মাগুরার শালিখায় আ’লীগ কর্মী খুন, আহত ১৫

2
Spread the love

মাগুরার শালিখা উপজেলার চতুরবাড়িয়া বাজারে রাজতৈনিক দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় ওয়াহিদার রহমান (৪৫) নামে এক আ’লীগ কর্মী নিহত হয়েছেন। তিনি উপজেলার কুশখালী গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত ৮টার দিকে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে ৬ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

যশোর হাসপাতালে চিকিৎসারতরা হলেন নিহত ওয়াহিদার রহমানের ভাই গোলাম সরোয়ার (৬৫), গোলাম সরোয়ারের ছেলে সোহাগ (২০), আলী বক্সের ছেলে ওলিয়ার রহমান (৪০), আবুল বিশ্বাসের ছেলে আহাদ আলী (২২), আলতাফ মন্ডলের ছেলে হাসান মন্ডল (২৫) ও ইনসার মোল­ার ছেলে হাসান মোল­া (২০)।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডাক্তার আব্দুর রশিদ জানিয়েছেন, আহতদের মধ্যে গোলাম সরোয়ারের অবস্থা গুরুতর। তাদেরকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো জানেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওয়াহিদার রহমানের মৃত্যু হয়েছে। অধিক রক্তক্ষরণের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। 

হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি ও তাদের স্বজনরা অভিযোগ করেন, হামলাকারীরা বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য ও রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে আ’লীগ সমর্থকদের সাথে তাদের বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে শনিবার রাত ৮টার দিকে চতুরবাড়িয়া বাজারে হঠাৎ করেই পল­ী চিকিৎসক সাখাওয়াত, মান্নান মেম্বর, টিপু, তোতা, রাসেল, মোতাহারসহ ২০/২৫ জন অস্ত্রধারী অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। বাজারে উপস্থিত লোকজন একত্রিত হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করে। আহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যায়।

-যশোর প্রতিনিধি