আকাশসীমার সুরক্ষায় নতুন প্রজন্মের সারফেস-টু-এয়ার মিসাইলই দরকার ছিল ভারতীয় বাহিনীর, এবার সেই চাহিদা মেটাতে এল আকাশ-এনজি। এর মধ্যে দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ফের বড় সাফল্য পেল ভারত। খবর দ্য ওয়ালের।
জানা গেছে, জয়সলমীর জেলার পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জ থেকে তির বেগে ছুটে গিয়ে লক্ষ্যে আঘাত করেছে এই ক্ষেপণাস্ত্র। ৪০ কিলোমিটার পাল্লায় নিক্ষেপ করা হয়েছে এই এয়ার মিসাইলটিকে। প্রয়োজনে নতুন প্রজন্মের আকাশ ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোও সম্ভব।
উল্লেখ্য, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে দেশীয় সংস্থার কাছেই এমন মিসাইল তৈরির বরাত দিয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা তথা ডিআরডিও। ভারত ডায়ানামিক্স ও ডিআরডিও-র তৈরি আকাশ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণে বড় সাফল্য এসেছে বলে দাবি করা হয়েছে।
-খুলনাঞ্চল ডেস্ক