ঢাকা অফিস:
রাজধানীর মানিকনগরে কুমিল্লাপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিতেক আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় ১ ঘন্টা ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।