একুশে বইমেলার পর্দা উঠছে আজ। প্রায় মাসব্যাপী এই বইমেলা ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ বেশ কিছুটা ঊর্ধ্বগতির কারণে বইমেলার জন্য কঠিন সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।
এরপরও প্রাণের মেলা, লেখক, প্রকাশক ও পাঠকের মিলনমেলা এই বইমেলায় ৫৪০টি প্রতিষ্ঠানকে ৮৩৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের মেলার পরিসর গত বছরের তুলনায় বাড়ছে বলে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০৭টি প্রতিষ্ঠানকে ১৫৪টি স্টল, সোহরাওয়ার্দী উদ্যানের অংশে ৪৩৩টি প্রতিষ্ঠানকে ৬৮০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়া চীন’ বইয়ের ইংরেজি অনুবাদ ‘নিউ চায়না’র আনুষ্ঠানিক প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের বইমেলায় পাঠক, লেখক ও প্রকাশকদের প্রবেশের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট খোলা রাখা হবে। তবে বাংলা একাডেমি থেকে বলা হয়েছে, পাঠক-দর্শকরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন।
– ঢাকা অফিস