করোনার মোকাবেলায় মোংলায় পুলিশের মাস্ক বিতরণ

0
Spread the love

মোংলায় করোনা ভাইরাসের মোকাবেলায় মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ শ্লোগান নিয়ে মাঠে নেমেছে পুলিশ। রবিবার বিকেল ৫টায় মোংলা পৌর শহরের শেখ আব্দুল হাই সড়ক, চৌধুরীর মোড় ও শাহাদাতের মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রচারাভিযানে নামেন তারা। এ সময় করোনা সংক্রমণ রোধে সকললে চলাচল, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কাজ কর্মে করোনা বিধি নিষেধ মানার আহবাণ জানানো হয় পুলিশের পক্ষ থেকে। মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা শহরের পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং মাস্ক বিহীন সকলকে মাস্ক পরিয়ে দেন।

বিকেলে শহরের বিভিন্ন শ্রেণী পেশার ও বয়সের প্রায় ৫ শতাধিক মানুষের মুখে মাস্ক পরিয়ে দিয়ে সকলকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করারও আহবাণ জানান থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। উপস্থিত পথচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, দ্বিতীয় ধাপের করোনা প্রকোপ থেকে রক্ষা পেতে হলে সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সেই সাথে স্বাস্থ্য বিধিও মেনে চলতে হবে। তিনি আরো বলেন, এখন মাস্ক দেয়া হচ্ছে, সচেতন করা হচ্ছে এরপরও যদি মাস্কের ব্যবহার ও সচেতনতা লক্ষ্য করা না যায় তাহলে কিন্তু শাস্তি এবং জরিমানার আওতায় আনা হবে।

– মোংলা (বাগেরহাট) প্রতিনিধি