ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলাম ও মুসল্লিদের বিক্ষোভে সংঘর্ষে কমপক্ষে চার হেফাজত কর্মী নিহতের ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হাটহাজারী মাদরাসার ছাত্ররা মাদরাসায় অবস্থান নিয়েছে। অন্যদিকে ছাত্রলীগ কর্মীরা প্রধান সড়কে রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রামের ডিআইজি মো. আনোয়ার হোসেন। তিনি থানা ভবন এবং আশপাশের এলাকা পরিদর্শন করেন।
বিক্ষুদ্ধদের হামলায় থানার দরজা জানালা ভাঙচুর হয়। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। আহতদের ২৬ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়।
পরে সেখান থেকে চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকিদের চমেক হাসপাতালে পাঠানো হয়। বিকেলে সেখানে চার জন মারা যান। রাতে এ প্রতিবেদন লেখার সময় হাটহাজারীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে নিহত চার জনের লাশের অপেক্ষায় চমেক হাসপাতালে রয়েছেন হেফাজতের নেতারা।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদি জানান, হেফাজতের কেন্দ্রীয় নেতারা লাশের অপেক্ষায় হাসপাতালে অবস্থান করছেন। আহতদের মধ্যে অন্তত চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
-খুলনাঞ্চল রিপোর্ট