চতুর্থ দিনে টিকা নিলেন দেড় লাখের বেশি মানুষ

0

ঢাকা অফিস:

সারাদেশে টিকাদান শুরু চতুর্থ দিনে করোনা ভাইরাসের টিকা নিলেন এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন। আজ বুধবার ( ১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আজ দেশে টিকাদান কর্মসূচির চতুর্থ দিন চলছে। প্রথম তিনদিনের তুলনায় টিকা গ্রহীতার সংখ্যা বেড়েছে কয়েকগুণ। দেশে চতুর্থ দিন শেষে মোট টিকা নিলেন তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন।

গতকাল ( ৯ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন ১ লাখ ১ হাজার ৮২ জন, তার আগের দিন ( ৮ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন। তার আগের দিন দেশে টিকাদান কর্মসূচির প্রথম দিন ( ৭ ফেব্রুয়ারি) টিকা নিয়েছিলেন ৩১ হাজার ১৬০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে ঢাকা বিভাগে টিকা বিভাগে টিকা নিয়েছেন ৪০ হাজার ৯০৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৮ হাজার ২৯২ জন আর নারী ১২ হাজার ৬১৫ জন।

ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন সাত হাজার ৫৪৯ জন, তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ৩৪৭ জন আর নারী দুই হাজার ২০২ জন। চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ৩৭ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে পুরুষ ২৬ হাজার ৪৮৭ জন আর নারী ১০ হাজার ৯৭১ জন।

রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ১৭ হাজার ৯৭১ জন। তাদের মধ্যে পুরুষ রয়েছেন ১২ হাজার ৬৮৭ জন আর নারী রয়েছেন ৫ হাজার ২৮৪ জন। অপরদিকে, রংপুর বিভাগে টিকা নিয়েছেন ১৪ হাজার ২২৪ জন। তাদের মধ্যে পুরুষ ১০ হাজার ৩৯৪ জন আর নারী তিন হাজার ৮৩০ জন।

খুলনা বিভাগে টিকা নিয়েছেন ১৭ হাজার ১১৫ জন। তাদের মধ্যে পুরুষ ১২ হাজার ২৮০ জন আর নারী চার হাজার ৮৩৫ জন। বরিশাল বিভাগে টিকা নিয়েছেন ছয় হাজার ১৪৭জন। তাদের মধ্যে পুরুষ চার হাজার ৪৭৯ জন আর নারী এক হাজার ৬৬৮ জন।

সিলেট বিভাগে টিকা নিয়েছেন ১৭ হাজার ৮০ জন। তাদের মধ্যে পুরুষ রয়েছেন ১১ হাজার ৭৮৫ জন আর নারী রয়েছেন ৫ হাজার ৩৫৫জন।

ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ১৯ হাজার ১১৫ জন। ঢাকার ৪৭টি হাসপাতালের মধ্যে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। এখানে টিকা নিয়েছেন এক হাজার ৮৩৭ জন।