খুলনায় বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও। গত তিনদিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন চার রোগীর মৃত্যু হয়েছে।
খুমেক হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের করোনা ইউনিটে ১৭ রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত দুই দিনে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৬ মার্চ মধ্যরাত দেড়টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় হাছিনা বেগম (৭২) নামে এক নারী মারা যান। এরআগে বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় যশোরের নিউমার্কেট এলাকার মৃত গোলামের ছেলে জাহাঙ্গীর কবিরের (৫২) মৃত্যু হয়। বুধবার (২৪ মার্চ) সকালে করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদরের আরবপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে আব্দুল হাসেম (৪৫) এবং বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত আবু বক্করের স্ত্রী সাহিদা বেগম (৬৫) মারা যান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ মার্চ) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ৫২৩ জনের করোনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে খুলনার ১৪ জন এবং বাগেরহাটের পাঁচজন, সাতক্ষীরার তিনজন, যশোরের একজন ও নড়াইলের দুইজন করোনা আক্রান্ত হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. মিজানুর রহমান বলেন, ‘সারাদেশের মতো খুলনায়ও করোনা সংক্রমণ বেড়েছে। কিছুদিন আগেও খুলনায় করোনা সংক্রমণ কম ছিল। করোনা সংক্রমণ ঠেকাতে মানুষকে সচেতন হতে হবে।’
তিনি আরও বলেন, ‘করোনা টিকা নেয়া মানেই করোনা মুক্ত নয়। একই সঙ্গে করোনার দুটি ডোজের টিকা নিতে হবে। টিকা নেয়ার পর মানুষের শরীরে এন্টিবডি তৈরি হতে অন্তত দুই মাস সময় লাগে। ফলে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।’
খুলনা সিভিল সার্জন অফিস সূত্র জানা যায়, বৃহস্পতিবার (২৫ মার্চ ) পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৬১ হাজার ৭৩৭ জন টিকা গ্রহণ করেন। এরমধ্যে পুরুষ ৯৬ হাজার ২১২ এবং মহিলা ৬৫ হাজার ৫২৫ জন।
খুলনার সিভিল সার্জন ডা. নেওয়াজ মোহাম্মদ বলেন, ‘করোনা সংক্রমণ ঠেকাতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। মানুষকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।’
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধ ও মোকাবেলায় দায়িত্বশীল সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে।’
জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনদিনে খুলনায় অভিযান চালিয়ে ২৩৪টি মামলায় ৯৭ হাজার একশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে বুধবার (২৪ মার্চ) মাস্ক পরিধান না করার অপরাধে খুলনা জেলায় মোট ৪৮ মামলায় ২২ হাজার ৫শ’ টাকা, মঙ্গলবার (২৩ মার্চ) জেলায় মোট ১১৭ মামলায় ৫০ হাজার ২শ’ টাকা, সোমবার (২২ মার্চ) জেলায় মোট ৬৯ মামলায় ২৪ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইউসুফ আলী বলেন, ‘খুলনায় স্বাস্থ্যবিধি মানার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সাধারণ মানুষকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট চালিয়ে মামলা দায়ের ও জরিমানা আদায় করা হচ্ছে।’
– স্টাফ রিপোর্টার