মোদিকে এনে বঙ্গবন্ধুকে অপমান করবেন না : জাফরুল্লাহ চৌধুরী

1

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনা হলে বঙ্গবন্ধুকে অপমান করা হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী’ বিক্ষোভে তিনি এ কথা বলেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সেখানে তারা নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে তীব্র আন্দোলনের ঘোষণাও দিয়েছেন।

বিক্ষোভ-সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘সাম্প্রদায়িক মোদিকে এনে জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করবেন না। দেশের সকল মানুষকে অপমান করবেন না। জাতীয় স্বার্থে এ সিদ্ধান্ত প্রত্যাহার করুন।’

তিনি আরও বলেন, ‘মোদি বাংলাদেশের বন্ধু নয়। ভারতেও সে হিন্দুবাদের নামে মুসলমানদের ধ্বংস করছে। সে নিজের ধর্মের মানুষকেও নানান প্রতিবন্ধকতায় ফেলছে।’

সমাবেশে ভিপি নুরুল হক নুর বলেন, ‘যে নরেন্দ্র মোদিকে কসাই নামে আখ্যায়িত করা হয়, কোনো দেশ তাকে সমর্থন করে না। তাকে শুধু বাংলাদেশের সরকার গুরুত্ব দেয়। এ উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক মোদিকে বাংলাদেশে এনে দেশের মুক্তিযুদ্ধের সঙ্গে তামাশা করবেন না।’

নুর আরও বলেন, ‘ভারতের যে কেউ আসুক, আমরা স্বাগত জানাব। কিন্তু মোদিকে এনে বাংলাদেশের সাম্প্রদায়িক চেতনায় আঘাত করতে দেব না। মোদি শেখ হাসিনার বন্ধু, বাংলাদেশের নয়। শেখ হাসিনা ছাড়া কেউ তার গোলামি করে না।’

এ সময় বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ আতা বলেন, ‘এ প্রতিবাদ মোদির আগমনের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। যতদিন আগ্রাসন বন্ধ না হবে, ততদিন প্রতিবাদ চলবে। আর মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। মোদি দেশে আসলে আমরা কঠোর কর্মসূচি দেব।’

ঢাকা অফিস