তেরখাদায় সাংবাদিকের গাড়ি চুরি
তেরখাদা প্রতিনিধিঃ
গতকাল তেরখাদা দক্ষিণ পাড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স বীমা অফিসের সামনে থেকে পপুলার লাইফ ইনস্যুরেন্স আল আমিন বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ সাংবাদিক মোল্যা সেলিম হোসেনের ডিসকভার মটর সাইকেলটি ১.৩০ টা থেকে ২টার মধ্যে চুরি হয়ে যায়। জানা যায়, তিনি অফিসের সামনে গাড়িটি রেখে পাশের আল হেরা জামে মসজিদে জুম্মার নামায পড়তে যান। এরপর সেখান থেকে ২.১০ মিনিটের সময় ফিরে এসে দেখেন যে তার গাড়িটি চুরি হয়ে গেছে। এ বিষয়ে তিনি তেরখাদা থানায় একটি জিডি করেছেন। যার নং- ১১২২, তারিখঃ ২৬/০৩/২০২১ইং।
খুকৃবিতে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদ্যাপন
খবর বিজ্ঞপ্তি
২৬ মার্চ ১৯৭১ সাল। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্রের ঋতুরাণী বসন্তের অগ্নিঝরা দিনটি বাঙালী জাতির এক অনবদ্য চিরস্মরণীয় দিন। এ বছর দিবসটির আরও ভিন্ন মাত্রা যোগ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষ। দিবসটি আড়ম্বরপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের (খুকৃবি) পক্ষ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ি স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে খুকৃবি পরিবারের বর্ণাঢ্য আনন্দ র্যালি শেষে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান এর পক্ষে বিশ^বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ খুলনা মহানগরীর গল্লামারীস্থ বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার (শাহাজান), বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন নীল দলের পক্ষ থেকে আহবায়ক ডাঃ মোঃ আশিকুল আলম ও সদস্য সচিব ড. এম এ হান্নান, বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্যে বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগিতা, সংক্ষিপ্ত আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদ্যাপনের তাৎপর্য তুলে ধরে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, বিদেশি বন্ধুসহ ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান তাঁর লিখিত বক্তৃতায় বলেন, ব্রিটিশ ঔপনিবেশক শাসন অবসানের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘৫২ এর ভাষা আন্দোলন, ‘৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ‘৫৮ এর সামরিক শাসন বিরোধী আন্দোলন, ‘৬৬ এর ৬ দফা, ‘৬৯ এর গণঅভ্যূত্থান ও ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে সংগ্রামী সুদক্ষ নেতৃত্ব ও জয়ের মধ্য দিয়ে শেখ মুজিব হয়ে ওঠে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতিটি অধ্যায়ে বঙ্গবন্ধুর নাম চিরভাস্বর হয়ে আছে। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে তাঁর ঐতিহাসিক ভাষণটি ইউনেসকো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, যেখানে বঙ্গবন্ধু সমগ্র মুক্তিকামী বাঙালী জাতির উদ্দেশ্যে দীপ্ত কন্ঠে ঘোষণা দিয়েছিলেন ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম; এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’। উক্ত কালজয়ী ঘোষণার মধ্যে লুকিয়ে ছিল ২৬ শে মার্চ (স্বাধীনতার ঘোষণা) ও পরবর্তী ১৬ই ডিসেম্বর ১৯৭১-এ মহান বিজয় দিবসের শুভ সূচনা।
রামপালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নানা কর্মসূচি পালন
স্টাফ রিপোর্টার
রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে। এ উপলক্ষে ভোর ৬ টায় তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, চিত্রাংঙ্কন, রচনা প্রতিযোগিতা, হাসপাতাল- এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সাবেক চেয়ারম্যান শেখ আ. জলিল প্রমুখ।
নোমান্সল্যান্ডে দু’দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মিলন মেলা
বেনাপোল প্রতিনিধি
মহান স্বাধীনতার সুবর্ণজয়šতী উপলক্ষে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নোমান্সল্যান্ডে দু’দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মিলন মেলায় বিজিবি ও বিএসএফ সদস্যরা যৌথ প্যারেডে অংশ গ্রহন করে। দীর্ঘ ১ বছর পর এই প্রথম বিজিবি ও বিএসএফ’র যৌথ প্যারেড শুরু হয়েছে। শুক্রবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নোমান্সল্যান্ডে বিজিবি ও বিএসএফ বিপুল সংখ্যক সদস্য ও উচচ পর্যায়ের কর্মকর্তারা মিলন মেলায় অংশ গ্রহন করেন। উভয়ের মাঝে মিস্টি বিতরন ও ফুল দিয়ে স্বাধীনতা দিবসের শূভেচ্ছা জানানো হয়।
মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন, যশোর- ১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, বিজিবির দক্ষিন পশ্চিমাঞ্চলীয় রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন। বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন, ১৭৯ বিএসএফ’র কমান্ডিং অফিসার অরুন কুমার সিংহ, ও কর্নেল অনিল কুমার ও কর্নেল সুরেšদ্র সিং। বিজিবির সেক্টর কামন্ডার মহিউদ্দিন খান,
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্ণেল সেলিম রেজা জানান, ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে যে ভাতৃত্ববোধ জাগ্রত হয়েছিল সেটি আরো শক্তিশালী করা ও দু’দেশের সীমাšতরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ ও সম্পৃতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়šতীতে নোমান্স ল্যান্ডে দু দেশের সীশন্ত রক্ষী বাহিনীর যৌথ প্যারেড অনুষ্ঠিত হয়। যৌথ প্যারেড অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফের উচচ পদস্থ কর্মকর্তা সহ দু’দেশের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সর্ব¯তরের জনগণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
বিআইএফপিসিএল’র মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
খবর বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতার সুর্বণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড এর পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে প্রতিষ্ঠানটির সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে মাস্ক, স্কুল ব্যাগ, পানির বোতল ও ছাতাসহ বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিআইএফপিসিএল’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সকালে এক বর্ণাঢ্য র্যালী বের করেন। এসব অনুষ্ঠানে চীফ জেনারেল ম্যানেজার দীলিপ কুমার দুবে, এজিএম সিদ্ধার্থ মন্ডল ও জিএম এইচএম তরিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কুয়েটে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” যথাযোগ্য মর্যাদায় উদ্্যাপিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” ২০২১ ও মুজিব শতবর্ষে ‘মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্্যাপন করা হয়েছে। ২৬ মার্চ শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ‘দুর্বার বাংলা’ এর পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এরপর পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র-কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), কর্মচারী সমিতি (তৃতীয় শ্রেণী), কর্মচারী সমিতি (চতুর্থ শ্রেণী), মাস্টাররোল কর্মচারী সমিতি, গৌরব ৭১ এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সকাল পৌনে ১০ টায় দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচন সভা। ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইইই অনুষদের ডীন প্রফেসর ড. কে, এম, আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ গোলাম কাদের, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা, প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন, প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম, প্রফেসর ড. সজল কুমার অধিকারী, মোঃ ইকরামুল হক, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সভাপতি জি, এম, মনিরুজ্জামান, কর্মচারী সমিতির (৩য় শ্রেণী) সভাপতি মোঃ মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ ইমরুল ইসলাম, মাস্টাররোল কর্মচারী সমিতির সভাপতি শামীম রেজা। উল্লেখিত সকল কর্মসূচি সরকারের জারীকৃত স্বাস্থ্যবিধি অনূসরণপূর্বক অনুষ্ঠিত হয়।
বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহ্ফিল এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হয় (অনলাইনে) সাংস্কৃতিক অনুষ্ঠান।
মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে ক্ষুধা দারিদ্র্য নিরক্ষরতামুক্ত সোনার বাংলাদেশ গড়তে হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাঙালি জাতি দীর্ঘ ২৩ বছর পাকিস্তানি শাসকদের নিপীড়ন এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে। পাকিস্তানি শাসকগোষ্ঠী বাধ্য হয় ১৯৭০ সালে দেশে সাধারণ নির্বাচন দেয়। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু শাসকগোষ্ঠী নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করে বাংলার মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন শুরু করে। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব তৎকালীন রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়ে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম; এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা’। তিনি বাঙালি জাতিকে শত্রুর মোকাবিলা করার নির্দেশ দেন। পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে অতর্কিতে নিরীহ ও নিরস্ত্র বাঙালির ওপর হামলা করে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ হত্যা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার পূর্বে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণা টেলিগ্রাম, টেলিপ্রিন্টার ও তৎকালীন ইপিআর-এর ওয়্যারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যমেও এই ঘোষণা প্রচারিত হয়। শুরু হয় দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়।
সিটি মেয়র আরো বলেন, স্বাধীনতার পর ৫০ বছরে আমাদের যা কিছু অর্জন তা বঙ্গবন্ধু শেখ মুজিব ও আওয়ামী লীগের হাত ধরেই অর্জিত হয়েছে। মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে তিনি যুদ্ধ-বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেন। মাত্র ১০ মাসে তার নির্দেশনায় মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমাদের সংবিধান প্রণীত হয়। মাত্র সাড়ে ৩ বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশের কাতারে নিয়ে যান। সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন একটি শোষণ-বঞ্চণামুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে তাকে পরিবারের বেশির ভাগ সদস্যসহ নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর থেমে যায় বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা। হত্যা, ক্যু আর ষড়যন্ত্রের রাজনীতির ঘেরাটোপে আটকা পড়ে আমাদের প্রিয় মাতৃভূমি। ঘাতক ও তাদের দোসররা ইতিহাসের এই জঘন্যতম হত্যাকা-ের বিচারের পথ রুদ্ধ করতে জারি করে ‘ইনডেমনিটি অধ্যাদেশ’। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভোটে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ বাতিল করে বঙ্গবন্ধু হত্যাকা-ের বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি গ্লানিমুক্ত হয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে সরকার গঠন করে মানুষের ভাগ্যোন্নয়নে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আজ জাতির পিতার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করছি।
তিনি বলেন, যারা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করেন, জাতির পিতার আদর্শে বিশ্বাস করেন; তাদের সব সময় এই প্রতিজ্ঞা করতে হবে, এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। স্বাধীনতার পতাকা যে উড্ডীয়মান, তা বিশ্বসভায় মর্যাদার সঙ্গেই উড্ডীয়মান থাকবে। এ দেশের মর্যাদা কেউ কখনো হানি করতে পারবে না। এটা আমরা হতে দেব না। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই পতাকার মর্যাদা আমরা রক্ষা করব। স্বাধীনতার চেতনায় এই দেশ সারা বিশ্বে যে মর্যাদায় পেয়েছে, আরও উন্নত মর্যাদা যেন পায় তার জন্য আমরা কাজ করব। সেইভাবে আমাদের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে কাজ করতে হবে। একটি দেশ স্বাধীন করা যেমন কঠিন; স্বাধীনতা রক্ষা ও এর সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াটা আরও কঠিন কাজ। তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ মাহেন্দ্রক্ষণে আমরা শপথ নিই-মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে ক্ষুধা দারিদ্র্য নিরক্ষরতামুক্ত সোনার বাংলাদেশ গড়তে হবে।
শুক্রবার সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগ আয়োজিত সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, মো. আশরাফুল ইসলাম, আবুল কালাম আজাদ কামাল, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, অধ্যা: রুনু ইকবাল, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মুক্তিযোদ্ধা অধ্যা.আলমগীর কবীর, এ্যাড. খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহজাদা, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, কাউন্সিলর শেখ মোশারাফ হোসেন, মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, এবিএম আদেল মুকুল, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, মোস্তাক আহমেদ টুটুল, জিয়াউল ইসলাম মন্টু, চ.ম মুজিবুর রহমান, আব্দুল হাই পলাশ, শেখ আবিদ উল্লাহ, বাবুল সরদার বাদল, এ্যাড. শেখ ফারুক হোসেন, শেখ আব্দুল আজিজ, এ্যাড. শামীম মোশারফ, এমরানুল হক বাবু, নজরুল ইসলাম তালুকদার, মো. আজম খান, শেখ হাসান ইফতেখার চালু, ওহিদুল ইসলাম পলাশ, নাহিদ মুন্সি, হাফিজুর রহমান হাফিজ, অভিজিৎ চক্রবর্তী দেবু, কাজী ইব্রাহীম মার্শাল, ইয়াসিন আরাফাত, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর মাহমুদা বেগম, রুমা খাতুন, রেখা খানম, নুর জাহান রুমী, নুরানী রহমান বিউটি, শবনম মোস্তারী বকুল, রেজওয়ানা প্রধান, পারভীন ইলিয়াছ, আইরিন আক্তার, নাছরিন চৌধুরী, লিভানা পারভিন, মেহজাবিন খান, রিমা আক্তার, মাহমুদুল হাসান শাওন, সোহান হাসান শাওন, জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, ঝলক বিশ্বাস, মাহমুদুল ইসলাম সুজন, শাহীন আলম, মাহমুদুর রহমান রাজেস, সংকর কুন্ডু, এম এস হোসেন সবুজ, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ৭টায় গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় কার্যালয় আলোকসজ্জা, সকাল ৯টায় দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি ও র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিন ব্যাপি মহানগর কার্যালয় সহ সকল ওয়ার্ডে দলীয় কার্যালয়ে আলোকসজ্জা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশত্ববোধক গান, মুক্তিযুদ্ধের ছবি ও ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।
জেলা ছাত্রলীগ সাবেক সভাপতির মৃত্যু আ’লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনাজ জামান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ………. রাজেউন)। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক-এর ঘনিষ্ট বন্ধু ছিলেন। তিনি স্বাধীনতা আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সাহসি ভূমিকা রেখেছিলেন। তার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
অনুরুপ শোক বিবৃতি দিয়েছেন, সাবেক ছাত্র নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, এ্যাড. মো. সাইফুল ইসলাম, চৌধুরী বাশার ওয়াদুদ সুমন, শাহ মো. জাকিউর রহমান জাকির।
॥ শেখ হেলাল উদ্দিন এমপি ॥
খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনাজ জামান চৌধুরী মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
॥ সেখ সালাহ্উদ্দিন জুয়েল এমপি ॥
খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনাজ জামান চৌধুরী মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্উদ্দিন জুয়েল।
॥ শেখ সোহেল ॥
খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনাজ জামান চৌধুরী মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম মেম্বর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল।
খুলনা প্রেস ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
২৬ শে মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সহকারী সম্পাদক মাকসুদুর (রহমান মাকসুদ) ও এস এম নূর হাসান জনি, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার ও মোঃ শাহ আলম, সদস্য মোঃ হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, বাপ্পী খান, আসাদুজ্জামান খান রিয়াজ, শেখ লিয়াকত হোসেন, দীলিপ কুমার বর্মন, ইউজার সদস্য মোঃ নেয়ামুল হোসেন কচি, রীতা রানী দাসসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এর আগে স্বাধীনতা দিবসের সকালে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুবু আলম সোহাগ, নির্বাহী সদস্য মোঃ আমিরুল ইসলাম, সদস্য দেবব্রত রায়, আব্দুল হালিম, আনেয়ারুল ইসলাম কাজল, সুনীল দাস, এ এইচ এম শামিমুজ্জামান, আসাদুজ্জামান খান রিয়াজ, শেখ লিয়াকত হোসেন, দীলিপ কুমার বর্মন প্রমুখ।
মোড়েলগঞ্জের তেলিগাতিতে নৌকার সমর্থনের ৮ কর্মীকে কুপিয়ে জখম,মামলা দায়ের,গ্রেফতার-১
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
মোড়েলগঞ্জের ১নং তেলিগাতি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোর্শেদা আক্তারের সমর্থীত ৮ নেতাকর্মীকে কুপিয়ে জখম করা হয়েুছে। এ ঘটনায় শনিবার থানায় মামলা দায়ের হয়েছে। মতিউর রহমান নামের একজন গ্রেফতার হয়েছে। প্রতিবাদে এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
মামলার বিবরনে জানাগেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী মোর্শেদা আক্তারের কর্মীরা সভা শেষে পোষ্টার লিফলেট নিয়ে ফেরার পথিমধ্যে এতিমুল্লা নামক স্থানে বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম খানের সমর্থনকারি পিকলু সরদারের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল পরিকল্পিতভাবে অর্তকিত হামলা চালায়।
এতে তাঁতীলীগ নেতা আঃ হালিম খান(৩৫), যুবলীগ নেতা মনিরুল ইসলাম শেখ (৩২), সলেমান খান (৪০), আবুল কালাম শান্ত(৪০), হানিফ খান (৩৮), উজ্জল শেখ (২০), মনিরুল ইসলাম (৪০), মো. মিরাজ হোসেন(৩২) কে পিটিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। হামলাকারিরা এ সময় ৭/৮টি মোটরসাইকেল ভাংচুর করে। তাৎক্ষনিক ওই রাতেই জখমীদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহতদের মধ্যে গুরুত্বর জখম আঃ হালিম খানের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় মোর্শেদা আক্তার বাদি হয়ে পিকলু সরদারকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে।
এ দিকে এ হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচারের দাবিতে শনিবার সন্ধ্যায় তেলিগাতি বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসি।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা চেয়ারম্যান মোর্শেদা আক্তার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী খান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান নকিব, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান অপু, মহিলা আওয়ামীলীগ নেত্রী শারমিন আক্তার শিখাসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
মোর্শেদা আক্তার বলেন, বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম খানের সাথে বহিরাগত জামাত-বিএনপি সমর্থিত লোকেরা পরিকল্পিতভাবে তার নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। অবিলম্বে হামলাকারিদের গ্রেফতার ও এলাকায় নির্বাচনী সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার লক্ষে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এ সর্ম্পকে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ওই রাতেই তাৎক্ষনিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মতিউর রহমান হাওলাদার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
খুলনা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া
খবর বিজ্ঞপ্তি
মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠতি হয়েছে। এর আগে প্রত্যুতে গল-ামারী স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ১০টায় ইউনিয়ন কার্যালয়ে আয়েজিত আলোচনা সভায় ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক নেয়ামুল হোসেন কচি’র পরিচালনায় প্রধান অতিথি অতিথির বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ও মোঃ কামরুজ্জামান জামাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, বিএফইউজে’র নির্বাহী সদস্য ও ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আল মাহমুদ প্রিন্স, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও মলি¬ক সুধাংশু, বিএফইউজে’র সাবেক যুগ্ম-মহাসচিব মোজাম্মলে হক হাওলাদার, সদস্য সুনীল দাস, বাপ্পী খান, শেখ লিয়াকত হোসেন, রাশিদুল আহসান বাবলু, পলাশ দত্ত, দিলীপ বর্মণ, রিতা রানী দাস, আমিরুল ইসলাম বাবু, জাহিদুল ইসলাম, মেহেদী হাসান পলাশ প্রমুখ।
খুলনা জেলা আ’লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার উদ্যোগে ২৬ মার্চ শুক্রবার বিকাল ৪.৩০ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ।
সভাপতি তার বক্তৃতায় বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার ৫০ বছরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তারই সুযোগ্য উত্তরসুরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।‘
সভাপতির পরে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহ সভাপতি যথাক্রমে এ্যাডভোকেট সোহরাব আলী সানা, কাজী বাদশা মিয়া, এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, বি এম এ ছালাম, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাডভোকেট ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, খালেদীন রশীদী সুকর্ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ দপ্তর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খাযরুল আলম, জেলা সদস্য শেখ মনিরুল ইসলাম, বুলু রায় গাঙ্গুলী, শিউলি সরোয়ার, শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান, সরদার আবুল কাশেম ডাবলু, শেখ মোঃ আবু হানিফ, জাহানারা সহিদ, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, মানিকুজ্জামান অশোক, মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, সরদার জাকির, এ্যাড সেলিনা আক্তার পিয়া, দেব দুলাল বাড়ই বাপ্পি, পারভেজ হাওলাদার, মো ইমরান হোসেন, আনোয়ারা খাতুন, সনিয়া আফরিন, মাধুরি সরকার, মিরা বেগম, রিজিয়া বেগম, হাসান রুমি, মাহফুজুর রহমান সোহাগ, রেজাউল ইসলাম রেজা, খান জিহাদুল ইসলাম, আজিজুর রহমান, বি এম মনি, আনসার আলী বাদল, দিপ পান্ডে, আকলিমা খাতুন তুলি, নাছিমা কবির, স্বর্ণালী হাসান, রুমা খাতুন, সাথি খাতুন, মারুফ হোসাইন, আমিরুল মোমেন, ফাইমিন সরদার, রাকিব মাহমুদ, আশফাকুল ইসলাম, মফিজুর রহমান মুন্না, খায়রুল বাসার, সৌমিক বসু, সাইফুল ইসলাম সাইফ, আবিদ হাসান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে যারা বিদ্রোহী প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীদের মদদ দাতা, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আলোচনা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া একইদিন সকালে গল্লামারি স্মৃতি সৌধে শহীদদের স্মরণে পুষ্প মাল্য অর্পন করা হয়। খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছারের বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর লুটপাট অতিরিক্ত পুলিশ মোতায়ন
ফুলবাড়ীগেট, (খুলনা) প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার ২ নং বারাকপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার শেখের বাড়ি ও বারাকপুর বাজারে তার অনুসারিদের ৭ টি দোকান ভাংচুর ও লুটপাট হয়েছে । ঘটনার প্রতিবাদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার শেখ শনিবার বিকাল ৪ টায় , লাখোহাটিতে তার নিজ নির্বাচনি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে অপর প্রার্থী গাজী জাকির হোসেন ও তার সমার্থকদের দায়ি করেছেন । লিখিত বক্তব্যে তিনি বলেন ২৬ শে মার্চ বিকাল ৫ টার সময় ইউনিয়নের নন্দনপ্রতাপ এলাকায় গনসংযোগে বের হলে গাজী জাকির হোসেন এর ক্যাডার বাহিনি আমার সমার্থকদের উপর হামলা চালিয়ে মনিরুল ও রুবেল নামে ২ জনকে গুরুতর আহত করে । সন্ধা ৭ টার সময় পুনরায় সংঘবদ্ধ হয়ে বারাকপুরস্থ আমার নিজ বসতবাড়ির জানালার গ্লাস, বিদুৎতিক মিটার ভাংচুর করে , ভাড়াটিয়া বাড়ির ঘর ভাংচুর ও লুটপাট করে একই সময়ে বারাকপুর বাজারে আমার ভাগিনা রাসেলের কসমেটিকের দোকান, আবুজারের ঔষধের ফার্মেসি, রসুলের কিটনাশক এর দোকান সহ আমার স্বজনদের ৭ টি দোকান ভাংচুর ও লুটপাট করে , বাজারের সিসি ক্যামেরাটাও ভাংচুর করে । লিখিত বক্তব্যে তিনি বলেন গাজী জাকির হোসেন প্রতিক পাওয়ার পর চলতি মাসের ১৩ তারিকে বারাকপুরে ফাকা গুলি চালিয়ে আনন্দ উদযাপন করে । আনসার শেখ বলেন গাজী জাকির হোসেন ও তার বাহিনি এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে , সংখ্যালঘু মানুষের উপর সে দির্ঘদিন ধরে অত্যাচার করে আসছে ,এ ছাড়া তার হামলায় গুরুতর আহত হয়ে সালাম চৌধুরি খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে , আলমগীর মোল্লার বাড়ি ভাংচুর ও স্ত্রী সন্তানকে মারপিট করে । গাজী জাকিরের অনিয়ম অত্যাচারের কারনে একাধিক বার এলাকাবাসির সাক্ষরিত লিখিত অভিযোগ প্রশাসনের বিভিন্ন দপ্তরে দেওয়া হলেও অজানা কারনে তার কোন সুষ্ঠ তদন্ত হয়নি , এর আগে ২০১৯ সালে ভিজিএফ এর চাউল চুরির কারনে দিঘলিয়া থানায় মামলা হয় যার নং ১০ তাং ১১-০৮-১৯ ইং । বারাকপুর খেয়াঘাটের ইজারাদার মোঃ ইয়াজুলকে প্রকাশ্যে হুমকি দেয় ২৬ শে মার্চ রাত ৮ টায় ঘাটের টোল আদায়ের ঘর ভাংচুর করে । এবং গভির রাতে আমার সমার্থকদের বাড়ি বাড়ি গিয়ে প্রশাসনের সহযোগিতায় গাজি জাকির হোসেন ও তার বাহিনি হামলা করে এবং মহিলাদের সাথে অসৌজন্যমুলক আচরন করে । দিঘলিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান এঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় পার্টি খুলনা জেলা শাখার আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জাতীয় পার্টি খুলনা জেলা শাখার উদ্যোগে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে গত ২৬ মার্চ শুক্রবার বিকেল ৪টায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু এবং পরিচালনা করেন যুগ্ম সম্পাদক জি এম বাবুল। এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑকেন্দ্রীয় সদস্য ও জেলার সাধারণ সম্পাদক এম হাদী উজ-জামান, জেলা জাপার সহ-সভাপতি শেখ ফরহাদ আহমেদ, কেন্দ্রীয় সদস্য ও যুগ্ম সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় সদস্য ইসমাইল খান টিপু, এস এম এরশাদুজ্জামান ডলার, ওয়াদুদ মোড়ল, সহ-সভাপতি মোতয়ালী শেখ, সহ-সম্পাদক শাহজাহান আলী সাজু, সাংগঠনিক সম্পাদক সাইদ মোড়ল, শাহরিয়ার নাজিম, সরদার জিয়াউল হক, দপ্তর সম্পাদক রহমত আলী খান, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, মহিলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, জাপা নেতা আব্দুর সবুর মাস্টার, শেখ আব্দুল আজিজ, মোঃ ইয়াহিয়া, সফিকুল ইসলাম বাচ্চু, এড. প্রশান্ত কুমার, এড. লুৎফর রহমান, মাস্টার আব্দুল হাকিম, মাহাতাব উদ্দিন, প্রিন্স হোসেন কালু, জমির উদ্দিন, মোঃ আব্দুল্লাহ, লাবলু মল্লিক, আবু বকর মোল্লা, শেখ ইলিয়াস হোসেন, মোঃ হাসমত আলী, শফিকুল ইসলাম নিরব, মোঃ নাজির ফকির, লিটু মোল্লা, আফিফুজ্জামান শোভন, শরীফ সরদার, জাকির পাইক, হবি শেখ, সরদার মফিজুল ইসলাম, লিটন মল্লিক, মাহমুদা বেগম, মোঃ ইলিয়াস, গাজী রেজাউল হোসেন, ইউসুফ হোসেন রাহুল, গাজী মোশাররফ হোসেন, লতিফ জমাদ্দার, শামসুল হক খোকন, মোঃ বিল্লাল হোসেন, নারায়ণ চন্দ্র সরকার, গাজী আব্দুস সালাম প্রমুখ।
মাস্ক ছাড়া ঘরের বাহিরে বের হওয়া যাবে না: জেলা পুলিশ সুপার
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলার নবাগত পুলিশ সুপার মাহাবুব হাসান বলেন, চলমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের প্রত্যেকের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। কোন অবস্থায় মাস্ক ছাড়া ঘরের বাহিরে বের হওয়া যাবে না। করোনা মোকাবেলায় প্রথম ধাপ হল মাস্ক পরা। তাই আমাদের সকলকে মাস্ক পরতে হবে। বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়ায় অনুষ্ঠিত জন-সচেতনতামুলক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন কিছু সংখ্যক মানুষ অবহেলা করে মাস্ক ব্যবহার করছে না। এ ধরনের কাজ করা মোটেও ঠিক না। তাই আমরা চাই আপনারা সবাই মাস্ক ব্যবহার করেন এবং করোনা মুক্ত দেশ গড়–ন। বক্তৃতা শেষে তার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয় এবং পরে তিনি নিজেই বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, ইন্সেপেক্টর তদন্ত মোঃ রফিকুল ইসলাম, এস আই ইয়াছিন আরাফাত, এসআই রজত কুমার, এস আই আলামিন, সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা সরদার আব্দুল গণি, খান আবু বক্কার,শোভা রানী হালদার, ছাত্রলীগের খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা প্রমুখ।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল শনিবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান’র ভাই সিদ্দিকুর রহমান মুকুল (৬৫) গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন(ইন্না— রাজেউন)। তার মৃত্যুর খবর পেয়েই গতকাল সকালেই মরহুমের বাড়িতে ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। আছরবাদ ডুমুরিয়া মহিলা আলিয়া মাদ্রাসায় তার নামাজে জানাজায় অংশ নেন। সন্ধ্যায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন হাজিডাঙ্গা গ্রামের মৃত বাবর আলী খানের স্ত্রী রাজিয়া বেগম (৭৫), সাজিয়াড়া গ্রামের লিটন মল্লিকের ছেলে জাবের মল্লিক ও আরাজি সাজিয়াড়া গ্রামের মুজিবুর সরদারের মেয়ে বৈশাখী খানমকে দেখতে যান। তাদের চিকিৎসার খোজঁ খবর নেন। রাতে উত্তর সাজিয়াড়া(ভূলটিয়া) গ্রামে গৌতম মাষ্টারের বাড়িতে বার্ষিক কালীপূজায় আগত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া সকালে মির্জাপুর ও সাজিয়াড়া গ্রামের নানা শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, এসময়ে উপস্থিত ছিলেন নওশের সরদার, আজমত শেখ, কালাম ঢালী, রিজাউল শেখ, আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল,ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।
নওয়াপাড়ায় আগুনে পুড়েগেছে বসত ঘর সহ গৃহপালিত পশু
অভয়নগর (যশোর) প্রতিনিধি
নওয়াপাড়ায় আগুনে পুড়েগেছে ৪ টি বসত ঘর সহ ৬ টি গৃহ পালিত পশু। মাথা গুজার ঠাই হারিয়ে অবস্থান নিয়েছে খোলা আকাশের নিচে। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থী সহ ব্যবসায়ীরা। ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লাখ টাকা। নওয়াপাড়া ফায়ার সার্ভিস প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নওয়াপাড়া পৌর সভার ৪ নং ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামের নোনাঘাটা নামক স্থানে। ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানাগেছে, শনিবার রাত আনুমানিক ২ টার সময় ঘাট শ্রমিক মেহেরুন নেছার গৃহপালিত পশুর ছাগলের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মেহেরুন নেছা, মোঃ আইযুব হোসেন, আনোয়ারা বেগম ও মোঃ বাবুল উদ্দিন ঘর পুড়ে ভস্মিভূত হয়। ঘরে থাকা আসবাবপত্র টেলিভিশন, ফ্রিজ, কাপড় , নগদ টাকা ও স্বর্ণালংকার সবই পুড়ে যায়। ক্ষতির পরিমান প্রায় ৮ লাখ টাকা । নওয়াপাড়া ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। নওয়াপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশন মাষ্টার এহসানুল হক জানান, নোনাঘাটা রেল লাইনের পাশের বস্তিতে রাত ২টার সময় আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। তবে কি কারনে আগুন লেগেছে তার কারন এখনো জানাযায়নি। ক্ষয়ক্ষতির পরিমান ও নিরুপণ করা সম্ভব হয়নি। এ দিকে আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে ছুটে যান অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌর সভার মেয়র সুশান্ত দাস শান্ত। সমবেদনা জানিয়ে বাড়িয়ে দিয়েছেন সহয়তার হাত । পুড়ে যাওয়া ঘরগুলি পূর্ণ নির্মাণের উদ্যোগ নিয়েছেন মেয়র সুশান্ত দাস শান্ত। দিয়েছেন খাবার ও পোষাক। ব্যবসায়ী ও শ্রমিক নেতা রবিন অধিকারী ব্যাচা ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে দিয়েছেন নগদ অর্থ ও চাউল, মেয়র প্রার্থী এস এম মহসিন কাউন্সিলর প্রার্থী আব্দুল মালেক হাওলাদার , আব্দুস সালাম, জিয়াউদ্দিন পলাশ, শেখ আজিম দিয়েছেন নগদ অর্থ।
শার্শায় হত্যার উদেশ্য আনা বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ
বেনাপোল প্রতিনিধি
শার্শার মহিশাকুড় নামক গ্রাম এর পুকুর থেকে একটি হাত বোমা উদ্ধার হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং শাহবাজ নামে এক ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্য এই বোমা রাখা হয়েছিল ওই পুকুরের পাশে সেলিম নামে একজন এর বাড়িতে। বোমাটি সেলিমের বাড়ির পাঠ খড়ির মাচায় রাখা হয়েছিল্। বোমার বিষয়টি জানাজানি হলে আশিকুর রহমান নামে এক যুবক বোমাটি পুকুরে ফেলে দেয়। তবে বোমাটি স্থানীয় নাসির মেম্বার শার্শা থানার নাসির দারোগা পানিতে ফেলত বলেছে বলে আশিক পানিতে ফেলে দেয়। কিন্তু থানায় ওই নামে কোন দারোগা নেই বলে জানা যায়। এমনই অভিযোগ করেছে ওই গ্রামের সাধারন মানুষ। স্থানীয় ইয়াকুব আলী, লিটন মিয়া ও জসিম উদ্দিন আশিকুর এর স্বীকারোক্তি অনুযায়ী বোমটি পানি থেকে উদ্ধার করে।
শনিবার বেলা ১২ টার সময় স্থানীয় মহিশাকুড় গ্রামের আসানুর রহমান,অসীম গাজী বলেন মহিষাকুড় গ্রামের কাশেম মোড়লের ছেলে তৌহিদ একজন চিহিৃত সন্ত্রাসী। সে এলাকায় একক আধিপত্য বিস্তার করার জন্য শাহবাজকে হত্যা করার জন্য বোমাটি তার ভাগ্নে আশিকুর রহমান ও নাসিরকে দিয়েছিল হত্যা করার জন্য। বিষয়টি জানা জানি হলে তার ভাগ্নে গাঁ বাচানোর জন্য পাশে সেলিমের পাঠখড়ি মাচায় রেখেছিল। পরে বিষয়টি জানাজানি হলে আশিকুর বোমাটি পানিতে ফেলে দেয়। বোমাটি পানিতে থানা পুলিশকে না জানিয়ে কেন ফেলা হলো তা জানতে চাইলে আশিক বলেন স্থানীয় নাসির মেম্বার ফেলতে বলেছে। সে নাকি থানা থেকে পারমিশন নিয়েছে। কোন দারোগা ফেলতে বলেছে জানতে চাইলে সে বলে নাসির নামে একজন দারোগা ফেলতে বলেছে।
এ ব্যাপারে নাসির মেম্বারকে প্রশ্ন করলে সে বলে আমাকে তৌহিদ বলেছে নাসির দারোগা ফেলতে বলেছে। থানায় ওই নামে কোন দারোগা নেই এ প্রশ্নের উত্তরে মেম্বার বলে আছে কি না জানি না এটা আমাকে তৌহিদ বলেছে তাই আমি ফেলতে বলেছি। শাহবাজ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন শার্শায় আওয়ামীলীগের দুটি গ্রুপ। একটি নিয়ন্ত্রন করে যশোর ( শার্শা-১ ) আসনের এমপি শেখ আফিল উদ্দিন অন্যটি বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন এর অনুসারি। তিনি বলেন আমরা মেয়র এর অনুসারি হওয়ায় তৌহিদ আমাদের দেখতে পারে না। সে এলাকায় শালিশ বিচার সহ সব কিছু একা করতে চায় তার অনুসারিদের পক্ষ নিয়ে। এটা মেনে না নেওয়ায় সে তার ভাগ্নে নাসিরকে দিয়ে আমাকে হত্যা করার জন্য বোমা দেয়। এলাকার অনেকে বিষয়টি জানে । কিন্তু ভয়ে মানুষ মুখ খুলতে পারে না। প্রায় মাস খানেক আগে তৌহিদ তার অনুসারি অসীম এর মাছের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে।
মহিশাকুড় গ্রামের সেলিম বলেন আমার বাড়ির পাঠকাঠির মাচা থেকে বোমাটি উদ্ধার হয়েছে। আমার মেয়ে পাঠকাঠি টান দিলে মাচা থেকে বোমাটি মাটিতে পড়ে। পরে পাশের বাড়ির তৌহিদ এর ভাগ্নে আশিক নিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়। এ ব্যাপারে তৌহিদ বলেন হয়ত তৃতীয় কোন লোক গ্রামে গন্ডোগোল বেশী করে পাকাতে বোমা রাখতে পারে। আপনার ভাগ্নে কেন বোমা পানিতে ফেলল জানতে চাইলে তিনি বলেন এটা দারোগার অনুমতি নিয়ে ফেলা হয়েছে। কোন দারোগার অনুমতি নিয়েছেন তিনি বলেন রবিউল দারোগার অনুমতি নিয়ে ফেলা হয়েছে। নাসির নামে দারোগার কথা বলেছেন মেম্বারকে এ প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।
শার্শা থানার বাঁগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ার আজিম বলেন বোমা সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে। এটা পরীক্ষা না করে বলা যাবে না বোমা কি না। এ ব্যাপারে শার্শা থানার ওসি বদরুল আলম খান এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন থানায় কোন নাসির নামে দারোগা নেই। এখানে হয়ত কোন প্রতিপক্ষকে কেউ ফাঁসাতে এরকম কাজ করার চেষ্টা করেছিল। বোমা সদৃশ্য বস্তুটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। আর বিষয়টি তদন্ত সাপেক্ষ বলা যাবে কে বা কারা বোমাটি কি উদ্যেশ্য এনেছিল।
খুলনায় শনিবার করোনা ভ্যাকসিন নিয়েছেন এক হাজার একশত জন
তথ্য বিবরণী
খুলনায় শনিবার মোট এক হাজার একশত জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুইশত ৮৫ জন এবং সাতটি উপজেলায় মোট আটশত ১৫ জন। উপজেলাগুলোর মধ্যে দিঘলিয়া ৩০ জন, ডুমুরিয়া তিনশত ৪০ জন, ফুলতলা ২৭ জন, কয়রা ৯৫ জন, পাইকগাছা দুইশত ৬০ জন, রূপসা ৪৫ জন এবং তেরখাদায় ১৮ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ছয়শত আট এবং মহিলা চারশত ৯২ জন। এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৬২ হাজার আটশত ৩৭ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার আটশত ২০ এবং মহিলা ৬৬ হাজার ১৭ জন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ওয়ার্কার্স পার্টির কর্মসূচি পালন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে দিবসের প্রথমেই সকাল ৭:৪৫টায় গল্লামারী শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরবর্তীতে সকাল ১০টায় পার্টির মহানগর নেতা কমরেড মনির হোসেনের গল্লামারীস্থ নিজস্ব বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। বক্তৃতা করেন পার্টির জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর কমিটির নেতা কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড মনির হোসেন, ৪নং শাখা কমিটির নেতা কমরেড জগদীশ চন্দ্র ম-ল, কমরেড মোঃ মীর মানিক, মোঃ শাহীন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা জানিয়ে সংবিধানের চার মূলনীতিকে আঁকড়ে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় শোষনমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন।
রূপান্তর-এর আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
খবর বিজ্ঞপ্তি
দিনব্যাপী নানান আনুষ্ঠানিকতায় রূপান্তর-এর পক্ষ থেকে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপিত হয়েছে।
স্বাধীনতা দিবসের সকালে গল্লামারী বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এরপরে নগরীর শিরিশনগরস্থ সংস্থার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন মিজানুর রহমান পান্না, ফারুক আহমেদ, শাহাদত হোসেন বাচ্চু প্রমূখ। আখতারুন্নেছা নিশার সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা রুখতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে ভূমিকা পালনের জন্য সচেতন মানুষের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে রূপান্তর থিয়েটারের শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত এবং এবং বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক পটগান “মহাকালের তর্জনী” পরিবেশন করেন।
নগরীতে মুক্ত বাংলা সংস্থার ফ্রি মেডিক্যাল ক্যাম্প
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্ত বাংলা সংস্থার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) নগরীর দোলখোলা গফ্ফারের মোড়ে সংস্থার নিজস্ব কার্যালয়ে বিকেল ৩টায় এ কার্যক্রম শুরু হয়।
এদিন মোট ১৫৭জনকে সেবা প্রদান করা হয়েছে। চোখের রোগীদের চিকিৎসাপত্র প্রদান করেন ডা. নাসির মাহমুদ বাপ্পী, মেডিসিনে ছিলেন ডা. আইরিন সুলতানা এবং ডায়াবেটিকস, প্রেসার ও রক্ত গ্রুপিং করেন ফার্মাসিষ্ট মো. আল আমিন শেখ। তাদের সহযোগিতা করেন বনানী সুলতানা ঝুমু ও রুমা।
এর আগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সংস্থার সভাপতি জেড এ মাহমুদ ডন। সাধারণ সম্পাদক মো. কামরান হাচান মন্টুর পরিচালনায় ক্যাম্পে উপস্থিত ছিলেন সংরক্ষীত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন, নারী নেত্রী কওসারী জাহান মঞ্জু, এম এম ওয়ারিছেল হক পলাশ, আব্দুল লতিফ সুইট, মো. জাকির হোসেন, এম এ জলিল, আলি হাসান বাবু, আবুল হাসান, তালাত মাহমুদ সাগর, রফিকুর ইসলাম বাচ্চু, দ্বীন মোহাম্মদ, প্রমুখ।
হেফাজত ইসলামের হরতাল সমর্থন করায় ইসলামী আন্দোলন খুলনার দলীয় কর্মসূচি স্থগিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার (২৭ মার্চ) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার যৌথসভা নগরীর পাওয়ার হাউজস্থ দলীয় কার্যালয়ে নগর সভাপতি মুফতি আমানুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় আজ ২৮ মার্চ রবিবার দেশব্যাপী হেফাজত ইসলামের সকাল সন্ধ্যা হরতালকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক সমর্থন করায় আজ রবিবারের আহুত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর র্যালী স্থগিত করা হয়েছে পাশাপাশি গত ২৬ মার্চ নগরীর বায়তুন নুর মসজিদ চত্বরে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে পুলিশিবাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, শেখ হাসান ওবায়দুল করিম, হাফেজ আসাদুল্লাহ আল গালিব, মুফতি ইমরান হুসাইন, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, ফেরদাউস গাজী সুমন, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মুফতি আমিরুল ইসলাম, মাওলানা তাওহীদুল ইসলাম মামুন, রবিউল ইসলাম তুষার, জি এম কিবরিয়া, হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব শফিউল ইসলাম, আলহাজ্ব আমজাদ হুসাইন, সরোয়ার হুসাইন বন্দ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, শ্রমিকনেতা গাজী মুরাদ হাসান, যুবনেতা আলহাজ্ব আবুল কাশেম, মোঃ মেহেদী হাসান, ইমরান হুসাইন মিয়া, মোমিনুল ইসলাম নাসিব, ছাত্রনেতা ইব্রাহীম ইসলাম আবীর।
সভায় হাটহাজারী ও ব্রাক্ষনবাড়িয়ায় শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কেশবপুরে ৫০ জন শিক্ষার্থী চিত্রাংকনে পুরষ্কার পেল
আলমগীর হোসেন, কেশবপুর
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আল আমিন মডেল একাডেমী স্কুল চত্বরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মদন সাহা অপু। প্রধান অতিথির বক্তব্য দেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উৎপল দে’র পরিচালনায় বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান,সিপিবি ‘র সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু,অধ্যক্ষ জাকির হোসেন, পিটিএফ এর চেয়ারম্যান একে আজাদ ইকতিয়ার, পাঁজিয়া এডাস স্কুলের প্রধান শিক্ষক ও পাঁজিয়া চারুপীঠ শাখার পরিচালক জয়ন্ত মিত্র আল আমিন মডেল একাডেমির প্রধান শিক্ষক সুমন দাস, সাংস্কৃতিক কর্মী তিথী মন্ডল ও ইভা রহমান প্রমূখ।স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কেশবপুরে ৫০ জন শিক্ষার্থী চিত্রাংকনে পুরষ্কৃত করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আজ আমরা দেশ, ভাষা-সংস্কৃতি নিয়ে গর্ব বোধ করি: সালাম মীর্শেদী
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে মুক্তির ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। হয়েছে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’ রাষ্ট্র প্রতিষ্ঠা। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। স্বাধীন বাংলাদেশের অভিযাত্রায় এক মহাসন্ধিক্ষণ অতিক্রম করছে আমাদের প্রিয় মাতৃভূমি। এ বছর বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্ণ করছে। তিনি আর ও বলেন,মাহেন্দ্রক্ষণে উদযাপিত হচ্ছে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। এটি সমগ্র বাঙালি জাতির জন্য এক আনন্দঘন গৌরবের অনুভূতি। বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক মাইলফলক অর্জন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকে মহিমান্বিত করেছে। ২৬ মার্চ সকালে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সিংন এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খান মাসুম বিল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা তাহিরা ফরিদুজ্জামান, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন। যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকরের পরিচালনায় বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার সঙ্গীতা চৌধুরী,প্রাণী সম্পদ কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ডাঃ তপু সাহা,উপজেলা প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া,আরডিও তারেক ইকবাল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, উপজেলা আওয়ামীলীগের সদস্য আ:মজিদ ফকির,মোস্তাফিজুর রহমান মোস্তাক,রকিব উদ্দীন,আকতার ফারুক, ওয়াহিদুজ্জামান মিজান, সাংবাদিক ফঃ ম আইয়ূব আলী
যশোরে যাত্রীবাহি বাসের ধাক্কায় পথচারি নিহত
যশোর অফিস
যশোরে যাত্রী বাহি বাসের ধাক্কায় আবু ওমাইয়া (৫০) নামে এক পথচারি নিহত হয়েছে। শুক্রবার দুপুরে শহর তলীর মুড়লীর মোড়ে এদুঘটনা ঘটে। নিহত পথচারি শহরের আরবপুর বাঁচতে শেখা এলাকার এবং সাতক্ষীরা ঝাউডাঙ্গা গ্রামের মৃৃত গোলাম রব্বানীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে শহরতলীর মুড়লী মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলো। এসময় একটি যাত্রী বাহি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। চিকিৎসাধিন অবস্থায় দুপুর দেটটার দিকে সার্জারী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করে মর্গে পাঠান। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় থানায় জিডি করা হয়েছে।
স্বাধীনতা দিবসে বেনাপোলে বিজিবি ও বিএসএফের প্যারেড অনুষ্ঠিত
যশোর অফিস
বেনাপোল আইসিপিতে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার বিকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক আয়োজিত বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রেট সেরেমনি প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে বিজিবির পক্ষে বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সোহরাব হোসেন ভূঞা, যশোর রিজিয়ন কমান্ডার কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, খুলনা সেক্টর কমান্ডার, লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা, যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রওশানুল ফিরোজসহ খুলনা র্যাব অধিনায়ক, ৪৯ বিজিবির উপ-অধিনায়ক, ২১ বিজিবির উপ-অধিনায়ক এবং বিএসএফএর পক্ষে ১৫৮ বিএসএফ কমান্ডান্ট অরুন কুমার ও ১৭৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুনীল কুমারসহ অন্যান্য স্টাফ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশের পক্ষে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাংবাদিকবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্যারেড উপভোগ করেন। উল্লেখ্য যে, কোভিড-১৯ এর স্বাস্থবিধি মেনে প্রায় সহ¯্রধিক দর্শকও প্যারেড উপভোগ করেন।
যশোরে ইয়াবাসহ যুবক আটক
যশোর অফিস
যশোর ডিবি পুলিশ বেনাপোল পোর্ট থানার শাখারী পোতা বাজারের মেসার্স মতিয়ার স্টোরের সামনে থেকে শাহীন মোড়লকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে শাখারী পোতা গ্রামের আশা মোড়লের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে বলে ডিবি পুলিশের ইনচার্জ সোমেন দাস নিশ্চিত করেছেন।
যশোরে বাসের ধাক্কায় পথচারি নিহত
যশোর অফিস
যশোর সদর উপজেলার মুড়লি মোড়ে শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুওমাইয়া (৫০) নামে এক পথচারি নিহত হয়েছে। নিহত পথচারি শহরের আরবপুর বাঁচতে শেখা এলাকার এবং সাতক্ষীরা ঝাউডাঙ্গা গ্রামের মৃৃত গোলাম রব্বানীর ছেলে।
স্থানিয়রা জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে মুড়লী মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়িরজন্য অপেক্ষা করছিলো। এসময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সার্জারী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মর্গে পাঠান।
কোতয়ালী থানারউপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় থানায় জিডি করা হয়েছে।
যশোরে স্বাধীনত দিবস পালন
যশোর অফিস
যশোরে বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। শুক্রবার ভোর ৬টা ১ মিনিটে শহরের মনিহার বাসস্টান্ড সংলগ্ন বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। এরপর অতিরিক্ত পুলিশ সুপার শেখ সালাউদ্দিন শিকদার, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ, বিএনপি, এলজিআরডি, যশোর সরকারি সিটি কলেজ, সরকারি এম এম কলেজ, এস, এম সুলতান ফাইন আর্ট কলেজ, ভোরের সাথী, বিদ্রোহী সাহিত্য পরিষদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ। এরপর সকাল ৮টায় যশোর শামস উল হুদা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ বছর করোনার কারণে কুচকাওয়াজে কেবল আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, জেলা কেন্দ্রীয় কারাগার ও বিএনসিসির কর্মীরা অংশ নেন। এসময় সালাম গ্রহণ করেন জেলাপ্রশাসক মো. তমিজুল ইসলাম খানএবং অতিরিক্ত পুলিশ সুপার শেখ সালাউদ্দিন শিকদার। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে আলোচনা সভা এবং কারাগার, সরকারি শিশুপল্লী ও হাসপাতালে অবস্থানরতদের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হল ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যবিপ্রবিতে নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
যশোর অফিস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলসহ নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি)।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনব্যাপী কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ক্ষণে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে। সকাল সাড়ে ৭টায় যশোর শহরের বকুলতলায় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। একইসঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। যবিপ্রবি সাংবাদিক সমিতিসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ৮টায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। অনুরূপভাবে বিশ^বিদ্যালয়ের অন্যান্য সংগঠনসমূহও একইসময়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে।
বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সকাল ৯টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। এরপর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যকার বিভিন্ন ধরনের দৌঁড়, ভলিবল, ফুটবলসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘পৃথিবীতে কখনো আমদানিনির্ভর জনশক্তি দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। যদি এমন হতো তাহলে মধ্যপ্রাচ্য, আমেরিকা কিংবা জাপানের চেয়েও ধনী ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতো। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করতে হলে দক্ষ জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই। এ দক্ষ জনশক্তি তৈরিতে যবিপ্রবির পুরো পরিবার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, স্বাধীনতার এ ৫০ বছরে শহীদদের রক্তের ঋণের কাছে আমাদের শপথ নিতে হবে যেন, আমরা বাংলাদেশকে একটি ক্ষুধা, দারিদ্র মুক্ত উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারি।
দিনব্যাপী বিভিন্ন পর্বের অনুষ্ঠানে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, ডিনস কমিটির আহ্বায়ক ড. মোঃ নাসিম রেজা, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ আলম হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি ড. মোঃ আব্দুর রউফ, কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
তেরখাদায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ উপলক্ষে র্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান
তেরখাদা প্রতিনিধি
গতকাল সকাল ১০টায় তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে বাংলাদেশের এক অনন্য অর্জন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ উপলক্ষে র্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খুলনা ৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী। র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা শেখ শহীদুল ইসলাম, উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান,অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, ওসি তদন্ত মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, টিএসও মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী খালিদ ইবনে হাসান, পিআইও সোহেল রানা, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, রিসোর্স অফিসার আবুল কালাম আজাদ, নির্বাচন কর্মকর্তা রাজিবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজুমল হক, ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, কেএম আলমগীর হোসেন, খান সেলিম, উকিল লস্কার, শেখ মোঃ মহাসিন, কৃষ্ণ মেনন রায়, বীর মুক্তিযোদ্ধা সরদার আমীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত ও সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্সসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
তেরখাদা উপজেলায় রাজনৈতিক দলের বিভিন্ন নারী কমিটির সাথে অপরাজিতাদের সভা
তেরখাদা প্রতিনিধি
গতকাল সকাল ১০টায় রাজনৈতিক দলের বিভিন্ন নারী কমিটি ও অপরাজিতাদের এক মতবিনিময় সভা তেরখাদা উপজেলা সদরের শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান। সভায় বক্তৃতা করেন শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হোসনেয়ারা চম্পা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আঞ্জুয়ারা সুমি, তেরখাদা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাছিমা কবির, নারী নেত্রী সাবানা আক্তার, উপজেলা মহিলা বিএনপির নেত্রী মোসাঃ লিপি বেগম। স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের অপরাজিতা প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী সুবল কুমার ঘোষ। সভা সঞ্চালনা করেন রূপান্তরের অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অনামিকা দাস গুপ্ত বাসন্তী।
ফুলতলায় দু’দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
ফুলতলা প্রতিনিধি
ফুলতলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় দুই দিনব্যাপী মেলা শনিবার থেকে শুরু হয়েছে । এ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী পরিষদ চত্বর থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউট দল,ফায়ার সার্ভিস, বিএনসিসি, আনসার ভিডিপিদল এতে অংশ গ্রহণ করেন। উপজেলা প্রশাসন আয়োজিত ইউএন সাদিয়া আফরিনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় সরকারি-বেসরকারী দপ্তর-প্রতিষ্ঠানের ৩৬টি স্টল স্থান পেয়েছে। বিকালে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
গতকাল সন্ধ্যা ৬টায় বিদ্রোহী নজরুল একাডেমি’র নিজস্ব কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন, ঢাকা’র সঙ্গীত শিল্পী অসিত কুমার ম-ল। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিঃ, খুলনার সিনিয়র অফিসার মঙ্গল চন্দ্র ঢালী এবং ল্যাব এইড ডায়াগনস্টিক, খুলনার পরিচালক ডাঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা তৌহিদুর রসুল শিমুল। অতিথিদের পাশাপাশি আলোচনায় অংশগ্রহণ করেনÑসেজুতি ইসলাম, লতা বিশ্বাস, মাধুরী ম-ল, কণিকা রায়, লনি রায়, রিংকু সরকার, রাহেলা সিদ্দীকা ঋতু, লিকটন সরদার প্রমুখ। সঙ্গীত ও কবিতা আবৃত্তি করেনÑউপমা রায়, আরিয়ান ইসলাম নিয়ন, রথিন বিশ্বাস শুভ, উপমা সরদার, মোহনা রায়, চৈতী বসু, জয়ীতা ম-ল, আরশি, পল্লীকা ম-ল, দীপন ম-ল, রাইমা ঢালী, সিমান্তী ম-ল, স্বর্ণালী, মোহনা বসু, ডাঃ নুরুল ইসলাম, খন্দকার একরাম হোসেন, অসিত কুমার ম-ল, কৌশিক রায় এবং যন্ত্রসঙ্গীত তবলায় ছিলেন বাপী সরকার। সমগ্র অনুষ্ঠানটি গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা রাম প্রসাদ রায় (সুমন)।
দাকোপে অভিভাবক সদস্য নির্বাচনে অনিয়ম ও অপকৌশলের অভিযোগ
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপের ২২ নম্বর শ্রীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে অভিভাবক ও বিদ্যোৎসাহী সদস্য নির্বাচনে অনিয়ম ও অপকৌশলের অভিযোগ উঠেছে। এবিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিভাবক অসিত মৃধার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্দ রয়েছে। এছাড়া আসন্ন স্থানীয় ইউপি নির্বাচন নিয়ে জন সাধারণ যখন ব্যস্ত ঠিক সেই মুহুর্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ষড়যন্ত্র ও তড়িঘড়ি করে গোপন তফশীলের মাধ্যমে নিজের পছন্দের ব্যাক্তিদের মনোনয়ন জমা দিয়ে কয়েক দিন আগে নির্বাচন পরিচালনা করেছেন। তাছাড়া গোপনে বিদ্যোৎসাহীও মনোনীত করেছেন। অসিত মৃধা বলেন অভিযোগ দেয়ার পরও আগামী ২৯ মার্চ ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন কারার চেষ্টা চালাচ্ছেন।
ম্যানেজিং কমিটির সভাপতি প্রসেনজিৎ রায় বলেন তিনি নিজে ও তার বর্তমান কমিটির সদস্যরা নির্বাচনের দিন বিষযটি জেনেছেন। পূর্ব কোন প্রস্তুতি বা আনুষ্ঠানিকতার বিষয়ে তিনি অবগত নয় বলে জানান।
এবিষয়ে প্রধান শিক্ষক নিত্যানন্দ রায় জানান উপজেলা শিক্ষা অফিস থেকে তাকে যে নির্দ্দেশনা দিয়েছে তিনি তাই করেছেন। এবিষয়ে জানার জন্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল ইসলামের মুঠো ফোনে বার বার কল দিলে তিনি বিভিন্ন অজুহাত দিয়ে ফোন কেটে দেন।
এব্যাপারে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান জানান তিনি লিখিত অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত করে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম সিরাজুর দোহা বলেন করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্দ রয়েছে। এসময়ে কোন নির্বাচন করা যাবে না। এবিষয়ে তিনি উপজেলা শিক্ষা অফিসারের সাথে আলাপ করে ব্যবস্থা নিবেন বলে জানান।
দাকোপে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক এক ব্যবসায়ী
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ রিপেশ বৈদ্য (৩৪) নামে এক ব্যবসায়ী আটক হয়েছে। সে উপজেলার রামনগর এলাকার নৃপেন বৈদ্য ছেলে। গত শুক্রবার রাত ৯টার দিকে কালিনগর খেয়াঘাট এলাকা থেকে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহলদল তাকে আটক করেন। এঘটনায় কোস্টগার্ড বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে লেফটেন্যান্ট বিএন এম মাজহারুল হক জানান। দাকোপ থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বলেন মাদক আইনে মামলা দায়ের করার পর রিপেশকে শনিবার কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
দাকোপে মহান স্বাধীনতা দিবস পালন
দাকোপ (খুলনা) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো ভোরে ৩১ বার তোপধ্বনি, স্মতি সৌধে পুষ্পস্তাবক অর্পন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকল সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা, প্রীতি ফুটবল ম্যাচ ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মর্তুজা খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান প্রমুখ। এসময়ে বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা আ‘লীগও দিবসটি পালন করেছেন।