স্টাফ রিপোর্টার
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার কুশপুত্তলিকা দাহ করেছে আওয়ামী লীগ। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুহূর্তে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে সেই মুহূর্তে বিএনপি নানা ষড়যন্ত্র শুরু করেছে। সমাবেশে কুৎসিত বক্তব্য দেওয়ায় খুলনায় শামসুজ্জামান দুদুকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। প্রতিবাদ সমাবেশে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ, হাফেজ মোহাম্মদ শামীম, মফিদুল ইসলাম টুটুল ও রনজিত কুমার ঘোষ প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, শনিবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতা দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিন, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং আওয়ামী লীগ নেতাদের নিয়ে কুৎসিত বক্তব্য রাখেন। এর প্রতিবাদে দুদু মিয়ার কুশপুত্তলিকা দাহ করা হলো। অবিলম্বে জাতির সামনে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।