তিন প্রজন্মকে খেল সুন্দরবনের বাঘ

2
Spread the love

আবুল কালাম। ডাক নাম কালু। তিন ভাই একসঙ্গে সুন্দরবনে গিয়েছিলেন গোলপাতা কাটতে। মঙ্গলবার কাচিকাটার উত্তর খালে জঙ্গলে নেমে গোলপাতা কাটছিলেন বাওয়ালীরা। হঠাৎ বাঘের হানা।

কালুকে ধরে নিয়ে যায় সুন্দরবনের বাঘ। সঙ্গীরা পিছু নেন। বিকেলের মধ্যেই বাঘের মুখ থেকে কেড়ে আনেন কালুর মরদেহ। গভীর রাতে লাশ নিয়ে লোকালয়ে ফেরেন বাওয়ালীরা। কালুর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোট কুকুর গ্রামে। জানা যায়, তার বাবা আতিক গাজী ও দাদাকেও খেয়েছিল সুন্দরবনের বাঘ।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে গোলপাতা আহরোণের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা জি এম মাসুম বিল্লাহ জানান, এর আগে কালুর বাবা ও দাদা সুন্দরবনেবাঘের হামলায় নিহত হন।

– সাতক্ষীরা প্রতিনিধি