২৫ মার্চ কালোরাত উপলক্ষে খুলনা মহানগর সিপিবি’র মোমবাতি প্রজ্জ্বলন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ কালোরাত উপলক্ষে দলের খুলনা মহানগরী কমিটির উদ্যোগে আজ সন্ধ্যায় পিকচার প্যালেস মোড়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন প্রবীণ সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড এড. অসিত কুমার হালদার। এ সময়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেনÑজেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা শেখ আব্দুল হান্নান, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, অধ্যাপক সঞ্জয় সাহা, রুস্তম আলী হাওলাদার, সরকার ভূষণ চন্দ্র তরুণ, কিংশুক রায়, নীরজ রায়, কামরুল ইসলাম খোকন, অধ্যাপক দেবনারায়ণ পাল, অশোক বিশ্বাস, যুব ইউনিয়ন নেতা এড. নিত্যানন্দ ঢালী, আফজাল হোসেন রাজু, হরষিৎ ম-ল, মিঠন ম-ল প্রমুখ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক পরিষদের কার্যনির্বাহী পরিষদের কার্যকালের সমাপ্তির প্রাক্কালে গঠনতন্ত্র অনুযায়ী দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত। সভায় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মনিরুজ্জামান আর্থিক বিবরণী পেশ করেন। অতঃপর সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস তার দ্বি-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। আর্থিক বিবরণী এবং দ্বি-বার্ষিক প্রতিবেদন পেশ করার পর সাধারণ সদস্যবৃন্দ এগুলোর আলোকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। সভায় শতাধিক সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। গঠনমূলক সমালোচনা ও পর্যালোচনা পর্যায়ে সহ-সাধারণ সম্পাদক ড. মো. দুলাল হোসেন, প্রফেসর ড. তুহিন রায়, প্রফেসর ড. তানজিল সওগাত, এ বি এম নাজমুল ইসলাম বক্তব্য রাখেন। উপদেষ্টাম-লীর মধ্যে মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান এবং প্রফেসর ড. মো. সারওয়ার জাহান বক্তব্য রাখেন।
সভার সমাপনী বক্তব্যে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ওয়ালিউল হাসানাত সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একই সাথে আসন্ন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ঘোষণা করেন। আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ড. কায়কোবাদ মো. রেজাউল করিম এবং পূণম চক্রবর্তীর নাম প্রস্তাব করেন, যা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভা সঞ্চালনা করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক হীরা। আসন্ন নির্বাচনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
মোড়েলগঞ্জে স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধার চেতনায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান
মোড়েলগঞ্জ প্রতিনিধি
প্রথম ধাপে ইউপি নির্বাচনে বাগেরহাটের মোড়েলগঞ্জে ১নং তেলিগাতি ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা চেয়ারম্যান মোর্শেদা আক্তার বলেছেন, স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধার চেতনায় সকলকে একাযোগে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার বিকেলে হেড়মা বাজারে নির্বাচনী কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন লাল। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আজাদ রুহুল আমীন, আওয়ামীলীগ নেতা আ. মান্নান আকন, মাওলানা নজরুল ইসলাম, হাকিম খান, ইউনিয়ন যুবলীগ সভাপতি খান নাহিদুজ্জামান রনি, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বাচ্চু, শ্রমিক লীগ সভাপতি মো. সালাহ উদ্দিন, তাঁতীলীগ সভাপতি খান মনিরুজ্জামান, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় চেয়ারম্যান প্রার্থী মোর্শেদা আক্তার আরো বলেন, স্বাধীনতার স্ব-পক্ষের মানুষ কখনও নৌকা প্রতিকের বিরোধিতা করতে পারেনা। স্বতন্ত্র প্রার্থী বর্তমান সরকারের ভাতাভোগীসহ সুবিধাভোগ করে। নৌকা প্রতিকের বিরোধিতা করে প্রার্থী হয়েছেন। সুদ ব্যবসায়ীর সাথে জড়িত ব্যক্তি কখনও জনগনের সেবক হতে পারে না। প্রয়াত আওয়ামী লীগ নেতা খান ছাদেকুর রহমান ছাদুখা জনগনের সাথে দীর্ঘদিনের বন্ধন এ ভালোবাসার মানুষ তাকে এখনও ভোলেনি। ১১ এপ্রিল জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে সাধারণ ভোটাররা তাকে বিপুল ভোট দিয়ে পুনরায় বিজয় করবেন।
২৫মার্চ কালো রাত স্বরণে কেইউজে’র মোমবাতি প্রজ্বলন
খবর বিজ্ঞপ্তি
একাত্তরের ২৫ মার্চের ভয়াল কালো রাতে বাংলাদেশের জনসাধারণের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্বরণে ও শহীদদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতিবার সন্ধায় খুলনা প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য চত্তরেু মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াবহতা স্বরণ করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মো: শাহ আলম, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নূর হাসান জনি, এস এম কামাল, আবুল বাশার, সাইদা আক্তার রিনি, এম এম মিন্টু, আবুল বাশার, মো: হাসানুর রহমান তানজির, রাজু শাহা বিপ্লব, মেহেদী হাসান পলাশ, এমডি অসিম, শেখ শান্ত ইসলাম প্রমুখ।
খুলনায় গণহত্যা দিবস পালিত
তথ্য বিবরণী
খুলনায় যথাযোগ্য মার্যাদায় গণহত্যা দিবস-২০২১ পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বাদজোহর ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি’র উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শন করা হয়।
সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ¦ালন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ মারুফুল আলম। আলোচক ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর। ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয় ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। রাত নয়টা থেকে নয়টা এক মিনিট পর্যন্ত প্রতীকি ব্ল্যাক-আউট পালন করা হয় (কেপিআই ও জরুরি স্থাপনা ব্যতীত)।
দাকোপে বনজীবী কৃষি পণ্য বাজারজাতকরণে ব্যতিক্রমী উদ্যোগ
খবর বিজ্ঞপ্তি
গতকাল (২৫ মার্চ ২০২১) দাকোপের বাণিশান্তা ইউনিয়নের উত্তর বাণিশান্তা গ্রামে নির্মিত সুন্দরবন পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড এর ভবনে বনজীবীদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণে ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কিত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্তিত ছিলেন দাকোপ উপজেলা এগ্রিকালচারাল এক্সটেনশান অফিসার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। কার্যক্রম শেষে প্রশিক্ষক বলেন শুধুমাত্র নিয়ম মেনে প্রচেষ্টা চালালেই জীবীকা উন্নয়নের এই সম্ভাবনাময় ক্ষেত্রের বিকাশ সম্ভব। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, শুধু এই প্রকল্পের সুবিধাভোগীরাই নয়, বরং এই ধরণের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে সুন্দরবন সংরক্ষণে ভূমিকা রাখতে পারেন বহু বনজ সম্পদ আহরণকারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেডস্ এর পাবলিক রিলেশান অফিসার কপিল বিশ্বাস, রিসার্স অফিসার মো. নাহিদ হাসান, ফিল্ড এডভাইজার জনাব রজত শুভ্র গাইন, প্রোগাম অফিসার এম.এ খালেক ও মাঠকর্মী প্রশান্ত দেব।
এানে উল্লেখ্য যে, বাংলাদেশ কৃষি প্রধান দেশ আর কৃষকরাই সবসময় অবহেলিত ও বঞ্চিত। বেশিরভাগ ক্ষেত্রে মধ্যসস্ত¡ভোগীরা অধিক মুনুফা আত্মস্থ করে ফলে আমাদের দেশের প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক অবস্থার কোন পরিবর্তন হয় না। তাছাড়া উৎপাদিত পণ্য কিভাবে আকর্ষনীয় মোড়কের মাধ্যমে বাজারজাত করে অধিক মুনাফা অর্জন করা যায় সেটা তাদের জানা নেই। মূলতঃ এই বিষয়টিকে মাথায় রেখেই বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশান ফোরাম (জীফ) যৌথ উদ্যোগে জাপান সরকারের বৈদেশিক সম্পর্ক বিষয়ক তৃণমূল প্রকল্পের আর্থিক সহযোগিতায় ‘সুন্দরবন উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় মাৎস্য, কৃষি, বনজ ও পরিবেশবান্ধব পর্যটন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনার জন্য ২৬৫ জন সুবিধাভোগী নির্বাচন করা হয় এবং ঐ সকল সুবিধাভোগীদের সমন্বয়ে গড়ে ওঠে সুন্দরবন পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড। এই প্রকল্পের কার্যক্রম হিসাবে কৃষিজীবী সেক্টরের ৮০ জন উপকূলীয় গ্রামবাসী কৃষককে পন্য উৎপাদনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাদের মধ্য থেকে ১২ জনকে উৎপাদিত পণ্যের মোড়কজাত ও বাজারজাতকরণের উপর নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে তাদের উৎপাদিত পণ্য এখন তারা সরাসরি বাজারে বিক্রয় করতে পারছে এবং অধিক মুনাফা অর্জন করছে। বিকল্প জীবীকার সুযোগ সৃষ্টির ফলে সুন্দরবনের সম্পদের উপর ধীরে ধীরে চাপ কমছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সিটি মেয়রের বাণী
খবর বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে খুলনা সিটি সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এক বাণীতে বলেন, বাঙালী জাতির ইতিহাসে ১৯৭১ এর ২৬ মার্চ একটি গৌরবময় দিন। স্বাধীন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ১৯৭১ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আহবানে দেশপ্রেমিক জনগণ মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। তাঁদের প্রশংসনীয় বীরত্ব, অসীম সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় ঘটনা।
মহান সেই স্বাধীনতার আজ পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে যা বাঙালী জাতির জন্য আরো অনেক বেশী গৌরবের। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য নতুন প্রজন্মের প্রতি উদাত্ত আহবান জানান।
মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে খুলনা সিটি কর্পোরেশনের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, সকাল সোয়া ৯টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিকাল ৪টায় খুলনা জেলা ষ্টেডিয়ামে কেসিসি বনাম জেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। এছাড়া সূর্য্যােদয়ের সাথে সাথে পাবলিক হল, নগর ভবন, খালিশপুর শাখা অফিস ও ওয়ার্ড অফিসসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং নগর ভবনসহ কেসিসি’র সকল স্থাপনা আলো দ্বারা সজ্জিত করা হয়েছে।
তালায় ৬শ৩২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ
ইলিয়াস হোসেন, তালা
আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সাতক্ষীরার তালা উপজেলার ১১ টি ইউনিয়নে ৬৩২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে উপজেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা যায়। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪৩ জন, সাধারণ সদস্য ৪৫৫ এবং সংরক্ষিত সদস্য ১৩৫ প্রাথী তাদের মনোনীত প্রতীক বরাদ্ধ পেয়েছেন। এসময় প্রতীক বরাদ্ধ পেয়ে উৎসুক নেতা-কর্মীরা প্রচার প্রচারণায় নেমে পড়েন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, ১১টি ইউনিয়নে যারা মনোনয়ন জমা দিয়েছিলো তাদের মধ্যে চেয়ারম্যান, সাধারণ সমস্য এবং সংরক্ষিত সদস্যদের মাঝে সুষ্ঠ্য ভাবে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। এখন থেকে তারা নির্বাচনের আচারণ বিধি মোতাবেক প্রচার-প্রচারণা করতে পারবেন।
তিনি আরো বলেন, তালা উপজেলার তালা সদর, তেতুলিয়া এবং খলিলনগর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এসময় তিনি নির্বাচন সুষ্ঠ্য ও নিরোপেক্ষ হবে বলেও জানান।
সুনামগঞ্জের সাল্লায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
গত ১৭ মার্চ সুনামগঞ্জের সাল্লা উপজেলা নোয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িকগোষ্ঠী ও লুটেরা কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে হামলা-লুটপাট, মন্দির ভাংচুর ও নারী নির্যাতনসহ ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে খুলনা মহানগরের পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ুর সঞ্চালনায় বক্তারা বলেন, এই জঘণ্য হামলাকারী ও ইন্ধনদাতাদের দ্রুত গ্র্রেফতার ও কঠিন শাস্তির আওতায় আনতে হবে। ’৭১-এর পরাজিত পাকিস্তানী দোসররাই বার বার স্বাধীনতার পরেও এদেশে বিভিন্ন সময় বিভিন্নভাবে অপতৎপরতা লিপ্ত থেকে নিরীহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়েছে ও চালাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় প্রতি ঘটনার কোনো বিচারিক তৎপরতা এ পর্যন্ত দৃশ্যমান হয়নি। যার প্রেক্ষিতে ঐসব অপশক্তি দিন দিন আরও মাথা চাড়া দিয়ে উঠছে। আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে বক্তাগণ সকল অপশক্তির বিরুদ্ধে কঠিনভাবে রুখে দাঁড়ানো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑখুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, অরবিন্দ সাহা, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাশ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ ও জেলা সভাপতি বিমান বিহারী রায় অমিত, পূজা পরিষদ খুলনা মহানগর সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, খুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ দত্ত, খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. নিমাই চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর সহ-সভাপতি সমর কু-ু, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা ও জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও শ্রমিকলীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রণজিৎ ঘোষ, সহ-সভাপতি রতন মিত্র, যুগ্ম সম্পাদক বিমান সাহা, পাবলা বণিকপাড়া সোসাইটির আহ্বায়ক নাজমুল হাসান পুলু, মহানগর পূজা পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, বাংলাদেশ জুয়েলারী মালিক সমিতি খুলনা জেলা সাধারণ সম্পাদক শঙ্কর কর্মকার, সিনিয়র আইনজীবী এড. বীরেন্দ্র নাথ সাহা, কেসিসি সংরক্ষিত মহিলা কাউন্সিলর কণিকা সাহা, মহাদেব সাহা, অধ্যাপক তারক চাঁদ ঢালী, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, মহানগর পূজা উদযাপন পরিষদের ৮টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে রজত কান্তি দাস, দীপক দত্ত, বিকাশ কুমার সাহা, বিপ্লব সাহা লব, বিপ্লব মিত্র, রামচন্দ্র পোদ্দার, তিলক গোস্বামী, প্রকাশ অধিকারী, ডাঃ শেখর চন্দ্র পাল, পার্থ রায় মিঠু, মনোজ কান্তি রায়, রঞ্জন রায়, দুলাল সরকার, সুভাষ দত্ত, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দৌলতপুর থানা সভাপতি আশুতোষ সাধু, এড. পপি ব্যানার্জী, এড. আনন্দ কুমার ঘোষ, এড. উল্লাস কর বৈরাগী, তপন সাহা, বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, তাপস সাহা, শিবনাথ ভক্ত, শিবু রায়, সুজিত মজুমদার, কালীপদ দাস, কাঞ্চন বোস, উপাধ্যক্ষ দেবদাস ম-ল, রণজিৎ মুখোপাধ্যায়, সুরেশ চক্রবর্ত্তী, স্বপন চক্রবর্ত্তী, সত্যপ্রিয় সোম বলাই, দীপংকর সাধু, পঙ্কজ দত্ত, শ্যাম ভক্ত, প্রমিলা রায়, উজ্জ্বল ব্যানার্জী, উজ্জ্বল রায়, ভবেশ সাহা, শংকর পোদ্দার, শ্যামচন্দ্র পোদ্দার, বিদ্যুৎ দাস, সুকুমার সাহা, সুশান্ত ব্যানার্জী, ভোলানাথ দত্ত, নিখিল বিশ্বাস, পরিতোষ হালদার, নিতাই সরদার, রূপম দে, অশোক ঘোষ, পাপ্পু সরকার, প্রণব চক্রবর্ত্তী, সুশীল দাস, রাজকুমার হেলা, সবিতা মজুমদার, সন্ধ্যা রাণী বিশ্বাস, সঞ্চিতা রায়, বাবু শীল, মাণিক শীল, অলোক দে, রবীন দাস, অজয় দে, অনিন্দ্য সাহা, প্রদীপ সেন, শুভাগত দত্ত শুভ, সজল দাস, রাজকুমার শীল, নিরুপমা গোলদার, কবিতা বৈরাগী, মুক্তা শীল, বাপ্পী রায়, বিদ্যুৎ নন্দী, চন্দন সাহা, অমিত সাহানী, জীবন ভৌমিক, সেতু সাহা, দিপ্র সাহা প্রমুখ।
হরিণাকুন্ডুতে আগুনে পুড়ে ২৫ কৃষকের ১২ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামে ২৫ কৃষকের ১২ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মিঠু মিয়া জানান, দুপুরে দারিয়াপুর গ্রামের সাহেব আলী নামের এক কৃষক তার গমের জমির আগাছা পুড়ানোর জন্য আগুন দেয়। সেই আগুনে তার পানবরজে লাগে। সেখান থেকে তা মুহুর্তে তা আশপাশের বরজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে যায় ওই গ্রামের রাজু মিয়া, ইবাদত হোসেন, রুস্তম আলী, ইশারত আলী, নুর হক, মঞ্জের আলী, বিশারত আলী, নিজাম উদ্দিন, লতিফ হোসেন, সৌরভ আলী, মকছেদ আলীসহ ২৫ জন কৃষকের ১২ বিঘা জমির পান। এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগের কর্মকর্তারা।
হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ২৫ জন কৃষকের ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা যাচ্ছে। কৃষি অফিস থেকে সরাসরি সাহায্য করার কোন প্রকল্প নেই। তবে আমরা ভবিষ্যতে প্রণোদনা বা প্রশিক্ষণ দিয়ে ক্ষতিগ্রস্থ এসব কৃষকদের সহযোগিতা করব।
হরিণাকুন্ডুর কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফতদৌলা ঝন্টু বলেন, এলাকার অনেক চাষী জমি লীজ নিয়ে পানের আবাদ করেছিল। আগুনে তাদের সম্বলটুকু শেষ হয়ে গেল। এ অবস্থায় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ এসব কৃষকদের সহযোগিতা করার আহ্বান করছি।
উল্লেখ্য, এর আগে ২৮ ফেব্রুয়ারি হরিনাকুন্ডুর মান্দারতলা গ্রামের ৩০ বিঘা ও ৪ মার্চ একই উপজেলার মকিমপুর গ্রামের ১০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়ে যায়।
দীর্ঘ প্রতিক্ষার অবসান: সাতক্ষীরা মেডিকেল কলেজে পিসিআর ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরাবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান হয়েছে। অবশেষে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেস্টের আরটি পিসিআর ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে উক্ত পিসিআরর ল্যাব কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইন সংযুক্ত ছিলেন জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কাজী আরিফ আহমেদ, অর্থপেডিকস ডা. কামরুজ্জামান, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. জাহিদ,ডা. হরষিত চক্রবর্তী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নমুমা সংগ্রহের মাধ্যমে সাতক্ষীরাবাসীর বহু প্রতিক্ষিত মেডিকেল কলেজে করোনা টেস্ট কার্যক্রম শুরু করা হয়। উল্লেখ্য, করোনা টেস্ট নিয়ে সাতক্ষীরাবাসী দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছিলেন। নমুনা পাঠানোর এক সপ্তাহ পরেও রিপোর্ট পেতেন না সাতক্ষীরাবাসী। যে কারণে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে সাতক্ষীরার বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছিলেন। এর প্রেক্ষিতে গত বছরের ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরা মেডিকেলে পিসিআর ল্যাব আসলেও ত্রুটির কারনে তা স্থাপন করা হয়নি। একপর্যায়ে আজ বৃহস্পতিবার ২৫ মার্চ ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রূপসায় চুরির অপবাদ সহয়ে না পেরে দিন মজুরের আত্মহত্যা
রূপসা প্রতিনিধিঃ
রূপসায় চুরির অপবাদ সইতে না পেরে দিন মুজুর আনন্দ সিংহ (৫৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার তালতলা গ্রামের মৃত সন্তোষ সিংহের ছেলে ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আনন্দ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যায়না। পরবর্তীতে ২৫ মার্চ দুপুরে রূপসা থানার সামনে দবির কাজির বাগানের ঘরে গলায় গামছা পেচিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাই স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে খুমেক হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। আনন্দ দিনমজুর কাজ করে পরিবার নিয়ে বসবাস করে আসছে। দিনমুজুর আনন্দ এর ছেলে বাপ্পী জানায়, একই গ্রামের বাসিন্দা কার্তিক পাল ও স্থানীয় কয়েক ব্যক্তি তার বাবাকে পান চুরির অপবাদ দিয়ে কয়েকদিন ধরে মানষিক নির্যাতন করে আসছে। তাকে প্রকাশ্যে বিচার করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এসকল কারনে তার বাবা আতœহত্যা করেছে।
অপর দিকে তার স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন, তার স্বামীকে কার্তিক ও কয়েক ব্যাক্তি কয়েকদিন ধরে পান চুরির অভিযোগ দিয়ে আসছে। এছাড়া তাদের বাড়িতে গিয়ে মেয়ের স্বামী(জামাই) ও অনার্স পড়–য়া ছেলের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে কার্তিক সহ কয়েকজন। সে ক্ষোভে দু:খে কাউকে তার মুখ দেখাবেনা বলে গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আসে। আমার স্বামীকে ষড়ন্ত্রণ করে কার্তিকরা মেরে ফেলেছে । আমি তার বিচার চাই। পরে আমরা পুলিশের মাধ্যমে আজ তার লাশের সন্ধান পাই। আনন্দ সিংহের, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, আনন্দ আতœহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা এখন বলা যাচ্ছে না। ময়না তদন্ত রির্পোট আসলে প্রকৃত ঘটনা বলা যাবে।
মোংলায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধের উপর হামলা, বাড়িঘর ভাংচুর
মোংলা প্রতিনিধি
জমি সংক্রান্ত বিরোধের জেরে মোংলায় এক বৃদ্ধকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি মেম্বরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯৯৫ সালে পিরোজপুরের বাসিন্দা বঙ্কিম সমাদ্দারের কাছ থেকে ৫০ শতক জমি ক্রয় করে বাশতলার বুড়বুড়িয়ায় বসবাস করেন দিনমজুর রফিকুল ইসলাম খাঁন। দিনমজুর ও অসহায় হওয়ায় রফিকুলের ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় মেম্বর আফজাল মোসাল্লি। সেই থেকে তাকে উচ্ছেদ করতে আফজাল মোসাল্লি নানা রকম পায়তারা করতে থাকে। একপর্যায়ে ২০১৭ সালে তাকে উচ্ছেদ করতে দিনমজুর রফিকুলের বাড়ীঘরে আগুন ধরিয়ে দেয় মেম্বর আফজাল মোসাল্লি। এ ঘটানায় বিচার চেয়ে দিনমজুর রফিকুল ওই সময়ে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের কাছে লিখিত অভিযোগ দিলে মোংলা উপজেলা চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে বলেন তিনি। কিন্তু তাতেও কোন প্রতিকার পাননি রফিকুল।
এদিকে এ ঘটনার তিন বছর পর বৃহস্পতিবার (২৪ মার্চ) মেম্বর আফজালের নেতৃত্বে আবারো রফিকুলের বাড়িতে হামলা চালানো হয়। হামলার শিকার রফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন বৃহস্পতিবার সকালে মেম্বর আফজালের নেতৃত্বে তাকে মারধর করে বাড়ি থেকে বের দেন। তার ক্রয় করা জমি দখল নিতে মেম্বর এই হামলা চালায়। এর আগে মেম্বরের বিরুদ্ধে বিচার নিয়ে সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিনের কাছে গেলে তিনি বলেন, চৌকিদারের কাছে যাও।
চেয়ারম্যান কবিরের কাছে এ ঘটনা জানতে চাইলে তিনি বলেন, আমি কিছুই জানিনা এ বিষয়ে। কোথায় এ ঘটনা ঘটেছে তাও জানিনা। এদিকে ইউপি মেম্বর আফজালের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু জানিনা। তবে জমি নিয়ে রফিকুলের সাথে তার পাশের শরিক হানিফ শেখের সাথে বিরোধ রয়েছে, তা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হতে পারে বলেও জানান তিনি। এ ব্যাপারে মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকালের ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দাকোপে হোমিওপ্যাথি চিকিৎসকদের সেমিনার
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে হোমিওপ্যাথি ডাক্তারদের কনফারেন্স ও চিকিৎসা বিষযক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় চালনা পৌরসভা মিলনায়তনে হোমিও ডিপলেট কম্পানির সেলস এন্ড মার্কিটিং ম্যানেজার এস এম আব্দুলাহ আল মারুফ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভা হোমিও পরিষদের সভাপতি ডাঃ নারায়ন চন্দ্র গোলদার, সাধারণ সম্পাদক ডাঃ নিতাই চন্দ্র মন্ডল। অন্যানের মধ্যে বক্তৃতা করেন ডাঃ মনোরঞ্জন রায়, ডাঃ বিজন রায়, ডাঃ অধির কৃষ্ণ রায় ডাঃ অমারেশ রায় প্রমুখ।
খুলনার ডুমুরিয়ায় বন সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
তথ্য বিবরণী
তালের চারা উত্তোলন, বনায়ন, বনের প্রয়োজনীয়তা ও বন সংরক্ষণ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ বৃহস্পতিবার খুলনার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব এজাজ আহমেদ বলেন, গাছ না থাকলে প্রাণের অস্তিত্ব থাকবে না। গাছই একমাত্র নিয়ামক যে বাতাসে অক্সিজেন ছেড়ে দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে সুশীতল বায়ু প্রদান করে। দোলনা থেকে কবর পর্যন্ত গাছের প্রয়োজনীয়তা রয়েছে। তাই সকলকে গাছ লাগানো ও গাছ সংরক্ষণে ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আসম হেলাল উদ্দিন আহম্মেদ সিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্তিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইযুর হোসাইন প্রমুখ। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেন ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের গবেষণা কর্মকর্তা মোঃ আকরামুল ইসলাম। এ প্রশিক্ষণে ২৫ জন স্থানীয় প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
খুবিতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্য রয়েছে সকাল ৬-৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে, সকাল ৬-৪০ মিনিটে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০ টায় ওয়েবিনারে আলোচনা সভা শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে (৪র্থ তলা), বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা, এছাড়া আলোকসজ্জা (মেইনগেট থেকে হাদী চত্বরের রাস্তা পর্যন্ত, প্রশাসনিক ভবন ও অদম্য বাংলা)।
খুবির সাইটে স্কুলের উদ্যোগে ‘ম্যানেজিং চেঞ্জ এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক লেকচার সিরিজ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা (সাইটে) স্কুলের উদ্যোগে ‘ম্যানেজিং চেঞ্জ এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এক লেকচার সিরিজ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা (সাইটে) স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ লেকচার সিরিজে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ডিজাইন এন্ড এনভায়রনমেন্ট স্কুলের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. জোহান্স উইডোডো।
তিনি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য (এসডিজি) অর্জনের বিভিন্ন দিক নিয়ে তথ্য-উপাত্ত তুলে ধরেন। তিনি বলেন, হেরিটেজে বিনিয়োগ টেকসই উন্নয়নের সহায়ক। এই এসডিজি অর্জনের জন্য সকল শর্ত পূরণের ক্ষেত্রে গ্রামীণ জনপদের বাসস্থান, নারীদের প্রশিক্ষণ এবং দক্ষতা সৃষ্টি করে আয়বৃদ্ধি বিষয়টি সবিশেষ গুরুত্ব রাখে। তিনি এসডিজির শর্ত পূরণে বাংলাদেশ প্রত্যাশানুরূপ অগ্রগতি লাভ করেছে বলে মন্তব্য করেন। তিনি বিভিন্ন তথ্য-চিত্রের মাধ্যমে স্থাপত্যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ হেরিটেজের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, এই গ্রহের একটি বড় সমস্যা জনসংখ্যা এবং তাদের ভোগের চাহিদা বৃদ্ধি। একই সাথে এই বিশাল মানবগোষ্ঠির অব্যবহৃত বস্তুও বড় সমস্যা, যা পরিবেশ ও প্রতিবেশের জন্য হুমকি। এক্ষেত্রে তিনি সিঙ্গাপুরের মতো ইলেক্ট্রনিক যানবাহন ব্যবহারের পরামর্শ দেন।
তিনি বলেন, সময় ও চাহিদার সাথে যে পরিবর্তন সামনে আসছে তা ব্যবস্থাপনা ও আধুনিক ধারণার সাথে সামঞ্জস্যতা সাধন করে সম্পাদন করতে হবে। করোনা পরিস্থিতি অভীষ্ট লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও এর মধ্য দিয়েই আমাদের নতুন নতুন অভিজ্ঞতা অর্জিত হচ্ছে। মানবজাতির টিকে থাকা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এসব প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই আমাদের সামনে এগোতে হবে। এক্ষেত্রে তিনি নবীন স্থপতিদের গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান। তিনি তার বক্তৃতার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তাঁর স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।
লেকচার সিরিজের শুরুতে স্বাগত বক্তৃতা করেন আয়োজক কমিটির আহ্বায়ক ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদির। সঞ্চালনা করেন পদার্থ বিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ তরিকুল ইসলাম। পরে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ সেরাজুল হাকিম, সহযোগী অধ্যাপক গৌরি শঙ্কর রায়। লেকচার সিরিজে সমাপনী বক্তৃতা করেন স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. খোঃ মাহফুজ উদ দারাইন। আলোচকরা করোনা মহামারীর পরিস্থিতির মধ্যেও গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে লেকচার সিরিজ আয়োজনের জন্য সাইটে স্কুলের ডিনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শেষে লেকচার সিরিজে অংশগ্রহণের জন্য ড. জোহান্স উইডোডোকে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের পক্ষ থেকে ভার্চ্যুয়াল ‘সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন’ প্রদান করা হয়।
মাস্ক ছাড়া ঘরের বাহিরে বের হওয়া যাবে না:জেলা পুলিশ সুপার
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলার নবাগত পুলিশ সুপার মাহাবুব হাসান বলেন, চলমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমাদের প্রত্যেকের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। কোন অবস্থায় মাস্ক ছাড়া ঘরের বাহিরে বের হওয়া যাবে না। করোনা মোকাবেলায় প্রথম ধাপ হল মাস্ক পরা। তাই আমাদের সকলকে মাস্ক পরতে হবে। বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়ায় অনুষ্ঠিত জন-সচেতনতামুলক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন কিছু সংখ্যক মানুষ অবহেলা করে মাস্ক ব্যবহার করছে না। এ ধরনের কাজ করা মোটেও ঠিক না। তাই আমরা চাই আপনারা সবাই মাস্ক ব্যবহার করেন এবং করোনা মুক্ত দেশ গড়–ন। বক্তৃতা শেষে তার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয় এবং পরে তিনি নিজেই বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, ইন্সেপেক্টর তদন্ত মোঃ রফিকুল ইসলাম, এস আই ইয়াছিন আরাফাত, এসআই রজত কুমার, এস আই আলামিন, সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা সরদার আব্দুল গণি, খান আবু বক্কার,শোভা রানী হালদার, ছাত্রলীগের খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা প্রমুখ।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। খলশী গ্রামের অসুস্থ আব্দুস সালামকে দেখতে যান। তার চিকিৎসার সার্বিক খোজঁ খবর নেন। সাজিয়াড়া গ্রামের অসুস্থ আব্দুল কাদের মোড়লকে দেখতে যান। এদিকে সকালে অসুস্থ আরাজি ডুমুরিয়া গ্রামের আনিস ঢালীকে দেখতে যান। সকাল ১১ টায় জেলা পুলিশের আয়োজনে নবাগত এসপি মাহবুব হাসানারে নেতৃত্বে করোনা মোকাবেলায় মাক্স বাধ্যতামুলক এক সচেতনতামুলক মতবিনিময় সভা ও শোভাযাত্রায় অংশ নেন। দুপুরে সাজিয়াড়া গ্রামে আলাউদ্দিন মোড়লের ছেলের বিয়ের বৌভাত অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া সকালে উপজেলার পাশে ও মডেল স্কুলের আশপাশের সকল শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন নওশের সরদার, আজমত শেখ, কালাম ঢালী, রিজাউল শেখ, আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল,ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ খুলনা জেলায় দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন
তথ্য বিবরণী
‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আগামী ২৭ মার্চ সকাল সাড়ে ১০টায় খুলনা সার্কিট হাউজ সংলগ্ন মাঠে কর্মসূচির উদ্বোধন ও র্যালি, ১১টায় ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশ’ বিষয়ে আলোচনা সভা, দুপুর ১২টায় উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শন, বেলা একটায় স্টল পরিদর্শন, বিকাল চারটায় তরুণদের জন্য জাতির পিতার জীবনীর ওপর নির্মিত তথ্যচিত্র ও স্থানীয় বিভিন্ন উন্নয়ন তথ্যসমৃদ্ধ চিত্র/ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৮ মার্চ সকাল ১০টায় ‘রূপকল্প ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ বিষয়ক সেমিনার, দুপুর ১২টায় শিক্ষার্থী ও তরুণদের জন্য উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বেলা আড়াইটায় স্থানীয় বিভিন্ন উন্নয়নচিত্র প্রদর্শনী, বিকেল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পাঁচটায় সমাপনী অনুষ্ঠিত হবে।
খুলনায় বৃহস্পতিবার করোনা ভ্যাকসিন নিয়েছেন এক হাজার পাঁচশত ৬৯ জন
তথ্য বিবরণী
খুলনায় বৃহস্পতিবার মোট এক হাজার পাঁচশত ৬৯ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিনশত তিন জন এবং আটটি উপজেলায় মোট এক হাজার দুইশত ৬৬ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ দুইশত ৪৯ জন, দিঘলিয়া একশত আট জন, ডুমুরিয়া চারশত ৮০ জন, ফুলতলা ৪৭ জন, কয়রা একশত ৬১ জন, পাইকগাছা একশত ৬০ জন, রূপসা ৩৫ জন এবং তেরখাদায় ২৬ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ আটশত ৭০ এবং মহিলা ছয়শত ৯৯ জন। এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৬১ হাজার সাতশত ৩৭ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার দুইশত ১২ এবং মহিলা ৬৫ হাজার পাঁচশত ২৫ জন।
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে যশোরের শার্শায় শহিদের স্মরণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান
বেনাপোল প্রতিনিধি
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় সকল শহিদের স্মরণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব অডিটরিয়ামে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।
আলোচনায় বক্তারা বলেন, ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল ২৫ মার্চের কালরাত আজ। ইতিহাসের এই দিনে পাশবিকতা, নৃশংসতা আর হিংস্রতার রূপ প্রকাশ করে ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ‘অপারশেন সার্চলাইট’ নামের সেই অভিযানে একযোগে গণহত্যা চালায় পশ্চিম পাকিস্তানি শাসক ও সেনাবাহিনী। এদেশের মেধাশূন্য করতে এই হামলা চালানো হয়। আজকের এই দিনে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করছি আমরা।
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনায় সিলেট সুনামগজ্ঞের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের সাম্প্রদায়িক গোষ্টী ও লুটেরা কর্তৃক সনাতন ধর্মালম্বীদের বাড়িতে লুটপাট অগ্নিসংযোগ মহিলাদের শ্লীলতাহানি হামলা ও ভাংচুর সহ ব্যপক ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাইকগাছা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমিরন সাধুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রাণকৃষ্ণ দাশ, সুনিল চন্দ্র মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, বাবুরাম মন্ডল, হেমেশ মন্ডল, শিক্ষক সুকৃতি মোহন সরকার, বি. সরকার, পঞ্চানন সানা, দীপক মন্ডল, জগদীশ রায়, প্রকাশ ঘোষ বিধান, গৌরঙ্গ মন্ডল, পিযুষ সাধু, সঞ্জিব রায়, জগনাথ দেবনাথ।
পাইকগাছা থানা পুলিশের কোভিড-১৯ এর উদ্বুদ্ধকরণ ক্যাম্প
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশ বৃহষ্পতিবার সকালে কোভিড-১৯ এর উদ্বুদ্ধকরণ ক্যাম্প অনুষ্ঠিত। কোভিড ১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলার জন্য “মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ” শ্লোগানে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত। সহকারী পুলিশ সুপার পাইকগাছা-কয়রা (ডি সার্কেল) মোঃ হুমায়ূন কবীর ও থানার ওসি এজাজ শফীর নেতৃত্বে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে লিফলেট, মাইকিং সহ ভ্যান গাড়ীর যাত্রী, মটর সাইকেল চালক, পথচারীদের মুখে মাস্ক লাগিয়ে দিয়ে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করেন।
খুলনা মহানগর ও জেলা বিএনপির জরুরী সভা
খবর বিজ্ঞপ্তি
করোনাজনিত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ৩১ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সকল কর্মসূচি স্থগিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১২টায় দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কেন্দ্রের সাথে সমন্বয় রেখে খুলনা বিএনপির কর্মসূচি সমন্বয় করা হয়।
মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি : সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, কেন্দ্রীয় ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ বিকেল ৩টায়, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া আছর বাদ দলীয় কার্যালয়ে এবং আলোকসজ্জা।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, শেখ মোশাররফ হোসেন, এড. ফজলে হালিম লিটন, রেহানা ঈসা, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, অধ্যাপক মনিরুল ইসলাম বাবুল, আব্দুর রকিব মল্লিক, এড. তছলিমা খাতুন ছন্দা, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, আশরাফুল আলম নান্নু, মেহেদী হাসান দিপু, শেখ সাদী, শাহিনুল ইসলাম পাখি, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, নাসমুস সাকিব পিন্টু, শামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহমেদ তুহিন, জাফরী নেওয়াজ চন্দন, ওয়াজউদ্দিন সান্টু, আবু সাঈদ শেখ, নাজির উদ্দিন নান্নু, তানভিরুল আযম রুম্মান, এনামুল হাসান ডায়মন্ড, শামসুল বারী পান্না, শেখ সরোয়ার হোসেন, খন্দকার ফারুক হোসেন, আব্দুল মান্নান খান, সেলিম সরদার, শেখ হেমায়েত হোসেন, আবু সাঈদ, জাবীর আলী, মনিরুজ্জামান লেলিন প্রমুখ।
একাত্তরের বীভৎস গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায়: খালেক তালুকদার
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ পরিচালনা করে। আমাদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করি একাত্তরের ২৫ মার্চের কালরাতে আত্মোৎসর্গকারী শহীদদের, যাঁদের তাজা রক্তের শপথ বীর বাঙালির অস্ত্র ধারণ করে স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল।
তিনি আরো বলেন, ২৫ মার্চ ছিল অসহযোগ আন্দোলনের ২৪তম দিন। সেদিন সন্ধ্যায় ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করেন। রাত সাড়ে ১২টায় পাকিস্তানি সৈন্যরা সাঁজোয়া ট্যাংক নিয়ে “অপারেশন সার্চলাইট” এর নামে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে হত্যার আনন্দে মেতে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগে অতর্কিত হামলা চালিয়ে ছাত্র-শিক্ষক, বাঙালি পুলিশ ও সামরিক সদস্যদের হত্যা করতে থাকে। পাকিস্তানি বাহিনী রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। এর অব্যবহিত আগেই জাতির পিতা স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা বার্তা লিখে যান, “ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও”, যা প্রথমে ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে প্রচার করা হয়। পরের দিন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সে বার্তা প্রচার করা হয়। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙ্গালি জাতি মুুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে লাল সবুজের পতাকা ছিনিয়ে আনে। তিনি আরো বলেন, ‘গণহত্যা দিবসের ৫০ বছর পূর্তিতে আসুন আমরা প্রতিজ্ঞা করি, প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে হলেও ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখব।
তিনি আরো বলেন, একাত্তরের বীভৎস গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায়। এমন গণহত্যা আর কোথাও যাতে না ঘটে, গণহত্যা দিবস পালনের মাধ্যমে সে দাবিই বিশ্বব্যাপী প্রতিফলিত হবে।’
গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা এ্যাড. সোহরাব আলী সানা, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, মুুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, আবুল কালাম আজাদ কামাল, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহজাদা, জোবায়ের আহমেদ খান জবা, কাউন্সিলর শামুসুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, অধ্যা. রুনু ইকবাল, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন, এ্যাড. আব্দুল লতিফ, মো. মোতালেব মিয়া, সফিকুর রহমান পলাশ, রনজিত কুমার ঘোষ, এস এম আসাদুজ্জামান রাসেল, আব্দুল হাই পলাশ, বাবুল সরদার বাদল, মঈনুল ইসলাম নাসির, শেখ আবিদ উল্লাহ, মো. আজম খান, এমরানুল হক বাবু, এ্যাড. শামীম মোশারফ, আতাউর রহমান খান রাজু, মো. শিহাব উদ্দিন, ওহিদুল ইসলাম পলাশ, কাউন্সিলর কনিকা সাহা, আব্দুল কাদের শেখ, মো. শহিদুল হাসান শহিদ, পারভীন ইলিয়াছ, সাবিহা ইসলাম আঙ্গুরী, নুরানী রহমান বিউটি, নুর জাহান রুমী, রেজওয়ানা প্রধান, রেখা খানম, আইরিন চৌধুরী, নাছরিন সুলতানা, ইয়াছিন আরাফাত, মাহমুদুল ইসলাম সুজন, মাহমুদুর রহমান রাজেস, সংকর কুন্ডু, এম এ হাসান সবুজ, নিশাত ফেরদৌস অনি, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক হাফেজ মো. আব্দুর রহিম।
খালিশপুর থানা আওয়ামী লীগ নেতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও খুলনা ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি এ্যাড. আবুল কালাম আজাদ (৬১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা খালিশপুর আওয়ামী লীগ অফিসের সামনে গোলচত্তরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, যুগ্ম-সম্পাদক মুজিবুর রহমান, থানা আওয়ামী লীগ নোত আব্দুল মজিদ বকুল, এ্যাড. কাজী নাসির আহমেদ, এ্যাড. সাইফুল ইমরান, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সাত্তার লিটন, বাইতুল আমান জামে মসজিদের ইমাম নাজমুস সাদাত সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে খালিশপুর থানা আওয়ামী লীগ নেতা এ্যাড. আবুল কালাম আজাদ’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।
মোদির সফরকে ঘিরে সাতক্ষীরায় র্যাবের প্রস্তুতি মহড়া
সাতক্ষীরা প্রতিনিধি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে সাতক্ষীরায় র্যাবের প্রস্তুতি মহড়া চলছে। মহড়ায় র্যাব-৬-এর সদস্যরা শ্যামনগর কালিগঞ্জ প্রধান সড়কে মোটরসাইকেল ও মোটরগাড়ি নিয়ে সাইরেন বাজিয়ে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে সজাগ করে দেন। পরে বংশীপুর মোড় থেকে যশোরেশ্বরী কালীমন্দির এলাকার আশপাশের সড়কগুলোতে তাদের মহড়া দিতে দেখা যায়।
ভারতের প্রধানমন্ত্রীর আসার আগ মুহূর্ত পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে বলে র্যাব-৬ কর্তৃপক্ষ জানায়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা র্যাব-৬-এর কমান্ডিং অফিসার সিনিয়র এএসপি বজলুর রশিদ, এএসপি শফিকুর রহমান প্রমুখ। র্যাব কর্মকর্তারা আরও বলেন, ‘প্রস্তুতি মহড়া চলাকালে বিভিন্ন গাড়ি তল্লাশি করা হয়। শারীরিক তল্লাশির পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধার শনাক্তে বিশেষ পারদর্শী দল অংশ নেয়।’
জানা গেছে, র্যাবের ডগ স্কোয়াডও গাড়ি তল্লাশিতে অংশ নেবে। ভারতের প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।
বাঁচতে চায় শিশুটি!
যশোর প্রতিনিধি
খেলাধুলা, ছোটাছুটি আর হইহুল্লোড়ে চারদিক মাতিয়ে রাখতো শিশুটি। মা-বাবা, ভাইসহ প্রতিবেশীদের সঙ্গে তার সখ্য একটু বেশিই। যশোর জেলার চৌগাছা উপজেলার আবু ত্বকি নামের এই শিশুটি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ব্লাড ক্যানসারে আক্রান্ত উপজেলার সিংহঝুলি গ্রামের শিশুটির চোখে-মুখে বাঁচার আকুতি।
পরিবার জানায়, ত্বকির বাবা আবু সালেহ স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসায় চাকরি করেন। মাত্র সাড়ে চার হাজার টাকা বেতন পান। স্ত্রী ও দুই ছেলে নিয়ে কোনও রকম সংসার চালান। দুই ছেলে বড় হবে, এক সময় সংসারের হাল ধরবেÍএমন স্বপ্ন নিয়ে তিনি তাদের লেখাপড়া শেখাচ্ছিলেন। কিন্তু ত্বকির বয়স যখন ৩ বছর, তখন জ্বর হয়। অনেক চিকিৎসা দেওয়া হলেও জ্বর ভালো হয় না।
পরে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্লাড ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা ভালো হলে তাকে গ্রামের বাড়ি আনা হয়। পরে আবারও সমস্যা দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক মোমেনা খানমের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয় তাকে। চিকিৎসক পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে জানান, দেশে তার চিকিৎসা নেই।
শিশু ত্বকি বলে, ‘আমি বাঁচতে চাই। বন্ধুদের সাথে খেলতে চাই।’ শিশুটি যখন কথা বলছিল, তখন তার বাবা-মাসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
শিশুটির বাবা আবু সালেহ বলেন, ‘আমরা ভাবছি, ত্বকিকে ভারতে নিয়ে চিকিৎসা করাবো, কিন্তু এতদিন দেশের মধ্যে চিকিৎসা করাতে গিয়েই ধার-দেনাসহ সম্ভাব্য সব টাকার উৎস শেষ হয়ে গেছে। বাইরে চিকিৎসা করাতে গেলে প্রায় ৩৫ লাখ টাকা প্রয়োজন। এখন কীভাবে কী করবো! কিন্তু আমার ছেলেটা বাঁচতে চায়। পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। ছেলেকে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি।’
ত্বকির বাবার বিকাশ পারসনাল নাম্বার: ০১৩২৩৩৪২২২৪। এই নম্বরে শিশুটির জন্য মানবিক সাহায্য পাঠানো যাবে। অথবা সঞ্চয়ী হিসাব নম্বর ১৮৪৬২, চৌগাছা শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ। এই নম্বরেও টাকা পাঠানো যাবে।
বিস্ফোরক মামলায় ইউপি মেম্বারের ৭ বছরের কারাদ-
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে বিস্ফোরক মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বারসহ চার আসামিকে সাত বছরের কারাদ- দিয়েছেন আদালত। এছাড়া এ মামলার ১১ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতের বিচারক রিপন্তি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রায়ের বিষঢটি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহীদুল হক।
দ-িত আসামিরা হলেন, গাংনীর রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান আলী, ইয়াদুল ইসলাম, সুরুজ আলী ও নুহু আলী।
রায় ঘোষণার সময় ইউপি সদস্য হাসান আলী আদালতে উপস্থিত থাকলেও অন্য আসামিরা পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের মালসাদহ এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল এক সংঘবদ্ধ ডাকাত দল। এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ পাল্টা গুলি চালায়।
পালিয়ে যাওয়ার সময় হাসান, ইয়াদুল, সুরুজ ও নুহুকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই টিপু সুলতান প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায় ঘোষণা করেন।
আবাদি জমি গিলছে ইটভাটা
মেহেরপুর প্রতিনিধি
পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন স্থানে প্রতিবছর নতুন নতুন ইটভাটা গড়ে উঠছে। আর এসব ইটভাটায় পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ। ইটভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। এসব ইটভাটায় ব্যবহার করা হচ্ছে আবাদির জমির ‘টপ সোয়েল’ (মাটির উপরিভাগ)। এতে করে নষ্ট হচ্ছে আবাদি জমি।
গাংনী উপজেলায় ৪০ ইটভাটা রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি ইটভাটা তৈরি করতে কমপক্ষে ৭-৮ একর জমির প্রয়োজন হয়। চড়া দাম পেতে জমির মালিক মাটির ওপরের অংশ (এক থেকে দেড়ফুট) বিক্রি করে দেন। এতে করে ফসলি জমির উর্বর শক্তি নষ্ট হয়। শুধু তাই নয়, কয়লার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কাঠ। বিশেষ করে ফলজ ও বনজ বৃক্ষ ছাড়াও বাঁশের মোথা ব্যবহারের ফলে বাঁশঝাড় উজাড় হচ্ছে।
ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ ও ২০০১ এর ১৭ নম্বর অনুচ্ছেদের ৪ ও ৫ ধারায় উল্লেখ রয়েছে যে, আবাদি জমিতে কোনো ইটভাটা তৈরি করা যাবে না ও ১২০ ফুট উচ্চতার চিমনি ব্যবহার করতে হবে। কাঠ পোড়ানো যাবে না। অথচ সব ইটভাটায় কয়লার বদলে কাঠ ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, মাঝে মধ্যে প্রশাসনের লোকজন জরিমানা আদায় করলেও ইটভাটা বন্ধ করেন না। ফলে প্রভাবশালীরা প্রতিবছর নতুন নতুন ইটভাটা তৈরি করছেন।
সরেজমিন বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, ভেকু মেশিন দিয়ে কাটা হচ্ছে কৃষিজমি। কোথাও কোথাও শুধু জমির উপরিভাগ কেটে নেয়া হচ্ছে। ট্রলি করে নেয়া হচ্ছে ইটভাটায়। অতিরিক্ত মাটি বহনের ফলে বিভিন্ন রাস্তা দেবে গেছে। ভেঙে গেছে অনেক রাস্তা।
ধুলাবালি ও ইটভাটার কু-লী পাকানো ধোঁয়ায় চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনা হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়াজুল আলম জানান, ইটভাটার কালো ধোঁয়া বাতাসে মিশে বিপুল পরিমাণ কার্বন-ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন-ডাই অক্সাইড, সালফার-ডাই অক্সাইড, হাইড্রোকার্বনসহ নানা ধরনের বিপজ্জনক বিষাক্ত গ্যাস ছাড়াও ধুলা ও ভাসমান ছাইয়ের ব্যাপক বিস্তার ঘটায়। এতে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় এবং কার্বনের নানা যৌগের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এতে করে বায়ুম-লের উষ্ণতাও বেড়ে যায়। শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং ফুসফুসের নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান।
গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু বললেন, উপজেলার কোনো ইটভাটারই সনদ নেই। তারপরও ইটের প্রয়োজনীয় এবং ব্যবসার খাতিরে ইটভাটা চালিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্নভাবে প্রশাসনকেও ম্যানেজ করতে হয়।
মাঝে মধ্যে পরিবেশ অধিদফতরের অভিযান চলে ও জরিমানা করে বলেও স্বীকার করেন তিনি। পাশাপাশি ইটভাটায় ফসলি জমির মাটি কেটে নেয়া এবং তা পরিবহনের কারণে রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে বলেও স্বীকার করেন এই ইটভাটা মালিক।
গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন আহমেদ জাগো নিউজকে বলেন, জমির ‘টপ সোয়েল’ ইটভাটায় ব্যবহারের ফলে জমির উর্বরাশক্তি হ্রাস পাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যতে উৎপাদন বিপর্যয় দেখা দিতে পারে। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে জমির টপ সোয়েল কাটা বন্ধ করার আহ্বান জানান তিনি।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ জানান, আবাদি জমির ‘টপ সোয়েল’ ইটভাটায় ব্যবহার নিষিদ্ধ। ইতোমধ্যে সব ইটভাটা মালিককে ‘টপ সোয়েল’ কাটা ও মাটি পরিবহনের ব্যাপারে চিঠি দেয়া হয়েছে। তারপরও কেউ এ চিঠি অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাগেরহাটে ৩৯ আ.লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বাগেরহাট প্রতিনিধি
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের ৭০টি ইউনিয়নের মধ্যে ৩৯টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার রাতে এ তথ্য জানা যায়। এর ফলে ৩৯টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীরা।
বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাচন অফিসের গণবিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানদের তালিকা প্রকাশ করা হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ নিশ্চিত করেছেন। বাগেরহাট জেলার ৯ উপজেলার ৭৫টি ইউনিয়নের মধ্যে আগামী ১১ এপ্রিল ৭০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ৩৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মোল্লাহাট ও মোংলা উপজেলার সবকটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্য ৭টি উপজেলায়ও অনেক ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন।
মোল্লাহাট উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৬টিতেই চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
নির্বাচিতরা হলেন, উদয়পুরে এসকে হায়দার মামুন, চুনখোলায় মনোরঞ্জন পাল, কুলিয়ায় মো. মিজানুর রহমান, গাওলায় শেখ রেজাউল কবীর, কোদালীয়ায় শেখ রফিকুল ইসলাম ও আটজুড়িতে মো. মনিরুজ্জামান মিয়া। মোংলা উপজেলার ৬ ইউনিয়নেও ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- সোনাইলতলায় নাসরিন আক্তার নাজিনা, বুড়িরডাঙ্গায় উদয় শংকর বিশ্বাস, চিলায় গাজী আকবর হোসেন, চাঁদপাইয়ে মোল্লা মো. তরিকুল ইসলাম, সুন্দরবন ইউনিয়নে মো. একরাম ইজারাদার এবং মিঠাখালীতে উৎপল কুমার মন্ডল। বাগেরহাট সদরের ৭টির মধ্যে ৬টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচিতরা হলেন, বেমরতায় মনোয়ার হোসেন টগর, কাড়াপাড়ায় শেখ মহিতুর রহমান পল্টন, বিষ্ণুপুরে এমডি মাসুদ রানা, বারুইপাড়ায় হায়দার আলী মোড়ল, খানপুরে ফকির ফহম উদ্দিন ও ডেমায় মো. মনি মল্লিক।
শরণখোলা উপজেলার ৪টির মধ্যে ৩টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচিতরা হলেন, সাউথখালীতে মো. মোজাম্মেল হেসেন, রায়েন্দায় আজমল হোসেন মুক্তা, খোন্তাকাটায় জাকির হোসেন খান মহিউদ্দিন।
রামাপালের ১০টির মধ্যে ৫টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচিতরা হলেন, মল্লিকেরবেড়ে মো. সাবির আহমেদ তালুকদার, হুড়কায় তপন কুমার গোলদার, ভোজপাতিয়ায় তরফদার মাহফুজুল হক টুকু, রামপাল সদরে মো. নাসির উদ্দিন হাওলাদার, বাঁশতলীতে মো. মোস্তাফিজুর রহমান সোহেল।
চিতলমারীতে ৭টির মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচিতরা হলেন, হিজলায় কাজী আবু শাহিন, শিবপুরে ওয়ালিউজ্জামান জুয়েল, চর বানিয়ারীতে অর্চণা রানী ঝর্ণা বড়াল, সন্তোষপুরে বিউটি আক্তার।
ফকিরহাটে ৭টি ইউনিয়নের মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচিতরা হলেন, ফকিরহাট সদরে শিরিনা আক্তার কিসলু, বেতাগায় ইউনুচ আলী, পিলজংয়ে মোড়ল জাহিদুল ইসলাম, নলদা-মৌভোগে সরদার আমিনুর রশিদ।
কচুয়ার ৭টির মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচিতরা হলেন, বাধালে নকীব ফয়সাল অহিদ, গোপালপুরে এসএম আবু বক্কর সিদ্দিক, গজালিয়ায় এসএম নাসির উদ্দিন, রাড়ীপাড়ায় নাজমা আক্তার। এছাড়া মোরেলগঞ্জে ১৬টির মধ্যে একটি মাত্র ইউনিয়ন নিশানবাড়িয়ায় আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ বলেন, ১১ এপ্রিল প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটে ৭০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন।
এছাড়াও বেশকিছু ওয়ার্ডে একক প্রার্থী রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, সরকারি স্বাস্থ্যকর্মীসহ আটক ৩
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে সরকারি স্বাস্থ্যকর্মীসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আটক করে তাদেরকে পুলিশে দেয় এলাকাবাসী।
আটককৃতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার সোনাডাংগা গ্রামের আজহারুল ইসলামের ছেলে ও মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উপ সহকারী মেডিক্যাল অফিসার মো. মিজানুর রহমান (৩০), বাগেরহাট সদর উপজেলার কোড়ামারা গ্রামের বাবর আলী মল্লিকের ছেলে জুয়েল মল্লিক ও একই গ্রামের মৃত ইউসুফ আলী শেখের ছেলে মো. মাহফুজুর রহমান (৩৪)। আটক মিজানুর রহমান মোরেলগঞ্জ ইউনিয়নের বিষখালী কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন। আটককৃতরা দীর্ঘদিন ধরে এশিয়ান ডিজিটাল চক্ষু হাসপাতালের নামে চক্ষু ক্যাম্প করে আসছিল।
প্রতিষ্ঠানের ঠিকানা হিসেবে ২৬৫/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ধোলাইপাড়, ঢাকা-১২০৪ ব্যবহার করত প্রতারক চক্রটি। তারা প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। পাটরপাড়া গ্রামের শেখ মো. রাসেল ও শেখ রেজাউদ্দিন বলেন, ‘কয়েকদিন ধরে মাইকিংসহ বিভিন্নভাবে চক্ষু চিকিৎসা ক্যাম্পের প্রচার করে প্রতারক চক্রটি। সকালে তারা পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে একটি ব্যানার টানিয়ে চক্ষু ক্যাম্প শুরু করেন। রেজিস্ট্রেশনের কথা বলে ৫০০/৬০০ টাকা করে নিচ্ছিলেন তারা।
‘সেসময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে প্রতারণার বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়। তারা স্থানীয় খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএস লিয়াকত হোসেন ননীকে ইনজেকশন পুশ করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের আটক করা হলে তারা প্রতারণার কথা স্বীকার করে টাকা ফেরত দিতে চান। তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।’
বাগেরহাট মডেল থানার ওসি (তদন্ত) পান্নু মিয়া বলেন, ‘চক্ষু ক্যাম্পের নামে প্রতারণা করছিল একটি চক্র। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে আমাদের খবর দেয়। আমরা তিন জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।’
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেন বলেন, ‘কোনো স্টাফের অপরাধের দায়ভার আমি নেব না। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারী যদি কোনো অন্যায় করে থাকে। তাহলে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আশাশুনি কুল্যায় চরের মাটি কাটায় মোবাইল কোর্টে জরিমানা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যায় এস্কেভেটার মেশিনে নদীর চর ভরাটি জমির মাটি কেটে বাঁধ দেওয়ার অপরাধে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার কুল্যা কুমার পাড়ার কাছে বেতনা নদীর চরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কুল্যা গ্রামের জনাথ চন্দ্র বিশ্বাসের পুত্র সুব্রত বিশ্বাস পাশের বেতনা নদীর তীরে চর ভরাটি জমির মাটি কেটে জোয়ারের পানি প্রবাহমান চরে বাঁধ দিয়ে মৎস্য ঘের করার কাজ করছিল। মঙ্গলবার রাত্র ১০ টা থেকে সারারাত্র এবং বুধবার দিনের বেলায় এস্কেভেটর মেশিনে মাটি কেটে বাঁধ নির্মানের কাজ করা হয়। জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন ঘটনাস্থলে পৌছে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারায় সুব্রতকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
আশাশুনিতে বিরোধীয় জমির ফসল জোরপূর্বক হাতানোর চেষ্টার অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদরে জমির দখল নিয়ে বিধি নিষেধকে উপেক্ষা করে জোরপূর্বক ফসল হাতিয়ে নেয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিরিহ আসলাম সরদার এর পরিবার প্রতিপক্ষের ষড়যন্ত্রে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
দুর্গাপুর (বড়) গ্রামের মৃত শামছুর সরদারের পুত্র আসলাম জানান, দুর্গাপুর (বড়) মৌজায় এসএ ৪৭ খতিয়ানে ৮০ দাগে ৯৪ শতক জমির মধ্যে ২৪ শতক জমি তারা ৪ ভাইয়ের প্রাপ্য। ৮০ দাগসহ ১০টি দাগে তার ছোট চাচা আশ্রাব উদ্দীনের নিকট থেকে ৬ শতক জমি ক্রয় করেন। তার পিতা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা চিকিৎসা করানোর সময় একই গ্রামের আঃ রহিমের সাথে দেখা হয়। তিনি চিকিৎসা খরচের জন্য ৩৫০০ টাকা দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন। এর অনুমান ২ বছর পর জনৈক হানিফ শিকদারকে সাথে নিয়ে তিনি আসলামদের বাড়িতে এসে শক্তি প্রদর্শন করে তাদের মাটির ঘর ভেঙ্গে দিয়ে জমি দখলের চেষ্টা করেন। দখলে সক্ষম না হয়ে ফিরে গিয়ে তাকে (আসলাম), মোসলেম ও মোস্তফাকে মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশ দিয়ে গ্রেফতার করায়। তারা কারাগারে থাকার সুযোগে পাকা ঘর নির্মান করে। ছেলেকে বাঁচাতে হলে জমি লিখে দিতে হবে এমন হুমকী দিয়ে বাবা (শামছুর) কে রাজি করিয়ে জমি লিখে নিতে সাব রেজিষ্ট্রী অফিসে নিয়ে যায়। সাথে মা মনোয়ারাকে শনাক্ত করার কথা বলে নিয়ে দুজনকে দ্বাতা বানিয়ে পৃথক দৃ’টি দলিল করে নেওয়া হয় অভিযোগ করে আসলাম জানান, তার পিতার কোন জমি না থাকায় মায়ের জমি ক্রয় করে ১০টি দাগের জমিতে না গিয়ে ৮০ দাগে এসে জবর দখল করতে আসে। আমরা মিথ্যা মামলা থেকে জামিন পেয়ে বাড়িতে ফিরে অবৈধ দখল থেকে তাড়িয়ে ঘর দখল করে নেই। পরবর্তীতে ঘরটি শান্তি বজায় রাখার স্বার্থে ভাড়াটিয়া উঠানোর অনুমতি দেই। এনিয়ে স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হই। থানায় অভিযোগ হলে একমাস আগে থানায় বসাবসি হয়। উভয় পক্ষকে শুনে পুলিশ শুক্রবার কাগজপত্র দেখে মাপজোক করে জমি সীমানা ঠিক করা হবে বলে জানান। কিন্তু আঃ রহিম পক্ষ থানায় হাজির না হলে কাগজপত্র দেখে মাপজোক করার জন্য সিদ্ধান্ত দেন পুলিশ কর্মকর্তা। কিন্তু ওসি সাহেবের সিদ্ধান্ত অমান্য করে ২১ মার্চ সকালে আঃ রহিমের পক্ষে মোস্তফা ও মোশাররফ হোসেন বিতর্কিত জমিতে জোরপূর্বক প্রবেশ করে সজিনা ডাল কেটে সজিনা নিতে যান। বাধা দিলে, এদিন সন্ধ্যায় থানায় তলব করা হয়। থানায় বসাবসি হলে কাগজপত্র মত মাপজোক না করা পর্যন্ত জমিতে না যেতে নির্দেশ দেওয়া হয়। অসহায় আসলাম পরিবার প্রতিপক্ষের ষড়যন্ত্রে নাজেহাল ও নানা ভাবে হয়রানীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
শ্রীউলায় গণগত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ২৫ মার্চ ভয়াল গণহত্যা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় শ্রীউলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
একাত্তরের বীভৎস গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারাদেশে ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ড পরিচালনা করে। বাঙালির মুক্তি আন্দোলনকে স্তব্ধ করে দিতে সংঘটিত এ গণহত্যায় শহীদ হন ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন বাহিনী, বিশেষ করে পুলিশ ও তৎকালীন ইপিআর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার অগণিত মানুষ। নৃশংস হত্যাকান্ডকে ধিক্কার জানিয়ে শ্রীউলায় একসাথে ৫০০ মোতবাতি জ্বালিয়ে দিবসটি পালন করা হয়। ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের নেতৃত্বে অনুষ্ঠানে ইউপি সদস্য ইয়াছিন আলি, জিএম জালাল উদ্দিন, মহিলা মেম্বার তহমিনা জোয়ার্দ্দার, মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক সুভাস মন্ডল, ব্যবসায়ী মোস্তফা, রেডিয়ান্স ফ্রেন্ডশীপ ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক আবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতাপনগরে চার চেয়ারম্যান প্রার্থীর বিলবোর্ড নষ্ট
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চার চেয়ারম্যান প্রার্থীর বিলবোর্ড ছিঁড়ে বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
আসন্ন ইউপি নির্বাচনে প্রতাপনগর ইউনিয়ন থেকে যারা নতুন চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছে তারা রাজনৈতিক নেতৃবৃন্দের ছবি সম্বলিত বিলবোর্ড তৈরি করে গুরুত্বপূর্ণ স্থানে টানিয়েছেন। পাশাপাশি নির্বাচনী প্রচার ও দোয়া প্রার্থনা করে চলেছেন। এলাকাবাসীর অভিযোগ কে বা কারা সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে গতকাল ফুলতলা বাজারের বেশ কয়েকটি বিলবোর্ড ছিঁড়ে তছনছ করেছে। চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক এলজিইডির কর্মকর্তা আজিজুর রহমান, চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা হারুন উর রশিদ, আ’লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী এম ডি সিরাজুল ইসলাম সিরাজ এর বিলবোর্ড ছিন্নভিন্ন করা হয়েছে।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদে সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ ও অন্য নেতৃবৃন্দের সাথে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় ইউপি সচিব খায়রুল ইসলাম, ইউনাইটেড একাডেমি প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার দাশ, শিক্ষক বৃন্দ, ইউপি সদস্য, ফ্রেন্ডশিপ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনি সদরে চেয়ারম্যান মিলনের মাক্স বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা হাড়িভাঙ্গায় করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য মাক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মাক্স বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন হাড়ীভাঙ্গা বাজারে উপস্থিত জনসাধারণের মধ্যে মাক্স বিতরণ করেন। এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, মহামারী করোনাভাইরাস দ্বিতীয় ধাপে নতুন রূপে দেখা দিয়েছে। ইতিমধ্যে করোনা ভাইরাসের আক্রমন বেড়ে গেছে। একমাত্র সচেতনতাই পারে আমাদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা ও মাক্স ব্যবহারের আহ্বান জানান। এ সময় ইউপি সদস্য শাহিনুর আলম, সন্তোষ কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে জাতীয় গণহত্যা দিবস পালন
আশাশুনি প্রতিনিধি
একাত্তরের বীভৎস গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানবতার ইতিহাসেও একটি কালো অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারাদেশে ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ড পরিচালনা করে। বাঙালির মুক্তি আন্দোলনকে স্তব্ধ করে দিতে সংঘটিত এ গণহত্যায় শহীদ হন ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন বাহিনী, বিশেষ করে পুলিশ ও তৎকালীন ইপিআর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার অগণিত মানুষ। নৃশংস হত্যাকান্ডকে ধিক্কার জানিয়ে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়।
আশাশুনি সরকারি কলেজ ঃ জাতীয় গণহত্যা দিবসে কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় কলেজের শিক্ষকমন্ডলী আলোচনা রাখেন ও অংশ নেন।
চাপড়া মাধ্যমিক বিদ্যালয় ঃ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় স্কুলের শিক্ষকমন্ডলী আলোচনা রাখেন। বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক মাওলানা এ.বি.এম মুনিরুজ্জামান।
আশাশুনির বড়দলে মাঠ দিবস পালিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দলে প্রসপারিটি প্রকল্পের আওতায় ব্রয়লার মুরগি ও হাঁস পালনের বিভিন্ন উন্নয়ন মূলক এবং পরিবারের অর্থনৈতিক দিক নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গোয়ালডাঙ্গা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিকেএসএফ এর অর্থায়নে উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে পিভিসির সভাপতি উর্মিলা রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন সহকারি সমন্বয়কারী মহিবুল্লাহ ফকির, সহকারী টেকনিক্যাল জীবিকায়ন সোহরাব হোসেন, ক্রেডিট অফিসার হাফিজা খাতুন তমা, মনিরুজ্জামান, শাখা ব্যবস্থাপক জাকির হোসেন প্রমুখ।
দাকোপে দেশীয় বীজ সংরক্ষণ ও জৈব কৃষি প্রকল্পের ফলাফল জ্ঞাতকরণ সভা
খবর বিজ্ঞপ্তি
গতকাল (২৫ মার্চ ২০২১) খুলনা জেলার দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের ইউনিয়নে উত্তর বাণিশান্তা গ্রামে উল্লিখিত প্রকল্পের ফলাফল প্রকল্প সুবিধাভোগী ও সম্পৃক্ত জনগোষ্ঠীর মাঝে উপস্থাপন করা হয়। দেশীয় বীজ দিন দিন বিলুপ্তির পথে এবং রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশেরও ব্যপক ক্ষতি সাধিত হচ্ছে। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য স্থানীয় জনগণকে দেশীয় বীজ ও জৈবিক কৃষিকাজের প্রতি উদ্বুদ্ধ করা হয়। কৃষকেরা এ সভায় বলেন যে, তারা নিজ উদ্যোগে দেশীয় বীজ সংরক্ষণ করা শুরু করবে। উল্লেখ্য যে, দাতা সংস্থা জাপান ট্রাস্ট ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেটিজিই) (ঔধঢ়ধহ ঞৎঁংঃ ভড়ৎ এষড়নধষ ঊহারৎড়হসবহঃ)- এর সহায়তায় বেডস্ ও জীফ এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজিত হয়। এই প্রশিক্ষণ কর্মশালার অংশগ্রহণ করেন ৫০ জন স্থানীয় কৃষক, বেডস্ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাবা এম. সাবরিন আহমেদ রতি, কপিল বিশ্বাস, জনাব রজত শুভ্র গাইন, এম. এ. খালেক ও প্রশান্ত দেব।
বাংলাদেশে জীবীকা নির্বাহের প্রধান অবলম্বন কৃষি হওয়ার কারণে বেশীর ভাগ তাদের জীবীকা নির্বাহের জন্য কৃষিখাতের উপর নির্ভরশীল। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি আবিষ্কারের ফলে, তারা তাদের চাষের কৌশল প্রচলিত পদ্ধতি থেকে প্রযুক্তিগত পদ্ধতিতে রূপান্তর করেছে। এখন তারা বিভিন্ন নতুন জাতের ফসল চাষ করছে। নতুন জাতের ফসল চাষ করার সাথে সাথে ভাল ফলনের জন্য তারা অজৈব সার এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করছে যা পরিবেশের জন্য ক্ষতিকর। বীজ, সার ও রাসায়নিক কীটনাশকের জন্য কৃষকেরা কোম্পানীর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। বাজারে হাইব্রীড বীজের চাপে দিন দিন হারিয়ে যাচ্ছে দেশীয় বীজ, আর কৃষকের উৎপাদন খরচও বেড়েই চলেছে। হাইব্রীড বীজের ফসল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ একদিকে যেমন মাটির গুণাগুন ও উর্বরতা নষ্ট করছে, অন্যদিকে মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে। দেশীয় বীজ সংরক্ষণ করে পুণঃরায় দেশীয় বীজ ও জৈব কৃষির মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব; বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশান ফোরাম (জীফ)-এর আয়োজনে সুন্দরবন উপকূলীয় এলাকায় স্থানীয় জাতের বীজ সংরক্ষণাগার প্রতিষ্ঠার মাধ্যমে কৃষি ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় ১০৪০ জন কৃষককে ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশীয় বীজ ও জৈব কৃষির উপর শিক্ষা প্রদান করা হয়েছে। এখানে একটি জনগোষ্ঠীভিত্তিক বীজ সংরক্ষণাগার ও দেশীয় ফসলের নার্সারি করা হয়ে হয়েছে। এ সকল পণ্য বিক্রয়ের জন্য বাজারে একটি বিক্রয়ের স্থান করা হয়েছে যাতে তারা পণ্যের ন্যায্য মূল্য পেতে পায়। কৃষকেরা তাদের উৎপাদিত জৈব পণ্য ঐ স্থানে বিক্রয় করে থাকেন। ইতিমধ্যে এ প্রকল্পের ২ বছর শেষের পথে, এ প্রকল্পের ফলাফল প্রকল্প সম্পৃক্ত ব্যক্তিবর্গের মাঝে উপস্থাপন করা হয়েছে।
ফুলতলার গণহত্যা দিবস পালিত
ফুলতলা প্রতিনিধি
স্বাধীনতার ৫০ বছর পর প্রথমবারের মতো সারাদেশের ন্যায় ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো জাতীয় গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ফুলতলার জামিরার পিপরাইল খালের চারাবাটি ঘাটে একাত্তরের বধ্যভূমি শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ওসি মাহাতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী। পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাওঃ সাইফুল হাসান খান, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, মৎস্য কর্মকর্তা রনজিত কুমার, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যা, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, ভেটেনারী স্যার্জন ডাঃ মোঃ তরিকুল ইসলাম, ডাঃ সুমাইয়া পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. তাসমিনা হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আইরিন হক আসমা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, হিসাব রক্ষন কর্মকর্তা তাসমিন সুলতানা, উপজেলা সমন্বয়কারী শিরিন সুলতানা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা রেহেনা আক্তার প্রমুখ।
ডুমুরিয়ায় পূজা উদযাপন পরিষদের মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
“ধর্মীয় রাষ্ট্র নয়,নিরপেক্ষ রাষ্ট্র চাই”এ শ্লোগান সামনে রেখে ডুমুরিয়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সুনামগঞ্জে শাল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা,ঘরবাড়ি ভাংচুর এবং নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্যদেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক নির্মল চন্দ্র বৈরাগী,সদস্য সচিব প্রভাষক গোবিন্দ ঘোষ,জেলা পরিষদ সদস্য শোভারানী হালদার, আ’লীগ নেতা গোপাল চন্দ্র দে,গৌর চন্দ্র ঢালী,অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার,অনন্ত কুমার কুন্ডু,বিষ্ণুপদ মন্ডল, প্রকাশ চন্দ্র বিশ্বাস,অশোক আচার্য,অরিন্দম মল্লিক,কার্ত্তিক চন্দ্র সাহা,শেখ মাসুদ রানা,তুষার দত্ত প্রমূখ।
ডুমুরিয়ায় করোনা প্রতিরোধে জনসচেতনতা সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জেলা পুলিশের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া বাসষ্ট্যান্ড চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান।প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।তিনি তার বক্তব্যে উপস্থিত সকলকে মাক্স পরার অভ্যেস,করোনামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠান পরিচালনা করেন ওসি তদন্ত মোঃ রফিকুল ্ইসলাম।সভা শেষে প্রধান অতিথি ডুমুরিয়া বাসষ্ট্যান্ড, ভ্যান,মাহেন্দ্র ও ইজিবাইক ষ্ট্যান্ডে পায়ে হেঁটে মাক্স বিতরন করেন।এসময় পুলিশ,রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ার খর্ণিয়ায় কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় খর্ণিয়া বাজার কেন্দ্রীয় পূজা মন্দিরে কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।নব গঠিত কমিটিকে মেনে নিতে না পেরে গতকাল বুধবার রাতে মন্দির গেটে তালা ঝুলিয়ে দিয়েছে সাবেক কমিটির কতিপয় ব্যক্তি বলে জানা গেছে।নব গঠিত কমিটির সভাপতি উজ্জ্বল সরকার ও সাধারন সম্পাদক বিধান বিশ্বাস জানান,খর্ণিয়া বাজার কেন্দ্রীয় পূজা মন্দিরে গত ২০মার্চ সর্ব সম্মতিক্রমে একটি কমিটি গঠিত হয়।যা মেনে নিতে না পেরে নানা রকম তালবাহানা শুরু করেছে সাবেক কমিটির কতিপয় ব্যক্তি।তারই জের ধরে ঘটনার দিন রাতে ওই ব্যক্তিরা অনাকাংখিত ভাবে মন্দিরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।এ নিয়ে উভয় গপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।ঘটনা প্রসঙ্গে উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক নির্মল চন্দ্র বৈরাগী বলেন,বিষয়টি জেনেছি উভয় গ্রুপের সাথে আলোচনা করে নিষ্পত্তি করা হবে।
ঝিনাইদহে যুব ফেডারেশন ও জঙ্গিবাদ বিরোধী ছাত্র ইউনিট’র মোমবাতি প্রজ্জলন, দোয়া মাহফিল, আলোচনা সভা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুব ফেডারেশন ও জঙ্গিবাদ বিরোধী ছাত্র ইউনিট’র উদ্যোগে মোমবাতি প্রজ্জলন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
রাতে শহরের হামদহ এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা যুবলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বাসের আলম সিদ্দিকী, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিজান, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এ্যাড.লিয়াকত আলী, পৌরসভার কমিশনার তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন যুব ফেডারেশনের আহ্বায়ক এস এম রবি। এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক যুবনেতা, শরিফুল ইসলাম তোতা, আওয়ামী লীগ নেতা দিদার হোসেন, মফিজুল হক চাঁন, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, রাম সরকার, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন।
কয়রায় ২৫ মার্চ গনহত্যা দিবস পালন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গনহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৫ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় এতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম ও কয়রা থানার অফিসার ইনর্চাজ মোঃ রবিউল হোসেন। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ,প্রধান শিক্ষক খায়রুল আলম, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখ।
কয়রায় পুলিশ প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধে মাস্ক বিতরন
কয়রা প্রতিনিধি
কয়রা থানা পুলিশ প্রশানের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরন করা হয়েছে। গতকাল ২৫ মার্চ সকাল ১০ টায় কয়রা থানার অফিসার ইনর্চাজ মোঃ রবিউল হোসেনের নেতৃত্বে কয়রার তিন রাস্তার মোড়, বাসষ্ট্যান্ড, ফুলতলা বাজার, কালনা বাজার সহ বিভিন্ন এলাকায় করোনার সংক্রম রোধে এ সকল মাস্ক বিতরন করা হয়। এ সময় মাস্ক পরিধানের উপর ব্যাপক সচেতনতামুলক কর্মকান্ড চালানো হয়। কয়রা থানার পুলিশ প্রশাসনের অন্যান্য সদস্যরা মাস্ক বিতরনকালে উপস্থিত ছিলেন।
কয়রায় অপ্রধান দানা জাতীয় শস্যের উৎপাদন কোলাকৌশলের উপর কৃষক প্রশিক্ষন
কয়রা প্রতিনিধি
উদ্ভিদ প্রজনন বিভাগ কৃষি গবেষনা ইন্সটিটিউট জয়দেবপুর গাজীপুরের উদ্যোগে ও সরেজমিন গবেষনা বিভাগ বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট দৌলতপুরের বাস্তবায়নে অপ্রধান দানা জাতীয় শস্যের উৎপাদন কলাকৌশলের উপর কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। গতকাল ২৫ মার্চ বিকাল ৩ টায় ৬নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুল ইসলমের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরেজমিন গবেষনা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন বারী গাজীপুরের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোতাছিম বিল্লাহ। এতে বক্তব্য রাখেন সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, সরদার হারুন অর রশিদ, রিয়াছাদ আলী, শাহাজান সিরাজ, স্থানীয় কৃষক আছাদুল হাওলাদার, রফিকুল ইসলাম, সুপদ মুন্ডা, মলিনা মুন্ডা প্রমুখ। প্রশিক্ষনে স্থানীয় কৃষক ও কৃষানীরা অংশ গ্রহন করেন।
ফকিরহাটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং বেতাগা ইউনিয়নে মো: ইউনুস আলী শেখ, ৩নং পিলজংগ ইউনিয়নে মোড়ল জাহিদুল ইসলাম, ৪নং ফকিরহাট সদর ইউনিয়নে শিরিনা আক্তার ও ৬নং নলধা-মৌভোগ ইউনিয়নে, সরদার আমিনুর রশিদ মুক্তি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচন অফিস সূত্র জানায়, বেতাগা ও পিলজংগ ইউনিয়নে একক চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এবং ফকিরহাট সদর ইউনিয়ন ও নলধা-মৌভোগ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থীরা শেষ দিনে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় উপরোক্ত ৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। নির্বাচিতরা সকলেই আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৫ চেয়ারম্যান প্রার্থী সহ মোট ১২জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। প্রত্যাহারের মধ্যে ১জন সংরক্ষিত মহিলা আসনের সদস্যা ও ৬ জন সাধারন সদস্য প্রার্থী রয়েছেন। এছাড়াও ফকিরহাট সদর ইউনিয়নের ৩নং সংরক্ষিত আসেন (৭.৮.৯) থেকে অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় একক প্রার্থী হওয়ায় শিউলী বেগম-কে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত করা হয়েছে(পিকেএ)।
ফকিরহাটের মানসা কালী মন্দিরে পুনঃ প্রতিষ্ঠা দিবস উদযাপন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ঐতিহ্যবাহী, সুÑপ্রাচিন ও সুÑপ্রসিদ্ধ মানসা কালী মন্দিরের কালী মায়ের ৪৮তম পুনঃ প্রতিষ্ঠা দিবস বাংলা ১১ চৈত্র ও ইংরেজী ২৫ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শত শত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গন। মন্দির কমিটি জানান, স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনেই কালী মায়ের ৪৮তম পুন: প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরও অনুষ্ঠানটি সুষ্ঠ, সুন্দর ও ব্যপক নিরাপত্তার মধ্য দিয়ে সু-সম্পন্ন হয়েছে। এদিন সকাল ৯টা থেকে পূজা আরম্ভ হয়, সকাল ১০টায় শ্রী শ্রী চন্ডীপাঠ ও দুপুর ২টায় প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় মঙ্গলারতির অনুষ্ঠিত হয়। এছাড়া মন্দিরের পুনঃ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বল্প পরিসরে ধর্মীয় মেলার আয়োজন করা হয়।
লখপুরের ৬নং ওর্য়াডে আসপিয়ার বিনাপ্রতিদ্বন্দিতায় সদস্য নির্বাচিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং লখপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দিতায় আসপিয়ার হোসেন মোড়ল সাধারন সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে লখপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসার ডাঃ মোঃ শাহরিয়ার শামীম স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা,২০১০এর বিধি-১৭ এর অধিন প্রার্থীতা প্রত্যাহারের পর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের সাধারন ওর্য়াড-০৬ এর সাধারন ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দি প্রার্থীর সংখ্যা ১জন হওয়ায় উপরোক্ত প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
রামপালে গাঁজা ব্যবসায়ী আটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পুলিশের এসআই সঞ্জয় পাল বুধবার রাতে অভিযান চালিয়ে নজরুল ইসলাম নজু নামের পেশাদারী এক গাঁজা ব্যবসায়ী কে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়েরের হয়েছে। পুলিশ জানায়, পেশাদারী মাদক ব্যবসায়ী নজু গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে রাতে কালেখারবেড় গ্রামে অভিযান চালান। এ সময় ১৫ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে। রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন মামলা দায়ের ও আসামী আটক করে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরির প্রলোভনে শ্রমিক অপহরণ, মামলা আটক ২
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভালো বেতনে চাকরির প্রলোভনে দিয়ে সজীব ইসলাম (২০) নামের এক শ্রমিককে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শ্রমিক বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়েরের করেছেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ২ জন আসামীকে গ্রেফতার করেছে। মামলা সূত্রে জানা গেছে, নাটোর জেলার লালপুর থানার চাঁদপুর গ্রামের মৃত মুনসদ আলীর পুত্র অপহরিত সজীবকে কুষ্টিয়ার পার্থ নামের এক অপহরণকারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভালো বেতনে চাকরির প্রলোভনে দিয়ে ফোন করে। এতে আকৃষ্ট হয়ে সজীব গত ২২ মার্চ বিকাল ৫ টায় রামপাল চলে আসে। সজীব ভেকটমারী জিরো পয়েন্টে এসে নেমে আসামি পার্থকে ফোন করলে সে একটি মোটর সাইকেলে করে তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেকোটমারীর ফাঁকা রাস্তায় নিয়ে যায়। পরে রামপাল উপজেলার কালেখারবেড়ের গিয়াস ইজারাদারের পুত্র জুয়েল ইজারাদার ও কুষ্টিয়ার ভেড়ামারা থানার গোলাপনগর গ্রামের কিতাব সরদারের পুত্র কিরণসহ ৩ জন জীবনে শেষ করে দেয়ার হুমকি দিয়ে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বাড়িতে ফোন করতে বলে। ওই সময় তার কাছে থাকা নগদ ৫ হাজার টাকা ও ২ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অপহরিত সজীব কৌশলে পালিয়ে ট্রাক যোগে ওই দিন খুলনা চলে যান। এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২ জন আসামীকে গ্রেফতার করেছি অন্যজন কে ও আটকের জন্য অভিযান অব্যাহত আছে।
চার লাখ পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে মো. হুসাইন শেখ নামে এক যুবককে সেনাবাহিনীর সদস্য পদে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে চার লাখ পাঁচ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে নওয়াপাড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতারণার শিকার হুসাইন শেখের পিতা মো. বাবুল শেখ।
তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, আমি যশোর জেলার অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের বাসিন্দা। আমার বড় ছেলে মো. হুসাইন শেখকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার কথা বলে একই গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে মো. নাজমুল হোসেন শেখ। ছেলের চাকুরী হবে ভেবে আমি তার ৮ লাখ ১০ হাজার টাকার প্রস্তাবে রাজি হয়। ২০২০ সালের ১০ ডিসেম্বর পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ আলী মাস্টার, কোটা গ্রামের রফিক মিস্ত্রি, শেখ মোহাম্মদউল্লাহ ও আসলাম সরদারের উপস্থিতিতে মো. নাজমুল হোসেন শেখের হাতে চার লাখ পাঁচ হাজার টাকা দেওয়া হয়।
তিনি আরো বলেন, ২০২১ সালের ৩১ জানুয়ারি নাজমুল হোসেন আমার ছেলের সেনাবাহিনীতে চাকুরী হয়েছে বলে যোগদান করাতে চট্্রগ্রামে নিয়ে যায়। কয়েকদিন পর নাজমুল বাকি টাকার জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে আমি আমার ছেলের সাথে কথা বলতে চাইলে নাজমুল প্রতারণা শুরু করে। গত ২৭ ফেব্রুয়ারি নাজমুল মোবাইল করে বলে হুসাইন অসুস্থ হয়ে পড়েছে তাকে বাড়ি নিয়ে আসেন। একদিন পর আমি চট্রগ্রামের হালি শহরের একটি বাসা বাড়ি থেকে আমার ছেলেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে যশোরের একতা হাসপাতালে ভর্তি করি।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রতারণার শিকার হুসাইন শেখ বলেন, নাজমুল হোসেন আমাকে চট্রগ্রামের হালি শহরে নিয়ে একটি বাসা বাড়িতে আটকে রাখে। এবং আমার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। আমাকে সেনাবাহিনীর কোন ক্যাম্পে নিয়ে প্রশিক্ষণ দেয়নি। আমি এই প্রতারক নাজমুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে মো. নাজমুল হোসেনের ০১৭২৩-০৭৭৮১৯ মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চার লাখ পাঁচ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, সেনা সদস্যের প্রশিক্ষণ চলাকালে হুসাইন অসুস্থ হয়ে পড়ে। পরে তার বাবা মো. বাবুল শেখ চট্রগ্রাম সেনানিবাস থেকে তাকে নিয়ে আসে। আমার বিরুদ্ধে তার পরিবার মিথ্যাচার করছে।
সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন, হুসাইনের চাচা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল তরফদার, শামিম হোসেন বিশ্বাস, জুলফিকার শেখ, মো. জাহিদুল ইসলাম, শেখ মোহাম্মদউল্লাহ ও প্রতারণার শিকার মো. হুসাইন শেখ।
মণিরামপুরের পরিচয়হীন লাশটি আঞ্জুমানে দিল পুলিশ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে ধানক্ষেত থেকে উদ্ধার অজ্ঞাত লাশের (পুরুষ) পরিচয় মেলেনি। ২১ ঘন্টায় লাশের দাবি নিয়ে কেউ থানায় না আসায় ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (২৫মার্চ) দুপুরে মরদেহটি আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বেওয়ারিশ লাশটির দাফন হয়েছে যশোর কারবালা কবরস্থানে। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। নেহালপুর ক্যাম্পের আইসি এসআই আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আইসি আতিকুজ্জামান বলেন, বুধবার (২৪ মার্চ) বিকেল পাঁচটার দিকে উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত একলাস বিশ্বাসের বাড়ির পাশের ধানক্ষেতে একটি লাশ (৫৫) দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেন স্থানীয়রা। আমরা লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠাই। উদ্ধারের পর লাশের পরিচয় মেলেনি।বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেউ লাশের দাবিতে আমাদের সাথে যোগাযোগ করেননি। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। নেহালপুর ইউপি চেয়ারম্যান নজমুস সাদাত বলেন, পাঁচাকড়ি এলাকার আড়পাতা বিলে পবিত্র বিশ্বাসের মৎস্যঘের পাড়ে বুধবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত অপরিচিত লোকটিকে বসে কাঁদতে দেখেন বিলের লোকজন। পরে বিকেল পাঁচটার দিকে ঘেরের পাশে ধানক্ষেতে ওই ব্যক্তিকে মরদেহ পাওয়া যায়।
ঝিনাইদহে ছাত্রলীগের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
২৫ মার্চ কাল রাতকে গণহত্যা দিবস ঘোষণা ও গণহত্যার অপরাধ স্বীকার করে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা ছাত্রলীগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, ২৫ মার্চ কাল রাতকে আন্তর্জাতিক ভাবে গণহত্যা দিবস ঘোষণা ও পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
দাকোপে মাছ চাষীদের নিয়ে এসডিএফের মতবিনিময়।
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) সহযোগিতায় ৩নম্বর চালনা ক্লাস্টারের আনন্দনগর ও খাটাইল পূর্বপাড়া নূতন জীবন মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার খাটাইল পূর্বপাড়া গ্রাম সমিতি মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা প্রনয় রঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সমবায়ের যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন এসডিএফ‘র জেলা কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন, এসডিএফ‘র প্রধান কার্যালয়ের নিরীক্ষক মোঃ মিজানুর রহমান, লাইভলিহুড‘র জেলা কর্মকর্তা আঃ ওয়াহাব। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ৩নম্বর চালনা ক্লাস্টার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, চালনা নূতন জীবন ক্লাস্টার কমিউনিটি সোসাইটির সভাপতি রাঁধা সানা প্রমুখ। সভা শেষে অতিথি বৃন্দ উৎপাদনকারী দলের মাছের ঘের, গরুর খামার ও বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ পরিদর্শন করেন।