হেফাজত ইসলামের ডাকা রোববারের (২৮মার্চ) হরতাল পালিত হয়নি মণিরামপুরে। হরতাল হলেও অন্যদিনের ন্যায় মণিরামপুর বাজারের ব্যবসায়ীরা রোববার সকাল থেকে দোকানপাট খুলেছেন। মণিরামপুরের উপরদিয়ে দূরপাল্লার পরিবহনসহ স্থানীয় যানবাহন চলেছে স্বাভাবিক নিয়মে।
পথচারীসহ মণিরামপুর বাজারে ক্রেতা সমাগম হয়েছে অন্যদিনেরমত। অফিসপাড়ায় কাজকর্ম চলেছে ঠিকঠাক। এইদিন হরতালের সমর্থনে কোন মিছিল মিটিং হতে দেখা যায়নি। হরতাল বা নাশকতা ঠেকাতে পুলিশ থেকেছে তৎপর। হরতালকে কেন্দ্র করে উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মণিরামপুর ট্রেকার সমিতির লাইন সেক্রেটারি জাহাঙ্গীর ইসলাম বুলবুল বলেন, হরতাল নেই। আমরা সময়মত ট্রেকার ছেড়েছি। কোন সমস্যা হয়নি।
মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, মণিরামপুরে কোন হরতাল পালন হয়নি। সবকিছু স্বাভাবিক নিয়মে চলছে। কোনপ্রকার অঘটন ঠেকাতে পুলিশের একাধিক টিম বাইরে রয়েছে।
-মণিরামপুর (যশোর) প্রতিনিধি