পশ্চিমবঙ্গের নির্বাচন: যা বললেন শ্রাবন্তী

6
Spread the love

আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে লড়ছেন অভিনেত্রী শ্রাবন্তী।

মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন তিনি। এর পরই এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তার ছবি টুইটারে পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে দুর্নীতি, তোলাবাজি মুক্ত করে, বেহালা পশ্চিমে শুধু ক্লাবে ক্লাবে ফূর্তি করার দান খয়রাতি নয়, সামাজিক উন্নয়নের সঙ্গে সোনার বাংলার সংকল্প নিয়ে বেহালা পশ্চিমে সুখে-দুঃখে সব সময় পাশে দাঁড়ানোর শপথ নিয়ে আজ মনোনয়ন পত্র জমা দিলাম’।

আনন্দবাজার পত্রিকা বলছে, অভিনেত্রীর এই পোস্টে লাইকের সংখ্যা ১৫ হাজারের উপরে। সেখানে রিয়্যাকশন দিয়েছেন সাংসদ মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, কৌশানী মুখোপাধ্যায়।

এক সময় ‘দিদি’র মঞ্চে দেখা যেত শ্রাবন্তীকে। তার এই পরিবর্তনে সমর্থন জানিয়েছেন নুসরাতের স্বামী নিখিল জৈনও।

-বিনোদন ডেস্ক/খুলনাঞ্চল