স্ত্রীর ওষুধ কিনতে না পেরে ভ্যানচালকের আত্মহনন

3
Spread the love



যশোরের মণিরামপুরে স্ত্রীর ওপর অভিমান করে জমির গাজী (৭০) নামে এক ভ্যানচালক কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২০ মার্চ) বেলা ১১ টার দিকে এঘটনা ঘটে। তিনি উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত মনিরুদ্দীনের ছেলে।শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, ভ্যানের চাকা ঘুরিয়ে কষ্টের সংসার জমির গাজী ও তার স্ত্রী মনোয়ারা বেগমের। কয়েকদিন ধরে মনোয়ারা বেগম দাঁতের যন্ত্রণায় ভুগছেন। আজ (শনিবার) সকালে তিনি জমির গাজীকে ওষুধ আনতে বলেন।

জমির গাজীর পকেটে টাকা ছিলনা। এই নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য হয়। পরে ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন বৃদ্ধ জমির। বাইরে এসে স্থানীয় বাজার থেকে কীটনাশক (দানা জাতীয়) কিনে খান তিনি। যন্ত্রণা সইতে না পেরে বাড়ি ফেরেন জমির গাজী। পরে স্বজনরা তাকে কেশবপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে মৃত্যু হয় জমির গাজীর।চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, এই ঘটনায় কেশবপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের ফিরিয়ে দিতে পুলিশের সাথে আলোচনা চলছে।

-মণিরামপুর (যশোর) প্রতিনিধি