করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে রাজধানীতে হাসপাতালগুলোর সাধারণ বেড ও আইসিইউর সংকট দেখা দিয়েছে। তালিকাভুক্ত অন্যতম সরকারি ডেডিকেটেড চারটি হাসপাতালে করোনা রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ফাঁকা নেই। কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল,ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগদা জেনারেল হাসপাতালের সবগুলো বেডে রোগী ভর্তি রয়েছে। বৃহস্পতিবার ( ২৫ মার্চ) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৮৭ জন। গত ৮ মাসের মধ্যে এটাই সর্বোচ্চ করোনা শনাক্তের সংখ্যা। এর আগে গত ১৫ জুলাই শনাক্ত হয়েছিল তিন হাজার ৫৩৩ জন। দেশে গত তিন দিন ধরে দৈনিক সাড়ে তিন হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছেন। বুধবার (২৪ মার্চ) শনাক্ত হন তিন হাজার ৫৬৭, মঙ্গলবার (২৩ মার্চ) শনাক্ত হন তিন হাজার ৫৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন।তাদের নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন আট হাজার ৭৯৭ জন এবং মোট শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৮৪ হাজার ৩৯৫ জন ।
অধিদফতর জানায়, তালিকাভুক্ত অন্যতম সরকারি ডেডিকেটেড চারটি হাসপাতালে করোনা রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ফাঁকা নেই। কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ১৬টি বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০টি বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০টি বেড ও মুগদা জেনারেল হাসপাতালের ১৯টি বেডের সবগুলোতে রোগী ভর্তি রয়েছে।
কেবলমাত্র শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬টি বেডের মধ্যে ফাঁকা রয়েছে একটি, সরকারি কর্মচারী হাসপাতালের ছয়টি বেডের মধ্যে একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে দুইটি আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৬টি বেডের মধ্যে একটি বেড ফাঁকা রয়েছে।
করোনা রোগীদের চিকিৎসা দেওয়া শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতালে করোনাক্রান্ত রোগীদের জন্য আইসিইউ সুবিধা নেই।
অর্থাৎ অধিদফতরের তালিকাভুক্ত ১০টি সরকারি হাসপাতালের ১০৮টি আইসিইউর মধ্যে রোগী ভর্তি আছেন ১০৩ জন, ফাঁকা বেড রয়েছে মাত্র পাঁচটি।
অপরদিকে, অধিদফতরের তালিকাভুক্ত বেসরকারি ১০টি হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসিইউ বেড রয়েছে ১৮৩টি, এর মধ্যে রোগী ভর্তি আছেন ১৩৭ জন, বেড ফাঁকা রয়েছে ৪৬টি।
রাজধানী ঢাকায় সরকারি ও বেসরকারি তালিকাভুক্ত হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত রোগীদের জন্য মোট আইসিইউ বেড রয়েছে ২৯১টি, বৃহস্পতিবার পর্যন্ত রোগী ভর্তি আছেন ২৪০ জন। অর্থাৎ বেড ফাঁকা রয়েছে মাত্র ৫১টি।
অধিদফতর জানায়, চট্টগ্রাম মহানগরীতে করোনা রোগীদের জন্য সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেড রয়েছে ৪৫টি, তাতে রোগী ভর্তি আছেন ২৫ জন, বেড ফাঁকা রয়েছে ২০টি।
সারাদেশে করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ বেড রয়েছে ৫৬৯টি। এর মধ্যে রোগী ভর্তি আছেন ৩৪২ জন। বেড ফাঁকা আছে ২২৭টি।
– ঢাকা অফিস