আহবায়ক-মো: নুরুল ইসলাম খোকা, যুগ্ন আহবায়ক-মো: রবিউল ইসলাম, মফিউল ইসলাম মুন্না, ওবায়দুল্লাহ, নজরুল ইসলাম, আনারুল ইসলাম ডাবলু, আমির হামজা, রিয়াদুজ্জামান বাবলু। সদস্য সচিব-হেলাল উদ্দিন।

তেরখাদা উপজেলা : আহবায়ক-মো: সোহাগ মুন্সি, যুগ্ন আহবায়ক-মো: সোহেল মল্লিক, মো: এনামুল কবির, মো: সিরাজুল ইসলাম ফরিদ, মো: ইছামুল্লা, মো: আইয়ুব আলী, মো : মাহবুব শেখ, মো: হাসিব সরদার। সদস্য সচিব- মো: শামীম আহমেদ রমিজ।

ডুমুরিয়া উপজেলা : আহবায়ক-এফ এম রফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক-এফ এম আবু সাইদ, আসাদুজ্জামান আসাদ, মো: জাহিদ হাসান, মো: ফয়সাল হোসেন, এস এম হাবিবুর রহমান, শেখ মো: মুফিজুল ইসলাম, তৌহিদ ইসলাম রাজ। সদস্য সচিব-মো: ইমরান হোসেন খাজা।

চালনা পৌরসভা : আহবায়ক-আবু তাহের শেখ, যুগ্ন আহবায়ক-এস এম ফয়সাল হোসেন, মো: সৌকত শেখ, মশিয়ার বিশ্বাস, হাবিবুল্লাহ গাজী। সদস্য সচিব-মো: ইফতেখারুল কবীর বাপ্পী।

/খবর বিজ্ঞপ্তি/খুলনাঞ্চল/